ফেসবুক স্ট্যাটাস

(১০০০+)ফেসবুক ক্যাপশন_facebook captions

(১০০০+)ফেসবুক ক্যাপশন_facebook captions এই আর্টিকেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। FB- এর জন্য ক্যাপশন আপনাকে সাহায্য করবে আপনার ফেসবুক পোস্টকে আরো সুন্দর ও আশ্চর্যজনক করতে। বেশিরভাগ লোকেরা তাদের পোস্টের জন্য একটি দুর্দান্ত লাইন ব্যবহার করার চেষ্টা করে।

এখানে ফেসবুক ক্যাপশনের কিছু সেরা সংগ্রহ আছে, FB এর জন্য এই ক্যাপশনগুলি পড়ুন এবং আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন।

সুতরাং, এই পোস্টটি সত্যিই আপনাকে সাহায্য করবে। কারণ এখানে কিছু আশ্চর্যজনক প্রোফাইল ক্যাপশন,ইমোশনাল ফেসবুক ক্যাপশন,ফেসবুক ক্যাপশন বাংলা,রোমান্টিক ছবির ক্যাপশন,রোমান্টিক বাংলা কবিতা ক্যাপশন,বাংলা শর্ট ক্যাপশন কবিতা,ফেসবুক ক্যাপশন ফানি ও মজার ক্যাপশন ইত্যাদি রয়েছে।

প্রোফাইল ক্যাপশন | facebook captions

তোমাকে আটকে রাখার সাধ্য আমার নাই! তবুও দুই চোখ ভরে ভালোবাসার মুহুর্ত নামানোর অপেক্ষা করে যাই

অসুখ হলে প্রিয় কাউকে খুব মনে পড়ে: কারণ অসুস্থ হয়ে গেলে সেই মানুষটা প্রায়ই মাথায় হাত দিয়ে বলতো ইশ! জ্বরে তো তোমার সমস্ত শরীর পুড়ে যাচ্ছে”

তোমাকে আটকে রাখার কোনো সাধ্য হয়তো আমার নেই, তবুও দু চোখ ভরে ভালোবাসা মুহূর্ত নামানোর অপেক্ষা করে যাই”

তুমি ঘুমিয়ে পড়েছো, আর আমি সারারাত একসাথে জড়ো করে তোমার অভাব শুনাচ্ছি☺ যাওয়ার আগে যদি এই অভাবটুকু নিয়ে যেতে

অন্ধকার ছড়িয়ে দেও! আমি উদাও হব রাত প্রহরে

একটা নারী দেখলেই তার দেহ চুতে মন চায়। নির্বোধ পশুরুপি মানব,এই তুমিই তো নারীর দেহে ছিলে সযত্নে ১০ মাস

যে কাচের গ্লাস টি ভেংগেছিল তার হাত কাটে নি! সে শুধু জোড়া দিতে চেয়েছিল ক্ষতবিক্ষত তাকে

সারাদিন হাদিসের বানী দিয়ে রাত্রি বেলা তুমি চলে যাও পতিতালয়ে, তুমি নতুন প্রজন্মের সুশীল

জানো, তোমাকে ঠিক ততটাই ভালবাসতাম- যত ভালোবাসে ক্যান্সারে আক্রান্ত কোন ব্যক্তি তার শেষ প্রত্যেকটা দিন কে” তবুও তোমায় পেলাম না:)
কোন একদিন হয়তো বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচবো না- দেখো আজ তুমি নেই তবুও বেঁচে আছি এই ক্ষতবিক্ষত হৃদয়টাকে নিয়ে:)”

ছবির ক্যাপশন | facebook captions

আমি যে তাকে ভালোবাসি তা ওর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতে পারি না বলে বাসি। –শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বেলকনির পাশে আজও ল্যাম্পপোষ্টটা দাড়িয়ে আছে। শুধু নিখোজ রোজ অপেক্ষার প্রহর গুনতে থাকা সেই উন্মাদ পাগলটা

অতঃপর আমার মৃত্যুতে মুচকি হেসে বলো! কি আসে যায় পাগলের মৃত্যুতে

অপূর্ণতায় ঘেরা পরিপূর্ণ মানুষগুলো, সময়ের হিসেবে কখন যে পরিপূর্ণ হয়ে ওঠে তা মানুষেরা বুঝে উঠতে পারে না!’.

যদি হঠাৎ কোন এক বিকালে চোখে চোখ পড়ে চিনতে পারবে তোহ? নাকি এড়িয়ে যাবে

তুমি ভিষন সুন্দর। ঠিক তোমার গুছিয়ে বলা মিথ্যের মতো

অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হল, এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল । সুতরাং “অতি” কে সর্বদা ত্যাগ করা উচিৎ ।

কোনো দূর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশী বিপদের । কারণ, সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটার আমরা কল্পনাও করিনি ।

রাতের অন্ধকারে যখন বৃষ্টি ঝরে! জানালার কাচে ফোটা ফোটা পানি জমে! সে পানিগুলো স্পর্শে অতীত দেখা যায়

হিংস্র পশুও বুঝে ভালোবাসা কাকে বলে? নারী শুধু তুই বুঝলি নাহ

জীর্ণ শরীর আর ক্ষতবিক্ষত ফুসফুস, তবুও কমতি নেই ভালবাসার

প্রিয় জানালা। আমার মৃত্যুর পর তুমি না হয় সবাইকে বলে দিও! কতরাত আমি আকাশ পানে চেয়ে কেঁদেছিলাম। নোনা জলে ভিজিয়েছিলাম দেয়ালটা

রাতের অন্ধকারে যখন বৃষ্টি ঝরে! জানালার কাচে ফোটা ফোটা পানি জমে! সে পানিগুলো স্পর্শে অতীত দেখা যায়

ঘুমানো নিষেধ, তবুও জেগে থাকা অপরাধ, অনুমতি আছে মৃত্যুর। তবে সেচ্ছায় মৃত্যু মহাপাপ

শুনেছি, অপ্রাপ্তি গুলোকে নাকি পরের জন্মে পাওয়া যায়

হিংস্র পশুও বুঝে ভালোবাসা কাকে বলে? নারী শুধু তুই বুঝলি নাহ

ফোটো ক্যাপশন | facebook captions

ভাবছো ভুলে গেছি, না আজও ভুলিনি .. ভুলবো তো সে দিন, যে দিন সাগরে আর পানি থাকবে না .. পূর্ব আকাশে আর সূর্য উঠবে না , ভুলবো তো সেই দিন, যে দিন এ দেহে আর প্রাণ থাকবে না…!!!

হাসাতে না পারলে, কাঁদাবে না।আনন্দ দিতে না পারলে,কষ্ট দিবে না। ভালবাসতে না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না?

চেয়ে ছিলাম হাজার দুঃখের মাঝেও,সুখটাকে একটু খুঁজে নিতে।কিন্তু, দুঃখের মেঘগুলো এতো কালো যে,তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজে পেলাম না..!!!

কিছু কিছু মানুষ অতিথি পাখির মতো নির্দিষ্ট একটা সময় নিয়ে আসে সেই সময় টুকু তে জীবনটা রাঙ্গিয়ে দিয়ে যায়, যা কোনো দিন ভুলার নয় … ওরা তো ওদের স্বার্থের জন্য আসে সেই সময় টুকু চলে গেলেই ওরাও চলে যায় । .

হৃদয় ভাঙার ব্যথাটা আমি বুঝি কারন আমি তো তা খুব করে সয়েছি, আর খুব সকালে চোখ মুছে,সবার সামনে আমিও হেসেছি!!

তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছিলাম। যতটা ভালোবাসে ক্যান্সারে আক্রান্ত রোগী তার শেষ প্রতিটা দিনকে।

নিদ্রাহীন অভিশপ্ত এক রাত কাটিয়ে, সূর্যের আলো চোখে পড়তেই দু’চোখ বন্ধ। অভিশপ্ত চোখে ঘুমটাও এখন নিস্তব্ধ। শুনেছি অভিশপ্ত চোখে ঘুমটাও এখন ক্রয় করতে হয় আড়াই টাকা মূল্যে। ঘুম ক্রয়কারী ফুঁফিয়ে উঠে ঈশ্বরকে প্রশ্ন করে, এটা কি সেই পাপের শ্বাস্তি যে পাপের জন্য রাজা অষ্টম এডওয়ার্ড কে রাজ্য ছাড়তে হয়েছিলো..!

অস্পষ্ট অনুভূতি, মস্তিষ্ককে চুষে বেরানো কিছু বেওয়ারিশ চিন্তা। – মুছে ফেলে দিতে চাওয়া ঘ্লানী গুলো ধোয়া হয়ে বাতাসে মিলিয়ে যাওয়া। –মধ্য রাতে খুব শুনতে ইচ্ছে করে, -একটু পরেই সকাল হবে, এবার ঘুমোও।.

রোমান্টিক ক্যাপশন | facebook captions

রাত বাড়ছে, অনেক বছরের পুরনো সেই রাত, নেশায় কাতর হচ্ছে নিথর দেহ🙂

মাঝেমাঝে নিজেকে আড়াল করে, মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয়, বুকের কত’টা গভীরে কষ্ট জমে গেলে, মানুষ দূরে চলে যায়।`

আমরা আশ্রয়হীন থাকতে পারি না! সবসময় একটা আশ্রয় দরকার হয় আমাদের! তারপর আমরা দূরে যেতে শুরু করি! একটা নিরাপদ আশ্রয় খুজি! একটু প্রেম খুজি! একটু কেয়ারিং চাই! মাঝেমাঝে দূরে চলে যেতে হয়! দূরে চলে যাওয়াটা জরুরী! দুরত্ব সৃষ্টি না হলে, মানুষ গুলোকে গুরুত্ব বুঝানো যায়না!

আহা, ইনসোমেনিয়া জাপ্টে ধরে সমস্ত শহরকে!আমরা তখন শ্বাস-প্রশ্বাস নেই ঠিকই কিন্তু বেঁচে থাকি না!

হৃদপিন্ড ভর্তি ভালোবাসা মরে গিয়ে সেখানে অভিযোগ ঢুকতে শুরু করে!
টিপ পরলে তোমাকে কি যে সুন্দর লাগে” বলা প্রেমিক একসময় চোখের নিচে পড়ে যাওয়া কালিও খেয়াল করেনা! আমরা বেড়িয়ে আসতে শুরু করি, একটা ফ্যান্টাসির জগত থেকে! তারপর একদিন আর সবকিছু আগের মতো চলতে থাকেনা! সব কেমন এলোমেলো লাগে! মানুষটা অভ্যাস হয়ে গেলেও, একসময় মানুষটাকে আর আপন লাগেনা!.

সব প্রতিজ্ঞা প্রতিজ্ঞাই থেকে যায়। কাউকে ভালোবাসবেনা বলে বাজি ধরে যে মানুষটা ঘুম থেকে উঠতো_! সেই মানুষটা ও একদিন লুকিয়ে কাঁদে না পাওয়ার যন্ত্রণায়।

ছোটবেলায় স্পষ্ট বলে দেওয়া হয় অন্যের দেয়া কিছু নিবে না। অথচ বড় হয়ে অন্যের দেয়া দুঃখগুলো নিয়েই আমরা জীবন কাটিয়ে দেই!

ভেবে দেখেছো কত? শত হয়েছে ভুল, মাফকাঠি বাহিরে, কত যে গরমিল। তুমি না হয় বেঁচেছো,নতুন হবে সবি। আমি তো সেই স্মৃতির পাতা, রাঙ্গাতে রোজ ভাবি

চিঠির ভাঁজে অশ্রু দিও, দিও বুকের ক্ষত, ডাকপিয়নকে বলে দিও ভীষণ ব্যাক্তিগত।

যোগাযোগহীন তুমি আমি, গল্প সব তরতাজা মাঝরাতে ঘুমের মেয়াদ ময়নাতদন্তে ছন্নছাড়া..!” স্বামী বানানোর কথা দিয়ে গাজাখোর বানিয়ে দেয়ার নামই এ যুগের ভালোবাসা। ”

তুমি আমার কাছে কি জানো? মাঝরাতে বুক জুড়ে লেগে থাকা ব্যথা

নিস্তব্ধ নিশিতে বিষাক্ত স্পর্শের আহরিত আর্তনাদ,তাতে তার ক্ষুদা মেটে। উলঙ্গ করে দেহ শরীরটা,অস্পষ্ট দাত আর আচঁড়ের দাগগুলো কিসের? কোন হিংস্র হায়েনার নয়, পবিত্র(!) সম্পর্কের’

সুস্থ হয়ে উঠো শহর, এখনো মধ্যবিত্তদের অনেক স্বপ্ন পূরণ বাকি ‘)

স্বামী বানানোর কথা দিয়ে গাজাখোর বানিয়ে দেয়ার নামই এ যুগের ভালোবাসা। ”

এক গুচ্ছ মেঘ স্বপ্ন হয়ে ভেসে বেড়াচ্ছে ওই দুর আকাশের পানে। হয়তো এপারে তা আর পুর্নতা পাবেনা, তাতে কি বা যায় আসে? হ্যা, এখন তো খুব যতনে বুকের অন্তরস্থলে জমা রেখেছি, জান্নাতে পুর্নতা লাভের

ক্যাপশন সমগ্র | facebook captions

একদিন সব ছেড়ে ঠিক পালিয়ে যাবো,
তোমাকে দিয়ে যাবো অবহেলার অধিকার !।

~ বেঁচে ফেরা দায় , ” হয়তো কালজয়ী সেই যোদ্ধার তালিকায় আমার নাম থাকবে না ”

ধরে রাখতে শিখো প্রিয়.
কারণ- কিছু মানুষ জীবনে বার বার আসে না

অন্ধকারেও পথ চলা যায়-🖤
কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে না-

আমি প্রয়োজনেই সীমাবদ্ধ,
প্রিয়জন হওয়ার সামর্থ্য নেই আমার

রঙিন কাপড় পরে গর্ব করো না,
কাল তোমাকে সাদা কাপড় পড়ে কবরে যেতে হবে

কি ভাবছো? হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর!
চেষ্টা করো, ধের্য্য ধরো, অপেক্ষা করো!
শেষ হাসিটা তুমিই হাসবে!

আপনার কল্পনার থেকেও ভালো কিছু আল্লাহ আপনাকে দিবেন,শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার ইনশাল্লাহ!

– ৮০ বছরের গোনাহ মাফের দোয়া!🌸
– আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিউল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা’!
❤️- আমিন

সময়টা আজ বড্ড বেমানান
নিজের কল্পনার সাথে সমান্তরাল ভাসি…!থেকে যায় শুধু মনের কোনে এক টুকরো হাসি.

– ভাঙ্গা হৃদয়ের ক্ষত দেখা যায় না…🥀💔
তবে প্রতিটি নিঃশ্বাসে তা অনুভব করা যায়

আমি ক্লান্ত.
মিথ্যে হাসিতে.

প্রত্যেকটা মানুষ,,
কমপক্ষে একটা মানুষকে স্বার্থহীন ভাবে ভালোবাসে।

“রহস্যে ভরা এই মানব জীবনটাকে লোকে যত খারাপ বলে–আসলে তত খারাপ না।
”—হুমায়ূন আহমেদ

ধরে রাখতে শিখো প্রিয়.
কারণ- কিছু মানুষ জীবনে বার বার আসে না

অন্ধকারেও পথ চলা যায়-🖤
কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে না-

– সব স্বপ্ন কখনো পূরণ হবার না.!
– কারণ এটা তো দুনিয়া, জান্নাত নয়.!

– সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন 🥰-
অহংকার ধুলোয় মিশে যাবে

– ভাঙ্গা হৃদয়ের ক্ষত দেখা যায় না…🥀💔
তবে প্রতিটি নিঃশ্বাসে তা অনুভব করা যায়

আমি মানুষ টারে এতো করে চেয়েও পাইলাম না,
আর কেও একজন না চাইতেও পেয়ে যাবে

ইমোশনাল ফেসবুক ক্যাপশন | facebook captions

উচিত ছিলো । উচিত ছিলো রাত্রিবেলা হাসনুহানার শাড়ির মতো তোমার চুলের গন্ধচূর্ন আবেশ আবেশ ভেসে আসা, উচিত ছিলো তোমার গাওয়া আনমনা গান অসংলগ্ন একটু আধটু শুনতে পাওয়া সম্পূর্ন অলক্ষিতে । উচিত ছিলো তোমার বাড়ি এক্কেবারে আমার বাড়ির পাশেই হওয়া ।

– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

উচিত ছিলো শোবার ঘরে শাড়ির বাঁধন খুলতে গিয়ে আমায় দেখে মুখ লুকানো লজ্জারাঙা স্নিগ্ধ হাসা আঁচল তলে । কিন্তু কপাল তোমার বাড়ি এখান থেকে সেই কতদূর, পুরোপুরি বিশটি মিনিট খরচ কোরে পৌঁছতে হয় এবং যেটা বলতে বাধে তোমার কাছে যেতে হলেই এই বাজারে পুরোপুরি পাঁচটি টাকা!

– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নীড়ে ফিরে যায় ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন? নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন? কতোটা জীবন!!

– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন- টুটবে যবে বন্ধন! পড়বে মনে, নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ-রাতে- আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁওয়া, আপনি যেচে চুমবে- বুঝবে সেদিন বুঝবে।

– কাজী নজরুল ইসলাম

আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হানত্ সেই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান– আসবে তখন পান’। হয়ত তখন আমার কোলে সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে, আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে পূজবে- বুঝবে সেদিন বুঝবে!

– কাজী নজরুল ইসলাম

আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে, সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে- দুলবে তরী রঙ্গে, প’ড়বে মনে সে কোন্ রাতে এক তরীতে ছিলেম সাথে, এমনি গাঙ ছিল জোয়ার, নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে- বুঝবে সেদিন বুঝবে!

– কাজী নজরুল ইসলাম

তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান- এ ভার মরণ-সনে বুঝ্বে- বুঝবে সেদিন বুঝবে!

– কাজী নজরুল ইসলাম

আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন- টুটবে যবে বন্ধন! পড়বে মনে, নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ-রাতে- আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁওয়া, আপনি যেচে চুমবে- বুঝবে সেদিন বুঝবে।

– কাজী নজরুল ইসলাম

মাঝে মাঝে আমাদের অনেকেই অনেক বেশি আবেগ প্রবন হয়ে যাই। তখন ফেসবুকে ইমোশনাল উক্তি ও বাণী পোষ্ট করে থাকেন। তাই যারা ইমোশনাল উক্তি ও বাণী পেতে চান। তাদের মনের ভাবনা পূরণ করতে আমরা উল্লেখ করেছি ইমোশনাল উক্তি ও বাণী। এখান থেকে সংগ্রহ করে নিন ইমোশনাল উক্তি ও বাণী।

দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম

– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

আমি জানি আমি সব সময় তোমার মাথায় থাকব না। তবে একবার আমাকে জানলে আমি চিরকাল তোমার মনে থাকব।
― Crystal Woods

যেখানে তোমার চোখ খুনি আমি খুন হই প্রতিদিন

– শিরোনামহীন

রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো!

– নির্মলেন্দু গুণ

ইমোশনাল কবিতা | facebook captions

অতঃপর তুমি যখন আমাকে ছেড়ে চলে যেতে চাইলে
আমি বললাম যেতে পার পিছুটান নেই,
তখন তুমি বুঝতে পারলে এতদিনে আমি একজন বাস্তববাদী মানুষ হলাম।

“ইমোশনাল মানুষ গুলো হারে বাস্তবতার কাছে।
প্রেক্টিকেল মানুষ গুলো হারে ইমোশনের কাছে।
একটা গিট্রু লেগে গেছে না ?
এই গিট্রু যে খুলতে পারবে তার কাছে লাইফ
পানি ভাত।”

অনেকেই আছেন যারা ইমোশনাল কবিতা পড়তে এবং ফেসবুকে পোষ্ট করতে ভালবাসেন। তাদের জন্য আমরা এখনে কিছু ইমোশনাল কবিতা তুলে ধরেছি।

বাস্তববাদী মানুষ
– তাশফা আরমিন

আমি যখন তোমার একটা ফোন কল কিংবা ম্যাসেজের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতাম
তুমি বলতে এত্তো কেন প্যারা দেও?
নিজেকে তাই শুধরে নিলাম।

আমি যখন খারাপ স্বপ্ন দেখে সবার আগে তোমাকে ফোন করে তোমার খবর নিতাম
তুমি বলতে পাগলামিটা একটু কমাও,
নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম।

আমি যখন না খেয়ে অপেক্ষায় থাকতাম তুমি খেয়েছ কিনা জানার জন্য
তুমি বলতে এত্তো ন্যাকামো ভাল্লাগে না,
নিজের মতামতকে তখন গুরুত্ব দিতে শিখলাম।

আমি যখন কান্নায় ভেঙে পরতাম তোমার দেয়া অবহেলায়
তুমি বলতে এত্তো দূর্বল কেন তুমি?
নিজেকে তাই শক্ত করে নিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *