ভ্রমন

রংপুর টু ঢাকা স্লিপার কোচ বাসের সময়সূচী, টিকিট কাউন্টারের ঠিকানা এবং নাম্বার, সাপ্তাহিক বন্ধের দিন, টিকিট মূল্য ২০২২

রংপুর টু ঢাকা স্লিপার কোচ বাসের সময়সূচী, টিকিট কাউন্টারের ঠিকানা এবং নাম্বার, সাপ্তাহিক বন্ধের দিন, টিকিট মূল্য ২০২২ ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই নিবন্ধটির লেখা হয়েছে। সম্মানিত ভ্রমণপিপাসু ভাই ও বোনেরা আপনারা যারা রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন। কিন্তু কোনোরকম ভালো মানের বাস খুঁজে পাচ্ছেন না, তাহলে আর চিন্তা কেন আজকেরে নিবন্ধনের মাধ্যমে জানিয়ে দেবো ভালো বাসের সন্ধান।

রংপুর বাসীদের জন্য সু খবর এখন থেকে নতুনভাবে স্লিপার কোচ বাসটি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে  চলাচল করে। আর এই বাসটিতে উন্নত কোয়ালিটির। যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। কারণ  এই বাসের মধ্যে আপনারা শুইয়ে কিংবা বসে ভ্রমণ করতে পারবেন। এই বাসের মধ্যে যেসব সুবিধা সমূহ রয়েছে তা হলো টয়লেটের ব্যবস্থা রয়েছে, এসি রুমের ব্যাবস্থা রয়েছে, প্রতিটি যাত্রীদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে অর্থাৎ প্রতিটি কেবিনে টিভির ব্যবস্থা রয়েছে, আর এই বাসটি প্রথম  রংপুর টু ঢাকা রুটে চলাচলের জন্য উদ্যোগ গ্রহণ করছেন শাহ আলী পরিবহন সংস্থাটি। 

আজকের এই আর্টিকেল জুড়ে আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব রংপুর টু ঢাকা স্লিপার কোচ বাসের খুঁটিনাটি সম্পর্কে। আপনারা যারা এই বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। তাই আজকের এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল ধন্যবাদ।

Related Articles

শাহ আলী পরিবহনের  অর্থাৎ স্লীপার কোচের টিকিটের মূল্য ২০২২

শাহ আলী পরিবহনের বহরে রয়েছে স্লিপার কোচ বাসটি। শাহ আলী পরিবহনটি উত্তরবঙ্গের মানুষদের চলাচলের জন্য অসংখ্য বাস বিভিন্ন রুটে পরিচালিত করে আসছে। আর এই পরিবহন সংস্থা টি এসি কিংবা  ননএসি অসংখ্যবার নিয়মিতভাবে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। স্লিপার বাস টি শাহ আলী পরিবহনের একটি অন্যতম বাস হিসাবে পরিচিত লাভ করেছে। আর আপনারা যদি নিয়ত করে থাকেন যে, স্লিপার কোচ বাসটিতে চরে ভ্রমণ করবেন। তাহলে আজকেরে আর্টিকেল এ আপনাকে স্বাগতম। আমরা মূলত শাহালি পরিবহনের স্লিপার কোচ বাস সম্পর্কে বলার চেষ্টা করব ধন্যবাদ।

রংপুর টু ঢাকা স্লিপার কোচ বাসের সময়সূচী, টিকিট কাউন্টারের ঠিকানা এবং নাম্বার ২০২২-bdinnfo71.com
রংপুর টু ঢাকা স্লিপার কোচ

শাহ আলী পরিবহনের অর্থাৎ স্লীপার বাসের টিকিটের মূল্য

 এই পর্যায়ে আমরা শাহ আলী পরিবহনের অর্থাৎ স্লীপার বাসের টিকিটের মূল্য সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। এই বাসটি যেহেতু অনেক লাক্সারিয়াস সেহেতু এর টিকিটের মূল্য স্বাভাবিকভাবে একটু বেশি হওয়ার কথা। আপনি যদি  রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে গমন করতে চান তাহলে আপনাকে প্রতি আসনের জন্য ১৮০০ টাকা গুনতে হবে। বর্তমানে অফার চলতেছে এখন প্রতি আসনের জন্য ১৬০০ টাকা করে নিচ্ছে। তবে একটা কথা বলে রাখা ভালো যে, টিকিটের মূল্য পরিবর্তনশীল। আপনারা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জেনে নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ।

বাংলাদেশ-ভারত বাসের সময়সূচী ২০২২। ঢাকা টু কলকাতা বাসের টিকিটের মূল্য সাপ্তাহিক বন্ধের দিন বিস্তারিত ২০২২

শাহ আলী পরিবহন এর যোগাযোগ নাম্বার ও ঠিকানা

আমরা এই পর্যায়ে শাহ আলী পরিবহন এর যোগাযোগ নাম্বার ও ঠিকানা সম্পর্কে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা শাহ আলী পরিবহনের স্লিপার বাসে ভ্রমন করতে চাচ্ছেন, কিন্তু ঠিক না যদি জানা না থাকে তাহলে অনেকটা বিভ্রান্তির শিকার হতে হবে। আর আপনাদের বিভ্রান্তি দূর করার জন্য এই পর্যায়ে যোগাযোগ নম্বর ও ঠিকানা সংযুক্ত করা হয়েছে।

ঠিকানা:

  • Misson Moor, এয়ারপোর্ট রোড, লালমনিরহাট
  • ফোন নম্বর: 01711-034177

শাহ আলী পরিবহনের রাজধানী ঢাকার কাউন্টার সমূহ

  • টেকনিক্যাল বাস কাউন্টার, গাবতলি ফায়ার সার্ভিসের বিপরীত পার্শে, মিরপুর, ঢাকা জেলা, ফোনঃ 01712-145662, 01933-324142, 01839-917770.
  • মহাখালী বাস টার্মিনাল কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01755-673702.

রাজিব পরিবহনের বাস ভাড়া, টিকিট কাউন্টারের নাম,ঠিকানা এবং  যোগাযোগের মাধ্যম ২০২২

লালমনিরহাট জেলার কাউন্টার সমূহ

  • বড়খাতা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01773-312916.
  • বাউরা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01718-194592.
  • পাটগ্রাম পৌরসভা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01718-501954.
  • এয়ারপোর্ট রোড বাস কাউন্টার, সার্কিট হাউজ সংগলগ্ন, লালমনিরহাট জেলা শহর, ফোনঃ 01711-034177, 01839-917773.
  • বুড়িমারী জিরো পয়েন্ট বাস কাউন্টার, পাটগ্রাম, লালমনিরহাট জেলা, ফোনঃ 01717-756999.
  • আদিতমারি বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01719-245393.
  • তুষভান্ডার বাস ষ্টেশন কাউন্টার, কালীগঞ্জ, লালমনিরহাট জেলা, ফোনঃ 01720-599018.
  • হাতীবান্ধা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01718-077108.

বিআরটিসি বাস: কাউন্টার নাম্বার, ঠিকানা, টিকিট মূল্য এবং অনলাইন টিকিট বুকিং- BRTC Bus

স্লিপার কোচ বাস ব্যবহারে যাত্রীদের নিয়ম বলি

  1. গাড়ি ছাড়ার নির্ধারিত সময়ের আগে টিকিট সংগ্রহ করে শরীরের তাপমাত্রা নির্ণয় করে গাড়িতে প্রবেশ করতে হবে।
  2.  কাউন্টারে অবস্থানের সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
  3. অবশ্যই হ্যান্ডশেক এবং কোলাকুলি করা থেকে বিরত থাকতে হবে।
  4. গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
  5. যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
  6. যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
  7. যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে.
  8. ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে
  9. অপরিচিত কোন কারো কাছ থেকে কোন প্রকার খাবার খাওয়া যাবেনা
  10.  অবশ্যই মাস্ক পরিধান করতে হবে,
  11.  অবশ্যই হ্যান্ড গ্লাভস পরিধান করতে হবে,
  12.  অবশ্যই গাড়ির অভ্যন্তরে কফ্-থুথু ফেলা থেকে বিরত থাকতে হবে।
  13.  অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
  14.  ফোন করে টিকিট বুকিং করতে হবে।
  15.  বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে টিকিট ক্রয় করতে হবে।
  16.  অসুস্থ ব্যক্তিকে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *