ভ্রমন

এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চের সময়সূচী ও টিকিটের মূল্য ২০২২। ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চের সময়সূচী ও ভাড়া ২০২২

প্রিয় ভিউয়াস, আপনারা যারা নিয়মিত ভাবে ঢাকা থেকে চরফ্যাশন চলাচল করে থাকেন তাদের কাছে একটি বেশ জনপ্রিয় লঞ্চ হচ্ছে এম. ভি. কর্ণফুলী-১৩ । তাই এই আর্টিকেলে আমি এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চের সময়সূচি টিকিটের মূল্য ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।

আপনারা আমার এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চের সময়সূচি, টিকিটের মূল্য, সাপ্তাহিক বন্ধের দিন ইত্যাদি বিষয়। আপনারা আরো জানতে পারবেন এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চটি কোন কোন ঘাটে চলাচল করে।

এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চটি ঢাকা চরফ্যাশন রুটে চলাচল করে। অনেক সুন্দর ভাবে যাত্রীদের সেবা প্রদান করে যাচ্ছে। যাত্রীসেবার মান অনেক ভালো এবং টিকিট মূল্য খুবই সাশ্রয় বলেই বরিশাল বাসির জন্য এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চটি চলাচলের জন্য খুবই জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে। এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চটি প্রতিদিন রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে চরফ্যাশন লঞ্চ টার্মিনাল পর্যন্ত চলাচল করে।

Related Articles
এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চের সময়সূচী ও টিকিটের মূল্য ২০২২। ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চের সময়সূচী ও ভাড়া ২০২২-bdinfo71.com
এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চের সময়সূচী ও টিকিটের মূল্য ২০২২

এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চের সময়সূচি ২০২২

এম. ভি. কর্ণফুলী-১৩ প্রতিদিন ঢাকা লঞ্চ টার্মিনাল হতে শুরু করে চরফ্যাশন লঞ্চ টার্মিনাল পর্যন্ত নিয়মিত ভাবে চলাচল করে থাকে। দীর্ঘ এই রুটে চলাচলের জন্য ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চরফ্যাশন এলাকার লঞ্চ টার্মিনালে উদ্দেশ্যে রওনা দেয় 8:30 এ।

অপরদিকে এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চটি প্রতিদিন সকাল ৬ টায় ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল উদ্দেশ্যে রওনা দেয়। তাই এই লঞ্চ টি রাত্রিকালীন লঞ্চ ভ্রমণের জন্য অত্যন্ত আনন্দদায়ক।

  • বরিশাল – সকাল ৬ টা
  • ঢাকা – রাত ৮.৩০ মিনিট

ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চের সময়সূচি ২০২২

আমরা ইতিমধ্যেই এই অনুচ্ছেদে ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি,টিকিট মূল্য, সাপ্তাহিক বন্ধের দিন তুলে ধরার চেষ্টা করছি। এমবি সৌরভের সাত লঞ্চটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে যাচ্ছে নিয়মিত। সেই অনুযায়ী আমরা এই অনুচ্ছেদের পূর্বেই এমবি সুরভি সাত লঞ্চের সময়সূচি তুলে ধরেছিলাম। আর আপনি যদি সেই অংশটি পড়ে না থাকেন তাহলে জলদি করে পরে আসুন।

আমরা এই আর্টিকেলের সংযুক্ত করছি ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চের সময়সূচী আরো একটি পোস্ট করেছি। ওই পোস্টে ঢাকা টু চরফ্যাশন রুটের সমস্ত লঞ্চের সময়সূচি তুলে ধরা আছে। আপনি চাইলে আমাদের ওই পোস্টটি পুনরায় দেখে আসতে পারেন ।

এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চের টিকিট মূল্য ২০২২

আপনারা হয়তোবা সকলেই অবগত আছেন যে, বর্তমান সময়ে জ্বালানির মূল্য ঊর্ধ্বগতিতে বৃদ্ধি পাচ্ছে তাই টিকিটের মূল্য আগের তুলনায় খানিকটা বৃদ্ধি পেয়েছে। আর আমরা চেষ্টা করছি উল্লেখিত লঞ্চের আপডেট টিকিটের মূল্য দেওয়ার জন্য। নিম্নে এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চের টিকিট মূল্য আপডেট করে আপনাদের জন্য শেয়ার করলাম।

  • ডাবল রুম
  1. ডাবল এসি -১৮০০৳
  2. ডাবল ননএসি -১৮০০৳
  3. সিঙ্গেল-১০০০৳
  • সেমিভিআইপি রুম
  1. সেমিভিআইপি -৪০০০৳
  2. ফ্যামিলি এসি-২৫০০৳
  • ভিআইপি রুম
  1. ভিআইপি -৫০০০৳

এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চের টিকিট বুকিং সিস্টেম

এম. ভি. কর্ণফুলী-১৩ লঞ্চের টিকিট টিকিট এখন আপনারা দুভাবেই সংগ্রহ করতে পারেন আর সেটা হচ্ছে অফলাইন কিংবা অনলাইনে। আপনি যদি ঢাকা সদরঘাট টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা করতে চান তাহলে আপনাকে ঢাকা সদরঘাট টার্মিনাল থেকে টিকিট সংগ্রহ করতে হবে। আবার অন্যথায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করতে চান তাহলে আপনাকে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রিয় পাঠকদের উদ্দেশ্যে আমার একটি কথা না বললেই নয় টিকেট সংগ্রহের সময় কোনমতেই দালালের খপ্পরে পড়বেন না। আপনারা নিজ দায়িত্বে টিকিট সংগ্রহ করুন এবং নিরাপদ ভাবে জার্নি করুন।

  1. ঢাকা (টিকেট বুকিং) ০১৭৭৯৯৭২৬৪০
  2. বেতুয়া অফিসঃ ০১৭১১০০৬০৮২, ০১৩০৯০৩৩৫৮৪।

অনলাইনে লঞ্চের টিকিট সংগ্রহ

সম্মানিত পাঠকবৃন্দ লঞ্চের টিকিট ক্রয় করার জন্য অন্য কোথাও যেতে হবে না এখন হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি চাইলে ঘরে বসেই খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। এ থেকে দালালের খপ্পর থেকে নিজেকে অনেকটা সেভ থাকতে পারবেন।
অনলাইনে টিকিট কাটার লিংক shohoz.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *