ভ্রমন

চট্টগ্রাম টু ঢাকা সকল বাসের সময়সূচী, সাপ্তাহিক বন্ধের দিন, টিকিট কাউন্টার নাম্বার-২০২২

আজকে আমরা আলোচনা করব- চট্টগ্রাম টু ঢাকা সকল বাসের সময়সূচী সাপ্তাহিক বন্ধের দিন টিকিট কাউন্টার নাম্বার- 2022। চট্টগ্রাম টু কক্সবাজার এসি কিংবা নন এসি বাসের সময়সূচী টিকেট মূল্য সাপ্তাহিক বন্ধের দিন বাস ভাড়া ইত্যাদি সম্পর্কে কি জানতে চাচ্ছেন। তাহলে আজকের এই নিবন্ধটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। প্রিয় বন্ধুরা, চট্টগ্রাম টু কক্সবাজার ভ্রমণের জন্য আপনি চিন্তিত? আপনি কি জানেন না এর টিকিট মূল্য কত? এসি এবং ননএসি বাসের সময়সূচী সম্পর্কে আপনি কি অবগত আছেন। নিশ্চয়ই, তা আপনার জানা নেই আর আপনার জানার জন্য আমার এই নিবন্ধটি  উপযুক্ত মূলভাব এর মাধ্যমে সুন্দরভাবে সাজানো হয়েছে। তাই আর দেরি না করে ঝট করে আমার আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

বাংলাদেশে বসবাসরত প্রতিটি মানুষের কাছেই কিংবা বিদেশে বসবাসরত প্রতিটি ভ্রমণপিপাসু মানুষের কাছে কক্সবাজার একটি নান্দনিক সেরা পছন্দের প্ল্যাটফর্ম। প্রতিটি মানুষের মন উতলা হয়ে যায় কক্সবাজার যাওয়ার জন্য। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য যদি বাসের সময়সূচী সম্পর্কে না জেনে থাকেন তাহলে অনেকটা বিভ্রান্তির শিকার হতে হয়। আর তারই ধারাবাহিকতায় আমার এই নিবন্ধটির আয়োজন করা হয়েছে।

আপনি যদি বাস জার্নি কে ভালবেসে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আজকের আর্টিকেলটি জানতে হবে।

Related Articles
চট্টগ্রাম টু ঢাকা সকল বাসের সময়সূচী, সাপ্তাহিক বন্ধের দিন, টিকিট কাউন্টার নাম্বার-২০২২
চট্টগ্রাম টু ঢাকা সকল বাসের সময়সূচী

চট্টগ্রাম টু কক্সবাজার বাসের সিডিউল ২০২২ || চট্টগ্রাম বাস ভাড়া তালিকা ২০২২

চট্টগ্রাম থেকে কক্সবাজার প্রতি 30 মিনিট পরপর বাস যাতায়াত করে থাকে। চট্টগ্রাম থেকেই কক্সবাজারের দূরত্ব 130 কিলোমিটার আর এই পথে প্রতি সময় পরপর অগণিত বাস যাতায়াত করে থাকে। প্রতিদিন 7:30 থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে প্রতি অন্তত 30 মিনিট পরপর বাস যাতায়াত করে যা দশটা পর্যন্ত বহাল থাকে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সময় লাগে প্রায় চার ঘন্টার মত। আরেকটা বিষয় বলে রাখা ভালো বিভিন্ন বাসের কোয়ালিটি দেখে সময় কম কিংবা বেশী লাগতে পারে, তাই এ বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে যাত্রা করতে চাইলে নিদৃষ্ট সময় সূচি সম্পর্কে আপনাকে জানতে হবে না। কারণ বিষয়টি আমি এজন্য বলতেছি যে, প্রতি 30 মিনিট পরপর চট্টগ্রাম টু কক্সবাজারের উদ্দেশ্যে বিভিন্ন বাস গমন করে থাকে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা থেকেই যায় আর সেটা হচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজার বাস ভাড়া ২০২২ আর এই বিষয়টি আপনাদের সামনে আজকে ক্লিয়ার করব। আর যদি ভাড়া সম্পর্কে না জেনে থাকেন তাহলে অনেক দালালের খপ্পরে পড়ে আপনার কাছ থেকে বেশি টাকা আদায় করে নেবে। তাই এই আর্টিকেলের  পরের লেখা টি আপনার জন্য জানা অত্যাবশ্যক। চলুন জেনে নেওয়া যাকঃ-

চট্টগ্রাম টু কক্সবাজার এসি বাসের  ভাড়ার তালিকা ২০২২ || চট্টগ্রাম টু কক্সবাজার এসি বাস

চট্টগ্রাম টু কক্সবাজার এসি  বাসের ভাড়ার তালিকা ২০২২ নিম্নে সংযুক্ত করা হয়েছে। আপনার কাছে যদি বেশি টাকা থেকে থাকে, কিংবা নন এসি বাসে ভ্রমন করার জন্য কম্ফোর্টেবল মনে না করেন। তাহলে আপনার জন্য এসি বাসের ভাড়া তালিকা ২০২২ সম্পর্কে জানতে হবে। নিম্নে সুন্দরভাবে টেবিল এর মাধ্যমে বাসের কোয়ালিটি অনুযায়ী চট্টগ্রাম টু কক্সবাজার এসি বাসের ভাড়া সংযুক্ত করা হয়েছে। তাই নিম্নের  টেবিলটি ভালোভাবে পড়ে নিনঃ-

এসি বাসের নাম সমূহ এসি বাসের ভাড়া তালিকা
সোহাগ পরিবহন এক্সকুলুসিভ ৮০০  টাকা
দেশ ট্রাভেলস ৮০০ টাকা
রিলাক্স ট্রান্সপোর্ট ৭৫০ টাকা
স্লিক লাইন ৭৫০ টাকা
সোহাগ পরিবহন রেগুলার ৭০০ টাকা
গ্রীন লাইন ৬০০ টাকা
সেন্টমার্টিন পরিবহন ৬০০ টাকা
সেন্টমার্টিন ট্রাভেলস ৫০০ টাকা
পূরবী পরিবহন ৪০০ টাকা
স্বাধীন ট্রাভেলস ৩৫০ টাকা
সৌদিয়া পরিবহন ৩৫০ টাকা
স্টারলাইন ৩৫০ টাকা
চট্টগ্রাম টু ঢাকা সকল বাসের সময়সূচী-bdinfo71.com
চট্টগ্রাম টু ঢাকা সকল বাসের সময়সূচী

চট্টগ্রাম থেকে কক্সবাজার নন এসি বাসের ভাড়ার তালিকা ২০২২

চট্টগ্রাম থেকে কক্সবাজার নন এসি বাসের ভাড়া তালিকা ২০২২  নিচে নিযুক্ত করা হয়েছে। যাদের কাছে একটু কম টাকা রয়েছে তারা হয়তো বা চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নন এসি বাসের সন্ধান করে থাকবে। আর তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে কক্সবাজার নন এসি বাসের নাম,  ভাড়ার তালিকা নিম্নের সুন্দরভাবে টেবিলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। 

নন এসি বাসের নাম সমূহ নন এসি বাসের ভাড়া তালিকা
মারসা ট্রান্সপোর্ট ২৫০ টাকা
স্টার লাইন ২৫০ টাকা
ঈগল পরিবহন ২৫০ টাকা
সউদিয়া কোচ সার্ভিস ২৫০ টাকা
রিলেক্স ট্রান্সপোর্ট ২৫০ টাকা
পূরবী পরিবহন ২৫০ টাকা
দেশ ট্রাভেলস ২৫০ টাকা
দেশ ট্রাভেলস ২৫০ টাকা
শ্যামলী পরিবহন (এনআর) ২৫০ টাকা
এস আলম ২৫০ টাকা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *