Online Trine Ticket

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway এই বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা অনলাইনে ইন্টারনেট ব্রাউজিং করে মোবাইল ট্রেন টিকিট বুকিং, বাংলাদেশ রেলওয়ে টিকিট মূল্য ২০২৩, বাংলাদেশ রেলওয়ে টিকিট ২০২৩, বাংলাদেশ রেলওয়ে টিকিট মূল্য ২০২৩, বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং সিস্টেম, অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় সিস্টেম ২০২৩, ট্রেনের অগ্রিম টিকিট সিস্টেম ২০২৩, shohoz.com ট্রেনের টিকিট বুকিং সিস্টেম ২০২৩ ইত্যাদি বিষয় সম্পর্কে যদি জানতে চান। তাহলে আজকের এই আর্টিকেলটি শুধু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে।

বর্তমানে ট্রেনের শতভাগ টিকিটেই অনলাইনের মাধ্যমে ক্রয় করার ব্যবস্থা করে দিয়েছে। আপনারা যারা জানেন না কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে তাদের জন্য বিস্তারিত ও ছবি সহ দেখাবো বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়ম ২০২৩ সম্পর্কে। আর আপনি নিজেই নিজের মোবাইলের মাধ্যমে বিকাশের সাহায্যে অনলাইনে ট্রেনের টিকিটগুলো ক্রয় করতে পারবেন।

উল্লেখ্য যে অনলাইনে Bangladesh railway e ticket বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রয়ের জন্য Shohoz-Synesis-Vincen Joint Venture এর সাথে চুক্তি করেছে আগামী পাঁচ বছরের জন্য। তাই এখান থেকে আপনারা সহজ ডট কমে ট্রেনের টিকিট খুব সহজে কেটে নিতে পারবেন।

ট্রেনের টিকিট নিয়ে সর্বশেষ তথ্য | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

ঈদের ট্রেনের টিকিট বিক্রয় শুরু হয়েছে এবং এবার কিছু নতুন নিয়ম এসেছে। ট্রেনের টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে পারবেন আর এর জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন। এমনকি ভ্রমণের জন্য আপনাকে এর কপি সঙ্গে রাখতে হবে।

এছাড়াও একটি জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন এর বিপরীতে সর্বোচ্চ সার্টিফিকেট ক্রয় করতে পারবেন। তাই কারো এর বেশি টিকিট প্রয়োজন হলে তাহলে আপনাকে দুটি জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম নিবন্ধন সঙ্গে নিয়ে যেতে হবে। অর্থাৎ দুজনের নামে টিকিট বুকিং করতে হবে।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ www.eticket.railway-bdinfo71.com

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহের সময় | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

আমরা এই পর্যায়ে আপনাদের জানিয়ে দেবো কোন সময়ের মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিটগুলো সংগ্রহ করে নিতে পারবেন সে সম্পর্কে।

বাংলাদেশের অন্যান্য পরিবহন খাতে সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে ট্রেন। আর এই ট্রেনের যাত্রা কমবেশি সব বয়সের মানুষেরই পছন্দ। ট্রেনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায় খুবই দ্রুত গতিতে। স্থলে চলাচলের জন্য অন্যান্য যানবাহনের তুলনায় ট্রেনে যাত্রা খুবই নিরাপদ এবং আরামদায়ক।

ট্রেনের মধ্যে আপনারা সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। ট্রেনের মধ্যে যেমন নামাজের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা, খানাপিনার ব্যবস্থা এমনকি আপনি যদি শুয়ে কিংবা বসে যেতে চান সেটারও ব্যবস্থা ট্রেনের মধ্যে পেয়ে যাবেন। অন্যান্য যানবাহনের তুলনায় ট্রেনের টিকিট খুবই সাশ্রয়। একদিকে যেমন আপনারা আর্থিকভাবে লাভবান হবেন আবার অন্যদিকে সময় অনেক সাশ্রয় হবে। ট্রেন মূলত স্টেশন কিংবা দুর্ঘটনা ব্যতীত সচারাচর কোথাও থামে না। আর তাই বলা যায় যে, ট্রেনের মধ্যে ভ্রমণ করলে যে কেউ compartable মনে করবে বলে বিবেচিত।

আমরা জানি যে বাংলাদেশ রেলওয়ে কে সবচেয়ে নিরাপদ এবং সাশ্রয়ী পরিবহন ধরা হয়। তাই দূরপাল্লার যে কোন ভ্রমণে সবাই ট্রেন ব্যবহারই স্বাচ্ছন্দ্যবোধ ও কমফোর্টেবল মনে করে।

কিন্তু ট্রেনের টিকিট পাওয়া অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আপনি হয়তো টিকিট পাবেন কিনা জানা যায় না। কারণ, ট্রেনের সিট অনুযায়ী টিকিট বুকিং যদি হয়ে যায় তাহলে আপনাদের লাইনের পর লাইন দাঁড়িয়ে থেকে কোন লাভ হবে না।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ www.eticket.railway-bdinfo71.com

বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়ে। বিশেষ করে তথ্যপ্রযুক্তির ছোয়া এখন বাংলাদেশ পরিবহন খেতে ব্যাপক ভূমিকা পালন করতেছে। আমরা জেনে খুশি হব যে, পূর্বের ন্যায় লাইনের পর লাইন দাঁড়িয়ে না থেকে খুব সহজেই ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট অগ্রিম বুকিং দেওয়া সম্ভব। আর এজন্য আপনাকে আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন এবং থাকতে হবে ডাটা কালেকশন।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় হলো রাত দিন 24 ঘন্টা। আপনি যদি চান আজকে না চার দিন পর ট্রেনে ভ্রমণ করব। আর এক্ষেত্রেই আপনি খুব সহজেই অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন। এতে করে দেখা যাবে আপনাদের সময় এবং অর্থের সাশ্রয় হচ্ছে। বিশেষ করে, ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে ঘাবড়ানোর কোন মানে হয় না।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩ | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

অনলাইনে খুব সহজেই টিকিট ক্রয় করতে পারবেন আর এর জন্য আপনাকে eTicket.railway.gov.bd ওয়েব সাইটে গিয়ে আপনার নাম, আপনার ইমেইল এড্রেস, আপনার মোবাইল নম্বর দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। পরবর্তীতে প্রোফাইলে তথ্যগুলো আপডেট করুন। আপনার স্টেশন ও গন্তব্য অনুযায়ী নির্দিষ্ট তারিখের ট্রেন সার্চ দিন। সর্বশেষ আসন বাছাই করে অনলাইনে পেমেন্ট করে ট্রেনের টিকিট অগ্রিম বুকিং দিয়ে রাখুন এবং কনফার্ম করুন।

অনলাইন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেমটি এক নজরে দেখে নিন

  • একাউন্ট রেজিস্ট্রেশন করুন

আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে কিংবা ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিজিট করুন নিম্ন ওয়েবসাইটে Bangladesh railway e ticket

প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আপনার নিজস্ব মোবাইল নাম্বার ও ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন বা সাইনআপ করে নিন। আপনার যদি পূর্বেই রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনারা সাইন আপ করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য উপরের ডান পাশে থেকে রেজিস্টার (Register) বাটনে ক্লিক করুন। নিচে একটিভ ফর্ম দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। এরকম একটি ফরম পেয়ে যাবেন।

এখানে আপনি ইংরেজিতে আপনার নাম, email, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইন্টার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আইডেন্টিফিকেশন টাইপ, আইডেন্টিফিকেশন নাম্বার, পোস্ট কোড এমনকি এড্রেস দিয়ে সাইন আপ করুন। যদি আপনাদের পূর্বেই অয়াল রেডি রেজিস্টার করা থেকে। তাহলে আপনারা সাইন আপ

Bangladesh’s Largest Online Ticket Destination | Shohoz

তাহলে আপনারা সাইন আপ করতে পারবেন। আপনাদের জাতীয় পরিচয় পত্র এখানে অর্থাৎ হাতে না পেলে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ www.eticket.railway-bdinfo71.com

  • মোবাইল ভেরিফাই করুন

এরপর আপনার মোবাইলের ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড Verification code দিয়ে Verify করতে যাওয়া হবে। আপনার মোবাইলে আসা Verify Code লিমিটেশন থাকবে ৪৫ সেকেন্ড। আর এই ৪৫ সেকেন্ডের মধ্যে ভেরিফাই কোডটি বসে দিন। আর এভাবেই আপনার একাউন্ট প্রাথমিকভাবে চালু হয়ে যাবে।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ www.eticket.railway-bdinfo71.com-bdinfo71.com

  • একাউন্ট লগইন করুন

ভেরিফিকেশন শেষে স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রোফাইলটি লগইন হয়ে যাবে। লগইন না হলে বা ভবিষ্যতে পুনরায় টিকিট ক্রয় করতে এই ওয়েবসাইটে ফিরে আসবেন এবং ওপরের ডান পাশে লগইন মেনুতে ক্লিক করুন। রেজিস্ট্রেশনের সময়ে আপনি যে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ডটি দিয়েছেন তা দিয়ে এখানে লগইন করুন।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ www.eticket.railway-bdinfo71.com

  • ট্রেন সার্চ করুন

প্রোফাইল আপডেট করা শেষে ওয়েবসাইটের হোমপেজে ফিরে যেতে হবে। আপনি আপনার গন্তব্যস্থল সিলেক্টেড করুন অর্থাৎ আপনি কোন স্টেশনে নামবেন কোন স্টেশনে থেকে রওনা দেবেন সেই অনুসারে ট্রেন সার্চ করতে হবে।

Form: আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন বাছাই করুন এবং To, আপনি যে স্টেশনে নেমে যাবেন তা বাছাই করুন।

Date of Journey: এখান থেকে আপনার ভ্রমণের তারিখ বাছাই করুন।

Choses class: এখানে উপরের মত অপশন গুলো পূরণ করে হলুদ রঙ্গের ফাইন্ড বাটনে ক্লিক করুন। এরপর আপনার বাছাই করা তারিখের সকল ট্রেনগুলো দেখানো হবে সেখানে। আর এখান থেকে ট্রেন ছাড়ার সময় অনুসারে আপনার পছন্দ মত ট্রেন থেকে টিকিট কাটার জন্য সিলেক্ট করুন।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ www.eticket.railway-bdinfo71.com

  • ট্রেন ও সিট বাছাই করুন

আপনার যাত্রা সময় ও আসনের ধরন অনুসারে ট্রেনও সিট বাছাই করতে হবে। এজন্য আপনার পছন্দের ট্রেনের আসন খালি থাকা সাপেক্ষে (seats available) থাকলে view seats বাটনে ক্লিক করুন এবং সিট বুকিং করুন। আর পরবর্তীতে শিশুদের টিকিটের মূল্য পরের ধাপে সমন্বয় করা হবে। এ পর্যায়ে Continue Purchase বাটনে ক্লিক করে পরের ধাপে যান।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ www.eticket.railway-bdinfo71.com

  • যাত্রী তথ্য দিন

এই ধাপে যতগুলো সিট বুক করছেন তার যাত্রীদের নাম ও শিশু বয়স্ক কিনা তা সিলেক্টেড করুন। তিন থেকে ১২ বছর বয়সী শিশু থাকলে Passenger Type এ Child সিলেক্ট করুন। Child সিলেক্টেড করলে তার ভাড়া স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে এবং সমন্বয় হবে।

নিচের ইন্টারফেস এর মত আপনারা তথ্যগুলো দিয়ে দিন তাহলে হয়ে যাবে।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ www.eticket.railway-bdinfo71.com

  • টিকিটের মূল্য পরিশোধ করুন

আমরা এই পর্যায়ে জানবো টিকিটের মূল্য কিভাবে পরিশোধ করবেন সে বিষয়ে সম্পর্কে। এখানে টিকিটের মোট ভাড়ার পরিমাণ, ব্যাংক চার্জ, ভ্যাট মোট খরচের পরিমাণ এখানে দেখানো হবে। টিকিটের মূল্য পরিশোধ করার জন্য আপনাকে mobile banking Bikas অথবা আপনার যদি Debit/Credit Card যদি থেকে থাকে তাহলে অপশন বাছাই করুন। আর এরপর Confirm Purchase বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন ধন্যবাদ।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ www.eticket.railway-bdinfo71.com

  • ট্রেনের টিকিটটি ডাউনলোড কিংবা প্রিন্ট করুন

সফলভাবে পেমেন্ট করার সাথেই সাথেই Bangladesh railway e train ticket system থেকে ই টিকিট ইস্যু করা হবে স্বয়ংক্রিয়ভাবে। টিকিটটি স্বয়ংক্রিয়ভাবেই আপনার ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার প্রোফাইলের Purchase History থেকে টিকিট ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই।

তাছাড়া টিকিটের একটি কপি আপনার ইমেইলে পাঠাতে পারবেন। ইমেইলের হোমপেজে গেলে সেখানে দেখতে পারবেন SPAM Folder চেক করলেই টিকিটটি দেখতে পারবেন। আর উত্তর টিকিটটি A4 সাইজের কাগজে খুব সুন্দর ভাবে প্রিন্ট করে নিতে পারবেন।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ www.eticket.railway-bdinfo71.com

ট্রেনের টিকিট সংগ্রহের সময় সমস্যা হলে | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে থাকা ভিপিএনটি বন্ধ করুন। এই সাইটটি শুধুমাত্র বাংলাদেশ এর জন্য প্রযোজ্য।

দ্বিতীয়ত কোন সমস্যা হলে ব্রাউজার চেঞ্জ করুন। অনেক সময় দেখা গেছে যে, মজিলা ব্রাউজারের একাউন্ট আপডেট হয় না। মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩

মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩ | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

আপনি যদি ঘরে বসে অনলাইনের মাধ্যমে স্মার্টফোনটি ব্যবহার করে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করে নিতে চান। আর এর জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে রেল সেবাটি (Rail Sheba) এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। আর তাই আপনি গুগল ক্রোম থেকে ভিজিট করুন নিম্ন লিংকে https://eticket.railway.gov.bd/

ট্রেনের টিকিট কাটার নিয়ম ভিডিও ২০২৩ | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

আমাদের লেখা পড়ে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে নিম্নোক্ত ভিডিওটি ক্লিক করে আপনারা। অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করে নিতে পারবেন সে বিষয়টি সম্পর্কে জানতে পারবেন ধন্যবাদ।

বিকাশের ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩ | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

বিকাশের মাধ্যমে কিভাবে ট্রেনের টিকিটগুলো ক্রয় করতে নিতে পারবেন সে বিষয়ে আমরা কিছু বলব। সরাসরি বিকাশ অ্যাপস থেকে ট্রেনের টিকিট কাটার নিয়ম এখনো আপডেট হয়নি। তবে, বাংলাদেশ রেলওয়ে থেকে টিকিট সংগ্রহ করে যে মূল্য পরিশোধ করতে হবে তা বিকাশ পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন এবং টিকিটটি সংগ্রহ করতে পারবেন।

আমরা আশাবাদী যে, খুব শীঘ্রই বিকাশ থেকে ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। তবে এটি সরাসরি ওয়েবসাইট থেকে কাটার মত একই হবে। ট্রেনের টিকিট কাটার পদ্ধতি দেখতে ভিজিট করুন https://eticket.railway.gov.bd/

কিভাবে ট্রেনের টিকিট চেক করবেন 2023 | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

নিজের প্রোফাইল থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করলে। সেটি নতুন করে চেক করার কোন প্রয়োজন হয় না। তবে অন্য মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করলে ভ্রমণের আগে অবশ্যই তা চেক করে নিতে হবে। ট্রেনের টিকিট চেক করার জন্য ই টিকিটিং সাইটে রেজিস্ট্রেশনের কোন প্রয়োজন নেই সরাসরি ভিজিট করতে পারবেন।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ www.eticket.railway-bdinfo71.com

অনলাইনে ট্রেনের টিকিট চেক করার জন্য ভিজিট করতে হবে https://eticket.railway.gov.bd/ এরপর উপরের ডান পাশ থেকে Verify Ticket মেনুতে ক্লিক করুন। ট্রেনের টিকিট ব্যবহার করা মোবাইল নম্বর এবং টিকিটের ওপরে অংশের লেখা Pin Number টি লিখুন। পরবর্তীতে Verify Ticket বাটনে ক্লিক করার পর সঠিক থাকলে তা Ticket Verified এমনকি সেখানে ভ্রমণের রুট সহ দেখতে পারবেন।

ট্রেনের টিকিট ফেরত দেওয়ার নিয়ম গুলো দেখে নিন | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

আপনি যদি কোন কারণে ভ্রমণটি বাতিল করতে চান। তাহলে এত টাকা দিয়ে টিকিট সংগ্রহ করার প

সংগ্রহ করার পর সেই টাকাটি কি ফেরত পাবেন সে বিষয় নিয়ে চিন্তিত। আর আপনাদের চিন্তার অবসান ঘটানোর জন্যই মূলত আমাদের এই পোস্টটির আয়োজন করা হয়েছে। তাহলে চলুন কিছু নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক এবং কিরকম চার্জ ধার্য করা হয়েছে সে বিষয়ে সম্পর্কে জানা যাক।

  1. যাত্রা শুরুর 48 ঘন্টা আগে টিকিট ফেরত দেওয়ার ক্ষেত্রে, এসি ক্লাসের জন্য 40 টাকা, প্রথম শ্রেণীর
  2. জন্য 30 টাকা এবং অন্য শ্রেণীর জন্য 25 টাকা পরিষেবা চার্জ সহ কাটা হবে।
  3. 48 ঘন্টার কম এবং 24 ঘন্টার বেশি হলে, ভাড়ার 25% কাটা হবে।
  4. 24 ঘন্টার কম এবং 12 ঘন্টার বেশি হলে, ভাড়ার 50% কাটা হবে।
  5. 12 ঘন্টার কম এবং 06 ঘন্টার বেশি ভাড়ার 75% কাটা হবে।
  6. 06 ঘন্টার কম সময়ের জন্য কোন ফেরত নেই।
  7. অনলাইন ক্রয়ের জন্য সার্ভিস চার্জ অ-ফেরতযোগ্য।

ট্রেনের টিকিট কাটার অ্যাপস | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

আপনারা হয়তো বা অনেকেই মোবাইলের মাধ্যমে অর্থাৎ স্মার্টফোনটি ব্যবহার করে ট্রেনের টিকিটগুলো অগ্রিম বুকিং দিতে চাচ্ছেন। কিন্তু কোন ওয়েবসাইটে ব্রাউজ না করে শুধু অ্যাপসের মাধ্যমেই টিকিট ক্রয় করতে চাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট কাটার কোন অ্যাপস চালু হয় নাই। তবে আফসার আই মোবাইল দিয়ে গুগল ক্রোম ব্রাউজার থেকে https://eticket.railway.gov.bd/ ভিজিট করে ট্রেনের টিকিটগুলো খুব সহজেই বুকিং করতে পারবেন।

উল্লেখ্য যে পূর্বে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রয় কার্যক্রম computer network system Bangladesh এর কাছেই ছিল। তাদের ডিপ্লব করার ট্রেনের টিকিট কাটার অ্যাপসটি ব্যবহারকারীর জন্য সুবিধা জনক ছিল।

কিন্তু বর্তমানে 2022 সালের march মাস থেকে টিকিট ক্রয় করার মাধ্যমটি নতুন ভাবে Shohoz-Synesis-Vincen Joint Venture এর কাছে অর্পণ করা হয়েছে। আর তাই মূলত পূর্বের অ্যাপসটি ব্যবহৃত হয় না।

তবে খুব শীঘ্রই বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট অ্যাপস চালু হওয়ার আশাবাদী।

ট্রেনের টিকিট কেনার কিছু শর্তাবলী | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

ট্রেনের টিকিট সংগ্রহের পূর্বে আপনাকে কিছু নিয়ম অনুসরণ করে নিতে হবে। আর এজন্য আপনাকে নিচের যে নমুনাগুলো তুলে ধরা হয়েছে তা পড়ে নিতে পারেন শুধুমাত্র আপনাদের উপকারের জন্য ধন্যবাদ।

১। (BD Train Ticket Online) রেলের টিকিট ইস্যু করার জন্য, বাংলাদেশ রেলওয়ে পোর্টাল কার্ড/ওয়ালেট চার্জ তথ্যের জন্য বিভিন্ন পেমেন্ট গেটওয়ের উপর নির্ভর করে। বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের কোনো সংবেদনশীল তথ্য যেমন কার্ড/ওয়ালেটের বিবরণ, ওটিপি, পিন কোড সংরক্ষণ করে না।

২। যদি কোনো কার্ড/ওয়ালেট চার্জ করা হয় এবং/অথবা পেমেন্ট গেটওয়ে যথাসময়ে তথ্য ফেরত দিতে ব্যর্থ হয়, তাহলে এটা সম্ভব যে যাত্রীর কার্ড/ওয়ালেটে কাঙ্খিত টিকিটের জন্য ইস্যু করা ছাড়াই চার্জ করা হবে। এই ধরনের ক্ষেত্রে, পেমেন্ট গেটওয়ে স্বয়ংক্রিয়ভাবে 8 (আট) কার্যদিবসের মধ্যে গ্রাহক-যাত্রীর দ্বারা ক্রয়কৃত অর্থ তাদের নিজ নিজ কার্ড/ওয়ালেটে ফেরত দেবে।

৩। যাইহোক, যদি এই ধরনের একজন ক্লায়েন্ট-যাত্রী 8 (আট) কার্যদিবসের মধ্যে ফেরত না পান, তাহলে ক্লায়েন্ট-যাত্রীকে support@br.gov.bd এ সমস্যাটির বিশদ বিবরণ সহ একটি অভিযোগ ইমেল পাঠাতে অনুরোধ করা হচ্ছে । এই ধরনের একজন ক্লায়েন্ট-যাত্রীকে উত্তর 7 কার্যদিবসের মধ্যে পাঠানো হবে।

৪। অর্থপ্রদান পরিষেবা প্রদানকারীদের উপর নির্ভরতার কারণে, সমস্যাটি সমাধান করতে কয়েক দিন সময় লাগতে পারে।

৫। অসফল কেনাকাটা এবং কার্ড চার্জিং সংক্রান্ত সমস্যাগুলির ফেরতের জন্য, ক্লায়েন্ট-যাত্রীকে অবশ্যই পেমেন্ট পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করতে হবে যার মাধ্যমে তিনি লেনদেন করেছেন।

৬। সফলভাবে কেনা টিকিট ফেরতের জন্য, ক্লায়েন্ট-যাত্রীকে অবশ্যই তাদের নিজ নিজ স্টেশনে যেতে হবে (অর্থাৎ, প্রস্থান স্টেশন যেখান থেকে ক্লায়েন্ট-যাত্রী ভ্রমণ করবেন) এবং ফেরত কাউন্টারের সাথে যোগাযোগ করুন।

৭। বাংলাদেশ রেলওয়ে বা Shohoz-Synesis-Vincen JV টিকিট প্রদান না করা বা পেমেন্ট প্রক্রিয়াকরণে ত্রুটি বা অন্য কোনো কারণে যা বাংলাদেশ রেলওয়ে বা Shohoz-Synesis-Vincen JV-এর নিয়ন্ত্রণের বাইরের কারণে টিকিট না দেওয়া বা ফেরত বিলম্বের জন্য দায়ী থাকবে না।

৮। বাংলাদেশ রেলওয়ে কোনো গ্যারান্টি/ওয়ারেন্টি দেয় না যে অনেক পরিষেবা প্রদানকারীর উপর নির্ভরতার কারণে উপরোক্ত পরিষেবাগুলির যেকোনো একটি নিরবচ্ছিন্ন, সময়মত বা ত্রুটিমুক্ত হবে।

৯। এই টিকিট অ-হস্তান্তরযোগ্য এবং অ-বরাদ্দযোগ্য।

১০। 3 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য ছোট টিকিট কেনা বাধ্যতামূলক৷

১১। যেসব যাত্রী লাগেজের ওজন সীমার মধ্যে ভ্রমণ করেন তাদের জন্য কোনো অতিরিক্ত ফি নেই: AC- 56 KG, প্রথম শ্রেণি- 37.5 KG, শোভন চেয়ার/ শোভন- 28 কেজি, শুলোভ- 23 কেজি।

১২। অনিবার্য পরিস্থিতির কারণে যাত্রার সময় কোচ/সিট নম্বর পরিবর্তন হতে পারে।

১৩। বাংলাদেশ রেলওয়ে একটি জাতীয় সম্পদ। টিকিট না কিনে বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করবেন না। ভ্রমণের সময় ট্রেনের টিকিট কিনুন এবং অন্যদেরও তা করতে উৎসাহিত করুন।

১৪। বৈধ টিকিট ছাড়া যেকোন ভ্রমণ করলে বিচারের মুখোমুখি হতে পারে। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য যাত্রীর অবশ্যই একটি বৈধ টিকিট থাকতে হবে। কোনো মেয়াদোত্তীর্ণ টিকিট বা ভবিষ্যতে ভ্রমণের তারিখ থাকা টিকিট বৈধ হবে না।

১৫। ভ্রমণের তারিখ এবং সময়, গন্তব্য, আসন নম্বর এবং কোচের বিবরণ সম্পর্কিত টিকিটের সঠিকতা পরীক্ষা করা গ্রাহক-যাত্রীর দায়িত্ব। পছন্দসই গন্তব্যের প্রাপ্যতা, আসন সংখ্যা ইত্যাদির উপর নির্ভর করে ভুলভাবে কেনা টিকিটগুলি প্রতিস্থাপন করা যেতে পারে।

১৬। এই শর্তাবলীতে বাংলাদেশ রেলওয়ে বা Shohoz-Synesis-Vincen JV দ্বারা স্বীকার করা যাই হোক না কেন, বাংলাদেশ রেলওয়ে বা Shohoz-Synesis-Vincen JV কেউই রেল টিকিট বা ভ্রমণের কারণে উদ্ভূত প্রকৃতির কোনো দায় স্বীকার করে না।

সচারচর জিজ্ঞাসা | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম ২০২৩ । www.eticket.railway

ট্রেনে টিকিট কতদিন আগে কাটা যায়‌‌?

অনলাইনে চারদিন পূর্বেই ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ ট্রেনের টিকিট যদি ক্রয় করতে চান তাহলে চার দিন আগে অনলাইন এর মাধ্যমে টিকিট সংগ্রহ করে নিতে পারবেন। অনলাইনে আস এবং আগামী চার দিন সহ মোট পাঁচ দিনের টিকিট কাটা যাবে।

অনলাইনে কিভাবে ট্রেনের টিকেট কাটবো?

অনলাইনে টিকিট কাটার জন্য ই টিকিট ওয়েবসাইট একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। আর এ ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য আপনাদের ইতিপূর্বে জানিয়ে দিয়েছি। আপনি যদি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কিভাবে কাটবেন সে বিষয়টি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ধন্যবাদ।

অনলাইনে ট্রেনের টিকিট কেনার জন্য ব্যবহৃত মাধ্যম কোনটি?

বর্তমানে অনলাইনে টিকিট কেনার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে eTicket.railway.gov.bd এই ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে পূর্বের নিয়ম অনুসরণ করার মাধ্যমে আপনারা টিকেট সংগ্রহ করে নিতে পারবেন ধন্যবাদ।

একাউন্ট রেজিস্ট্রেশন ছাড়া সরাসরি কি টিকিট কাটতে পারব?

এই প্রশ্নের উত্তর হচ্ছে না। অনলাইনে ট্রেনের টিকিট কেনার জন্য আপনার মোবাইল ইমেইল ও এন আই ডি নাম্বার দিয়ে ই টিকিট সিস্টেম একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং মোবাইল নম্বরটি ভেরিফিকেশন করতে হবে।

ট্রেনের টিকিট কাউন্টার থেকে কেনা টিকিট কিভাবে অনলাইনে Verify করতে হয়?

ট্রেনের টিকিট কাউন্টার থেকে কেনা অফলাইনে টিকিট ভেরিফাই করার জন্য প্রথমত Bangladesh railway e-ticket ওয়েব সাইটে রেজিস্ট্রেশন ও মোবাইল নাম্বার ভেরিফিকেশন করুন। পরবর্তীতে। Verify Ticket মেনুতে গিয়ে মোবাইল নম্বর ও টিকিট নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে।

বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু টিকিট বুকিং হয়নি, কিভাবে টাকা ফেরত পাব?

টিকিট ইস্যু না হলে মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে কর্তন করা টাকা পরবর্তী আট কর্ম দিবসের মধ্যে আপনার একাউন্টটি ফেরত দেওয়া হবে।

অনলাইনে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার নিয়ম কি?

অনলাইনে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার কোন বিষয় এখানে নেই। ট্রেনের টিকিট ফের দেওয়ার জন্য আপনাকে স্টেশন কাউন্টারে যেতে হবে। আর টিকিট যদি আপনারা ফেরত দিতে চান তাহলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন না, তারা কিছু টাকা কর্তন করে নেবে।

আরো জানুন

শামীম এন্টারপ্রাইজ বাসের টিকিটের মূল্য, সাপ্তাহিক বন্ধের দিন, টিকিট বুকিং সিস্টেম-২০২২

ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া টিকিটের মূল্য ২০২২

মেট্রো রেলের ভাড়ার তালিকা, সাপ্তাহিক বন্ধের দিন,রুট ও টিকিট বুকিং সিস্টেম ২০২৩। Dhaka Metro Rail Ticket Price 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *