টিপস ও ট্রিকসবাংলা তারিখ

আরবি ১২ মাসের নাম অর্থসহ ২০২৩ । আরবি মাসের নাম অর্থসহ

আরবি ১২ মাসের নাম অর্থসহ ২০২৩ । আরবি মাসের নাম অর্থসহ এই বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। সম্মানিত পাঠক বৃন্দ আপনারা যারা আরবি ১২ মাসের নাম অর্থসহ ২০২৩ জানতে ইচ্ছা পোষণ করছেন। তাদেরকে আমরা নিরাশ করব না, আজকে এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আরবি মাসের নাম কি? আরবি মাসের নাম বাংলায়, আরবি মাসের নাম ক্যালেন্ডার, আরবি মাসের নাম গুলো কি কি? আরবি মাসের নাম সমূহ, আরবি মাসের নাম আরবিতে, আরবি মাসের নাম ক্যালেন্ডার ২০২০, আরবি মাসের নাম ক্যালেন্ডার ২০২৩, আরবি মাসের নাম ক্যালেন্ডার ২০২২ ইত্যাদি বিষয় নিয়ে। আমরা আরো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আরবি মাসের নাম গুলো ইংরেজি, এবং আরবি ভাষাতেই পেয়ে যাবেন। আর যার মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন আরবি মাসের নাম গুলো সম্পর্কে। যদি আপনি আরবি মাসের নাম গুলো জানতে চান। তাহলে আজকের এই আর্টিকেলটি শুধু আপনাদের জন্য।

বাংলা মাসের কত তারিখ আজ,বাংলা ক্যালেন্ডার । আজকের তারিখ বাংলা ইংরেজি আরবি ২০২২ – Today,s Date Bangladesh

আমরা কমবেশি সবাই ইংরেজি এবং বাংলা মাসের নাম সম্পর্কে জানি কিন্তু আরবি মাসের নাম সম্পর্কে আমরা অনেকেই জানিনা। মুসলিম হয়ে এটা আমাদের একেবারে লজ্জার বিষয়। আমরা যারা মুসলমান আর আমাদের ধর্মীয় উৎসবগুলো আরবি মাসের নাম অনুযায়ী অনুষ্ঠিত হয়ে থাকে। তাই একজন মুসলমানের আরবি ১২ মাসের নাম জানাটা একেবারেই জরুরি ব্যাপার।

আমাদের আরবি ১২ মাসের নাম সম্পর্কে যদি কোন জ্ঞান না থাকে তাহলে অনেকখানি লজ্জার মুখোমুখি হতে হয়। তাই কেন আপনি অযথা লজ্জার শিকার হবেন? তাই আমরা আজকে আমাদের ওয়েবসাইট থেকে আপনাদের জানিয়ে দেবো আরবি ১২ মাসের নাম অর্থসহ ২০২৩। আমাদের ওয়েবসাইটটির থেকে আপনারা জানতে পারবেন আজকে কয় তারিখ, আজ আরবি মাসের নাম,আজ আরবি কত তারিখ, আজ বাংলা কত তারিখ, আজ বাংলা কত মাস ইত্যাদি বিষয় সম্পর্কে। আমরা আর কথা না বাড়িয়ে এখনই শুরু করব।

আরবি ১২ মাসের নাম ইংরেজিতে । আরবি ১২ মাসের নাম ও আমল

অনেকেই রয়েছে যারা আরবি মাসের নামগুলো ইংরেজি ফন্টে এবং বাংলা ফন্টে সার্চ করে থাকে। আর আজকে আমরা তাদের জন্য এই পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব আরবি 12 মাসের নাম ইংরেজিতে। তাই আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে আমাদের এই পোস্টগুলো পড়ছেন। তাদের কাছে আমাদের অনুরোধ রইলো আরবি ১২ মাসের নাম ইংরেজিতে সহ পুরো পোষ্টটি পড়ার জন্য। এখানে আমরা চেষ্টা করছি, ইংরেজি ফন্ট এবং বাংলা ফন্ট দিয়ে আরবি ১২ মাসের নাম লেখার।

তাহলে চলুন আর অপেক্ষা না করে আমরা এই পর্যায়ে আলোচনা করব আরবি ১২ মাসের নাম  ইংরেজিতে।

আরবি ১২ মাসের নাম অর্থসহ ২০২৩ । আরবি মাসের নাম অর্থসহ-bdinfo71 (3)

আরবি ১২ মাসের নাম বাংলায় । আরবি ১২ মাসের ক্যালেন্ডার

একজন মুসলিম হয়ে যদি আমাদের আরবি মাসের নাম গুলো মনে না থাকে কিংবা মনে রাখার চেষ্টা না করি তাহলে মুসলমান হয় এটা আমাদের লজ্জার বিষয়। আরবি মাস অনুযায়ী মুসলমানের ধর্মীয় রীতিনীতি গুলো পরিচালিত হয়। আরবি মাস সম্পর্কে জানতে হলে অন্যকে বলতে হয় যে আজ আরবি মাসের কয় তারিখ কিংবা এটা কোন আরবি মাস ইত্যাদি বিষয় সম্পর্কে। তাই আমাদের চোখ কান থাকতে আমরা কেন অপরকে জিজ্ঞাসা করব। আমরা নিজেরাই চেষ্টা করব আরবি ১২ মাসের নাম অর্থসহ জানার জন্য। 

তাই এখনো আপনারা যারা আরবি ১২ মাসের নাম অর্থসহ জানেন না, তারা যেন আমাদের এই আর্টিকেল থেকে আরবি ১২ মাসের নাম অর্থসহ 2023 সম্পর্কে জানতে পারেন। সুপ্রিয় পাঠক বৃন্দ, আমরা এই পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব আরবি ১২ মাসের নাম বাংলায় ইত্যাদি বিষয় সম্পর্কে।

আরবি ১২ মাসের নাম অর্থসহ ২০২৩ । আরবি মাসের নাম অর্থসহ-bdinfo71 (3)

আরবি মাসের নাম আরবিতে । আরবি ক্যালেন্ডার ২০২২ PDF

আমরা এই পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব আরবি মাসের নাম আরবিতে জানার জন্য। যারা একটু আরবি ভাষায় পারদর্শিতা রয়েছে তারা আরবি লেখাগুলো খুব সহজে চিনতে পারে। আর আপনি যদি আরবি না পারেন তাহলে খুব শীঘ্রই আরবি ভাষা শিখে নেবেন। কারণ একজন মুসলিম হয়ে আরবি ভাষার প্রতি জ্ঞান আহরণ করা করা খুবই জরুরী ব্যাপার।

তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন অন্যান্য ভাষার পাশাপাশি আরবি ভাষা শিখে নিবেন। আরবি ভাষার প্রতি জ্ঞান শুধু এহকালের জন্য নয় আর সেটা পরকালের জন্য। তাই আপনারা যারা আরবি মাসের নাম আরবিতে জানতে ইচ্ছা পোষণ করছেন। তাদেরকে আমার পোস্টে স্বাগতম জানাই। 

তাহলে চলুন শুরু করা যাক আরবি 12 মাসের নাম আরবিতে জানিয়ে নেয়ার জন্য ধন্যবাদ।

ক্রম আরবি

নাম

বাংলা

উচ্চারণ

ইংরেজি

নাম

محرم মহররম Moharram
০২. صفر সফর Sofor
০৩. ربيع الاول রবিউল আউয়াল Robiul Awal
০৪. ربيع الثاني রবিউস সানি Rabius Sani
০৫. جمادى الاول জমাদিউল আউয়াল Jamadiul Awal
০৬. جمادي الثاني জমাদিউস সানি Jamadius Sani
০৭. رجب রজব Rajab
০৮. شعبان শাবান Shaban
০৯. رمضان রমজান
১০. شوال শাওয়াল Shawal
১১. ذي القد জিলক্বদ Jelkad
১২. ذي الحج জিলহজ্জ Jilhaj

আরবি ১২ মাসের নাম অর্থসহ ২০২৩ । আরবি মাসের নাম অর্থসহ-bdinfo71 (3)

আরবি মাসের নাম আরবি উচ্চারণ । আরবি মাসের ক্যালেন্ডার ২০২৩

আপনারা যারা আরবিতে খুবই দুর্বল তারা যেন আরবি মাসের নাম গুলো খুবই ভালোভাবে রপ্ত করে। কারন আমরা একজন মুসলিম হয়ে আরবি মাস সম্পর্কে জ্ঞান আহরণ করা নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। আমার প্রিয় পাঠক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা আরবি সম্পর্কে না জানিয়ে থাকেন তাহলে কোন ভালো হুজুর দেখে আরবি ভাষার নাম আরবি উচ্চারণ এবং আরবি ভাষার জ্ঞান আহরণ করবেন।

আরবি ১২ মাসের নাম অর্থসহ ২০২৩ । আরবি মাসের নাম অর্থসহ-bdinfo71 (3)

অর্থসহ আরবি মাসের নাম । আরবি ক্যালেন্ডার আজকের তারিখ

আমরা আপনাদের জানিয়ে দেবো অর্থসহ আরবি মাসের নাম গুলো সম্পর্কে। আরবি মাসের নাম গুলো যেমন সুন্দর, তেমনি আরবি মাসের নামের অর্থ গুলো সুন্দর। আর আপনি যদি আরবি মাসের নাম গুলো সম্পর্কে জেনে থাকেন। তাহলে আরবি মাসের নামের অর্থ গুলো সম্পর্কে জানা জরুরি ব্যাপার। আর তাই আমরা এই পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব অর্থসহ আরবি মাসের নাম সম্পর্কে। তাই আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। আপনারা যারা উক্ত বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য জানতে চাচ্ছেন। তাদের কাছে অনুরোধ রইল আমাদের পুরো আর্টিকেলটির মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

আরবি ১২ মাসের নাম অর্থসহ ২০২৩ । আরবি মাসের নাম অর্থসহ-bdinfo71 (3)

মহররমঃ এ মাসে জাহেলি যুগে যেকোনো ধরণের যুদ্ধবিগ্রহ ও রক্তপাত করা হারাম ও অবৈধ ছিল। তাই এই মাসকে মুহাররমুল হারাম নামকরণ করা হয়েছে।

সফর : সফর শব্দটি মূলত সিফর থেকে নির্গত। এর অর্থ হলো শূন্য হওয়া। জাহেলি যুগে এ মাসে লোকেরা যুদ্ধের জন্য বের হয়ে গেলে বাড়ি-ঘর খালি হয়ে যেত, তাই সফরের মাসের নাম রাখা হয়েছে সফর।

রবিউল আউয়াল : এই রবিউল আউয়াল মাসের নামকরণকালে ফসলে রবি, অর্থাৎ বসন্তকাল ছিল। তাই মাসের নামকরণ হয়েছে রবিউল আউয়াল।

রবিউস সানি : এর নামকরণকালে বসন্তের শেষার্ধে পড়ার কারণে রবিউল আখের বা শেষ বসন্ত নাম রাখা হয়।

জমাদিউল আউয়াল : জুমাদা শব্দটি এসেছে জুমুদ থেকে। এর অর্থ হলো জমে যাওয়া, স্থবির হওয়া। যখন এই মাসের নাম রাখা হয়, তখন ঠাণ্ডার মৌসুম আরম্ভ হয়, কেননা ঠাণ্ডার কারণে বেশির ভাগ জিনিস জমে যায়। এ জন্য এ মাসের নাম এভাবে রাখা হয়েছিল।

জমাদিউস সানি : এই মাসের নাম রাখার কারণ হলো, এই মাসের শেষে শীতের প্রচণ্ডতায় পানি পর্যন্ত জমে যেত। তাই এর নাম রাখা হ জমাদিউস সানি।

রজবঃ রজিব শব্দ থেকে রজব শব্দটি উদ্ভূত হয়েছে। এর অর্থ সম্মান করা। যেহেতু এ মাসকে আরবরা সম্মান করত এবং শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলত, তাই এ মাসের নাম রজব বা সম্মানিত মাস রাখা হয়।

শাবান : শাব শব্দ থেকে শাবান শব্দটির উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো বের হওয়া, প্রকাশ হওয়া, বিদীর্ণ হওয়া। এ মাসে বিপুল কল্যাণ প্রকাশিত হয়, মানুষের রিজিক উৎপাদন ও বণ্টিত হয় এবং তাকদিরের ফয়সালাগুলোও বণ্টন করে দেওয়া হয়। তাই এ মাসের নাম শাবান রাখা হয়েছে।

রমজান : রমজান শব্দের মূল অর্থ হচ্ছে জ্বালানো-পোড়ানো। যেহেতু এই মাসে মুমিনের গুনাহগুলো জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। তাই এ মাসের নাম রমজান।

শাওয়াল : শাওয়াল শব্দটি ‘শাওল’ মূলধাতু থেকে নির্গত। এর অর্থ হলো বাইরে গমন করা। এখানে আরববাসী নিজ ঘরবাড়ি ত্যাগ করে ভ্রমণে যেত। তাই এর নামকরণ করা হয় শাওয়াল।

জুলকদ/জিলকদ : ‘জুল/জিল’ অর্থ ওয়ালা আর ‘কাদাহ’ অর্থ হলো বসা। এ মাস সম্মানিত মাসের একটি। আরবরা এ মাসে যুদ্ধবিগ্রহ বন্ধ করে বাড়িতে বসে থাকত।

জুলহজ্ব/জিলহজ্ব : জুলহজ্ব/জিলহজ্ব শব্দটি সম্ভবত হাজ্জাহ থেকে নেওয়া হয়েছে। এর অর্থ একবার হজ করা। অথবা শব্দটি ‘হিজ’ শব্দ থেকে নেওয়া হয়েছে। এর মানে অর্থবছর। যেহেতু এই মাস বছরের শেষাংশে আসে এবং এর দ্বারাই পূর্ণ বছরের সমাপ্তি ঘটে, তাই এই মাসের নামকরণ হয়েছে জুলহজ্ব/জিলহজ্ব।

আরবি ১২ মাসের নাম অর্থসহ ২০২৩ । আরবি মাসের নাম অর্থসহ-bdinfo71 (3)

আরবি মাসের নাম জানা কেন প্রয়োজন । আরবি ক্যালেন্ডার আজকের তারিখ

আরবি মাসের নাম জানা কেন প্রয়োজন সে বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো। ইনশাল্লাহ যতটুকুই পারি ততটুকুই বলার চেষ্টা করব। মানুষ ভুলের উর্ধ্বে নয়, তাই ভুল ত্রুটি মার্জিত করবেন ধন্যবাদ।

প্রথমত কারণ হচ্ছে যে, একজন মুসলিম হয়ে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আরবি মাসের নাম সম্পর্কে জানা এবং আরবি মাসের নামের অর্থ সম্পর্কে জানা।

আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে, সঠিক সময় এবং সঠিক সমায়ে ইবাদত করার জন্য আরবি ক্যালেন্ডার সম্পর্কে জ্ঞান থাকা জরুরী। কারন আমরা জানি যে চন্দ্রা মাস এবং আরবি মাস হিসেবে এবাদত বন্দেগী করতে হয়।

উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি যে, রমজান মাসে চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা রোজা রাখতে পারি এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আর সেই অনুযায়ী আমাদের রোজা পালন করতে হবে এবং রোজা রাখতে হবে এটা মূলত আমাদের ঈমানী দায়িত্ব।

তেমনি আবার রমজান মাসের পরিসমাপ্তি ঘটে শাওয়াল মাসের চাঁদ দেখার উপর। আর শাওয়াল মাসের প্রথম তারিখে আমরা ঈদুল ফিতর উদযাপন করে থাকি। আর যেটা হচ্ছে আমাদের এমনকি সর্বোপরি মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

তেমনি ঈদুল আযহা অনুষ্ঠিত হয় জিলহজ মাসের ১০ তারিখে। আর আমরা এমন হতভাগা মুসলমান যে, আমরা অনেকেই জানিনা যে ঈদুল ফিতরের ঈদুল আযহা আরবি মাস অনুযায়ী অনুষ্ঠিত হয়ে থাকে। তাই আমরা যারা এখনো আরবি সম্পর্কেই কোনরকম জ্ঞান নেই। তারা যেন আরবি সম্পর্কে সঠিক জ্ঞান ধারণ করে এবং অপরকে জানানোর চেষ্টা করে ধন্যবাদ।

আরবি ১২ মাসের নাম অর্থসহ ২০২৩ । আরবি মাসের নাম অর্থসহ-bdinfo71 (3)

কোন উৎসব বা ইবাদতগুলো কোন মাসে পালিত হয়ে থাকে । আরবি বারের নাম

আমরা ইতিমধ্যেই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ইসলামিক রীতিনীতি গুলো আরবি দিন এবং মাস অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। আর তাই আপনারা যারা এবাদত বন্দেগি গুলো আরবি মাস অনুযায়ী করতে চাচ্ছেন কিন্তু আরবি মাসের নাম গুলো সম্পর্কে জানেন না তারা যেন আরবি মাসের নাম গুলো খুব তাড়াতাড়ি জেনে নেন ধন্যবাদ।

আর আমরা মূলত এই পর্যায়ে জানবো যে আরবি ১২ মাস অনুযায়ী মুসলমানের কি কি ধর্মীয় উৎসবগুলো পালিত হয়ে আসছে। সে বিষয় সম্পর্কে।

হজ্জঃ জিলহজ মাসের ৯ তারিখ।

ঈদুল আযহাঃ জিলহজ্ব মাসের ১০ তারিখ।

আশুরাঃ ১০ই মহররম।

ঈদ-ই-মিলাদুন্নবীঃ ১২ই রবিউল আউয়াল।

শবে মি’রাজঃ রজব মাসের ২৭ তারিখে অনুষ্ঠিত হয়।

শবে বরাতঃ শাবান মাসের ১৫ তারিখ।

রমজানঃ রমজান মাসের প্রথম দিন হতে শেষ দিন পর্যন্ত।

ঈদুল ফিতরঃ শাওয়াল মাসের ১ তারিখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *