টিপস ও ট্রিকসধাঁধা

জটিল ধাঁধা (১০০০+) ও বাংলাদেশের ধাঁধার সহজ উত্তর- 2023

জটিল ধাঁধা (১০০০+) ও বাংলাদেশের ধাঁধার সহজ উত্তর- 2023 এই প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমরা আজকের এই নিবন্ধনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিয়ের ধাঁধা, জটিল ধাঁধা ও উত্তর, চিন্তার ধাঁধা, বুদ্ধির ধাঁধা, হাসির ধাঁধা, ধাঁধা উত্তর সহ, বিয়ের ধাঁধা, জটিল ধাঁধা ও উত্তর, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, ধাঁধা উত্তর সহ, ১০০ টি মজার ধাঁধা, বিয়ের ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, বাংলা ধাঁধা উত্তর সহ, ধাঁধা উত্তর সহ ১৮+, নোংরা ধাঁধা, নোংরা ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা উত্তর সহ,অংকের ধাঁধা উত্তর সহ pdf, জটিল ধাঁধা উত্তর সহ, ধাঁধা উত্তর সহ ১৮+, গণিত ধাঁধা ও উওর, গণিতের মজার ধাঁধাঁ pdf,  দাদাগিরি গুগলি ধাঁধা, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন, গুগলি দাদাগিরি প্রশ্ন,মজার গুগলি ধাঁধা, কঠিন গুগলি, দাদাগিরি গুগলি প্রশ্ন উত্তর, নতুন ধাঁধা ও হাসির ধাঁধা ইত্যাদি বিষয় সম্পর্কে।

ধাঁধা হচ্ছে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী বুলি। আর এই ধাঁধার মাধ্যমে একে অপরের সাথে কম্পিটিশনে যুক্ত হয়। কে কাকে পারে হারাতে সে বিষয় নিয়ে নানা রকম অনুষ্ঠান কিংবা নানা জনের মুখে উক্তিগুলোয় শোনা যায়। আর এই বিষয়গুলো নিয়ে একে অপরের সাথে নানা রকম কম্পিটিশন হয়। কম্পিটিশন শেষে দেখা যায় যে যারা জয়ী হয়েছে তাদের জন্য বিশেষ কোন পুরস্কার এর আয়োজন করা হয়েছে।

আর এসব ধাঁধার প্রচলিত এখন শহর অঞ্চলে। নানারকম শপিংমলে বিভিন্ন রকম মার্কেটে কিছু কিছু ইউটিউবে রয়েছে যারা এসব প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আর তারা মূলত ক্যামেরা দিয়ে ভিডিও করে আর অদ্ভূত টাইপের ধাঁধার উত্তর জানতে চায়। আর এসব ধাঁধার উত্তর যদি কেউ দিতে পারে তাহলে তার জন্য বিশেষ কোন পুরস্কার এর ব্যবস্থা করে থাকে।

এখন আমরা কিন্তু টিভি শো গুলোতে দেখতে পাই যে এসব ধাঁধার কম্পিটিশন নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রচার করা হয়। যারা এসব ধাঁধার অ্যানসার খুব সহজে দিতে পারে তাদের জন্য বিশেষ কোন পুরস্কার এর আয়োজন করে থাকে। এমন কিছু সহজ ধাঁধা রয়েছে যা মাথা ঘুরিয়ে দেয় কিন্তু এর উত্তর খুবই সহজ। কিছু কিছু অংকের ধাঁধা রয়েছে দেখে মনে হচ্ছে যেন আকাশ সমান লম্বা কিন্তু তা মোটেই ঠিক নয় যার প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। আমরা আপনাদের এমন কিছু সিক্রেট টিপস জানিয়ে দেবো যা খুব সহজেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

ধাঁধা ২০২২

তাহলে চলুন আর অপেক্ষা না করে আমরা শুরু করি আজকের এই ধাঁধার পর্বের বিশেষ প্রতিবেদন নিয়ে। তাই আপনারা যারা নানারকম কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং সহজে ধাঁধার উত্তরগুলো দিতে চাচ্ছেন। তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে।

বুদ্ধির ধাঁধা | মজার গুগলি ধাঁধা | mojar dhadha bangla 2023

আমরা এই পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব বুদ্ধির ধাঁধা সম্পর্কে। আপনারা যারা বুদ্ধির ধাঁধা সম্পর্কে জানতে চাইছেন তাদেরকে আমরা নিরাশ করবো না। আমাদের এই নিবন্ধনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো বুদ্ধির ধাঁধার উওর ও সহজ সমাধানের সুন্দর টিপস নিয়ে।

আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতে চাচ্ছেন। আর যারা উক্ত প্রতিযোগিতাগুলোর আয়োজন করে থাকে। তারা মূলত বুদ্ধির ধাঁধা গুলো করে থাকে যা আপনারা হয়তোবা সহজে প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন না। আর তাই আপনাদের প্রশ্নের উত্তর সহজ করার জন্য আমাদের এই আর্টিকেলের ব্যবস্থা করা হয়েছে। তাই আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করবেন।। তারা যেন আমাদের পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন ধন্যবাদ।

প্রশ্নঃ কোন চুড়ি খাওয়া যায়?
উত্তরঃ খিচুড়ি।

প্রশ্নঃ কার নাম বললেই তা ভেঙে যায়?
উত্তরঃ নিস্তব্ধতা।

প্রশ্নঃ লম্বা ১টা দেহ তার, মাথায় রয়েছে টিকি, টিকিতে আগুন লাগালে দেহের হয় ক্ষতি।
উত্তরঃ মোমবাতি।

প্রশ্নঃ কোন চা রান্না করে খেতে হয়?
উত্তরঃ মোচা।

প্রশ্নঃ কী যা আপনার হলেও অন্য লোকেই বেশি ব্যবহার করে?
উত্তরঃ আপনার নাম।

প্রশ্নঃ কোন দেশে মাটি নেই?
উত্তরঃ স্বন্দেশ।

প্রশ্নঃ রাজুর বাবার চার ছেলে – রাম, শ্যাম, যদু, আর চতুর্থজন কে?
উত্তরঃ রাজু।

প্রশ্নঃ নয়ের ডানপাশে নয় না বসিয়ে কিকরে নিরানব্বই করবেন?
উত্তরঃ বাঁ পাশে বসিয়ে।

প্রশ্নঃ কোন গান গাওয়া যায় না।
উত্তরঃ বাগান।

প্রশ্নঃ কী যা শহরের মধ্যে দিয়ে যায়, পাহাড়ের মধ্যে দিয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়েও যায়, কিন্তু নড়তে পারে না?
উত্তরঃ রাস্তা।

প্রশ্নঃ কোন জিনিস একবার খেলে আর খেতে চান না, আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়।
উত্তরঃ ধোকা।

প্রশ্নঃ কোন জিনিস অবিবাহিতদের ৫ টি এবং বিবাহিতদের ৪ টি?
উত্তরঃ অক্ষার (অবিবাতিদের ৫ টি এবং বিবাহিতদের ৪টি আক্ষার আছে)

হাসির ধাঁধা প্রশ্নঃ কোন গ্রামে মানুষ নেই?
হাসির ধাঁধার উত্তরঃ টেলিগ্রাম।

আরও পড়ুন – হাসির পিকচার ও ছবি

প্রশ্নঃ কার মাথা আছে, কিন্তু বুদ্ধি নেই?
উত্তরঃ ছাতা।

প্রশ্নঃ কী শুধু ওপরে যায় কিন্তু নিচে নামে না?
উত্তরঃ তোমার বয়স।

প্রশ্নঃ কোন দুটি সংখ্যা একসাথে থাকলেই গন্ডগোল হয়ে যায়?
উত্তরঃ নয়-ছয়।

প্রশ্নঃ কি নামতে পারে, কিন্তু উঠতে পারে না?
উত্তরঃ বৃষ্টি।

প্রশ্নঃ কোন উল গান জানে?
উত্তরঃ বাউল।

চিন্তার ধাঁধা | কঠিন গুগলি | bangla dhadha bangla dhadha

প্রশ্নঃ কোন টিয়া ডকে না?
উত্তরঃ খাটিয়া।

প্রশ্নঃ কী সেটা, যা পালকের থেকেও হালকা কিন্তু বড়ো বড়ো পালোয়ানও যা বেশিক্ষণ ধরে রাখতে পারে না।
উত্তরঃ নিঃশ্বাস।

প্রশ্নঃ দশ দিন না ঘুমিয়ে থাকবেন কীকরে?
উত্তরঃ রাতে ঘুমিয়ে নেবেন।

প্রশ্নঃ রোজ সকালে কার তেকে মাথা উঠে যায়, কিন্তু রাতে আবার ফিরে আসে?
উত্তরঃ বালিশ।

প্রশ্নঃ সে দেয় সে জানে! সে নেয় সে জানে না!! যে জানে সে নেয় না।
উত্তরঃ জ্ঞান।

প্রশ্নঃ নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়।
উত্তরঃ কাজল।

প্রশ্নঃ ফস করে রেগে যাই জ্বলি দপ করে, বাক্স এ সারি সারি ঘুমে থাকি পড়ে?
উত্তরঃ দেশলাই।

প্রশ্নঃ দশ মাথা এক হাত চলমান তাঁবু, রোদে-জলে তাঁবু মেলে হেটে যান বাবু।
উত্তরঃ ছাতা।

প্রশ্নঃ মাথা ৩ মুখ ১ ক্ষুধা মোটে পায়না,… খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু ভরে না।
উত্তরঃ মাটির চুলা।

প্রশ্নঃ চার পায়ে বসি মোরা, আট পায়ে চলি। বাঘও নই ভাল্লুকও নই আস্ত কাঁধে ঝুলি।
উত্তরঃ পালকি।

প্রশ্নঃ ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে?
উত্তরঃ ডিম।

প্রশ্নঃ কোন মূলের লাল ফুল?
উত্তরঃ শিমূল।

প্রশ্নঃ এতো বড় আঙিনা,,,,, ঝাড় দিয়েও কুলায় না। কতো ফুল ফুটে আছে,,,,, নাই তার তুলনা!
উত্তরঃ আকাশ ও তারা।

প্রশ্নঃ কোন জামা গাঁয়ে দেয় না?
উত্তরঃ পায়জামা।

প্রশ্নঃ হাঁড়ির ভিতর বালির ভিতর হাজার ছেলে নাচে, একটু পরই হয় সে খাবার তপ্ত চুলার আঁচে।
উত্তরঃ মুড়ি।

প্রশ্নঃ আন্ধার ঘরে থাকি আমি নড়াচড়া করি, একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি।
উত্তরঃ জিহ্বা।

প্রশ্নঃ আমি কাদাঁই, আমি হাসাই, নই আমি প্রাণি, আমায় দেখে সবাই ক্ষনিক ভোলে ব্যাথার বানী।
উত্তরঃ সিনেমা বা নাটক।

প্রশ্নঃ কান নাই মাথা নাই, পেট ভরে খায়, কাম নাই কাজ নাই, মাথা নিয়ে ঘুমায়।
উত্তরঃ বালিশ।

প্রশ্নঃ তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়। মাঝের অক্ষর ছেরে দিলে হয় গানের শোভা। শেষের অক্ষর বাদ দিলে ভয় তুমি পাবা?
উত্তরঃ বিছানা।

প্রশ্নঃ কাঁচাতে যেই ফল সর্বজনে খায়, পাঁকলে সেই ফল গড়াগড়ি যায়?
উত্তরঃ ডুমুর।

প্রশ্নঃ কোন জিনিস কাটলে বাড়ে?
উত্তরঃ পুকুর।

ধাঁধা উত্তর সহ | ১০০ টি মজার ধাঁধা | romantic dhadha bangla

প্রশ্নঃ এমন কি জিনিস আছে ভাই, যা নিজের থাকা ভালো, পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো?
উত্তরঃ লজ্জা।

প্রশ্নঃ দাঁড়ায় না সে, বসে নাকো চলাই যে তার কাজ, তত্ত্ব তাহার যে না বোঝে মাথায় পড়ে বাজ?
উত্তরঃ সময়।

প্রশ্নঃ বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়?
উত্তরঃ খিচুড়ি।

প্রশ্নঃ কোন চিল উড়ে না?
উত্তরঃ পাঁচিল।

প্রশ্নঃ আমি কাটার জন্যই রাখি, কিন্তু কেউ ছিড়ে দিলে ভীষন রাগি।
উত্তরঃ মাথার চুল।

প্রশ্নঃ সমুদ্রে জন্ম আমার থাকি লোকের ঘরে, একটু জলের স্পর্শ পেলে যাউ আমি মরে।
উত্তরঃ লবন।

প্রশ্নঃ আমরা ২জন একই মায়ের সন্তান। তবে যাকে আমি ভাই বলি সে আমাকে ভাই বলে না।
উত্তরঃ দিদি বলে।

প্রশ্নঃ বৃদ্ধ বরফকে আপনি কী বলবেন/
উত্তরঃ জল।

ফানি ধাঁধাঃ ৭- এর আগে ৬ কে কেন থাকতেই হয়?
উত্তরঃ নাহলে সবাই সাত-পাঁচ ভাবতে থাকে।

প্রশ্নঃ কোন মাসে আঠাশ দিন আছে?
উত্তরঃ সব মাসে।

প্রশ্নঃ কোন দুটি সংখ্যা একসাথে থাকলে বড্ডো বেশি চিন্তা করে?
উত্তরঃ সাত-সতেরো।

প্রশ্নঃ কোন দিনটা খুব কাছে কিন্তু কোনোদিন এসে পৌঁছায় না।
উত্তরঃ আগামীকাল।

প্রশ্নঃ কোন ডিম একেবারেই পুষ্টিকর নয়?
উত্তরঃ ঘোড়ার ডিম।

প্রশ্নঃ কোথায় নদী আছে, জল নেই, পাহাড় আছে, পাথর নেই, শহর আছে, মানুষ নেই?
উত্তরঃ মানচিত্রে।

প্রশ্নঃ কত’র মধ্যে কত বাদ দিলে কী থাকবে?
উত্তরঃ র।

প্রশ্নঃ কোন টেবিলে পা নেই।
উত্তরঃ টাইম টেবিল।

এন্ড্রয়েড ফোন দিয়ে অনেক শিশুরাই গুগল অ্যাসিস্ট্যান্ট এ ভয়েস কমেন্ট দিয়ে মজার মজার ধাঁধা শুনতে পারে। তাছাড়াও গুগল অ্যসিস্ট্যান্ট এ ভয়েস কমেন্ট দিয়ে গান শোনা, ছড়া, কবিতা, জোকস শোনা যায়। আপনি যদি না জনেন তবে গুগল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে পড়ুন।

জটিল ও কঠিন ধাঁধা প্রশ্ন উত্তর:
প্রশ্নঃ কার দুটো হাত আছে, একটা গোল্লা মুখ আছে, সব সময় ছুটে চলে, তাও এক পা নড়ে না?
উত্তরঃ ঘড়ি।

প্রশ্নঃ কোন হাস ডিম পারে না?
উত্তরঃ ইতিহাস।

প্রশ্নঃ পাকা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক ছিড়ে আলো ছুটে চিন কি তারে?
উত্তরঃ উড়োজাহাজ।

প্রশ্নঃ এমন কোন স্থান আছে, দেখতে যেথা পাই, মাকে দাদী, বৌকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা সোজা, একটু ভাবলেই পাবে, মাথায় হাত দিয়ে ভাই, কে এত ভাবে?
উত্তরঃ অভিনয় মঞ্চ।

প্রশ্নঃ হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে, ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
উত্তরঃ লজ্জাবতী লতা।

প্রশ্নঃ পেট ভরে না তবু খায় সর্ব প্রাণি, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়।
উত্তরঃ বাতাস।

প্রশ্নঃ প্রাণ নাই বন্ধু নয়,,, চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে।
উত্তরঃ ছায়া।

প্রশ্নঃ কোন বিলে জল নেই?
উত্তরঃ টেবিল।

প্রশ্নঃ এ হে হে হে হে তোমার গা ছুঁয়ে গেল কে? বুজতে পারলে বলুন কে সে?
উত্তরঃ বাতাস।

প্রশ্নঃ কোন ফলের বীজ নাই বল দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাঁদা।
উত্তরঃ নারিকেল।

https://www.youtube.com/watch?v=UGQwp1jp33k&ab_channel=ROMANTICMEDYA75

দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ | বাংলা ধাঁধা উত্তর সহ | Bangla mojar dhadha with answer

প্রশ্নঃ চার রূপসী চার রং মিলন হলে এক রং।

উত্তরঃ পান-চুন-খয়ের-সুপারী।

হাসির ধাঁধা । ফানি ধাঁধা । গুগলি ধাঁধা । IQ টেস্ট বাংলা ধাঁধা
গুগলি ধাঁধা প্রশ্নঃ কোন মাসে শনিবার নেই?
গুগলি ধাধার উত্তরঃ সমাস।

প্রশ্নঃ কোন তরকারীতে লবন লাগে না?
উত্তরঃ নোনা ইলিশ।

প্রশ্নঃ কোন গাছে মাত্র দুই পাতা থাকে?
উত্তরঃ চারাগাছ।

প্রশ্নঃ কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙ্গে যায়?
উত্তরঃ নীরবতা।

প্রশ্নঃ কোন তাল গাছে ধরে না?
উত্তরঃ হরতাল।

প্রশ্নঃ একজন সাঁতারু ডুব সাঁতার কাটলো, টিৎ সাঁতার কাটলো, কিন্তু তার চুল ভিজলো না, কীকরে?উত্তরঃ তার মাথায় চুল ছিল না।

IQ প্রশ্নঃ ১ কেজি সোনা আর ১ কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী?
IQ ধাঁধা উত্তরঃ দুটোই সমান, করণ দুটোই ১ কেজি।

প্রশ্নঃ কার হাত আছে কিন্তু তালি দিতে পারে না।
উত্তরঃ ঘড়ি।

প্রশ্নঃ এতটুকু ঘরখানি চুনকাম করা কোনো মিস্ত্রির সাধ্য নাই ভাইঙ্গা আবার গড়া।
উত্তরঃ ঝিনুক।

প্রশ্নঃ চারি দিকে কাঁটা বেত মাথায় মুকুট খান সাহেব।
উত্তরঃ আনারস।

বুদ্ধির ধাঁধা উত্তর সহ
প্রশ্নঃ আমার মা যখন যায় তোমার মার পাশে ২ মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।
উত্তরঃ মামা।

প্রশ্নঃ তিনটি র্বণে নামটি তার, রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।
উত্তরঃ কমলা।

প্রশ্নঃ ৩ অক্ষরের এমন দেশ পেট কাটলে খাই যে বেশ।
উত্তরঃ আসাম।

প্রশ্নঃ জলে থাকে তবু মাছ নয় মাছ বলে বাজারে বিক্রি হয়।
উত্তরঃ চিংড়িমাছ।

প্রশ্নঃ গাছ নেই, শুধু পাতা মুখ নেই, কত কথা জীবন সঙ্গী করো যদিও পাও তার দেখা।
উত্তরঃ বই।

প্রশ্নঃ শীত কালে যার নেইকো মান গ্রীষ্ম কালে পায় সু-সম্মান।
উত্তরঃ পাখা।

প্রশ্নঃ হাত নেই পা নেই তবু সে চলে অনাহরে মরে মানুষ এর অভাব হলে।
উত্তরঃ টাকা।

প্রশ্নঃ কোন ফুলের নামটি উল্টালে একটি পাখির নাম হয়?
উত্তরঃ জবা। (উল্টালে বাজপাখি হয়)

প্রশ্নঃ তিন অক্ষরে নাম তার মেয়েরা গায়ে মাখে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উঠে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফলে থাকে। শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথ থাকে।
উত্তরঃ আলতা।

প্রশ্নঃ দুই অক্ষরের নাম যার সব যায়গায় রায় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়।
উত্তরঃ মাটি।

প্রশ্নঃ তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে মধ্য অক্ষর গেলে সবার ক্ষতি করে শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে।
উত্তরঃ বাসন।

কিছু গাণিতিক ধাঁধা | গণিতের মজার ধাঁধাঁ pdf | গণিত ধাঁধা ও উওর | অংকের ধাঁধা উত্তর সহ pdf

জটিল ধাঁধা (১০০০) ও বাংলাদেশের ধাঁধার সহজ উত্তর- 2023-bdinfo71 (3)

উত্তরঃ ৫৪/৬=৯,৯*৯=৮১

৮৪/৭=১২,১২*১২=১৪৪

তাই ৬৪/৮=৮,৮*৮=৬৪

জটিল ধাঁধা (১০০০) ও বাংলাদেশের ধাঁধার সহজ উত্তর- 2023-bdinfo71 (3)

উত্তরঃ১

জটিল ধাঁধা (১০০০) ও বাংলাদেশের ধাঁধার সহজ উত্তর- 2023-bdinfo71 (3)

উত্তরঃ ৯*৮=৭২

৭*৬=৪২

৫*৪=২০

জটিল ধাঁধা (১০০০) ও বাংলাদেশের ধাঁধার সহজ উত্তর- 2023-bdinfo71 (3)

উত্তরঃ মোট পাঁচটি বর্গ রয়েছে। ছোট ছোট চারটি বর্গ রয়েছে এবং বড় একটি বর্গ সহ মোট পাঁচটি বর্গ রয়েছে। 

জটিল ধাঁধা (১০০০) ও বাংলাদেশের ধাঁধার সহজ উত্তর- 2023-bdinfo71 (3)

উত্তরঃ চিত্রে মোট 16 টি ত্রিভুজ রয়েছে। আপনারা ভালো করে লক্ষ দিলে বুঝতে পারবেন ধন্যবাদ।

অংকের ধাঁধা উত্তর সহ pdf

হট ধাঁধা উত্তর সহ | নোংরা ধাঁধা উত্তর সহ | ধাঁধা উত্তর সহ ১৮+| nongra dhadha 

দৌড়িয়ে গিয়ে জরিয়ে ধরে করছে টানাটানি

মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি ।

উত্তরঃ খেজুর গাছ থেকে রস পড়া

জামাই এল কাজে

বলতে পারিনা লাজে,

আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙয়ের মাঝে ।

উত্তরঃ গাই দোহান

শুইতে গেলে দিতে হয়

না দিলে ক্ষতি হয় ।

উত্তরঃ দরজার খিল

গলা জরিয়ে আসে রসিক যুবতী

কোমরে বসায়ে সমতনে বসতি ।

উত্তরঃ কলসি

বেটির নাম পার্বতী

নাচতে নাচতে গর্ভবতী ।

উত্তরঃ নাটাই সুতা

মুখেতে খেলে চুমু হাসে খল খল

পেটের মাঝে শুধু জল করে ছল ছল ।

উত্তরঃ হুক্কা

অল্প দিলে ভাল লাগেনা, বেশি দিলে বিষ

শাশুড়ি বলে বৌকে আন্দাজ মত দিস ।

উত্তরঃ লবণ

ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে

কখনো বোজে, কখনো খুলে থাকে ঘরে ।

উত্তরঃ তালাচাবি

বিয়ের সময় দাদা দেয় একবার

সারাজীবন বৌদি দেয় দেয় বারবার ।

উত্তরঃ সিঁদুর

ঢোকেনা, তবুও ঢোকাও

কেন পরের মেয়ে কাদাও,

পারলে উত্তর দাও?

উত্তরঃ হাতের চুড়ি

আইছি কাজে, কইনা লাজে,

আছে দুই লরা তার মাঝে ।

উত্তরঃ গাভির দুধ

ঘসা দিলে মিটে আশা

নইলে পড়ে সব নিরাশা ।

উত্তরঃ ম্যাচ

এটার ভিতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া

বাইরের লোকে যত ঠেলে , মুখটি মোটে নাহি খোলে ।

উত্তরঃ দরজার খিল

১৩। চিৎ করে ফেলে উপর করে

এমন করা করে, গহ্না শুদ্ধ নড়ে ।

উত্তরঃ গয়না পড়ে শীল পাটায় মসলা বাটা

বুড়োদের ন’বার ছ’বার

ছোকরাদের একবার ।

উত্তরঃ সুই সুতা পরান

ফুটোর মধ্যে দিয়ে ফাটা,

নড়েছরে পড়ে আঠা,

বল, কি বুঝেছিস বেটা?

উত্তরঃ দোয়াত, কলম কালি

দুই ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া

আপন কাজ করিয়া, পড়ে দেয় ছাড়িয়া ।

উত্তরঃ যাতি দ্বারা সুপারি কাটা

হাত আছে পা আছে মাথা তার কাটা

আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা ।

উত্তরঃ শার্ট

পাচ বেটায় ধরে,

বত্রিশ বেটায় করে

এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে ।

উত্তরঃ ভাত খাওয়া

রোমান্টিক ধাঁধা উত্তর সহ | ছোট ধাঁধা উত্তর সহ | দাদাগিরি গুগলি ধাঁধা

পেটের মধ্যে নেই। কিন্তু তার আশেপাশেই আছে। যাকে আবার অনেকে প্রেমের প্রতীক হিসেবেও মেনে থাকেন। কী সেই জিনিস?

উত্তর: হৃদয় বা মন!

বিয়ের সময় স্বামী-স্ত্রী একে অপরকে কখনও এনগেজমেন্ট রিং, নয়তো কখনও ওয়েডিং রিং উপহার দিন। কিন্তু সঙ্গে আর-একটা অদৃশ্য রিংও থাকে। সেটা কী?

উত্তর: “সাফারিং!”

কোন তিনটি শব্দ লক্ষ বার উচ্চারণ করলেও মনে হয় কম বলা হল?

উত্তর: আমি তোমাকে ভালবাসি। আই লাভ ইউ।

যখন ওকে দেখে হাসি, সে ও হাসে আমাকে দেখে। আমি চোখ মারলে, সে-ও মারে। আবার আমি তাকে চুমু খেলে সে-ও আমায় সমান আগ্রহে চুমু খায়। কে সে বলতে পারেন?

উত্তর: আয়নায় দেখা নিজের প্রতিবিম্ব!

একটা বাল্ব তার প্রেমিকাকে কী বলবে জানেন?

উত্তর: আমার সমস্ত ওয়াট (Watt) দিয়ে ভালবাসি তোমায়। আবার এ-ও বলতে পারে, আমার আলোর মতোই তীব্র আমার প্রেম!

একজন পেন্টার ভালবাসা প্রকাশের সময় কী বলতে তার প্রেমিকাকে?

উত্তর: আই লাভ ইউ উইথ আল মাই আর্ট!

অল্প দিলে ভাল লাগে না, আবার বেশি দিলেই বিষ! প্রেমিক বলে প্রেমিকাকে প্লিজ আন্দাজ মতো দিস! কী সে জিনিস, বলতে পারেন?

উত্তর: নুন

প্রেমিকাকে মানাতে এই ফর্মুলার জুড়ি মেলা ভার! যার সঙ্গী আবার মোমবাতি আর খাবার। কী সেই ফর্মুলা?

উত্তর: ক্যান্ডল লাইট ডিনার।

আরও পড়ুন: নিজস্বতা বজায় রেখেই গড়ে তুলুন সুন্দর সম্পর্ক

এই জিনিসটা আসলে আমার। কিন্তু আমার কাছে ছাড়া তা শুধু তোমার কাছেই থাকতে পারে! কোন জিনিসের কথা বলছি জানেন?

উত্তর: আমার মন!

অ্যাডাম আর ইভ যখন প্রথম ডিনার ডেটে গিয়েছিলেন, কী খেয়েছিলেন তাঁরা, বলতে পারেন?

উত্তর: আপেল!

মজার ধাঁধা | অংকের ধাঁধা উত্তর সহ pdf | জটিল ধাঁধা উত্তর সহ

আমি কথা বলতে পারি না। তবু আপনাদের সঙ্গে কথা বলি। আমার “স্পাইন” আছে। তবু আমি মানুষ নই। আমি অনেকের গল্প তো বলি, কিন্তু তবু সব বলা হয়ে ওঠে না। কে আমি বলতে পারেন?

উত্তর: বই।

ভালবাসার একটা সানগ্লাস আর একটা লাঠির প্রয়োজন। কেন জানেন?

উত্তর: ভালবাসা যে অন্ধ! তাই সানগ্লাস আর লাঠি না হলে চলে।

আমি অন্ধ। কিন্তু শক্তিশালী। আমি যতটা জটিল, ততটাই নরম। কে আমি বলতে পারেন?

উত্তর: ভালবাসা।

আমি খুব দ্রুত বৃদ্ধি পাই। আবার খুব দীরে ধীরে মারা যাই। আমি আনন্দে থাকি। আবার দুঃখেও। কে আমি?

উত্তর: ভালবাসার সম্পর্ক।

হাত থাকা সত্ত্বেও কে হাত তালি দিতে পারে না?

উত্তর: ঘড়ি।

একটা চোখ আছে বটে। তবু দেখতে পায় না। কার কথা বলছি?

উত্তর: সূচ।

যত নেবেন। তত সে পিছনে ছেড়ে যাবে। কার কথা বলছি জানেন?

উত্তর: পদক্ষেপ।

আমি উড়তে পারি। কিন্তু আমার পাখনা নেই। আমি কাঁদি। কিন্তু আমার চোখ নেই। কে আমি বলতে পারেন?

উত্তর: মেঘ।

উত্তর: আপনার নিজের প্রতিবিম্ব।

এই জিনিসটা একান্তই আপনার। কিন্তু অন্য লোকেরা বেশি ব্যবহার করেন। কী জিনিস বলতে পারেন?

উত্তর: আমাদের নাম।

চোখের সামনে শহর। কিন্তু একটাও বাড়ি নেই। জঙ্গল দেখতে পাচ্ছেন। কিন্তু একটাও গাছ নেই। নদী আছে। কিন্তু মাছ নেই। কখন এমন অবস্থা হয় আমাদের?

উত্তর: যখন আমরা ম্যাপ দেখি।

হেড আছে, টেল আছে। কিন্তু লেজ নেই। কোন জিনিস এটা?

উত্তর: পয়সা।

সে অদৃশ্য। তবু তাকে ভেঙে চলেছি আমরা। কোন জিনিসের কথা বলছি বলুন তো?

উত্তর: প্রতিশ্রুতি।

যৌবনে আমি লম্বা। কিন্তু সময় যত এগতে থাকে, তত আমার দৈর্ঘ্য ছোট হতে থাকি। কে আমি বলতে পারেন?

উত্তর: পেনসিল।

আপনি আমাকে জলে দেখতে পান। তাও আমি ভিজে যাই না। কে আমি?

দাদাগিরি গুগলি প্রশ্ন উত্তর | হাসির গুগলি | নতুন ধাঁধা

এই জিনিসটা কোটি-কোটি টাকা দিয়েও কেনা যায় না। কিন্তু ভাগ্যবানরা ঠিক পেয়ে যান। জিনিসটি কী?

উত্তর: প্রকৃত ভালবাসা।

এর জন্য মানুষ কাঁদে। আবার ছেড়ে বাঁচতেও পারে না। কী জিনিস বলতে পারেন?

উত্তর: ভালবাসা।

একটা পেপার ক্লিপ, ম্যাগনেটকে প্রেম নিবেদন করার সময় কী বলবে জানেন?

উত্তর: আপনার টানে এক মুহূর্তও স্থির থাকতে পারি না।

আদর্শ বিয়ের সংজ্ঞা কী?

উত্তর যে বিয়েতে স্বামী দেবেন এবং স্ত্রী নেবেন, সেটাই আদর্শ বিয়ে!

উপরওয়ালা এদের জুটিতে তৈরি করেছিলেন। কিন্তু জন্মের সময় এরা আলাদা হয়ে যায়! অনেকদিন খোঁজাখুঁজির পর এদের আবার একসঙ্গে দেখা হয়। তারপর থেকেই এদের আর আলাদা করা যায়নি! কে এরা?

উত্তর: সোলমেটস, মানে, যাঁরা তৈরিই হয়েছিলেন এক দুঁজে কে ওয়স্তে!

মেয়েদের আছে দুটো। কিন্তু গরুর আছে চারটে। কোন জিনিস, বলতে পারেন?

উত্তর: পা।

আমি লম্বা এবং শক্ত। ভিতরে কিন্তু নরম। আর গায়ের রং হলকা সবুজ। কে আমি বলতে পারেন?

উত্তর: শসা।

আমি বাইরে থেকে শক্ত। কিন্তু ভিতর থেকে নরম। আমার নাম ইংরেজির “c” অক্ষর দিয়ে শুরু হয়ে শেষ হয় ইংরেজির “t” অক্ষর দিয়ে। কে আমি বলুন দেখি?

উত্তর: ডাব (Coconut)।

যত টানবে, তত বাড়ব। তোমার বুকের সঙ্গে লেগে থাকব। আবার বিপদে তোমার প্রাণও বাঁচাব। কে আমি বলুন দেখি?

উত্তর: সিট বেল্ট!

একে চোখে দেখা যায় না। কিন্তু এর কারণে মাথা ঘোরা থেকে বুকে ব্যথা, সবই হয়। কার কথা বলছি জানেন?

উত্তর: ভালবাসা।

রাতে যতক্ষণ না শুতে যাও, ততক্ষণ আমার সঙ্গে খেলা কর! আমাকে দু’হাতে জড়িয়ে রাখো। এমনকী, অফিসেও আমি তোমার সঙ্গেই থাকি! তুমি ছাড়া শুধু বিশেষ কিছু মানুষই আমাকে ছুঁতে পারে। কে আমি?

উত্তর: মোবাইল ফোন।

ছেলেদের প্যান্টে এমন কী থাকে, যা মেয়েদের ড্রেসে থাকে না?

উত্তর: পকেট।

আমি যখন ভিতরে ঢুকি, তখন শক্ত থাকি। কিন্তু ধীরে-ধীরে নরম হয়ে যাই। কে আমি বলুন তো?

উত্তর: চুইংগাম।

সব ছেলেরই এটা আছে। কারও লম্বা, তো কারও ছোট। আবার বিয়ের পরে বউয়ের সঙ্গেও এটা ভাগাভাগি করে নিতে হয়। কীসের কথা বলছি বলতে পারেন?

উত্তর: ছেলেদের পদবি।

দৈর্ঘ্য আমার ছয় ইঞ্চি। কাজ করলেই আমার সারা শরীরে জলে আর ফেনায় ভেজা থাকে। কে আমি?

উত্তর: টুথব্রাশ

আদর্শ স্বামী কাঁদের বলে?

উত্তর: যাঁরা বউয়ের সমনে মুখ বন্ধ রাখেন। কিন্তু যথা সময়ে এটিএম-এর পিনটা ঠিক দিয়ে দেন, তাঁরাই তো আদর্শ স্বামী।

আরও পড়ুন: সেরা বাংলা কমেডি সিনেমা

এই জিনিসটির উপর বড়লোকেরা অধিকার স্থাপন করতে চান। জ্ঞানীরা বুঝতে চান। আর গরিব মানুষদের কাছে এটাই সবচেয়ে বড় সম্পদ। কোন জিনিসটির কথা বলছি জানেন?

উত্তর: ভালবাসা।

আমি কখনও খুশি। কখনও দুঃখী, তো কখনও আবার ভয়ে থাকি! কখনও আমার প্রকাশ ঘটে, কখনও নয়। আমি বারে-বারে ফিরে আসি মানুষের মনে। কে আমি বলতে পারেন?

উত্তর: অনুভূতি।

আমার কারণে যুদ্ধ হয়েছে অনেক। তবু আমাকে ছাড়া বাঁচতে পারে না কেউ। কে আমি?

উত্তর: ভালবাসা।

একটা ইংরেজি শব্দ, শুরু হয় “L” দিয়ে। শেষ হয় “Y” দিয়ে। এই শব্দটির গুরুত্ব না বুঝলে ভালবাসার সম্পর্খ একদিনও টেঁকে না। শব্দটি কী বলুন দেখি?

উত্তর: লয়্যালটি (Loyalty)।

এটা করতে অনেকের দারুণ লাগে। তাই তো সারাক্ষণ এই নিয়ে মজে থাকে। কিন্তু যেই না এই একই কাজ বাবা-মায়েরা করেন, অমনই তখন ছেলে-মেয়েরা রেগে যায়। কীসের কথা বলছি বলুন?

উত্তর: ফেসবুক।

এ জিনিস তো তোমারই। কিন্তু তা-ও তুমি ধরতে পারবে না। কোন জিনিসের কথা বলছি?

উত্তর: আমার মন।

কার্বনের সঙ্গে হাইড্রোজেনের কখনও ঝগড়া হয় না কেন জানেন?

উত্তর: একে অপরের কাছে আসামাত্র এদের সম্পর্ক ফেবিকলের চেয়েও বেশি মজবুত হয়ে যায়। তাই তো ঝগড়া হওয়ার সুযোগই মেলে না!

ভালবাসার সম্পর্ক আর বিয়ের মধ্যে পার্থক্য কি জানেন?

উত্তর: ভালবাসার সম্পর্ক হল অনেকটা সুন্দর স্বপ্নের মতো। আর বিয়ে মানেই অ্যালার্ম ক্লক!

একজন প্রেমিক হঠাৎই তার প্রেমিকার থেকে কলকাতার একটা ম্যাপ চাইল। কিন্তু কেন বলুন তো?

উত্তর: প্রেমিক যে তাঁর প্রেমিকার চোখের গভীরে হারিয়ে গিয়েছেন!

মেয়েরা জন্মায় এই সম্পদ নিয়ে, যা ছেলেদের পাগল করে দেয়। কি সেই সম্পদ জানেন কি?

উত্তর: মেয়েদের সৌন্দর্য!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *