টিপস ও ট্রিকস

এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩ | আমার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩ | আমার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেবো। আপনারা যারা ইন্টারনেট ব্রাউজিং করে জানতে চেয়েছেন nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে, কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে, আপনার এন আই ডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন, আমার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে, নিজের এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে, পেন আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে ইত্যাদি বিষয়ে আপনাদের জানিয়ে দেবো।

সিম অনেক গুরুত্বপূর্ণ দরকারি একটি ইলেকট্রনিক্স জিনিস। সিম কার্ড ছাড়া একটি মোবাইল আসল বলেই বিবেচিত। কেননা এই সিম ব্যবহার করে গুরুত্বপূর্ণ সব কাজ করা হয়ে থাকে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কথা বলা, প্রিয়জনদের সাথে এসএমএস করা এমন কি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ইন্টারনেট সংযোগ পাওয়া। আর যদিও বর্তমান সময়ে স্মার্টফোনগুলোকে ওয়াইফাই এর মাধ্যমে সংযোগ স্থাপন করে নানা রকম সুযোগ-সুবিধা গুলো পাওয়া যায়। আর আমরা সকলে জানি যে ওয়াইফাই শুধু একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যবহার করা যায়।

ওয়াইফাই প্রসঙ্গে আসি যতদূর ওয়াইফাই রেঞ্জ রয়েছে ততদূর পর্যন্ত আপনার ফোনটি ওয়াইফের মাধ্যমে কানেক্ট করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা যাবে। এর বাহিরে আপনারা ওয়াইফাই কানেক্ট করে কার্যক্রম গুলো পরিচালনা করতে পারবেন না। আর সিম কার্ড ব্যবহার করে দেশের যে কোন প্রান্তে অর্থাৎ যেখানে নেটওয়ার্ক গুলো স্থাপন করা হয়েছে। সেখানে আপনারা ইন্টারনেট কানেকশন থেকে শুরু করে সিম ব্যবহার করা কথা বলা এবং এসএমএস প্রেরণ করতে পারবেন। আমরা জানি যে, ফিচার ফোন গুলোতে এরকম সুযোগ সুবিধা অর্থাৎ ওয়াইফাই সুযোগ সুবিধা পাবেন না। তাই ওয়াইফাই বলা যায় যে, শুধু স্মার্ট ফোনে ব্যবহার করতে পারবেন। আর সিম কার্ডের মাধ্যমে স্মার্টফোন এবং ফিচার ফোন গুলোতে ব্যবহার উপযোগী বলে এইমাত্র ভরসা।

প্রতিনিয়ত হাটে ঘাটে বাজারে রহ রহ বিভিন্ন সিম কোম্পানির বিক্রেতারা সিম বিক্রি করে থাকে। তাই আমরা কোনদিন বিবেচনা না করে নানা রকম লোভনীয় অফার গুলো মোহে পড়ে অনেকগুলো সিম ক্রয় করে থাকি। আমাদের সিমের পরিমাণ এত বেড়ে যায় যে পরবর্তীতে আমরা আমাদের নিজের এন আইডি কার্ড ব্যবহার করে সিম গুলো ক্রয় করতে পারি না।

বর্তমানে বাংলাদেশে পাঁচটি সিম অপারেটর বা মোবাইল অপারেটর কোম্পানির রয়েছে আর এগুলো হচ্ছে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক এবং এয়ারটেল। আর এসব সিম গুলো থেকে মোটামুটি ভালো ধরনের সুবিধা পাওয়া যায়।

আমরা সকলেই অবগত রয়েছি যে, আগে সিম ক্রয় করার জন্য কোন প্রকার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন পড়তো না। আর এর ফলে যে কেউ অনায়াসেই অনেকগুলো সেম ক্রয় করে নিতো। আর এই সকল সিম গুলো দিয়ে বিপুল পরিমাণ স্ক্যাম সংঘটিত হতো। কেননা এনআইডি কার্ড ব্যতীত সিম কিনলে সিমের সঠিক মালিকও না বের করা যেত না। আর এই সিম ব্যবহার করে অনেকেই নানারকম প্রতারণার বীজ বপন করত।

এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩-bdinfo71.com

আমরা বিভিন্ন টেলিভিশন নিউজ গুলোতে পড়বে শুনতাম যে অমুক তমুক অ্যাক্সিডেন্ট কিংবা মৃত্যুর সম্মুখীন হত। আর এর সাথে জড়িত ব্যক্তিদের কোনোরকম খোঁজ খবর করা যেত না। কারণ পূর্বে এনআইডি কার্ড ব্যতীত সিম ক্রয় করা হতো। তাই এর সঠিক মালিকানা বের করা খুবই মুশকিল হয়ে যেত।

আর এসব সমস্যা এরানোর জন্য বর্তমানে বাংলাদেশ সরকার সিম কেনার জন্য এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করে দিয়েছে। তবুও এরমধ্যে অনেকেই রয়েছে যারা কয়টি সিম কিনে ব্যবহার করে। বেশ কয়েকটি সিম কেনার পর ব্যবহারকারী কি কি সিম কিনছে তা এন আইডি কার্ড দিয়ে চেক করার ব্যবস্থা রয়েছে। আর এর ফলে ব্যবহারকারীরা তার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের লিস্টে সহজেই পেয়ে যাচ্ছে।

আপনার এন আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এই সুবিধার ফলে ব্যবহারকারী তার রেজিস্ট্রেশন করা সকল সিমের নাম্বার দেখতে পারবে। আর তাই চলুন জেনে নেওয়া যাক এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সে সম্পর্কে।

NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে | এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩ | আমার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

নিচে দেখানো ধাপগুলো অনুসরণ করার ফলে আপনি খুব সহজেই NID কার্ড ব্যবহার করে কয়টি সিম রেজিস্ট্রেশন করছেন তা খুব সহজেই বের করতে পারবেন। আর এটি বের করার জন্য অনেকেই নানা রকম পান্তা অবলম্বন করে। আর তাই আজকে আমরা খুব সহজে আপনাদের বিষয়টি জানিয়ে দেবো ধন্যবাদ।

এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩-bdinfo71.com

জাতীয় পরিচয় পত্র, ভোটার আইডি কার্ড এন আই ডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা নিচের ধাপগুলো সম্পূর্ণ করার মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। আর এটি অনেক সহজ একটি পদ্ধতি আশা করছি বুঝতে কোন সমস্যা হবে না।

প্রথমেই মোবাইল ফোনের ডায়াল অপশনে যান | এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩ | আমার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

প্রথমে আপনি আপনার ফোনের ডায়লগ ফোনে গিয়ে*১৬০০১#ডায়াল করুন। অবশ্যই যে কোন একটি সিম কার্ডের প্রয়োজন হবে এই নাম্বারটি ডায়াল করার জন্য। আর এটি ব্যবহার করার জন্য আপনি যেকোনো ধরনের সিম ব্যবহার করতে পারবেন।

এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩-bdinfo71.com

জাতীয় পরিচয় পত্র NID নাম্বার দিন | এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩ | আমার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

কোড গুলো ডায়াল করার পর একটি ইন্টারফেস আপনারা দিতে পারবেন। আর এখানে আপনি আপনার যে এন আই ডি কার্ড ব্যবহার করে সিমটি উত্তোলন করছেন। সেই এনআইডি কার্ডের ডিজিট গুলো শেষের চারটি ব্যবহার করুন। আর আপনি আপনার এনআইডি কার্ড দেখে শেষের যে চারটি ডিজিট রয়েছে তা ড্যাশবক্সে লিখে সেন্ড অপশনে ক্লিক করুন।

এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩-bdinfo71.com

ফিরতি এসএমএস এর জন্য অপেক্ষা করুন | এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩ | আমার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

হ্যাঁ এ পর্যায়ে আপনি কাঙ্খিত বিষয়টি খুঁজে পাবেন। বিষয়টি হয়তোবা বুঝতে পারছেন না তাহলে চলেন খোলাসা করে বোঝা যাক। সেন্ট করার পর আপনি যে এনআইডি কার্ডের শেষের ডিজিট ব্যবহার করেছিলেন সে এনআইডি কার্ড দিয়ে যতগুলো সিম ইতিপূর্বে রেজিস্ট্রেশন রয়েছে তার তালিকা আপনার ফিরতি এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। আর এখান থেকেই আপনারা দেখে নিতে পারবেন এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম ইতিপূর্বে রেজিস্ট্রেশন রয়েছে।

এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩-bdinfo71.com

আর এটা ছিল USSD কোড ডায়াল করার মাধ্যমে NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা চেক করার পদ্ধতি।

USSD কোড ডায়াল করা ছাড়াঙ এসএমএস এর মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন খুব সহজে। এসএমএস এর মাধ্যমে এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা চেক করার জন্য নিচের পদ্ধতি গুলো ধাপে অনুসরণ করুন তাহলে খুব সহজে জেনে নিতে পারবেন।

আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে সেখানে info লিডখে সেন্ড করুন 1600 নাম্বারে। আর যদি এই ঠচঙপদ্ধতি কাজ না করে তাহলে এসএমএস অপশনে গিয়ে লিখুন Reg <space> 17 Digit Registration Number লিখে 4949 নাম্বারে পাঠিয়ে দিন। উদাহরণ হিসাবে Reg 1234567890123456

আর এভাবেই আপনি চাইলে খুব সহজেই এন আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা খুব সহজে দেখে নিতে পারবেন। যে নাম্বার গুলো আপনি চেনেন না কিন্তু আপনার এনআইডি কার্ড ব্যবহার করে সেগুলি খুব সহজে ব্লক করে নিতে পারবেন। আর এই জন্য আপনাকে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে সিম অপারেটর অফিসে যোগাযোগ করতে হবে।

আমার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে | এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩ | আমার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

আপনাদের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে তা আপনারা খুব সহজেই উপরোক্ত নিয়ম গুলো ফলো করলে বের করতে পারবেন। এনআইডি দিয়ে বিভিন্ন রকম কার্যক্রম গুলো সম্পাদন করতে পারবেন যেমন

  1. ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে কিংবা মুঠোফোনের মাধ্যমে এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা সম্ভব হয়েছে।
  2. ভুলে যাওয়া সিম নম্বর খুব সহজেই নিমিষে উদ্ধার করতে পারবেন।
  3. যে সিম গুলো নিজে রেজিস্ট্রেশন করেননি কিংবা অপরকে দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তা চাইলে খুব সহজেই নাম্বারগুলোকে ব্লক করে দিতে পারবেন।

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে অসুবিধা সমূহ | এক nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২৩ | আমার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

এ পদ্ধতির যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনি এর বিপরীত অসুবিধা রয়েছে আর তা আমাদের জেনে রাখা ভালো।

রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার গুলো সম্পূর্ণ অংশ দেখাবে না। আপনারা শুধু তিন থেকে চারটি ডিজিট দেখতে পারবেন না উদাহরণস্বরূপ:০১৭৮১****৩০

অন্য কারো NID নাম্বার জানা থাকলে NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানা যাবে। এবং যার NID কার্ড তার অজান্তেই।

কিছু প্রশ্নের উত্তর লিপিবদ্ধ

কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন হয়েছে

এই প্রশ্নের উত্তর আমরা উপরে দিয়ে দিয়েছি দেখে নিন।

গ্রামীন সিম রেজিস্ট্রেশন চেক

আমরা উপরে USSD কোড দিয়ে দিয়েছি যার মাধ্যমে সব সিমের রেজিস্ট্রেশন চেক করতে পারবেন।

বাংলালিংক সিম রেজিস্ট্রেশন চেক

ঠিক ঐ অনুরূপ নিয়ম।

NID দিয়ে মোবাইল নাম্বার

উপরে দিয়ে দিয়েছি দেখে নিন।

সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম

এই বিষয়ে পরবর্তীতে আর্টিকেল লেখানো হবে। তাই আমাদের সাথে থাকুন ধন্যবাদ।

আমার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে

এই প্রশ্নের উত্তর আপনারা উপরের আর্টিকেল পড়ার মাধ্যমে বুঝতে পারবেন।

নিবন্ধিত সিম নাম্বার জানার উপায়

এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছি ওপরে দেখে নিন।

সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন

পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ।

একটি NID কার্ড ব্যবহার করে কয়টি সিম রেজিস্ট্রেশন করা যাবে

একটি এনআইডি কার্ড ব্যবহার করে সর্বোচ্চ 15 টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন। অর্থাৎ একজন ব্যক্তি সর্বোচ্চ 15 টি সিমের মালিক হতে পারবেন।

সিম নাম্বার বন্ধ করব কিভাবে?

যদি কোন সিম আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি তা খুব সহজেই ব্লক করে দিতে পারবেন। আর এজন্য আপনাকে সাথে করে আইডি কার্ড নিয়ে সিম অপারেটর অফিসে যেতে হবে ধন্যবাদ।

যে কোন সিম ব্যবহার করে দেখা যাবে

জি আপনি এনআইডি কার্ড ব্যবহার করে এনআইডি কার্ডের শেষে চারটি ডিজিট বসিয়ে খুব সহজেই রেজিস্ট্রেশন হওয়ার সকল সিমের মোবাইল নাম্বার গুলো দেখতে পারবেন ধন্যবাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *