ভ্রমন

দোলনচাঁপা এক্সপ্রেস এর নতুন সময়সূচি,টিকিট মূল্য, ট্রেন স্টপেজ ২০২২

দোলনচাঁপা এক্সপ্রেস এর নতুন সময়সূচি,টিকিট মূল্য, ট্রেন স্টপেজ ২০২২ ইত্যাদি বিষয় যদি জানতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনার জন্য আজকের এই  আর্টিকেলটি অনেক গুরত্বপূর্ণ হবে। প্রিয় বন্ধুরা আপনারা যদি লং জার্নি জন্য ভ্রমণ করে থাকেন তাহলে কোনো রকম বাধা ছাড়াই ট্রেন জার্নিকে প্রধান বাহন হিসেবে নিতে পারেন। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে নেই কোন ট্রাফিক জাম। অর্থাৎ অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রকৃতির হাওয়া খেয়েই বাস্তবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করে যেতে পারবেন।

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি একটি অন্ত নগর ট্রেন সান্তাহার থেকে দিনাজপুরের উদ্দেশ্যে নিয়মিতভাবে যাতায়াত করে থাকে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি অনেক আগের ট্রেন। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ট্রেন নাম্বার ৭৬৭/৭৬৮। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি উত্তরবঙ্গের মানুষদের কাছে একটি জনপ্রিয় ট্রেন নামে পরিচিত। এই ট্রেনটি  আদি যাত্রা শুরু হয় ১৬ মার্চ ১৯৮৬ সালে।

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে দিনাজপুরের উদ্দেশ্যে,  দিনাজপুর থেকে সান্তাহার এর উদ্দেশ্যে  করতে গড় ভ্রমণ সময়কাল হল প্রায় ৬ ঘণ্টা ১০ মিনিট। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি যেসব সুবিধা পাবেন যেসব সুবিধা পাবেন সেসব হলো  আসন বিন্যাস, ঘুমানোর ব্যবস্থা, খাদ্য সুবিধা, বিনোদনের সুবিধা, পেপার পত্রিকা পড়ার সুবিধা ইত্যাদি।

Related Articles

দোলনচাঁপা এক্সপ্রেস এর নতুন সময়সূচি

আপনি যদি দোলনচাঁপা এক্সপ্রেস এর মাধ্যমে সান্তাহার থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করতে চান তাহলে আপনাকে নিশ্চয়ই সময়সূচী সম্পর্কে জানতে হবে। আর হ্যাঁ, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন থেকে ছাড়ে ১৩: ২০ মিনিটে এবং দিনাজপুর গিয়ে পৌঁছায় ২০ টা ১০ মিনিটে। একইভাবে দিনাজপুর থেকে ছাড়ে ৬ টা ০৫ মিনিটে, সান্তাহার গিয়ে পৌঁছায় ১২: ২৫ মিনিটে। তেমনি দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহিক ছুটি রয়েছে। এই দিন ট্রেনটি চলাচল বন্ধ রাখেন।  ছুটির দিনটি ধার্য করা হয়েছে রবিবার । প্রিয় পাঠকদের সুবিধার্থে নিম্নে টেবিল আকারে নিচে দেওয়া হলো।

স্টেশন সমূহের নাম প্রাম্ভিক কাল শেষ যাত্রা সাপ্তাহিক বন্ধের দিন 
দিনাজপুর টু সান্তাহার ০৬ঃ০৫ ১২ঃ২৫ রবিবার
সান্তাহার টু দিনাজপুর ১৩ঃ২০ ২০ঃ১০ রবিবার
দোলনচাঁপা এক্সপ্রেস এর নতুন সমায়সূচি
দোলনচাঁপা এক্সপ্রেস এর নতুন সমায়সূচি

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের স্টেশন বিরতি এবং সময়সূচী

ভ্রমণ আনন্দময় করার জন্য দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের  বিরতি স্টেশনের নাম এবং সময়সূচী সম্পর্কে জানা অত্যন্তস্টেশন বিরতি মূলত ট্রেন ভ্রমণ কে আনন্দদায়ক করে তুলে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ৬ ঘণ্টা ১০ মিনিটের যাত্রায় ১৪ টি স্টেশনে বিরতি স্থান নির্ধারণ করা হয়েছে। স্টেশনের নাম ও বিরতির সময় নিচের টেবিলে দেওয়া হল। আরে সব ইনফরমেশন দেখলে আপনার কোন ঝামেলাই পোহাতে হবে না। নিম্ন টেবিলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আশাবাদী।

স্টেশন বিরতি, স্থানের নাম সান্তাহার থেকে দিনাজপুরের উদ্দেশ্যে (৭৬৭) দিনাজপুর থেকে সান্তাহার উদ্দেশ্যে (৭৬৮)
তালোড়া ১৩ঃ৫৫ ১২ঃ০০
বগুড়া ১৪ঃ১৭ ১১ঃ৩৫
সোনাতলা ১৪ঃ৫২ ১১ঃ০১
মহিমাগঞ্জ ১৫ঃ০২ ১০ঃ৫১
বোনারপাড়া ১৫ঃ১২ ১০ঃ৩৯
গাইবান্ধা ১৫ঃ৩৭ ১০ঃ১৪
বামনডাঙ্গা ১৬ঃ১০ ০৯ঃ৪৩
পীরগাছা ১৬ঃ৩০ ০৯ঃ২৫
কাউনিয়া ১৬ঃ৪৭ ০৮ঃ৫০
রংপুর ১৭ঃ২৯ ০৮ঃ১৪
বদরগঞ্জ ১৮ঃ০৫ ০৭ঃ৪৫
খোলাহাটি ১৮ঃ১৭ ০৭ঃ৩৫
পার্বতীপুর ১৮ঃ৪৫ ০৭ঃ০০
চিরিরবন্দর ১৯ঃ৩৩ ০৬ঃ৩৮

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের নতুন ভাড়ার তালিকা

আপনি যদি দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে চান তাহলে আপনাকে এর সিট প্রতি টাকা গুনতে হবে। একেক সিটের জন্য একেক রকম টাকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। আপনি চাইলে এসি কিংবা নন এসিতে যাত্রা করতে পারেন। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করার জন্য আপনাকে স্টেশনে গিয়ে লাইনের পড়লেন দাঁড়িয়ে না থেকে। এখন থেকেই ঘরে বসেই হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের টিকিট খুব সহজেই অনলাইনের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন। 

আসন সমূহের নাম আসন অনুযায়ী টিকিটের মূল্য (১৫%ভ্যাট)
শোভন ১২০ টাকা
শোভন চেয়ার ১৪৫ টাকা
প্রথম বার্থ ২৯০ টাকা
স্নিগ্ধা ২৪০ টাকা
এসি সিট ২৯০ টাকা
এসি বার্থ ৪৩০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *