ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ২০২২ -টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, রুট ম্যাপ, ভাড়া ও ছুটির দিন

ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ২০২২ -টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, রুট ম্যাপ, ভাড়া ও ছুটির দিন। ঢাকা থেকে নোয়াখালীগামী সড়কটি খুবই ব্যস্ত তম সড়ক। এই সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। আর আপনারা বুঝতেই পারছেন যাতায়াত করলে কত পরিমাণ যানবাহনের প্রয়োজন। আর এই সড়কে যানবাহনের ঢল নেমে যায় রাস্তা ঘাটে। আর দিন দিন বেড়েই চলছে যাত্রী চলাচল। আর আপনি যদি ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ভ্রমণ করতে চান। তাহলে ট্রেনে ভ্রমণ করাটা খুবই আরামদায়ক ও মজাদার হবে বলে আমি মনে করি। কারণ, ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে নেই কোন ট্রাফিক জাম খুবই স্বস্তি বোধ করা যায়।
আপনি যদি ট্রেনে ঢাকা থেকে নোয়াখালী ভ্রমণ করেন। আর আপনি যদি নিজের সুবিধার্থে ঢাকা থেকে নোয়াখালী রুটে ট্রেনে ভ্রমণ করতে চান। তাহলে নিশ্চয়ই আপনাকে ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ২০২২ -টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, রুট ম্যাপ, ভাড়া ও ছুটির দিন সম্পর্কে জানতে হবে। আর আমি সেই বিষয়টি নিচে উপস্থাপন করব। আপনাদের যাদের জানার আগ্রহ আছে তারা আর্টিকেলটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।
ঢাকা থেকে নোয়াখালী ট্রেন | ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ২০২২
ঢাকা থেকে নোয়াখালী দূরত্ব ১৬৭ কিলোমিটার বা ১০৪ মাইল। ঢাকা থেকে নোয়াখালী রুটে তিনটি ট্রেন সচারাচর চলাচল করে। তার তালিকা নিচে দেওয়া হলঃ_
১। উপকুল এক্সপ্রেস
২। ঢাকা এক্সপ্রেস
৩। নোয়াখালী এক্সপ্রেস
ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ২০২২
ঢাকা থেকে নোয়াখালী যেতে কত সময় লাগে? তা আপনারা জিনিসের টেবিলটি থেকে বুঝে নিতে পারবেন।
ট্রেনের নাম | সাপ্তাহিক বন্ধের দিন | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছার সময় |
নোয়াখালী এক্সপ্রেস [12] | নাই | 08:20 pm | 05:50 a.m. |
উপকুল এক্সপ্রেস [712] | মঙ্গলবার | 03:20 pm | 09:20 pm |
নোয়াখালী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ২০২২ | ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ২০২২
ট্রেনের নাম | সাপ্তাহিক বন্ধের দিন | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছার সময় |
ঢাকা এক্সপ্রেস [১১] | নাই | 08:40 pm | 06:40 am |
উপকুল এক্সপ্রেস [712] | বুধবার | সকাল 06:00 | সকাল 11:50 |
ঢাকা থেকে নোয়াখালী ট্রেন ভাড়া ২০২২ | ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ২০২২
ট্রেনের টিকিটের সঠিক দাম না জানার কারণে অনেক সময় হয়রানির শিকার হতে হয়। তাই আমি আপডেট , ট্রেনের টিকিটের সিট অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে। তা নিচের টেবিলে উপস্থাপন করা হলঃ-
Seat Classes | Ticket Price in BDT |
Shulov | 125/= |
Shovon | 210/= |
Shovon Chair | 250/= |
First Chair/Seat | 335/= |
First Berth | 500/= |
Snigdha | 478/= |
AC Seat | 575/= |
AC Berth | 857/= |
ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের টিকিট বুকিং সিস্টেম | ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের সময়সূচী ২০২২
আপনি যদি ট্রেনে ঢাকা টু নোয়াখালী ভ্রমণ করতে চান তাহলে আপনি আপনার নিকটস্থ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকেট সংগ্রহ করতে পারবেন। মনে রাখবেন, এই ট্রেন রুটে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করছে। সুতরাং, যাত্রার কমপক্ষে ৫ থেকে ১০ দিন আগেই ট্রেনের টিকিট সংগ্রহ করে রেখে দিবেন। এছাড়া আপনি কিন্তু হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব স্মার্টলি ভাবে ট্রেনের টিকিট বুকিং দিতে পারবেন, আর এইজন্য কারো দ্বারস্থ হতে হবে। আপনি বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ই-টিকেট ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার সুযোগ পেতে পারেন। অ্যাকাউন্ট তৈরি করতে ইন্টারনেট ব্রাউজিং লিঙ্কে ক্লিক করুন- https://www.esheba.cnsbd.com/। আর যখন আপনি সফলভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন আপনি সেখান থেকে ঢাকা থেকে নোয়াখালী ট্রেনের টিকিট বুকিং দিতে পারবেন।
পরিশেষে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই আর্টিকেলটি এতক্ষণ মনোযোগ সহকারে পড়ার জন্য। আমি নিশ্চিত যে, আমার এই আর্টিকেলটি আপনাকে অনেক সাহায্য করবে। আপনার যদি আরো কিছু জানার বাকি থাকে তাহলে দয়া করে নিচের কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আমাকে অবহিত করতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার।
I like train journey
ধন্যবাদ ভাই
ঢাকা থেকে নোয়াখালী সকালের একটা মাত্র ট্রেন, তাও সকাল ছয়টায়। পরিবার নিয়ে এত সকালের ট্রেন ধরা কতটা সুবিধা, কতৃপক্ষ ভেবে দেখুন।