টিপস ও ট্রিকস

অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড তোলার নিয়ম এবং চেক করার নিয়ম ২০২২

অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড তোলার নিয়ম এবং চেক করার নিয়ম ২০২২ এই এই আর্টিকেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। এনআইডি কার্ড প্রতিটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরেই পরিচয় বহন করে। এনআইডি কার্ড হচ্ছে একটি নাগরিকের সনদপত্র। 

বাংলাদেশের অভ্যন্তরে থাকা যখন কোন ব্যক্তির বয়স 18 বছর পূর্ণ হবে। তখন তার জন্য এনআইডি কার্ড তোলাটা বাধ্যতামূলক হবে। 

সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের বয়স যদি 18 বছর পূর্ণ হয়। তাহলে আপনার জন্য ন্যাশনাল আইডি কার্ডটি তোলাটা বাধ্যতামূলক হবে। তাই নিজেকে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করা আবশ্যক কর্তব্য।

পূর্বে ভোটার আইডি কার্ড তুলতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। আর এখন সে দিন ফুরিয়ে এসেছে। লাইনে দাঁড়িয়ে ভোটার আইডি কার্ডটি তুলতে আর হবেনা।  এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার নিজের ভোটার কার্ডটি তুলতে পারবেন খুব সহজ নিয়মে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যারা নিজের ভোটার আইডি কার্ড নিজেই তুলতে চাচ্ছেন তাহলে নিচে লেখা প্রসেসটি সম্পূর্ণ পড়ুন এবং তা কাজে লাগান।

নতুন ভোটার কিভাবে হবেন কিংবা ভোটার হতে কি কি লাগে বা NID পেতে প্রক্রিয়া কি তা নিয়ে আজকের পোস্টটি সাজানো হয়েছে।

দ্রুত পড়ুনঃ-

নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে | অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড তোলার নিয়ম এবং চেক করার নিয়ম ২০২২

সম্মানিত কলিজার টুকরা ভাই ও বোনেরা,  আপনারা আমার দেওয়া লিংকে ক্লিক করুন সেখানে একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন।  সেখানে আপনারা এনআইডি কার্ডের 17 সংখ্যা সংযুক্ত করুন, এবং জন্মতারিখ দিতে হবে।  এর পরবর্তীতে আপনি একটা ক্যাপচা দেখতে পারবেন। ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করুন।  আর ওখানে লেখা থাকবে “এনআইডি তথ্য দেখুন” এই অপশনটি আপনারা ক্লিক করুন।  তাহলে খুব সহজেই নিজের এনআইডি কার্ড নিজেই যাচাই করতে পারবেন।

ভোটার আইডি কার্ড তুলতে প্রয়োজনীয় বিষয় বলি  | অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড তোলার নিয়ম এবং চেক করার নিয়ম ২০২২

  1. জন্ম নিবন্ধন – (বয়স প্রমানের সনদ)
  2. ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরূপ কোন প্রমান)
  3. নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  4. বাবা, মা, স্বামী/স্ত্রীর আই.ডি কার্ডের কপি (প্রযোজ্য ক্ষেত্রে
  5. এসএসসি সনদ – (বয়স প্রমানের সনদ)

অনলাইনে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া | অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড তোলার নিয়ম এবং চেক করার নিয়ম ২০২২

সম্মানিত কলিজার টুকরা ভাই ও বোনেরা, আপনারা নিচে দেওয়া লিংকে ক্লিক করুন এবং খুব সহজেই প্রক্রিয়া গুলো অনুসরণ করে নিজের ভোটার আইডি কার্ড নিজেই অনলাইনের মাধ্যমে তুলে ফেলুন।

লিংকে প্রবেশ করুন services.nidw.gov.bd 

১. প্রথমে আপনাকে ধাপে ধাপে সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

২. নিজের পূর্ণ নাম ছাড়া সকল তথ্য কিন্তু বাংলায় ইউনিকোডে পূরণ করতে হবে।

৩. সকল ধাপ সম্পন্ন হবার পরে প্রিভিউ এর মাধ্যমে সকল তথ্য পুনরায় যাচাই করে নিতে হবে।

৪. পিডিএফ ফাইল তৈরি করে সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ  নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিতে হবে।

৫. আপনার প্রদত্ত তথ্যাদি যাচাই এবং ঠিকানা যাচাইয়ের পরে তথ্যাদি সঠিক নিশ্চিত হলে আপনার কার্ড তৈরি হবে।

৬. আপনাকে কার্ডের রশিদ জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে হবে।

One Comment

  1. এই ব্লগ রাইটারকে অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *