ভ্রমন

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বন্ধের দিন, টিকিটের মূল্য ২০২২

বিসমিল্লাহির রাহমানির রাহিম,আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের মানুষদের যাতায়াত ব্যবস্থা উন্নত করার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃক রংপুর এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করেন ২০১১ সালের ২১ আগস্ট। যাত্রাপথে ট্রেনটি  গাইবান্ধা, বগুড়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ , ও টাঙ্গাইল জেলা সমূহের উপর দিয়ে যাতায়াত করে। ট্রেন যাত্রাটি আসলে অনেক মজাদার, চারপাশের প্রকৃতিকে সরাসরি অনুভব করা যায়। ট্রেনে যাতায়াত করলে সময়ের অপচয় খুব কম হয়। প্রায়শই, নিদিষ্ট সমায়ের মধ্য গন্তব্যস্থলে পৌঁছা যায়। 

আর আমার পুরো নিবন্ধন জুড়ে রংপুর এক্সপ্রেসের যাতায়াতের সময়কাল,বন্ধের দিন, টিকিটের মূল্য, যাত্রা বিরতি ইত্যাদি উল্লেখ করা আছে। ভ্রমণ পিপাসুদের জন্য আমার এই নিবন্ধটি অনেক কাজে দিবে। আর আমার নিবন্ধনটি পড়লে রংপুর এক্সপ্রেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর পুরো পোস্টটি পড়ার জন্য অনুরোধ রইল।

Table of Contents

Related Articles

ঢাকা টু রংপুর ভ্রমণ এবং রংপুর এক্সপ্রেস ট্রেনটির বিবরণ || রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বন্ধের দিন, টিকিটের মূল্য ২০২২

 ঢাকা থেকে রংপুরের ভ্রমণ দূরত্ব প্রায় ৪০৫ কিলোমিটার(২৫২ মাইল)। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলে কয়েকটি জেলার উপর দিয়ে যেতে হয়। যেমনঃ টাঙ্গাইল,সিরাজগঞ্জ,পাবানা, নাটোর,বগুড়া ও গাইবান্ধা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাতে সময় লাগে প্রায় ১০ ঘন্টা। রংপুর এক্সপ্রেস ট্রেনটির ঘন্টায় গতিবেগ ৭৫ কিলোমিটার পার আওয়ার। যাত্রা বিরতির স্থান পাবেন ১৫ টি জায়গা।ট্রেনটি সপ্তাহে ৬ দিন চালু থাকবে, রবিবার বন্ধ। ট্রেনটিতে বসার জন্য যে আসন পাবেন সেগুলো হচ্ছে শোভন চেয়ার,স্নিগ্ধ ও এসি সিট। ট্রেনটিতে পাবেন আপনারা ১১ টি বগি যার মধ্যে একটি খাবারের বগি।খাবারের বগিতে নামাজ আদায় করার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে। সেখানে আপনারা নামাজ আদায় করতে পারবেন।ট্রেনটির মোট আসন সংখ্যা ৪২৪ টি।

রংপুর এক্সপ্রেস ট্রেনে আসন সমূহের মূল্য আপডেট ২০২২ || রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বন্ধের দিন, টিকিটের মূল্য ২০২২

সম্মানিত পাঠকবৃন্দ, আপনারা যদি রংপুর টু ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তাহলে আপনার ট্রেনের টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। যেমনঃ

  1. শোভন চেয়ার প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০৫ টাকা এবং শিশুদের জন্য ৩৩৫ টাকা।
  2. স্নিগ্ধ চেয়ার প্রাপ্ত বয়স্কদের জন্য ৯৬৬ টাকা এবং শিশুদের জন্য ৬৩৯ টাকা।
  3.  এসি ব্যর্থ চেয়ার প্রাপ্ত বয়স্কদের জন্য ১১৬২ টাকা এবং শিশুদের জন্য ৭৭১ টাকা।

আপনি চাইলে যেকোনো চেয়ারে বসে ভ্রমণ করতে পারেন।অসাধু দালালের পাল্লায় পড়লে ন্যায্য মূল্যের চেয়ে বেশি মূল্য পরিশোধ করে টিকিট ক্রয় করতে হবে তাদের কাছ থেকেই। তবে সাবধান!তথ্যপ্রযুক্তির যুগে আপনি কেন দালালের চক্রে পারবেন। তাই আপনার টাকা গুলো সেভ করার জন্য অনলাইনে অগ্রিম টিকিট বুকিং দিতে পারেন। 

রংপুর এক্সপ্রেসের ট্রেনের টিকিট অনলাইনে কিভাবে বুকিং দিবেন || রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বন্ধের দিন, টিকিটের মূল্য ২০২২

 সম্মানিত পাঠকবৃন্দ, এখন ঘরে বসেই সুবিধামতো সময়ে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ই-টিকিটিং এ  টিকিট অগ্রিম বুকিং দিতে পারেন। ই-টিকিটিং সিস্টেমটি ব্যবহার করে নির্ভেজাল ভাবেই রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন।

রংপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রাপথে বিরতি এবং টিকিট কালেকশন || রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বন্ধের দিন, টিকিটের মূল্য ২০২২

সম্মানিত পাঠকবৃন্দ, আপনার ধারনা মতে অনলাইন ব্যতীত রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট শুধু রংপুর কাউন্টারে পাওয়া যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা।কারণ, রংপুর এক্সপ্রেস ট্রেনটি পনেরটি  জায়গায় থামানো হয়।যেমনঃ

  1. ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  2. বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন
  3.  বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন
  4.  চাটমোহর 
  5.  নাটোর
  6. সান্তাহার জংশন
  7. তালো্ড় 
  8.  বগুড়া
  9. সোনাতলা 
  10.  বোনারপাড়া
  11.  গাইবান্ধা
  12. নলডাঙ্গা 
  13.  বামন ডাঙ্গা
  14. পীরগাছা
  15.  রংপুর কাউনিয়া

এসব জায়গা থেকে আপনারা টিকিট সংগ্রহ করে নিতে পারেন। শুভ হোক আপনার পথযাত্রা।

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২২ || রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বন্ধের দিন, টিকিটের মূল্য ২০২২

 রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেলওয়ে স্টেশন থেকে রাত ৮ টা বাজে ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে। যদি প্রতিমধ্যে কোন রকম দুর্ঘটনা না ঘটে তাহলে কমলাপুর রেলওয়ে স্টেশন  সকাল ৬ টা বাজে ১০ মিনিটে পৌঁছে যাবে।

  • রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ট্রেন নং ৭৭২।

রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৯ টা বাজে ১০মিনিটে রংপুর এর উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে। যদি প্রতি মধ্যে কোনরকম দুর্ঘটনা না ঘটে তাহলে রংপুর রেলওয়ে স্টেশন ৭ টা বাজে ১০ মিনিটে পৌঁছে যাবে। প্রায় ১০ ঘন্টার যাতায়াত।

  • রংপুর এক্সপ্রেস ট্রেনের  কোড নং ৭৭১।

 বন্ধের দিন || রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বন্ধের দিন, টিকিটের মূল্য ২০২২

 সম্মানিত পাঠকবৃন্দ, রংপুর এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন কি বার, না জানলে অনেকটা বিপাকে পড়তে হয়। রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু রংপুর ও রংপুর টু ঢাকার উদ্দেশ্যে কোন দিন যায়। তা জানাটা ভ্রমণ পিপাসুদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। সপ্তাহের সাত দিনের মধ্যে ছয়দিন রংপুর এক্সপ্রেস ট্রেনটি চলে শুধু রবিবার বন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *