ভ্রমন

বিমানবন্দর টু যশোর ট্রেনের সময়সূচী ২০২২ – টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, রুট ম্যাপ, ভাড়া এবং ছুটির দিন

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম। রেলপথে ভ্রমণ করার ফিলিংস টাই অন্যরকম ভাবে কাজ করে। নেই কোনো ট্রাফিক জ্যাম, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসেই যাওয়া যায়। 

প্রয়োজনীয় কাজে কিংবা ভ্রমণের উদ্দেশ্য ঢাকা বিমানবন্দর থেকে যশোর নিশ্চয়ই যান। আর এই ভ্রমণের বহর হিসেবে যদি ট্রেন কে বেঁচে নেওয়া হয়। তাহলে তো কোনো কথায় নাই।

হ্যাঁ বন্ধুরা, বিমানবন্দর থেকে যশোর যাওয়ার জন্য যে রেলপথের ট্রেন সম্পর্কিত তথ্য খুঁজে থাকেন। তাহলে আমার এই আর্টিকেলে আপানাদের স্বাগতম। আজকের আর্টিকেল জুড়ে আলোচনা করার চেষ্টা করব বিমানবন্দর থেকে যশোর যাওয়ার যাবতীয় বিষয় সম্পর্কে।

Related Articles

আর্টিকেলে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে তা হলো বিমানবন্দর থেকে যশোর যাওয়ার ট্রেনটির সমায় সূচী, বন্ধের দিন, টিকিটের মূল্য। আপনারা যারা এই সম্পর্কে জানতে চান। তাদের উদ্দেশ্য বলি আর্টিকেলটি একটু স্টেপ বাই স্টেপ পড়ার চেষ্টা করবেন।  তাহলে শুরু করা যাকঃ- 

বিমানবন্দর টু যশোর যাওয়ার ট্রেনের সময়সূচি(অন্তঃনগর ট্রেন) 

যাতায়াতের জন্য মানুষ বিভিন্ন যানবাহন ব্যবহার কর থাকে। ট্রেনে যাতায়াত করটা খুবই কমফোর্টেবল বলে মনে হয় বলে আমি মনে করি। কারণ,ট্রেনে যাতায়াত হচ্ছে নিরাপদ এবং প্রচুর আনন্দদায়ক। বাংলাদেশের রেলওয়ে কতৃপক্ষ বিমানবন্দর থেকে যশোর যাওয়ার জন্য ট্রেনের ব্যবস্থা করে দিয়েছে।

বিমানবন্দর থেকে যশোরগামী যেসব ট্রেন চলাচল করে সেগুলো হলো বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) চিত্রা এক্সপ্রেস (৭৬৪) সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)। উক্ত ট্রেনগুলো সব রকমের সার্ভিস প্রদান করে থাকে। আর ট্রেন বেশ মোটামুটি উন্নত।  আপনি চাইলে যাতায়াতের জন্য এই ট্রেন গুলো বেঁচে নিতে পারেন। 

এখন আমি ট্রেন সমূহের সমায় সূচী নিয়ে আলোচনা করবো। 

ট্রেনের নাম সাপ্তাহিক ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন ট্রেন গন্তব্যস্থলে পৌঁছানোর সময়
বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) বুধবার ২৩ঃ৪৩ ১৬ঃ২০
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) সোমবার ১৯ঃ২৭ ০২ঃ২০
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) বুধবার বুধবার ১৬ঃ২০

বিমানবন্দর টু যশোর ট্রেনের সময়সূচী ২০২১ - টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, রুট ম্যাপ, ভাড়া এবং ছুটির দিন

বিমানবন্দর থেকে যশোর ট্রেনের টিকিটের মূল্য 

ট্রেনের টিকিটের মূল্য না জানলে অনেক বিভ্রান্তির স্বীকার হতে হয়। তাই বাংলাদেশ রেলওয়ে কতৃক সকল শ্রেণির মানুষের কথা চিন্তা করে ট্রেনের ভিতরে থাকা বিভিন্ন আসনের দাম উল্লেখ করছে। স্বল্প টাকা কিংবা বেশির টাকার জন্য বিভিন্ন আসনের ব্যবস্থা করে দিয়েছে। যেনো সাধারণ মানুষও ট্রেনে যাতায়াত করতে পারে।

নিচে বিমানবন্দর টু যশোরগামী ট্রেনের টিকিটের তালিকা দেওয়া হলো। টিকিট আপনি দুই নিয়মে সংগ্রহ করতে পারেন। অনলাইনে মাধ্যমে কিংবা টিকিট কাউন্টারে স্ব-শরীরে উপস্থিত থেকে। তবে আমি যেটা ভালো মনে করি আপনি অনলাইনে টিকিট বুকিং দিতে পারেন। এতে করে আপনার হয়রানি স্বীকার হতে হবে না। তাহলে নিচে উল্লেখিত টেবিলে আসন অনুযায়ী টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। আর আপনি চাইলে তা পড়ে আসতে পারেন।

ট্রেনের আসন বিভাগ ট্রেনের টিকিটের মূল্য (১৫%ভ্যাট)
এসি বার্থ ১৩৬৫ টাকা
এসি সিট ৯১০ টাকা
স্নিগ্ধা ৭৬০ টাকা
প্রথম বার্থ ৯১০ টাকা
প্রথম সিট ৬১০ টাকা
শোভন চেয়ার ৪৫৫ টাকা
শোভন ৩৮০ টাকা
  • শেষ কথা 

সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য।  আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটুও উপকৃত হন, তাহলে আমি নিজকে ধন্য মনে করবো। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয়ে আর্টিকেল লেখার। তাই আপনারা যারা আপডেট কোনো বিষয় সম্পর্কে জানতে চান তারা প্রতিনিয়ত আমার সাইটে ভিজিট করতে পারেন।  আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো সে বিষয় নিয়ে আর্টিকেল লেখার।  এই আশা ব্যক্ত করে আবারো সালাম দিয়ে শেষ করছি আচ্ছালামু আলাইকুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *