অনুপ্রেরণামূলক উক্তিইসলামিক উক্তিফেসবুক স্ট্যাটাসমেসেজ গ্যালারি

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩ ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। সত্য কথা বলা ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটি নৈতিক শিক্ষা। এটা মানুষকে নৈতিক মূল্যবোধ এবং মানবিকতা তৈরি করতে উদ্ভূত করে। আর সত্য কথা বলা ইসলামের শ্রেষ্ঠ নীতিগুলোর মধ্যে অন্যতম একটি নীতি। তাই সকল অবস্থায় সদা সর্বদা সত্য কথা বলা এমনকি সত্য নীতি অবলম্বন করে জীবনকে অতিবাহিত করা।

কেউ যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে যায় সদা সর্বদা সত্যের পথ চলবে এবং মিথ্যার ধারে কখন আশ্রয় গ্রহণ করবে না। আর এটা মোটেও তেমন কঠিন ব্যাপার নয়। সত্যবাদীর অন্তর সদা সর্বদা পবিত্র থাকে এবং ইসলামের পক্ষে বলিষ্ঠ হয়। সে কখনো মিথ্যা ধরার নিজেকে ঢেকে রাখে না। তাই মূলত আমরা আজকে আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩।

হযরত মুহাম্মদ সাঃ এরশাদ করেছেন যে, তোমরা অবশ্যই সত্য প্রিয় হবে এবং সত্য কথা বলবে। কারণ সত্য নেকির দিকে পথ নির্দেশ দান করে। আর নেকি পথ নির্দেশ দেয় জান্নাতের দিকে। যে ব্যক্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামীন কে সন্তুষ্ট রাখার জন্য সদা সর্বদা সত্য কথা বলবে এবং সত্যের অন্বেষণ করে আল্লাহর দরবারে তার উপাধি হবে সিদ্দিকী অর্থাৎ সত্যবাদী। তাই আমাদের উচিত এবং নৈতিক দায়িত্ব হচ্ছে যে মিথ্যাকে পরিহার করা এবং সত্যকে আঁকড়ে নিয়ে জীবনকে অতিবাহিত করা। তাহলেই জীবন সুন্দর এবং জীবন চলার পথে কোন বাধার সম্মুখীন হতে হবে না। প্রতিটি নবী এবং রাসূলগণে সদা সর্বদা সত্যর পথে নিজেকে অতিবাহিত করার প্রতিজ্ঞায় মগ্ন ছিল। আর সেজন্য তারা নবী এবং রাসূলগণ উপাধিতে ভূষিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদেরকে মিথ্যা এবং নাফরমানি থেকে সদা সর্বদা বিরত রাখুক। এই প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর রাস্তায় পথ চলা উচিত (আমিন)।

সত্য নিয়ে ইসলামিক স্টাটাস | ইসলামিক স্ট্যাটাস বাংলা | ইসলামিক স্ট্যাটাস পিকচার | সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩

আমরা এই পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সত্য কথা নিয়ে ইসলামিক ফেসবুকে স্ট্যাটাস ও পিকচার সম্পর্কে। সত্য ঈমানের বিপরীত হচ্ছে মিথ্যা ঈমান। অন্তর এবং চরিত্রকে ঈমান থেকে খালি রেখে মুখে মুখে ঈমান প্রকাশ করাটাই হচ্ছে মিথ্যা ইমাম। আর কুরআন মাজীদের ভাষায় এটাকে বলা হয় নিফাক। আর যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে এবং মিথ্যা কথা বলে তাদেরকেই মুনাফিক নামে আখ্যায়িত করা হয়েছে। তাই আমাদের উচিত হবে যে সদা সর্বদা সত্যের আশ্রয় গ্রহণ করা এবং সত্যকে সামনে রেখে আগামীর পথ গুলো পরিচালনা করা। এতে করে জীবন অনেক সুন্দর এবং চরিত্রবান হয়ে উঠবে। আসুন আমরা যারা সত্য নিয়ে ইসলামিক স্ট্যাটাস গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে চাচ্ছি। তারা যেন নিরাশ না হয় তাদের জন্য আমাদের এই পোস্টের আয়োজন করা হয়েছে। আপনার এই পোষ্টের মাধ্যমে সত্য নিয়ে ইসলামিক স্টাটাস, সত্য নিয়ে ইসলামিক ফেসবুক স্ট্যাটাস, সত্য কথা নিয়ে ইসলামিক স্ট্যাটাস ইত্যাদি বিষয়ে জেনে নিন ধন্যবাদ।

শ্রেষ্ঠ মানুষ হলো সে, যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী ।
— ইবনে মাজাহ (৪২১৬)

একটি ভ্রম থেকে বেড়িয়ে আসা কোন সত্য জানার চেয়ে বেশি জ্ঞান দান করে।
— লুডুইগ

সত্য কখনো ক্ষয় হয় না,কারণ তা সঠিক।
— মাহাত্মা গান্ধী

সত্যের সাথে দাঁড়াও, যদি তা একা করতে হয় তবুও।
— থিওক্রিটাস

সকল সত্য তিনটি ধাপ পেড়োয়-সবাই প্রথমে তা নিয়ে হাসে, তারপর তার কঠোর প্রতিবাদ করে এবং সব শেষে মেনে নেয়।
— আর্থার স্কোপেনহার

সত্যটা জানা, সত্যটা দেখা তবুও মিথ্যাকে বিশ্বাস করাকেই বোকামি বলে।
— নেলসন ম্যান্ডেলা

যে আদর্শগুলো আমার সামনে সর্বদা জ্বলজ্বল করে সেগুলো হলো সত্য,সৌন্দর্য ও সরলতা।
— আইনস্টাইন

আমরা যা শুনি তা হলো মতামত,বাস্তবতা না;আমরা যা দেখি তা হলো দৃষ্টিভংগি,সত্য না।
— মার্কাস অউরেলিয়াস

যখন কেউ কাউকে সাহায্য করতে চায় তখন সে সত্য বলে, আর যখন তার সাহায্য দরকার হয় তখন সে তাই বলে যা মানুষ শুনতে চায়।
— থমাস সোয়েল

যে ব্যক্তি সত্য কথা বলে সে সবসময় শান্তিতে থাকে।
— জেরেমিয়াহ

কিছু মানুষ সত্য জানতেই চায় না, তারা শুধু চায় নিয়মিত আশ্বাস যে তারা যা বিশ্বাস করে সেটাই সত্য।
— জেন অস্টেন

কোনো কিংবদন্তিই সততার চেয়ে সমৃদ্ধ না।
— উইলিয়াম শেক্সপিয়ার

জ্ঞান শুধু সত্যের মাঝেই পাওয়া যায়।
— জোহান ওল্ফগ্যাং ভন গোথে

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩-bdinfo71 (1)

সত্য কথা নিয়ে বাণী | সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩

মানুষের মধ্যে সবচেয়ে ভালো গুণের মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে নিজেকে সত্য পথের আশ্রয় গ্রহণ করা। আর একজন ব্যক্তি সত্যের পথে চলা এবং সত্য কথা সদা সর্বদা বলার তার চরিত্রে মানবিক গুণাবলী প্রকাশ পায়। একজন ব্যক্তি যদি সদা সর্বদা সত্য কথা বলে তাহলে সে সমাজের চোখে পরিবারের চোখে খুবই ভালো হয়ে যায় এবং আল্লাহ তাআলার কাছে একজন প্রিয় বান্দা হয়ে যায়। সত্যবাদীকে সদা সর্বদা সকলেই সম্মান করার চেষ্টা করে। এমনকি তার উপর আস্থা রাখে। তাই আমাদের প্রিয় পাঠকের কাছে অনুরোধ নিজেকেই সত্য দিকে ধাবিত করুন এবং অপরকে সত্য পথে আনার চেষ্টা করুন। নিজেকে এমন ভাবে গড়ে তুলুন যে মানুষ এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারেন। তাই আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো সত্য নিয়ে কিছু বানী।

সত্য নিয়ে কিছু বাণী আপনারা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন। যার মাধ্যমে তারা উপকৃত হবে। বেশি বেশি করে শেয়ার করুন, ভালো লাগলে আমাদের ওয়েবসাইটের একজন নিয়মিত ভিজিটর হতে পারেন ধন্যবাদ।

সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেস্তের পথ দেখায়। – আল হাদিস

“ সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ ”

—- হযরত আলী (রাঃ)

“ পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফলকাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক ”

—- হযরত আলী (রাঃ)

একটি সত্য কথা বলার মাধ্যমে একজন মানুষকে পরিবর্তন করা যায়। – আকাশ আহমেদ

সত্য কেবল তাদের সাথে প্রাসঙ্গিক যারা শক্ত প্রমাণ কে অপেক্ষা করেন। – এ. ই. সামান

সমস্ত সত্যগুলি একবারে আবিষ্কার করা গেলে এটি সহজেই বোঝা যায় মূল বিষয়টি তাদের আবিষ্কার করা। – গ্যালিলিও গ্যালিলি

যখন কেউ কাউকে সাহায্য করতে চায় তখন সে সত্য বলে আর যখন তার সাহায্য দরকার হয় তখন সে তাই বলে জামান শুনতে চায়। – থমাস সোয়েল

খাঁটি সত্য দুর্লভ এবং তা কখনোই সাধারণ হয়না। – অস্কার ওয়াইল্ড

সত্যই সময়ের একমাত্র কন্যা।
— লিওনার্দো দা ভিঞ্চি

মিথ্যাবাদী নিয়ে উক্তি

সত্য সবসময়ই সত্য, বোঝাপরা ও অবিশ্বাসহীন।
— ক্লেমেন্ট স্টোন

সত্য বর্তমান, শুধু মিথ্যাকেই আবিষ্কার করতে হয়।
— জর্জ ব্র‍্যাক

সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি এবং সত্য নিয়ে ইসলামিক উক্তি | সত্য কথা নিয়ে ইসলামিক উক্তি, হাদিস,ফেসবুক স্ট্যাটাস ও বাণী-২০২৩

আপনাদেরকে এ পর্যায়ে জানিয়ে দেবো সত্য কথা নিয়ে ইসলামের উক্তি সম্পর্কে। পবিত্র কুরআন শরীফে সত্য কথা বলা কে ঈমানদারের মৌলিক গুণাবলীর মধ্যে গণ্য করে। আর প্রত্যেক মুমিন ব্যক্তিরা হয়ে থাকে সত্যবাদী, ধৈর্যশীল, অনুগত আল্লাহর মতে দানকারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। মুমিনের বর্ণনা করতে গিয়ে কুরআন মাজিদে বলা হয়েছে যে যারা এইসব গুণাবলীর অধিকারী ঈমানের দাবিতে তারাই সত্যবাদী আর তারাই প্রকৃত মুত্তাকীন।

আর আমরা যেহেতু আপনাদের সাথে শেয়ার করব সত্য নিয়ে ইসলামী উক্তি সম্পর্কে। আর উক্তিগুলো ফ্রেন্ডের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। আর আমাদের ওয়েবসাইট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকুন। নিত্য নতুন তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইটে অনুসন্ধান করুন ধন্যবাদ।

যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না ”

—- হযরত আলী (রাঃ)

অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে ”

—- হযরত আলী (রাঃ)

“ আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। হযরত —-

—-মোহাম্মদ (সঃ

শ্রেষ্ঠ মানুষ হল সে যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। – ইবনে মাজাহ (৪২১৬)

মাঝে মাঝে মানুষ সত্য শুনতে চায় না কারণ তারা চায় না তাদের ঘুম ধ্বংস হয়ে যাক। – ফ্রেড্রিক নিয়েটজে

কিছু মানুষ শত চায় না জানতে তারা শুধু চাই নিয়মিত আশ্বাস যে তারা যারা বিশ্বাস করে সেটাই সত্য। – জেন অস্টেন

সকল শব্দ তিনটি ধাপ পেড়োয় সভাই প্রথমে তা নিয়ে আসে, তারপর তার কঠোর প্রতিবাদ করে এবং সবশেষে মেনে নেয়। – আর্থার স্কোপেনহার

যে ব্যক্তি সত্য কথা বলে সে সবসময় শান্তিতে থাকে। – জেরেমিয়াহ

সত্ত সূর্যের মতো কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না। – এলভিস প্রেসেল

যে আদর্শগুলো আমার সামনে সর্বদা জ্বলজ্বল করে সেগুলো হলো সত্য, সৌন্দর্য ও সরলতা। – আইনস্টাইন

সত্য পাওয়া দূর্লভ কিন্তু বলতে আনন্দদায়ক।
— এমিলি ডিকিন্সন

সত্য আর মিথ্যের মধ্যে দীর্ঘ লড়াই এর পর প্রথম জয়লাভ করে মিথ্যে, আর শেষে জয়লাভ করে সত্য ।
— সংগৃহীত

মাঝে মাঝে মানুষ সত্য শুনতে চায় না কারণ তারা চায় না তাদের ভ্রম ধ্বংস হয়ে যাক।
— ফ্রেড্রিক নিয়েটজে

খারাপ উদ্দেশ্যে বলা সত্য সকল মিথ্যাকেও হার মানায়।
— উইলিয়াম ব্লেক

পরিশেষে আমার প্রিয় পাঠকদের উদ্দেশ্যে বলি সত্য কথা বলা যেহেতু প্রত্যেকটি মুসলমানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তাই আপনারা সত্যের আশ্রয়স্থল থেকেই কখনোই বঞ্চিত হবেন না। যেহেতু সত্য কথা আমাদের ভালো পথে নিয়ে যেতে পরিচালনা করে। সত্য কথা বলার মাধ্যমে মুসলমানরা অনেক সওয়াবের ভাগীদারি হয়ে থাকে আর এই সওয়াবের মাধ্যমে পরকালে জান্নাতের ভাগীদারী হয়ে থাকে। সত্য কথা বলার মাধ্যমে মানুষজন আপনাকে বিশ্বাস করবে এবং আপনার প্রতি সম্মান প্রদর্শন করবে। আর তাই আমাদের উচিত যে কোন পরিস্থিতিতে সত্যকে আঁকড়ে নিয়ে সামনের দিকে অগ্রসর হাওয়া। সত্য কথাকে প্রশ্রয় দেয় এবং সবাইকে সত্যের দিকে পরিচালিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আর আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম ইসলামিক কিছু কথা এবং উক্তি বাণী ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ইত্যাদি বিষয়।

তাই আমাদের বলার মাঝে যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *