টিপস ও ট্রিকস

জিপি 4G মডেম রিভিউ, দাম, অফার-2021

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম। মডেম এর এই পোস্টটিতে আপনাদের স্বাগতম। আজকের দুনিয়ায় ইন্টারনেট মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইন্টারনেট ছাড়া যেন একটা মুহূর্তও কল্পনা করা যায় না। এই কারণে ইলেকট্রনিক্স প্রোডাক্টের চাহিদা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেমনি একটি ইলেকট্রনিক্স প্রোডাক্ট হচ্ছে মডেম। আজকের এই সময় মডেম এর চাহিদা অনেকাংশেই বেশি। নিশ্চয়ই আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য ভালো মানের একটি মডেম খুঁজছেন। আর আজকে আমি এমন একটি মডেমের নাম উল্লেখ করব, যেটি আমি নিজেই ব্যবহার করতেছি। আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানিনা, আমি নিজেই GP 4G Modem ZTE MF833U মডেমটি ব্যবহার করি। সত্যিই, এর ব্যবহার চমকপ্রদ। তো বন্ধুরা, আজকে আমি জিপি 4G মডেম রিভিউ, দাম, অফার সম্পর্কে আলোচনা করব। পোস্টটি স্ক্রিপ্ট না করে আমার সাথেই থাকুন ।

জিপি 4G মডেম রিভিউ, দাম, অফার-2021

জিপি 4g মডেমের বৈশিষ্ট্য | জিপি 4G মডেম রিভিউ, দাম, অফার 2021

পূর্বে 4g ইন্টারনেট আমাদের দেশে তেমন ভাবেই চালু হয়নি। তখন মূলত 3g মডেম চালু ছিল। যার কারণে বর্তমানে ফোরজি ইন্টারনেট চালু হওয়ায়, থ্রিজি মডেমের ইন্টারনেট স্পিড একটু কম। আর অন্যদিকে 4g মডেমের ইন্টারনেট স্পিড তুলনামূলক ভাবে অনেক বেশি। ফোরজি মডেম ব্যবহার করার ক্ষেত্রে কোন ধরনের আলাদাভাবে সফটওয়্যার ইনস্টল কিংবা ডাউনলোড করার প্রয়োজন হয় না। নতুন মডেম লাগানোর সাথে সাথেই  ইথারনেট অপশনটি চালু হয়ে যায়। যার ফলে আলাদাভাবে ইন্টারনেট সংযোগের কোন প্রয়োজন হয় না।

জিপি 4g মডেম ইন্সটল পদ্ধতি | জিপি 4G মডেম রিভিউ, দাম, অফার 2021

১।  প্রথমত জিপি 4g মডেম টি আপনার পিসিতে লাগাতে হবে।

২। মাই কম্পিউটারে গিয়ে 4g আইকনটি আপনারা দেখতে পারবেন

৩। সেখানে ডাবল ক্লিক করে 4g মডেমটি ইনস্টল করে নিন।

৪।  ইন্সটল শেষে আপনার পিসিতে ডান সাইডে কম্পিউটার এর আইকন দেখতে পাবেন।

৫।  আর একটা অসাধারণ ব্যাপার হচ্ছে যে, লাগানোরঅল্প কিছু সময় পর অটোমেটিক ভাবেই ফোরজি মডেম টি কানেক্টেড হবে। 

জিপি 4g মডেম কোথায় পাবেন | জিপি 4G মডেম রিভিউ, দাম, অফার

আপনার মনে এরকম প্রশ্ন জানাটাই স্বাভাবিক। যাই হোক জিপি 4g মডেম আপনি চাইলে অনলাইনে অর্ডার দিতে পারেন। এরকম কিছু বিশ্বস্ত সাইট আছে যেমনঃ ইভ্যালি,দারাজ ইত্যাদি। আর যদি তা না পারেন গ্রামীণফোন কাস্টমারদের সাথে যোগাযোগ করলে আপনাকে জিপি 4g মডেম টি দিয়ে দিবে।

জিপি 4g মডেম ক্রয় করলেই পাচ্ছেনঃ- | জিপি 4G মডেম রিভিউ, দাম, অফার 

১। বন্ধুরা এটি প্রথমবার ব্যবহার করলে আপনারা পেয়ে যাবেন 4 জিবি ডাটা প্যাক। যার মেয়াদ কাল থাকবে সাত দিন।

২। মাত্র 120 টাকা দিয়ে যদি আপনারা 4 জিবি ডাটা প্যাক কিনেন। তাহলেই তার সাথে ফ্রী পাচ্ছেন আরো 4 জিবি ডাটা প্যাক। যার উভয়ের মেয়াদ কাল থাকবে সাত দিন।

৩। 4g মডেম কাস্টমাররা এই অফারটি 9 বার পর্যন্ত উপভোগ করতে পারবেন। প্রতিমাসে তিনবার করে নিতে পারবেন এবং টোটাল অফার 32 জিবি ডাটা প্যাক।

৪। একজন 4g মডেম কাস্টোমার চার জিবি করে ডাটা প্যাক শেষ করলে, আরও সাথে পেতে পারেন 40 জিবি পর্যন্ত ডাটা প্যাক ফ্রী অফারটি।

মডেম প্রাইস ইন বাংলাদেশ | জিপি 4G মডেম রিভিউ, দাম, অফার 2021

4g মডেমটির মূল্য বাংলাদেশে ১৯৯৯ টাকা।

ইলেকট্রনিক্স প্রোডাক্ট এর দাম কখন বাড়বে কিংবা কখন কমবে তাই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। সময়ের সাথে পরিবর্তনশীল, তাই আমাকে ভুল বুঝবেন না কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *