ভ্রমন

ঢাকা টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, সাপ্তাহিক বন্ধের দিন, টিকিট কাউন্টারের ঠিকানা 2022

ঢাকা টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, সাপ্তাহিক বন্ধের দিন, টিকিট কাউন্টারের ঠিকানা 2022 ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। প্রিয় ভ্রমণপিপাসু ভাই ও বোনেরা  আপনারা যারা ঢাকা টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী সম্পর্কে ইন্টারনেট ব্রাউজিং করে সার্চ করছেন। তাদের জন্য সুখবর, কারণ আজকে আমরা ঢাকা টু লালমনিরহাট ট্রেনের খুঁটিনাটি সম্পর্কে জানব। 

ট্রেনে ভ্রমণ সব বয়সী মানুষের কাছে একটি আনন্দময় এবং মজাদার ভ্রমণ। ট্রেনে যাত্রাকালে কোনরকম ঝামেলার সম্মুখীন হতে হয় না। নেই কোন ট্র্যাফিক জ্যাম, এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসেই যাওয়া যায়। দুর্ঘটনা কিংবা স্টেশন ব্যতীত ট্রেন সচারাচর কোথায় থামে না। ট্রেনে যাত্রা করে আপনারা সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। ট্রেনের মধ্যে নামাজের ব্যবস্থা, এসি এবং ননএসি রুমের ব্যাবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা এবং খানা পিনার ব্যবস্থা রয়েছে।

আরো একটি মজাদার ব্যাপার হল যে,ট্রেনে ভ্রমণকালে প্রকৃতির সৌন্দর্য খুব কাছ থেকেই উপভোগ করা যায়। কারণ ট্রেন চলাচল করে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে। গ্রামীণ জনজীবন খুব কাছ থেকেই উপভোগ করা যায়। যারা একঘেয়ামি শহরে বসবাস করে, তারা যদি দূরের পথ  ভ্রমণ করে। তাহলে  আমরা সাজেস্ট করবো ট্রেনে ভ্রমণ করার জন্য। 

Related Articles

প্রতিনিয়ত যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সে হারে যানবাহনে চলাচলের জন্য দাম বৃদ্ধি পাচ্ছে। আপনারা একটা বিষয় লক্ষ দিলে বুঝতে পারবেন অন্যান্য যানবাহন এর তুলনায় ট্রেনের টিকিটের দাম অনেক কম। তাই যারা টাকার অভাবে অন্য কোথাও যেতে পারছেনা, আমরা তাদের সাজেস্ট করব তারা যেন ট্রেনের মধ্যে ভ্রমণ করে। 

আপনি যদি শুয়ে কিংবা বসে যেতে চান তাও পারবেন, এমনকি লাক্সারিয়াস আসনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সেখানেও চাইলেও  বসে ভ্রমণ করতে পারেন। আর আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনলাইনে কিভাবে ট্রেনের টিকিট বুকিং দিবেন ইত্যাদি। তাহলে চলুন বন্ধুরা, আর অপেক্ষা না করে আমাদের আজকের আলোচ্য বিষয় শুরু করা যাক ধন্যবাদ।

লালমনি এক্সপ্রেস ট্রেন

লালমনি এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের কতৃপক্ষের একটি অন্ত নগর ট্রেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে, আন্তঃনগর ট্রেনগুলো খুবই দ্রুত গতির এবং লাক্সারিয়াস হয়ে থাকে। আর ট্রেনটি লালমনিরহাট হতে বাংলাদেশের রাজধানী ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাত্রীদের নিয়মিত পরিষেবা দিয়ে থাকে।

তাই আপনারা যারা  ঢাকা থেকে লালমনিরহাট কিংবা  লালমনিরহাট থেকে ঢাকা বিশেষ কাজে যেতে চাচ্ছেন তাহলে আপনারা  লালমনি এক্সপ্রেস ট্রেনটি ভ্রমণ করতে পারেন।  লালমনি এক্সপ্রেস ট্রেনের  ট্রেন নং হচ্ছে 791ও 752 । বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ২০০৪ সালের ৭মার্চ লালমনি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। আর তখন থেকেই এই পর্যন্ত  লালমনি থেকে রাজধানী ঢাকার  বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাত্রীদের নিয়মিত পরিষেবা দিয়ে যাচ্ছে নিরলসভাবে।

dhaka to lalmonirhat train schedule-bdinfo71.com
dhaka to lalmonirhat train schedule

ঢাকা টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী

সুপ্রিয় পাঠকবৃন্দ এ পর্যায়ে আমরা  ঢাকা টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। সময়সূচী সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে অনেকেই অনেক রকম হয়রানির শিকার হয়ে থাকে। সঠিক সময়ের অভাবে ট্রেন মিস করে থাকে কিংবা অহেতুক সময় রেল স্টেশনে কাটাতে  হয়। আর আপনাদের চিন্তার অবসান ঘটানোর জন্য আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব  ঢাকা টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী। 

 লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করা হয়েছে শুক্রবার।  নিম্নে আরও বিস্তারিত

ট্রেনের নাম সমূহ সাপ্তাহিক বন্ধের দিন ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌঁছার সময়
লালমনি এক্সপ্রেস        শুক্রবার   ২১ঃ৪৫ ০৭ঃ২০

লালমনিরহাট টু ঢাকা ট্রেনের সময়সূচী

ট্রেনের নাম সমূহ সাপ্তাহিক বন্ধের দিন ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌঁছার সময়
লালমনি এক্সপ্রেস        শুক্রবার   ১০ঃ২০ ১৯ঃ৫৫

ঢাকা টু লালমনিরহাট ট্রেনের ভাড়ার তালিকা

এ পর্যায়ে আমরা ঢাকা টু লালমনিরহাট ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত যেতে চাচ্ছেন কিংবা লালমনিরহাট থেকে ঢাকা পর্যন্ত আসতে চাচ্ছেন। তাদের মনে সংশয় থেকেই থাকে যে টিকিটের মূল্য কত হতে পারে। আর আপনাদের সংশয় দূর করার জন্য ভাড়া তালিকা  সংযোজন করছি।

ঢাকা থেকে লালমনিরহাট অনেক দূরের পথ। আর এই পথে আপনারা এসে কিংবা নন এসি কেবিনে যেতে পারবেন। এর জন্য আপনাকে কম টাকা থেকে বেশি টাকা গুনতে হবে প্রতি আসনের জন্য। নিম্ন ৪২০ টাকা থেকে উচ্চ ১৫১০ টাকা পর্যন্ত আসনের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সুবিধা অনুযায়ী লালমনি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে পারবেন ধন্যবাদ।

আসনের নাম সমূহ লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা 
শোভন ৪২০ টাকা
শোভন চিয়ার ৫০৫ টাকা
প্রথম আসন ৬৭৫ টাকা
প্রথম বার্থ ১০১০ টাকা
স্নিগ্ধা ৮৪০ টাকা
এসি ১০১০ টাকা
এসি বার্থ ১৫১০ টাকা

ঢাকা টু লালমনিরহাট স্টেশন বিরতি ২০২২

লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট গমনকালে বিভিন্ন স্টেশনে লোক ওঠানামা করে। আর এসব স্থানের নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে তো ভালোই হলো। আর না জানলে আপনাদের জানাটা জরুরী। আপনি একে স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে চান তাহলে স্টেশন বিরতির নাম জেনে রাখা ভালো। তাহলে ঢাকা টু লালমনিরহাট বিরতি স্টেশনের নাম জেনে নেওয়া যাক ধন্যবাদ।

নিম্নোক্ত তালিকাটি 2022 সাল পর্যন্ত কার্যকর

  1. ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  2. জয়দেবপুর জংশন
  3. টাঙ্গাইল
  4. বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন
  5. শহীদ এম মনসুর আলী
  6. উল্লাপাড়া
  7. বড়ালব্রীজ
  8. আজিমনগর
  9. নাটোর
  10. সান্তাহার জংশন
  11. বগুড়া
  12. সোনাতলা
  13. বোনারপাড়া জংশন
  14. গাইবান্ধা
  15. বামনডাঙ্গা
  16. পীরগাছা
  17. কাউনিয়া জংশন

আরো জানুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *