ভ্রমন

পাবনা এক্সপ্রেস পরিবহন এর সময়সূচী, কাউন্টার এর ঠিকানা ও নাম্বার, ভাড়ার তালিকা 2022

পাবনা এক্সপ্রেস পরিবহন এর সময়সূচী, কাউন্টার এর ঠিকানা ও নাম্বার, ভাড়ার তালিকা 2022 ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। প্রিয় ভ্রমণপিপাসু ভাই ও বোনেরা আপনারা যারা পাবনা এক্সপ্রেস পরিবহন এর খুঁটিনাটি সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। পাবনা এক্সপ্রেস পরিবহন বাংলাদেশের প্রতিটি জেলায় এর যাতায়াত রয়েছে। এই বাসটি দেখতে অনেক লাক্সারিয়াস এবং বিলাসবহুল সিটের ব্যবস্থা করা হয়েছে।

যেখানে আপনি অনেক নিরাপদ এবং সুন্দর একটি ভ্রমণ পেয়ে যাবেন। বাসের রহমান সব বয়সী মানুষের কাছে একটি আনন্দময় এবং আরামদায়ক। আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। কিন্তু একটি মানসম্পন্ন বাসের সন্ধান করছেন, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না। আপনাদের চিন্তার অবসান করার জন্য আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। কারণ এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো একটি মানসম্পন্ন বাসের সময়সূচী কাউন্টার নাম্বার ও ঠিকানা ভাড়ার তালিকা ইত্যাদি বিষয় ।

বিশেষ করে এই বাসটি  বাংলাদেশের পশ্চিমাঞ্চলসহ ভারতের রাজধানী পর্যন্ত এর চলাচল রয়েছে। আপনারা যারা বিভিন্ন কাজে ভারতের উদ্দেশ্যে গমন করতে চান আর যদি বাস কে সিলেক্ট করে নেন তাহলে আপনারা পাবনা এক্সপ্রেস বাসে করে যেতে পারেন। এই বাসের বহরের রয়েছে সুন্দর সুন্দর আসনের ব্যবস্থা। এখানে যারা কর্মরত রয়েছেন তারা  পাবনা এক্সপ্রেস বাসের প্রতিটি  যাত্রীদের সুন্দরভাবে সেবা প্রদান করে।

Related Articles

পাবনা এক্সপ্রেস বাস সম্পর্কে

পাবনা এক্সপ্রেস বাস সম্পর্কে অনেকেই জানার কৌতূহল বৃদ্ধি পাচ্ছে। কারণ এই বাসে যেহেতু ভ্রমণ করবে আর তার বিষয়ে জানবে না এমনটি কে হয়। আপনারা যদি কম মূল্যে পাবনা এক্সপ্রেস বাস কে ব্যবহার করে কোথাও যেতে চান তাহলে যেতে পারবেন। কারণ পাবনা এক্সপ্রেস বাসের টিকিট মূল্য খুবই কম। টিকিট মূল্য খুবই কম বলে এই নয় যে এখানকার সার্ভিস খুবই নরমাল।  তারা মূলত সুন্দর সুন্দর সার্ভিস দিয়ে থাকে যাত্রীদের উদ্দেশ্যে। আর এ কারণেই এই বাসের অনেক কদর রয়েছে।

pabna express bus-bdinfo71.com
pabna express bus

বাংলাদেশের রাজধানী ঢাকা হতে পাবনার দূরত্ব প্রায় দুইশ আট কিলোমিটার। আর এই দূরের পথে ভ্রমণ করতে অনেকেই বিরক্ত বোধ করে থাকে। আর যদি ভ্রমণের বাহনটি  একটু নরমাল টাইপের হয় তাহলে তো আর কথাই নাই, পুরা ভ্রমণটাই তাদের মাটি হয়ে যায়। তাই আপনারা বেছে নিতে পারেন পাবনা এক্সপ্রেস বাস। আর এই বাসে ভ্রমন করলে আপনারা পেয়ে যাবেন নিরাপদ এবং আনন্দময় একটি ভ্রমণ।

পাবনা এক্সপ্রেস বাসের বহরে  রয়েছে এসি এবং ননএসি বাস। আর এখানকার  আসনগুলো অনেক লাক্সারিয়াস,লাগজারি বিজনেস ক্লাস, এবং হীন চেয়ারকোচ পরিবহন সেবা দিয়ে থাকে পাবনা এক্সপ্রেস পরিবহন।

পাবনা এক্সপ্রেস বাসটি খুবই দ্রুতগতির, এর মানে হচ্ছে যে আপনি যদি পাবনা হতে বাংলাদেশের রাজধানী ঢাকায় এই  বাসকে সঙ্গে নিয়ে ভ্রমন করতে চান, তাহলে আপনার সময় লাগবে প্রায় চার ঘণ্টা 10 মিনিট। একদিকে যেমন আপনার সময় সাশ্রয় হচ্ছে আরেক দিকে তেমন আপনার অর্থ সাশ্রয় হচ্ছে। পাবনা এক্সপ্রেস বাস সম্পর্কে কিছু তথ্য দেওয়া হল এখান থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা পাবনা এক্সপ্রেস বাসে ভ্রমন করতে পারেন কোনো চিন্তা ছাড়াই ধন্যবাদ।

মাসে লাক্ষ লাক্ষ টাকা ইনকাম করুন,ক্লিক করুন

পাবনা এক্সপ্রেস পরিবহন বাসের টিকিটের মূল্য ২০২২

ভ্রমণ করার জন্য টিকিটের মূল্য নিয়ে অনেকেই বিভ্রান্তির শিকার হয়ে থাকে। কারণ তারা মনে মনে ভাবে যে বাসে তো ভ্রমণ করব তাহলে কত টাকা পর্যন্ত লাগতে পারে। এই বিষয় নিয়ে তাদের মাথায় সবসময় ঘুরপাক খায়। আর তাই আপনাদের চিন্তার অবসান ঘটানোর জন্য পাবনা এক্সপ্রেস বাস এর বিভিন্ন রুটের টিকিটের মূল্য সংযোজন করা হবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন । আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে, বাংলাদেশের যেভাবে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে সে হার যদি পাবনা এক্সপ্রেস বাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা টিকিট মূল্য এখানে উল্লেখিত দামের চেয়ে বেশি নিয়ে থাকে তাহলে আপনারা তাদের সাথে সে বিষয়টি শেয়ার করবেন ধন্যবাদ।

রোড টিকিটের মূল্য
ঢাকা থেকে পাবনা ৫০০ টাকা
ঢাকা থেকে ঈশ্বরদী ৫০০ টাকা
ঢাকা থেকে কুষ্টিয়া ৫০০ টাকা
ঢাকা থেকে ভেড়ামারা ৫০০ টাকা
ঢাকা থেকে মেহেরপুর ৫০০ টাকা
ঢাকা থেকে বনপাড়া ৫০০ টাকা
এসি ৫৫০টাকা

পাবনা এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার এবং ঠিকানা

অনেকেই কাউন্টারের ঠিকানা সন্তান ইন্টারনেট ব্রাউজিং করে জানতে চাই কিন্তু সঠিক তথ্যটি তারা জানতে পারে না। আর আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা মূলত কাজ করে থাকি।  আর আজকে আমরা পাবনা এক্সপ্রেস পরিবহন টিকিট কাউন্টার এর নাম্বার এবং ঠিকানা নিম্নের টেবিলে সুন্দরভাবে উপস্থাপন করছি।  আর সেখান থেকে আপনারা যে রুটে ভ্রমণ করতে চান সে রুটের টিকিট কাউন্টারের নাম্বার ঠিকানা সংরক্ষণ করে রাখতে পারেন। আর আপনি যদি পাবনা এক্সপ্রেস বাসের রহ্মন কানে কোনোরকম কম্ফোর্টেবল মনে না করে থাকেন তাহলে আপনারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর তারও ব্যবস্থা করা হয়েছে আমরা নিম্নে তাদের নাম্বার প্রদান করব। সেখান থেকে আপনারা নাম্বারগুলো সংরক্ষণ করে রাখতে পারেন ধন্যবাদ।

পাবনা জেলার টিকিট কাউন্টারের নাম্বার এবং ঠিকানা

এই পর্যায়ে আমরা পাবনা জেলার টিকিট কাউন্টারের নাম্বার এবং ঠিকানা সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা পাবনা হতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে চান পাবনা এক্সপ্রেস বাসকে ব্যবহার করে। তাহলে আপনারা নিম্নে টেবিলে উল্লেখিত নাম্বারগুলো আপনাদের কাছে সংরক্ষণ করে রাখতে পারেন ধন্যবাদ। 

কাউন্টার ঠিকানা মোবাইল নাম্বার
পাবনা সদর কাউন্টার 01911804960
বাইপাস কাউন্টার 01750-143091
টাউন কাউন্টার 01750-143092
উল্লাপাড়া কাউন্টার 01740-937388
বেড়া কাউন্টার 01724-544605
কাশীনাথপুর কাউন্টার 01714-904389
চিনাখোড়া কাউন্টার 01714-690527
রাজাপুর কাউন্টার 01746-165933
লালপুর কাউন্টার 01746-698415
বাঘা কাউন্টার 01753-121582
বাঘাবাড়ী কাউন্টার 01712-217761
ধানাইদহো কাউন্টার 01722-161845
বোড়াগ্রাম কাউন্টার 01743-872439
দশুরিয়া কাউন্টার 01753-121580
বনপাড়া কাউন্টার 01716-307280
কচিকাটা কাউন্টার 01713-777282
ভেরামারা কাউন্টার 01750-143094
কুষ্টিয়া কাউন্টার

পাবনা এক্সপ্রেস বাসের ঢাকায় অবস্থিত বিভিন্ন টিকিট কাউন্টারের নাম্বার এবং তাদের ঠিকানা

আর এই পর্যায়ে আমরা পাবনা এক্সপ্রেস বাসের ঢাকায় অবস্থিত বিভিন্ন টিকিট কাউন্টারের নাম্বার এবং ঠিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করব। প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ঢাকা থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে চান। আর সেই ভ্রমণটি যদি আপনারা পাবনা এক্সপ্রেস বাস হয়। তাহলে আপনাদের জন্য  নিচের টেবিলটি অনেক গুরুত্ব বহন করে।

কাউন্টার ঠিকানা মোবাইল নাম্বার
গাবতলি বাস টার্মিনাল- লাইন-খ, 02-9008581, 01711-024088.
কল্যাণপুর কাউন্টার, 01750-143095, 01193-086077.
মালিবাগ 01199-187815.
নর্দা কাউন্টার 01715-085038.
উত্তরা(আজমপুর)কাউন্টার 01191-375873.
টেকনিক্যাল কাউন্টার, ঢাকা 01711-024088.
আব্দুল্লাহপুর কাউন্টার 01726-717226.

পাবনা এক্সপ্রেস বাসের চট্টগ্রামের সকল কাউন্টার এর নাম এবং মোবাইল নম্বর

সাবটাইটেল থেকে আপনারা বুঝতে পারছেন যে আমরা পাবনা এক্সপ্রেস বাসের চট্টগ্রামের সকল টিকিট কাউন্টারের নাম এবং মোবাইল নম্বর সংযোজন করব নিম্নের টেবিলে।  আপনারা যারা চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে যেতে চান, আর যদি পাবনা এক্সপ্রেস বাস  প্রধান বহন হিসেবে নিতে চান। তাহলে নিচের টেবিলটি আপনার জন্য ধন্যবাদ।

কাউন্টার ঠিকানা মোবাইল নাম্বার
বিআরটিসি কাউন্টার 01750-143087
নেভি গেট কাউন্টার 01190-927564
ফেনী কাউন্টার 01822-008811
বোরোপোল কাউন্টার 01814-122636
অলংকার -1 কাউন্টার 01750-143097
অলংকার -2 কাউন্টার 01718-446690
অলংকার -3 কাউন্টার 01675-629767

পাবনা এক্সপ্রেস বাসের সিলেট বিভাগের সকল টিকিট কাউন্টারের ঠিকানা এবং নাম্বার

এই পর্যায়ে আমরা পাবনা এক্সপ্রেস বাস সিলেট বিভাগের সকল টিকিট কাউন্টারের নাম্বার এবং ঠিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য  নিম্নের টেবিলে উল্লেখ করার চেষ্টা করব। তাই আপনারা দেরী না করে উল্লেখিত বিষয়টি পড়ুন এবং সংরক্ষণ করে রাখুন ধন্যবাদ।

কাউন্টার ঠিকানা মোবাইল নাম্বার
সিলেট কাউন্টার 01711-235444
কেন্দ্রীয় বাস টার্মিনাল কাউন্টার 01750-143093, 01729-534055
গোয়াল বাজার কাউন্টার 01818-845092
শায়েস্তাগঞ্জ কাউন্টার অফিস 01724-051784, 01728-922405
দোরগাহ গেট/মাজার গেট কাউন্টার 01717-848665

পাবনা এক্সপ্রেস কুমিল্লা জেলার সকল কাউন্টার এর নাম এবং যোগাযোগ নাম্বার

আর আমরা এই পর্যায়ে পাবনা এক্সপ্রেস কুমিল্লা জেলার সকল কাউন্টার এর নাম এবং যোগাযোগ নাম্বারঃ সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নে টেবিলে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করি আপনাদের সংগ্রহে রাখতে পারেন ধন্যবাদ।

কাউন্টার ঠিকানা মোবাইল নাম্বার
কুমিল্লা সদর কাউন্টার 01750-143083

পাবনা এক্সপ্রেস পরিবহন এর অগ্রিম টিকিট বুকিং সিস্টেম 

আগের মতো আর লাইনের পর লাইন দাঁড়িয়ে না থেকে এখন থেকে খুব সহজেই হাতে থাকায় স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই পাবনা এক্সপ্রেস পরিবহন বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন। আর এর জন্য প্রয়োজন হবে আপনার কাছে থাকা একটি স্মার্টফোন এবং ডাটা কানেকশন। তাহলে আপনি খুব সহজ উপায় shohoz.com থেকে অনলাইনে টিকিট বুকিং দিতে পারবেন। 

আর আপনারা যদি এই বিষয়ে বুঝেনা থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ।

দ্রুত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *