ভ্রমন

ঢাকা টু বগুড়া  ট্রেনের বাস ভাড়া, সময়সূচী, সাপ্তাহিক বন্ধের দিন, টিকিট কাউন্টারের ঠিকানা এবং নাম্বার ২০২২

ঢাকা টু বগুড়া  ট্রেনের বাস ভাড়া, সময়সূচী, সাপ্তাহিক বন্ধের দিন, টিকিট কাউন্টারের ঠিকানা এবং নাম্বার ২০২২ ইত্যাদি বিষয় নিয়ে আজকের আর্টিকেলটি পরিপূর্ণ করা হয়েছে। আপনারা যারা ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করতে চান আর সেটা যদি হয় ট্রেনে তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। আজকে আমরা চেষ্টা করব ঢাকা থেকে ট্রেনের বাস ভাড়া সময়সূচী সাপ্তাহিক বন্ধের দিন টিকিট কাউন্টার এবং ঠিকানা ২০২২ নিয়ে আলোচনা করার। 

ভ্রমণপিপাসু ভাইদের ট্রেনের যাত্রা টা খুবই আরামদায়ক এবং আনন্দময় লাগে। আর যদি সেটা হয় দূরের পথ তাহলে তো কোন কথাই নেই। ট্রেনে যাত্রা করার ক্ষেত্রে কোন রকম ঝামেলা পোহাতে হয় না, নেই কোনা ট্রাফিক জাম এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসেই যাত্রা করা যায়। ট্রেনে যাত্রার ক্ষেত্রে  প্রকৃতিকে যেন খুবই কাছ থেকে উপভোগ করা যায়। আরো একটা ব্যাপার বলে রাখা ভালো যে,ট্রেনে যাত্রার ক্ষেত্রে আপনারা অনেক ধরনের ফ্যাসিলিটি পেয়ে থাকবেন। যেমনঃ ট্রেনে নামায পড়ার জন্য কিছু  সু ব্যবস্থা করা হয়েছে, এসি এবং ননএসি  কেবিন রয়েছে আপনি ইচ্ছা করলে কিংবা বসে থেকে যেতে পারবেন, টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং পরিশেষে খানা পিনার ব্যবস্থা করা হয়েছে।

যারা দূর-দূরান্তে যাত্রা করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের জন্য ট্রেনের যাত্রা অনেক বেটার হবে। কারণ আপনি ট্রেনের সবধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে, ট্রেনে খুব কম টাকার মধ্যেই আপনাদের গন্তব্যস্থলে যেতে পারবেন। আপনারা যারা ঢাকা টু বগুড়া যেতে চাচ্ছেন তারা ট্রেনে যাতায়াত করতে পারবেন। 

Related Articles
ঢাকা টু বগুড়া  ট্রেনের বাস ভাড়া,-bdinfo71.com
ঢাকা টু বগুড়া  ট্রেনের

ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ২০২২

এই পর্যায়ে আলোচনা করব ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ২০২২ সম্পর্কে। সম্মানিত পাঠকবৃন্দ, ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে যাতায়াত করতে চাইলে আপনাকে অবশ্যই ট্রেনের সময়সূচী সম্পর্কে অবগত থাকতে হবে। ট্রেনের যদি সঠিক সময়সূচী সম্পর্কে জানা না থাকে তাহলে অনেকটা বিভ্রান্তির শিকার হতে হয়। তাই আমি এই পর্যায়ে আপনাদের ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী সম্পর্কে সুন্দরভাবে টেবিল এর মাধ্যমে অবস্থান করবো। 

ঢাকা থেকে বগুড়ার  দূরত্ব প্রায় ১৯৩ কিলোমিটার। এই দূরের পথে অন্যতম যে ট্রেন চলে তা হল লালমনী এক্সপ্রেস(৭১৭) এবং রংপুর এক্সপ্রেস(৭৫২)। এই দুটি অন্তনগর ট্রেন উচ্চ বিলাসবহুল এবং লাক্সারিয়াস। ট্রেন দুটিতে আপনারা সব ধরনের সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। ঢাকা থেকে লালমনিরহাট ট্রেন রাত 9 টা 45 মিনিটে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এই ট্রেনটি বগুড়ায় পৌঁছাতে সময় লাগে ৪ঃ২১ মিনিট। আর অন্যদিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের উদ্দেশ্যেই ছেড়ে দেয় 11 টা 14 মিনিটে। আর ট্রেনটি বগুড়ায় পৌঁছায় সময় লাগে  6:10 মিনিট। লালমনি এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক বন্ধের দিন ঘোষণা করা হয়েছে শুক্রবার এবং রংপুর এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক বন্ধের দিন ঘোষণা করা হয়েছে রবিবার।

ট্রেন নং সাপ্তাহিক বন্ধের দিন ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌঁছার সময়
রংপুর এক্সপ্রেস(৭৫২) রবিবার ২৩ঃ১৪ ০৬ঃ১০
লালমনী এক্সপ্রেস(৭১৭) শুক্রবার ২১ঃ৪৫ ০৪ঃ২১

ঢাকা টু বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা ২০২২

এ পর্যায়ে আমরা ঢাকা থেকে বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করব। ট্রেনের টিকিটের মূল্য  অনেক জনের না জানার কারণে অনেক রকমের বিভ্রান্তির শিকার হতে হয়। আর এমন অবস্থায় যদি আপনি ট্রেনের ভাড়ার টিকিটের মূল্য সম্পর্কে জানেন তাহলে কোনরকম বিভ্রান্তি হতে হয় না।  ঢাকা টু বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা আসন অনুযায়ী নীচের উল্লেখিত টেবিলে বিন্যস্ত করা হয়েছে। আপনারা যে রকম আসন অনুযায়ী টিকিট কাটতে চান সেরকম  আসনের টিকিটের মূল্য সংযোজন করা হয়েছে। 

আসনের নাম সমুহ প্রতি আসনের টিকিটের মূল্য
শোভন ৩৩০ টাকা
শোভন চেয়ার ৩৯৫ টাকা
প্রথম আসন ৫৫২ টাকা
প্রথম বার্থ ৭৯০ টাকা
স্নিগ্ধা ৬৬০ টাকা
এসি ৭৯০ টাকা
এসি বার্থ ১১৮০ টাকা

উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে জেনে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন। তাহলে আমাদের জন্য মন খুলে দোয়া করবেন। আপনি যদি আমাদের সাইটের নতুন ভিজিটর হন তাহলে আমাদের সাইটের পার্মানেন্ট ভিজিটর হওয়ার জন্য অনুরোধ করা হল। আমাদের ওয়েবসাইটটি যেহেতু মাল্টি সাইট আমরা সব ধরনের বিষয় দিয়ে লিখে থাকি। তাই আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *