টিপস ও ট্রিকস

দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩

দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩ এই বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। দরখাস্ত লেখার নিয়ম কিংবা আবেদনপত্র লেখার নিয়ম আমরা সকলেই কমবেশি জানি। কিন্তু হয়তো অনেকেরই এই নিয়ম জানা নেই কিংবা মনে নেই। নিম্ন মাধ্যমিক কিংবা স্কুলে পরাকালীন সময় দরখাস্ত কিংবা আবেদন পত্র লিখতে হতো। তার পরবর্তী সময়ে অর্থাৎ বাস্তব জীবনে অনেকে বিভিন্ন প্রয়োজনে কিংবা দরকারী বিষয় আবেদন করার জন্য আবেদন পত্র কিংবা দরখাস্ত লেখার প্রয়োজন হয়। আর এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো কিভাবে দরখাস্ত কিংবা আবেদন পত্র লিখতে হয় সে বিষয়ে সম্পর্কে। আর যদি আপনাদের মধ্যে দরখাস্ত কিংবা আবেদনপত্রের সঠিক নিয়ম সম্পর্কে জানা না থাকে তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হাতে চলছে। তাই আজকের এই আর্টিকেলটি স্কিপ না করে মনোযোগ সহকারেই পড়ুন ধন্যবাদ।

আপনারা হয়তোবা ভাবছেন দরখাস্ত কিংবা আবেদন পত্র দুটি ভিন্ন ভিন্ন বিষয়। আসলে তা কিন্তু সঠিক নয় সঠিক হচ্ছে আবেদনপত্র যাকে বলে ঠিক ওই দরখাস্ত তাকে বলে। কেউ কেউ একে আবেদনপত্রভাবে আবার কেউ কেউ একে দরখাস্ত ভাবে। বর্তমানে প্রযুক্তির অগ্রগতির কারণে দরখাস্ত কিংবা আবেদন পত্রের ব্যবহার অনেক কমে গেছে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইমেইলের মাধ্যমে আবেদন করা হয়ে থাকে যার জন্য প্রয়োজন একটি স্মার্ট ফোন কিংবা পিসি, ল্যাপটপ কিংবা ট্যাবলেটের। কিন্তু আপনি যদি ইমেইলের মাধ্যমে আবেদন পত্র কিংবা দরখাস্ত লিখেন তাহলে আপনাকে ঠিক একই নিয়ম অনুসরণ করতে হবে। আমরা অনেক ক্ষেত্রেই ইমেইলের মাধ্যমে আবেদন পত্র করতে পারিনা।

আপনি যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য দরখাস্ত লেখার নিয়মাবলী সম্পর্কে জানা জরুরী। কারণ আবেদন পত্র কিংবা দরখাস্তের উপর পরীক্ষার খাতায় লিখতে হয়। আর এই সহজ নিয়ম কিংবা দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে মেনে চলে হয়তোবা দরখাস্ত কিংবা আবেদনপত্র ই যত নাম্বার বরাদ্দ করা হয়েছে তা আপনারা সমস্ত পেয়ে যাবেন। আর তাই আপনাদের হাতে খড়ি অর্থাৎ খাতায় দরখাস্ত লেখার নিয়ম বলি সম্পর্কে সঠিক জ্ঞান ধারণ করতে হবে।

আর তাই আজকের এই আর্টিকেলটি সকলের জন্যই প্রযোজ্য। তাহলে চলুন জেনে নেওয়া যায় দরখাস্ত লেখার কিংবা আবেদনপত্র লেখার সঠিক নিয়ম বলি সম্পর্কে। আর এই আর্টিকেলের মাধ্যমে আরো জানতে পারবেন ছুটির দরখাস্ত লেখার নিয়ম বা ছুটির আবেদন পত্র লেখার নিয়ম, অগ্রিম ছুটির দরখাস্ত বা অগ্রিম ছুটির আবেদন পত্র, অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত বা অসুস্থতার জন্য ছুটির আবেদন, চাকরির দরখাস্ত লেখার নিয়ম বা চাকরির আবেদন লেখার নিয়ম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরির আবেদন, চাকরির আবেদন পত্র বা চাকরির দরখাস্তের নমুনা, ইংরেজি দরখাস্ত লেখার নিয়ম বা ইংরেজি আবেদন পত্র লেখার নিয়ম, দরখাস্ত লেখার নিয়ম ছবি, ইংরেজি দরখাস্ত বা আবেদন পত্র লেখার নমুনা, দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম ভিডিও ইত্যাদি বিষয় সম্পর্কে।

দরখাস্ত বা আবেদন পত্র কাকে বলে? দরখাস্ত বা আবেদন পত্র কি? | দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩

দরখাস্ত লেখার বা আবেদনপত্র লেখার নিয়ম জানার আগে আপনাদের জেনে নেওয়া উচিত দরখাস্ত কাকে বলে? কিংবা দরখাস্ত বা আবেদন পত্র কি? তাহলে চলুন জেনে নেওয়া যাক।

উত্তরঃ যথাযথ কর্তৃপক্ষের কাছে ছুটি, বদলি, সাহায্য বা কোন পদে নিয়োগপ্রাপ্তির জন্য যে অনুষ্ঠানিক পত্র লেখা হয় তাকে দরখাস্ত বা আবেদন পত্র বলে।

দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম | দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩

আমরা এ পর্যায়ে আপনাদের জানিয়ে দেবো দরখাস্ত কিংবা আবেদনপত্র লেখার নিয়ম সম্পর্কে। দরখাস্ত বা আবেদনপত্র সব সময় সুন্দর বোধগম্য সাধু কিংবা মিষ্টি ভাষায় লিখতে হয় এবং পাশাপাশি ভাষাগত ত্রুটি দিয়ে লক্ষ্য রেখে দরখাস্ত বা আবেদন পত্র সম্পন্ন করতে হয়। অসম্পূর্ণ এবং ভাষাগত ত্রুটিময় আবেদন পত্র অনেক সময় মূল উদ্দেশ্যের বাধা হয়ে দাঁড়ায়। আর যা সকলের বোধগম্য কিংবা যার উদ্দেশ্যে লেখা হয় সে লেখাটির মূলভাব বুঝতে পারে না। আর পক্ষান্তরে সুন্দর নির্ভুল শুলিকিত দরখাস্ত পাখির আবেদন যোগ্যতা দক্ষতা স্বীকার রুচি সম্পর্কে কর্তৃপক্ষ অনুকূল দৃষ্টি লাভে ও উচ্চ ধারণা পোষণে সাহায্য করে।

আর তাই যেকোন আবেদন পত্র বা দরখাস্ত প্রয়োজনে সব তথ্য থাকা জরুরি ব্যাপার। দরখাস্ত লেখার সঠিক নিয়ম সম্পর্কে নিম্নলিখিত দিকগুলো বিশেষভাবে প্রতিফলিত হয়। আর তাই চলুন আমরা জেনে নেই দরখাস্ত বা আবেদন পত্র লেখার সঠিক নিয়মাবলী সম্পর্কে।

প্রাপকের নাম ও ঠিকানা: প্রাপকের অংশে নিয়োগ কর্তার নাম, পদে নিয়োগ কারী সংস্থার নামের বানান সঠিক এবং ঠিকানা নির্ভুলভাবে লিখতে হবে। অনেক সময় ঝামেলা এড়াতে কিংবা গোপনীয়তা রক্ষা করতে পোস্ট বক্স কিংবা পত্রিকার মাধ্যমে দরখাস্তের আহবান করা হয়।

বিজ্ঞাপনদাতা
পোস্ট বক্স নং ০১২
প্রযত্নে: দৈনিক প্রথম আলো, ঢাকা

বিষয়: দ্বিতীয় এই ধাপটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এই অংশের কাঙ্ক্ষিত বিষয় বা পদের কথা সুস্পষ্ট করে এবং সাবলীল ভাষায় উল্লেখ করতে হবে। আবেদনপত্রের মূল বিষয়টি যেন কাঙ্খিত ব্যক্তির উদ্দেশ্যে যে লেখা হয়েছে সে যেন সহজে অনুধাবন করতে পারে। আর এজন্য আপনাকে সরল, মনমুগ্ধকর, মার্জনীয় ও সাবলীল ভাষায় বিষয় লিখতে হবে।

সম্বোধন: এখানে আনুষ্ঠানিক সম্বোধন হবে যেমন মোহদয়, মহাত্মান ও জনাব ইত্যাদি।

আবেদনের সূত্র: সাধারণত পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা চাকরির নিয়োগ সম্পর্কে জানতে পারি। আর তাই আপনাকে বিপত্তি প্রকাশের তারিখ সহ সংশ্লিষ্ট পত্রিকার সূত্র উল্লেখ করে অথবা বিশ্বস্ত সূত্রের কথা জানিয়ে আবেদনপত্রের পটভূমি শুরু করে দিতে হবে।

আবশ্যিক তথ্য: এ বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আবেদনপত্রই আবেদনকারীর পূর্ণ নাম, বাবা মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্মতারিখ, নাগরিকত্ব এমনকি শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ করতে হবে।

অতিরিক্ত তথ্য: আমরা দেখে থাকি যে, বিভিন্ন চাকরির নিয়োগ পত্রগুলোতে এক বছর কিংবা দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়ে কিংবা এরও বেশি অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। যেমন কোন কাজে কিংবা পড়াশোনার ক্ষেত্রে উচ্চতার ডিগ্রি প্রশিক্ষণ কোর্স কিংবা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে তা আপনাকে আবেদনপত্র উল্লেখ করতে হবে।

সংযুক্তি: দরখাস্তের একেবারেই পরিসমাপ্তিতে আবেদনে প্রামাণ্য দলিল হিসাবে যা কিছু সংযুক্ত করা হয়। যেমন: বিভিন্ন পরীক্ষায় পাশের সনদপত্র, প্রাপ্ত নাম্বার পত্র, নাগরিকত্ব সনদ, প্রশংসাপত্র, অভিজ্ঞতার সনদ ও সত্যায়িত করা ছবি ইত্যাদির উল্লেখ করতে হবে। কি কি প্রামাণ্য কাগজ দেওয়া হলো তা ক্রম অনুসারেই উল্লেখ করা বাঞ্ছনীয়।

মার্জিন: আবেদনপত্রই সঠিকভাবে মার্জিন এর ব্যবহার রক্ষা করতে হবে। আর আপনারা সকলে জানেন পৃষ্ঠের উপরে কিংবা বামে প্রয়োজনীয় মার্জিন রেখে দরখাস্ত সুসম্পন্ন করতে হবে।

উপরুক্ত নিয়মগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি সঠিক ভাবে দরখাস্ত লেখার নিয়মের প্রতিফলন ঘটাতে পারবেন। ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন।

দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩-bdinfo71.com

দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩-bdinfo71.com

দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩-bdinfo71.com

আবেদনপত্র লেখার নিয়ম বাংলা ২০২৩ | | দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩

দরখাস্ত কিংবা আবেদনপত্র যেহেতু একই সেহেতু আপনারা দরখাস্ত কিংবা আবেদনপত্র যা লেখেন না কেন তার নিয়মই কিন্তু একই। আরো অনেকেই দরখাস্তকে আবেদনপত্র বলে থাকে। আপনারা জেনে থাকবেন কিংবা না জেনে থাকলে জেনে নিন দরখাস্ত ও আবেদনপত্র একটি অপরটির সমার্থক শব্দ। এছাড়া বাংলা দরখাস্ত বা আবেদন পত্র লেখার ধরন ইংরেজি দরখাস্ত বা আবেদন পত্রের লেখার ধরনের অনুরূপ। আর যদি আপনাদের আবেদনপত্র লেখার নিয়ম বাংলা জানা থাকে তাহলে আপনারা ইংরেজি দরখাস্ত বা আবেদন পত্র লিখতে পারবেন ধন্যবাদ।

যেসব কারণে আবেদনপত্র কিংবা দরখাস্ত বাতিল হয়ে যায় | দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩ 

কিছু কিছু ভাষাগত কিংবা শব্দের অর্থের পূর্ণতা না পাওয়ার কারণে অনেক সময় দরখাস্ত কিংবা আবেদন পত্রটি বাতিল হয়ে যায়। আর তাই আমাদের দরখাস্ত কিংবা আবেদন পত্র লেখার জন্য যথেষ্ট সতর্ক অবলম্বন করতে হবে। আর এই সার্থকতা অবলম্বন করে আমাদের দরখাস্ত গুলো কিংবা আবেদন পত্র গুলো সু-সম্পন্ন করতে হবে। আর নিম্নে কয়েকটি বিষয় তুলে ধরা হলো যার ফলে আপনার গুরুত্বপূর্ণ দরখাস্ত কিন্তু আবেদন পত্রটি বাতিল হিসেবে গ্রহণযোগ্য হবে।

  1. দরখাস্তের নির্ধারিত ফরমেট অনুসরণ না করলে
  2. দরখাস্তের নির্দিষ্ট ফর্ম সঠিকভাবে পূরণ না করলে।
  3. নির্দিষ্ট জায়গা স্বাক্ষর না দিলে।অভ থেকে
  4. কর্তৃপক্ষের নির্দেশনা মতে ফটো কিংবা ছবি প্রদান না করলে।
  5. ঠিকমতো পেশাগত বার শিক্ষাগত যোগ্যতা না দিলে।
  6. বয়স কিংবা আপনাদের জন্ম সাল সঠিকভাবে উপস্থাপন না করলে।
  7. আবেদনপত্রের যথাযথ ফি প্রদান না করা।
  8. অভিজ্ঞতা চাওয়া হলে সেটা স্কিপ করে গেলে।
  9. প্রামাণ্য দলিল কিংবা প্রমাণ চাওয়া হলে সেটি সঠিক ভাবে উপস্থাপন না করলে।
  10. যোগ্যতা কাস্ট ও সার্টিফিকেট যে তারিখের ভেতর পূরণ করার কথা সেই তারিখে পূরণ না করলে।
  11. সংরক্ষিত পদের জন্য অসংরক্ষিত কেউ এবং অসংরক্ষিত পদে সংরক্ষিত কেউ আবেদন করলে।

দরখাস্ত লেখার নিয়ম (দরখাস্ত লেখার নমুনা) | দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩

কাজের ধরন অনুসারে বাংলা দরখাস্ত লেখার নিয়ম আলাদা হয়ে থাকে কিন্তু কেউ চেষ্টা করলে একই ফর্মেটে সব ধরনের দরখাস্ত লিখতে পারবে। আর তাই সকলে সুবিধার্থে বহুল ব্যবহৃত কয়েকটি দরখাস্তের নমুনা এখানে তুলে ধরা হলো।

বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন

তারিখ
বরাবর
প্রধান শিক্ষক
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ
বিষয়:বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার…… এতটুকু লেখার পর সংক্ষিপ্ত আকারে গুছিয়ে সাবলীল ভাষায় আপনাকে আপনার বিষয় দিয়ে সুন্দরভাবে আবেদন পত্রটি সম্পন্ন করতে।

বিনীত
আপনার স্নেহাস্পদ ছাত্র
মোঃ আশরাফুল আলম বাবু
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিদপ্তর ৭ কলেজ
অনার্স প্রথম বর্ষ

ছাড়পত্রের জন্য আবেদন

তারিখ
বরাবর
প্রধান শিক্ষক
নাউতারা আবিউনন্নেসা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়
ডিমলা,নীলফামারী
বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন

জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আশরাফুল আলম বাবু আপনার কলেজের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন স্কুলের সহকারী শিক্ষক। তার বদলি নীলফামারী শহরে হওয়ার কারণে। আমার পক্ষে এখানে আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

অতএব, মহোদয়ের নিকট ওকুল আবেদন এই যে, আমার সমস্যাটির দিক বিবেচনা করি সকল বকেয়া বেতন ও ফি পরিশোধ পূর্বক আমাকে ছাড়পত্র প্রদানের জন্য আপনার সুমহান মর্জি কামনা করছি।

বিনীত
আপনার স্নেহময় ছাত্র
মোঃ আশরাফুল আলম বাবু
দশম শ্রেণী
রোল নং- ০৯

অগ্রিম ছুটির দরখাস্ত (স্কুল ও কলেজ)‌ । অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র

তারিখ
বরাবর
প্রধান শিক্ষিক
মকবুলার রহমান সরকারি কলেজ পঞ্চগড়
পঞ্চগড়
বিষয়: অগ্রিম ছুটির জন্য আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আশরাফুল ইসলাম আপনার কলেজের দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আগামী ৩০-০১-২০২৩ ইং রোজ মঙ্গলবার আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। বিধায় ২৮-০১-২০২৩ থেকে ০৩-০২-২০২৩ ইং পর্যন্ত মোট ৫ (পাঁচ) দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না।

অতএব, মহোদয়ের নিকট ওকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে আমাকে পাঁচদিনের অগ্রিম ছুটিদানে বাধিত করবেন।

বিনীত
আপনার স্নেহময় ছাত্র
মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবু
দ্বাদশ শ্রেণী
রোল নং-৩৬৪

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র কিংবা অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত

তারিখ
বরাবর
প্রধান শিক্ষক
ডিমলা রানী বিন্দা রানী সরকারি বিদ্যালয়
ডিমলা, নীলফামারী

বিষয়: অসুস্থতার জন্য ছুটির আবেদন

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। দীর্ঘদিন অসুস্থতার কারণে আমি ১০ জানুয়ারী ২০২৩ ইং থেকে ২০ জানুয়ারি ২০২৩ বিদ্যালয় উপস্থিত হতে পারিনি।(দরখাস্তে অসুস্থতা সম্পর্কে আরো বিস্তারিত লিখতে পারেন)

অতএব, বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে আমাকে ছুটিদানে বাধিত করবেন।

বিনীত
আপনার নিয়মিত ছাত্র/ছাত্রী

দশম শ্রেণী

চাকরির দরখাস্ত লেখার নিয়ম বা চাকরি আবেদন পত্র লেখার নিয়ম

আমরাই আপনাদের এই পর্যায়ে জানিয়ে দেবো চাকরির দরখাস্ত কিভাবে লিখবেন সে বিষয় সম্পর্কে। অন্যান্য দরখাস্ত লেখার নিয়ম কিংবা আবেদনপত্র লেখার নিয়ম তার অনুরূপ চাকরির দরখাস্ত কিংবা আবেদন পত্র লেখা। কিন্তু একটি বিশেষ ব্যাপার থেকে যায় চাকরির দরখাস্তে বা আবেদন পত্রের নতুন কিছু সংযোজন করার প্রয়োজন পড়ে। আর এ সমস্ত জিনিসপত্র ছাড়া চাকরির জন্য আবেদন পত্র গ্রহণযোগ্য হবে না।

চাকরি আবেদন পত্রের প্রয়োজনীয় যেসব কাগজপত্র দরকার তা হচ্ছে

  1. শিক্ষাগত যোগ্যতা সহ জীবন বৃত্তান্ত
  2. এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটের ফটোকপি।
  3. নাগরিকত্ব সনদ।
  4. চারিত্রিক সনদ।
  5. সনদপত্র সত্যায়িত অনুলিপি।
  6. সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।

এছাড়াও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আবেদন করার জন্য লাগতে পারে। আপনারা এ সমস্ত বিষয় লেখার পূর্বে নোটিশ বোর্ডে কি চেয়েছে তা দেখে নিন।

চাকরির আবেদন পত্র বা চাকরির দরখাস্তের নমুনা | দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩

নিচে চাকরির আবেদন পত্র বা দরখাস্তের একটি নমুনা ছবি আকারে দিয়ে দিলাম। এই নমুনা কপি দেখে হয়তো বুঝতে পারবেন কিভাবে আপনার চাকরির জন্য আবেদন করবেন ধন্যবাদ।

চাকরির আবেদন পত্রের নমুনা, চাকরির আবেদন পত্র লেখার নিয়ম, চাকরির দরখাস্তের নমুনা, চাকরির দরখাস্ত লেখার নিয়ম

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরির জন্য আবেদন

তারিখ
মাননীয় পরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর, ঢাকা

বিষয়: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগের আবেদন।

মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, গত ২২ জানুয়ারি ২০২৩ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে জনবল নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা সহ জীবন বৃত্তান্ত উল্লেখ করা হলো:

নাম: মিশকাত আরা জান্নাত
পিতার নাম: মোহাম্মদ কাজী শামসুদ্দিন আহমেদ
মাতার নাম: আমিনা বেগম
স্থায়ী ও বর্তমান ঠিকানা: নাওতারা, গ্রাম: নাওতারা, পোস্ট অফিস: নাওতারা, উপজেলা: ডিমলা, জেলা: নীলফামারী
জন্ম তারিখ: ২৮ জানুয়ারি ১৯৯২
ধর্ম: ইসলাম
জাতীয়তা: বাংলাদেশী
শিক্ষাগত যোগ্যতার বিবরণ:

পরীক্ষার নাম পাসের বছর গ্রুপ জিপিএ/ শ্রেণি বোর্ড/ বিশ্ববিদ্যালয়
এসএসসি ২০১৭ বিজ্ঞান জিপিএ ৫ দিনাজপুর বোর্ড
এইচএসসি ২০১৯ বিজ্ঞান জিপিএ ৫ দিনাজপুর বোর্ড
বিএ ২০২২ বিজ্ঞান দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ

অতএব, উপযুক্ত তথ্যাবলী আলোকে অনুগ্রহপূর্বক আমাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য বিবেচনা করলে বাধিত হব।

বিনীত নিবেদক
মিশকাত আরা জান্নাত

আরো যা যা সংযুক্ত করতে হবে

  1. সনদপত্রের সত্যায়িত অনলিপি_৩ কপি
  2. নাগরিকত্ব ও চারিত্রিক সনদ_ ২ কপি
  3. সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি_৩ কপি

ইংরেজিতে দরখাস্ত লেখার নিয়ম কিংবা ইংরেজিতে আবেদন পত্র লেখার নিয়ম | দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩

বাংলা দরখাস্ত লেখার নিয়ম আর ইংরেজিতে দরখাস্ত লেখার নিয়ম ঠিক একই রকম। ইংরেজিতে দরখাস্ত লেখার মধ্যে কোন পার্থক্য নেই বলেই জানা গিয়েছে। তাই বাংলায় লেখা দরখাস্তের নিয়ম মেনে ইংরেজিতে দরখাস্ত বা আবেদন পত্র লিখতে আপনারা পারবেন।

ইংরেজিতে দরখাস্ত বা আবেদন পত্র লেখার নমুনা | দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩

Date: 03-02-2023
To the manager

দরখাস্ত লেখার নিয়ম ছবি | দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩

আপনারা অনেকেই দরখাস্ত লেখার নিয়মের ছবিগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা নিচে একটি ভিডিও আপলোড করছি ভিডিওটি প্লে করুন। আর এই ভিডিওতে সম্পূর্ণ একটি দরখাস্ত লিখে দেখানো হয়েছে। তাই সহজেই আপনারা ভিডিওটি দেখার মাধ্যমে একটি দরখাস্ত পূর্ণভাবে লিখতে পারবেন।

দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম ভিডিও | দরখাস্ত লেখার সহজ নিয়ম । আবেদনপত্র লেখার নিয়ম, ইংরেজি, Video ,বাংলা, ছবি ও pdf- ২০২৩

ওপরে লেখাটি কিন্তু যদি আপনারা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওর মাধ্যমে আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি একটি দরখাস্ত আবেদন পত্র লেখার বিষয় নিয়ে। তাই আপনাদের জন্য দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম গুরুত্বপূর্ণ হতে চলছে।

আপনাদের কিছু প্রশ্নের উত্তর

নমনীর দরখাস্ত লেখার নিয়ম

এই বিষয়ে আমরা পরবর্তী কোন আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো।

অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম

উপরোক্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আপনারা অফিসে ছুটি দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানতে।

ব্যাংকে দরখাস্ত লেখার নিয়ম

এই বিষয়ে উপরে লিপিবদ্ধ করা হয়েছে আপনারা দেখে নিন।

ছুটির জন্য দরখাস্ত লেখার নিয়ম

এ বিষয়ে উপরে লেখা হয়েছে

কলেজে দরখাস্ত লেখার নিয়ম

এ বিষয়ে কিন্তু আমরা উপরে আপনাদের জানিয়ে দিয়েছি।

দরখাস্ত বা আবেদনপত্র কি এক পৃষ্ঠায় লিখতে হবে

দরখাস্ত বা আবেদনপত্র এই পৃষ্ঠায় লেখাটা ভালো। তবে প্রয়োজন মোতাবেক একাধিক পৃষ্ঠা আপনারা ব্যবহার করতে পারেন। তবে সর্তকতা অবলম্বন করবেন এক পৃষ্ঠার অপর পাশে লেখা যাবে না।

দরখাস্ত ভাবে বা আবেদনপত্র কোন ধরনের পৃষ্ঠায় লিখতে হবে?

দরখাস্ত বা আবেদন পত্র আপনার যেকোন ধরনের খাতায় লিখতে পারবেন। তবে দরখাস্ত বা আবেদন পত্র ভালো পৃষ্ঠা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। তবে আপনি চাইলে A4 সাইজের পৃষ্ঠা বেছে নিতে পারেন।

দরখাস্ত বা আবেদনপত্রে অতিরিক্ত কাগজপত্র কিভাবে যুক্ত করব?

মূল দরখাস্তের সাথে অন্যান্য কাগজপত্র পিন আপ করার মাধ্যমে যুক্ত করতে পারবেন।

দরখাস্তে বা আবেদন পত্র কি মার্জিন টানা যাবে

মার্জিন টানা বাধ্যতামূলক কিছু নয়। আপনি চাইলে টানতেও পারেন আবার নাও টানতে পারেন। আর যদি মার্জিন টানেন তাহলে পেন্সিল ব্যবহার করে মার্জিন টানতে হবে। আর যদি মার্জিন না টানেন তাহলে আপনাকে উপরে এবং বামে এক স্কেল ফাঁকা রাখতে হবে।

দরখাস্ত বা আবেদনপত্র কি হাতের লেখায় লিখতে হবে?

যদি স্কুল কলেজের জন্য দরখাস্ত বা আবেদন পত্র লিখে থাকেন তাহলে হাতে লিখে জমা দিতে হবে। আর যদি অফিসের কিংবা চাকরির জন্য দরখাস্ত কিংবা আবেদন পত্র লিখেন তাহলে কম্পিউটারে কম্পোজ করে লিখতে হবে ধন্যবাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *