অনুপ্রেরণামূলক উক্তিফেসবুক স্ট্যাটাস

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০+) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০+) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন- গুলো নিয়ে আজকের এই নিবন্ধটি সাজানো হয়েছে। সম্মানিত পাঠকবৃন্দ আপনারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা, দুঃখ নিয়ে রবীন্দ্রনাথের উক্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী শিক্ষা, ছোটগল্প সম্পর্কে রবীন্দ্রনাথের উক্তি ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ক্যাপশন সম্পর্কে জানতে ইচ্ছা পোষণ করছেন তাদেরকে আজকের এই নিবন্ধনে স্বাগতম জানাই।

আমরা সকলেই জানি যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বিখ্যাত একজন গায়ক, লেখক, সুরকার, কবি ইত্যাদি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর তার ছোট থেকে নানারকম বিষয়ের উপর প্রতিভা ছিল। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা তাঁর বিখ্যাত কিছু উক্তি নিয়ে আজকের এই নিবন্ধটি সাজিয়েছে।

সম্মানিত পাঠকবৃন্দ আপনারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি গুলো সম্পর্কে জানতে ইচ্ছা পোষণ করছেন। তারা যেন আমাদের এই আর্টিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে। তাহলে চলুন আর অপেক্ষা না করে এখনই শুরু করা যাক ধন্যবাদ।

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০+) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন

” সোনার চেয়ে আনন্দের দাম বেশি ; ….. প্রতাপের মধ্যে পূর্ণতা নেই , প্রেমের মধ্যেই পূর্ণতা । সেখানে মানুষকে দাস করে রাখবার প্রকাণ্ড আয়োজনে মানুষ নিজেকেই নিজে বন্দী করেছে । ” —— পশ্চিম-যাত্রীর ডায়ারি

” সহজ মানুষের সত্যটি সামাজিক মানুষের কুয়াশায় ঢেকে রেখে দেয় । অর্থাৎ আমরা নানা অবান্তর তথ্যের অস্বচ্ছতার মধ্যে বাস করি । শিশুর জীবনের যে সত্য তার সঙ্গে অবান্তরের মিশেল নেই । তাই, তার দিকে যখন চেয়ে দেখবার অবকাশ পাই তখন প্রাণলীলার প্রত্যক্ষ স্বরূপটি দেখি ; তাতে সংস্কারভারে পীড়িত চিন্তাক্লিষ্ট মন গভীর তৃপ্তি পায় ।” —— পশ্চিম-যাত্রীর ডায়ারি

” সুন্দর আপনি সুন্দর এবং অন্যকে সুন্দর করে । কারণ , সৌন্দর্য্য হৃদয়ে প্রেম জাগ্রত করিয়া দেয় এবং প্রেমই মানুষকে সুন্দর করিয়া তোলে । ” —– সৌন্দর্য্য ও প্রেম

জটিল ধাঁধা (১০০০+) ও বাংলাদেশের ধাঁধার সহজ উত্তর- 2023

” কবিদিগকে আর কিছুই করিতে হইবে না , তাঁহারা কেবল সৌন্দর্য্য ফুটাইতে থাকুন —জগতের সর্ব্ত্র যে সৌন্দর্য্য আছে তাহা তাঁহাদের হৃদয়ের আলোকে পরিস্ফুট ও উজ্জ্বল হইয়া আমাদের চোখে পড়িতে থাকুক , তবেই আমাদের প্রেম জাগিয়া উঠিবে, প্রেম বিশ্বব্যাপী হইয়া পড়িবে । ” —- কবিতা ও তত্ত্ব

” জ্ঞানে প্রেমে অনেক প্রভেদ । জ্ঞানে আমাদের ক্ষমতা বাড়ে , প্রেমে আমাদের অধিকার বাড়ে । জ্ঞান শরীরের মত , প্রেম মনের মত । জ্ঞান কুস্তি করিয়া জয়ী হয় , প্রেম সৌন্দর্য্যের দ্বারা জয়ী হয় । জ্ঞানের দ্বারা জানা যায় মাত্র , প্রেমের দ্বারা পাওয়া যায় । জ্ঞানেতেই বৃদ্ধ করিয়া দেয় , প্রেমেতেই যৌবন জিয়াইয়া রাখে । জ্ঞানের অধিকার যাহার উপরে তাহা চঞ্চল , প্রেমের অধিকার যাহার উপরে তাহা ধ্রুব । জ্ঞানীর সুখ আত্মগৌরব-নামক ক্ষমতার সুখ , প্রেমিকের সুখ আত্মবিসর্জ্জন-নামক স্বাধীনতার সুখ । ” ——- জ্ঞান ও প্রেম

” পৃথিবীর চারি দিকে দেয়াল , সৌন্দর্য্য তাহার বাতায়ন । পৃথিবীর আর সকলই তাহাদের নিজ নিজ দেহ লইয়া আমাদের চোখের সম্মুখে আড়াল করিয়া দাঁড়ায় , সৌন্দর্য্য তাহা করে না —সৌন্দর্য্যের ভিতর দিয়া আমরা অনন্ত রঙ্গভূমি দেখিতে পাই । ” —— মর্ত্যের বাতায়ন

” ছেলে যদি মানুষ করিতে চাই , তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে , নতুবা সে ছেলেই থাকিবে , মানুষ হইবে না । শিশুকাল হইতেই কেবল স্মরণশক্তির উপর সমস্ত ভর না দিয়া সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তাশক্তি ও কল্পনাশক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে । ” —— শিক্ষার হেরফের

” তোর আপন জনে ছাড়বে তোরে ,
তা ব’লে ভাবনা করা চলবে না ।
ও তোর আশালতা পড়বে ছিঁড়ে ,
হয়তো রে ফল ফলবে না ।
আসবে পথে আঁধার নেমে , তাই ব’লেই কি রইবি থেমে–
ও তুই বারে বারে জ্বালবি বাতি ,
হয়তো বাতি জ্বলবে না । ” —– গান

” আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না । ” —— চার অধ্যায়

” পৃথিবীতে সকলের চেয়ে বড়ো জিনিস আমরা যাহা কিছু পাই তাহা বিনামূল্যেই পাইয়া থাকি , তাহার জন্য দরদস্তুর করিতে হয় না । মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড়ো তাহা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারি না ।” ———- পরিচয়/ ভগিনী নিবেদিতা

” মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে ; তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব । স্বার্থের দিক এবং পরমার্থের দিক , বন্ধনের দিক এবং মুক্তির দিক , সীমার দিক এবং অনন্তের দিক– এই দুইকে মিলিয়ে চলতে হবে মানুষকে ।” ——শান্তিনিকেতন -১১

” মানুষের বিশ্বজয়ের এই একটা পালা বস্তুজগতে; ভাবের জগতে তার আছে আর-একটা পালা । ব্যাবহারিক বিজ্ঞানে একদিকে তার জয়স্তম্ভ, আর-একদিকে শিল্পে সাহিত্যে । ”
—–সাহিত্যের তাৎপর্য

বিজয় দিবসের শুভেচ্ছা, কবিতা, উক্তি, মেসেজ, ছবি, অনুচ্ছেদ রচনা ও ফেসবুক স্ট্যাটাস

” প্রেম যাহা দান করে , সেই দান যতই কঠিন হয়, ততই তাহার সার্থকতার আনন্দ নিবিড় হয় । ”
—- মনুষ্যত্ব

” স্বার্থ আমাদের যে-সব প্রয়াসের দিকে ঠেলে নিয়ে যায় তার মূল প্রেরণা দেখি জীবপ্রকৃতিতে; যা আমাদের ত্যাগের দিকে , তপস্যার দিকে নিয়ে যায় তাকেই বলি মনুষ্যত্ব , মানুষের ধর্ম । ”
——মানুষের ধর্ম

” আপনাকে বৃহতে উপলব্ধি করাই সত্য , অহংসীমায় অবরূদ্ধ জানাই অসত্য। ব্যক্তিগত দুঃখ এই অসত্যে-। ” —– মানুষের ধর্ম-২

” মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে , মানবের মাঝে আমি বাঁচিবারে চাই । এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় – মাঝে যদি স্থান পাই । ” —- প্রাণ/কড়ি ও কোমল

” যাহাকে তুমি ভালোবাস তাহাকে ফুল দাও , কাঁটা দিও না ; তোমার হৃদয়-সরোবরের পদ্ম দাও , পঙ্ক দিও না। ” —– মনের বাগানবাড়ি -১

” প্রেমের ধর্ম এই , সে ছোটোকেও বড়ো করিয়া লয়। আর , আড়ম্বর-প্রিয়তা বড়োকেও ছোটো করিয়া দেখে । এই নিমিত্ত প্রেমের হাতে কাজের আর অন্ত নাই , কিন্তু আড়ম্বরের হাতে কাজ থাকে না । প্রেম শিশুকেও অগ্রাহ্য করে না, বার্ধক্যকে উপেক্ষা করে না , আয়তন মাপিয়া সমাদরের মাত্রা স্থির করে না । ” —— হাতে কলমে -১

. ” প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়— তাকে নূতন কোথাও যেতে হয় না । ” —– শান্তিনিকেতন ৮, ২৯

” ভক্তের দাসত্বে স্বাধীনতা আছে , ভক্তের স্বাধীন দাসত্ব তেমনি প্রকৃত — প্রণয় স্বাধীন প্রণয়।” ——আদর্শ প্রেম – ১

” ফুল যে কেবল বনের মধ্যেই কাজ করছে তা নয়—মানুষের মনের মধ্যেও তার যেটুকু কাজ তা সে বরাবর করে আসছে । ” ——শান্তিনিকেতন ১১, ১৯

” আমি রূপে তোমায় ভোলাব না , ভালোবাসায় ভোলাব । / আমি হাত দিয়ে দ্বার খুলব না গো , গান দিয়ে দ্বার খোলাব / ভরাব না ভূষণভারে , সাজাব না ফুলের হারে – / প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব । ”
(প্রেম -৯০)

” মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ , সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব । আশা করব, মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে । আর-একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে । মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপমান মনে করি । ” ——- সভ্যতার সংকট

” যে পাখির ডানা সুন্দর ও কণ্ঠস্বর মধুর তাকে খাঁচায় বন্দী করে মানুষ গর্ব অনুভব করে; তার সৌন্দর্য সমস্ত অরণ্যভূমির , এ কথা সম্পত্তিলোলুপরা ভুলে যায় । মেয়েদের হৃদয়মাধুর্য ও সেবানৈপুণ্যকে পুরুষ সুদীর্ঘকাল আপন ব্যক্তিগত অধিকারের মধ্যে কড়া পাহারায় বেড়া দিয়ে রেখেছে। মেয়েদের নিজের স্বভাবেই বাঁধন-মানা প্রবণতা আছে , সেইজন্যে এটা সর্বত্রই এত সহজ হয়েছে । ” ——– নারী-২

” শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী—
পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারি
আপন অন্তর হতে বসি কবিগণ
সোনার উপমাসূত্রে বুনিছে বসন ।
সঁপিয়া তোমার ’পরে নূতন মহিমা
অমর করিছে শিল্পী তোমার প্রতিমা । ” —– মানসী

২০০ টি সেরা ইসলামিক উক্তি

” প্রেম শান্তিরূপেও আসবে অশান্তিরূপেও আসবে, সুখ হয়েও আসবে দুঃখ হয়েও আসবে–সে যে-কোনো বেশেই আসুক তার মুখের দিকে চেয়ে যেন বলতে পারি তোমাকে চিনেছি , বন্ধু তোমাকে চিনেছি । ” ——- শান্তিনিকেতন -১

” রমণীর প্রেমের মধ্যে পরিতৃপ্তি আছে , বিশ্বাস আছে , নিষ্ঠা আছে , কিন্তু পুরুষের প্রেমের মধ্যে যে একটি চির অতৃপ্তিপূর্ণ অনির্বচনীয় সুখ আছে তাহা বোধ করি খুব অল্প রমণী উপভোগ করিয়াছে । ” — স্ত্রী ও পুরুষের প্রেমে বিশেষত্ব

” স্ত্রী-পুরুষগত প্রেমের ন্যায় প্রবল শক্তি আর কিছু আছে কি না সন্দেহ । এই শক্তি ষোলো আনা মাত্রায় সমাজের কাজে লাগাইলে মানবসভ্যতা অনেকটা বল পায়। এই শক্তি হইতে বঞ্চিত করিলে সমাজের একটি প্রধান বল অপহরণ করা হয় । ” ——- সমাজে স্ত্রী-পুরুষের প্রেমের প্রভাব ।

” ভালোবাসা অর্থে আত্মসমর্পণ করা নহে , ভালোবাসা অর্থে ভাল বাসা , অর্থাৎ অন্যকে ভালো বাসস্থান দেওয়া, অন্যকে মনের সর্ব্বাপেক্ষা ভালো জায়গায় স্থাপন করা । ” ——মনের বাগানবাড়ি -২

” মানুষের দেবতা মানুষের মনের মানুষ , জ্ঞানে কর্মে ভাবে যে পরিমাণে সত্য হই সেই পরিমাণেই সেই মনের মানুষকে পাই –অন্তরে বিকার ঘটলে সেই আমার আপন মনের মানুষকে মনের মধ্যে দেখতে পাই নে । মানুষের যত-কিছু দুর্গতি আছে সেই আপন মনের মানুষকে হারিয়ে, তাকে বাইরের উপকরণে খুঁজতে গিয়ে , অর্থাৎ আপনাকেই পর করে দিয়েছে । ” ——- মানুষের ধর্ম ১/১১

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন-bdinfo71 (1)

সামাজিক বিষয়ে সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বানী (Rabindranath Tagore Thoughts on Society) | রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি

স্বার্থ জিনিসটা যে কেবল নিজে ক্ষুদ্র তা নয়, যার প্রতি সে হস্তক্ষেপ করে তাকেও ক্ষুদ্র করে তোলে (Bangla Bani of Rabindranath)।

সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,/ রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।

দেশ কেবল ভৌগলিক নয়, দেশ মানসিক।

তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানো রাজনীতির নৈপুণ্য।

যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করে না (Rabindranath Tagore Thoughts)।

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন-bdinfo71 (1)

জীবনদর্শন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি (Rabindranath Tagore Quotes on Life) | দুঃখ নিয়ে রবীন্দ্রনাথের উক্তি

সুশিক্ষার লক্ষণ এই যে, তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তিদান করে (রবীন্দ্রনাথ ঠাকুরের বানী)।

যে শিক্ষা স্বজাতির নানা লোকের নানা চেষ্টার দ্বারা নানা ভাবে চালিত হইতেছে তাহাকেই জাতীয় বলিতে পারি। স্বজাতীয়ের শাসনেই হউক আর বিজাতীয়ের শাসনে হউক, যখন কোনো একটা বিশেষ শিক্ষাবিধি সমস্ত দেশকে একটা কোনো ধ্রুব আদর্শে বাঁধিয়া ফেলিতে চায় (Bangla Bani of Rabindranath) তখন তাহা জাতীয় বলিতে পারি না—তাহা সাম্প্রদায়িক, অতএব জাতির পক্ষে তাহা সাংঘাতিক।

শিশুবয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ংকর ভার আর কিছুই নাই; তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি।

প্রকৃতি নিয়ে উক্তি বা বাণী সমূহ ২০২২

কৃতকার্য হবার মতো শিক্ষা যাদের নেই, যারা কেবলমাত্র দৈবক্রমেই কৃতকার্য হয়ে ওঠে, তাদের সেই কৃতকার্যতাটা একটা বিষম বালাই।

বিদ্যা যে দেবে এবং বিদ্যা যে নেবে তাদের উভয়ের মাঝখানে যে সেতু সেই সেতুটি হচ্ছে ভক্তিস্নেহের সম্বন্ধ (Rabindranath Tagore Quotes on Life)। সেই আত্মীয়তার সম্বন্ধ না থেকে যদি কেবল শুষ্ক কর্তব্য বা ব্যবসায়ের সম্বন্ধই থাকে তা হলে যারা পায় তারা হতভাগ্য, যারা দেয় তারাও হতভাগ্য।

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন-bdinfo71 (1)

দেশ-কাল সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি (Bangla Bani of Rabindranath Tagore) | রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী শিক্ষা

বল বল বল সবে, শত বীণা-বেনু রবে; ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে

হাল ছাড়ব না, কিন্তু কোন দিক বাগে হাল চালাতে হবে সেটা যদি না ভাবি ও বুদ্ধিসংগত তার একটা জবাব না দিই তবে, মুখে যতই আস্ফালন করি, ভাষান্তরে তাকেই বলে হাল ছেড়ে দেওয়া।

অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়—পরের দেশের ভালোটা তো শিখিতে পারিই না, নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায়।

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,/ ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।/ নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;/ কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।

ধর্মের বেশে মোহ যারে এসে ধরে/ অন্ধ সে জন মারে আর শুধু মরে।

কাঁচা আমের রসটা অম্লরস— কাঁচা সমালোচনাও গালিগালাজ। অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দিবার ক্ষমতাটা খুব তীক্ষ্ণ হইয়া উঠে।

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন-bdinfo71 (1)

ইসলামিক স্ট্যাটাস পিকচার, স্ট্যাটাস বাংলা,উক্তি ২০২২

এসেছি আমি, আমি সেথাকার, দরিদ্র সন্তান আমি দীন ধরণীর। জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখভার বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির। অসীম ঐশ্বর্যরাশি নাই তোর হাতে, হে শ্যামলা সর্বসহা জননী মৃন্ময়ী (Bangla Quotes Of Rabindranath Tagore)। সকলের মুখে অন্ন চাহিস জোগাতে, পারিস নে কত বার — ‘কই অন্ন কই ‘ কাঁদে তোর সন্তানেরা ম্লান শুষ্ক মুখ। জানি মা গো , তোর হাতে অসম্পূর্ণ সুখ

ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা

প্রত্যেক দেশের যুবকদের উপর ভার রয়েছে সংসারের সত্যকে নূতন করে যাচাই করে নেওয়া, সংসারকে নূতন পথে বহন করে নিয়ে যাওয়া, অসত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। প্রবীণ ও বিজ্ঞ যাঁরা তাঁরা সত্যের নিত্যনবীন বিকাশের অনুকূলতা করতে ভয় পান, কিন্তু যুবকদের প্রতি ভার আছে তারা সত্যকে পরখ করে নেবে।

এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি – রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন-bdinfo71 (1)

বন্ধুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি (Rabindranath Tagore Quotes on Friendship) | ছোটগল্প সম্পর্কে রবীন্দ্রনাথের উক্তি

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি (রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু নিয়ে উক্তি)। বাহিরপানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাইনি…

আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব (Rabindranath Tagore Quotes In Bengali)।

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার! না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে…

গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ

আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন-bdinfo71 (1)

বিখ্যাত ব্যক্তিদের উক্তি (১০০০+) বাংলা যা আপনাকে সবসময় অনুপ্রেরণা যোগাবে

মানুষ পণ করে, পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িয়া বাঁচিবার জন্য

মোর জীবনের গোপন বিজন ঘরে, একেলা রয়েছ নীরব শয়ন ‘পরে; প্রিয়তম হে, জাগো জাগো জাগো

ধীরে বন্ধু, ধীরে ধীরে চলো তোমার বিজনমন্দিরে। জানি নে পথ, নাই যে আলো, ভিতর-বাহির কালোয় কালো; তোমার চরণশব্দ বরণ করেছি আজ এই অরণ্যগভীরে

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে, সে তো আজকে নয় সে আজকে নয় (রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু নিয়ে উক্তি)। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে— সে তো আজকে নয় সে আজকে নয় (Bangla Quotes Of Rabindranath Tagore)।

শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন-bdinfo71 (1)

 রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি (Famous Quotes of Rabindranath Tagore In Bengali) | রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত প্রেমের কবিতা

পৃথিবীতে সকলের চেয়ে বড় জিনিস আমরা যাহা কিছু পাই তাহা বিনামূল্যে পাইয়া থাকি, তাহার জন্য দরদস্তুর করিতে হয় না। মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড় তাজা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারিনা।

ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তা হলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায় (Famous Quotes of Rabindranath Tagore In Bengali)।

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।

কেবলমাত্র সামনে দাঁড়িয়ে থাকলে বা জলের দিকে তাকিয়ে থাকলে সমুদ্র পার হওয়া সম্ভব নয় (Rabindranath Thakur Bani)।

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন-bdinfo71 (1)

আবেগি ফেসবুক স্ট্যাটাস | কষ্টের স্ট্যাটাস ফেসবুক (১০০০+)

মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।

মানুষের মধ্যে দ্বিজত্ব আছে; মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে (রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি)…মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে।

যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে।

সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন (রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি)।

সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে (Famous Quotes of Rabindranath Tagore In Bengali)।

অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা আর হয় না।

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন-bdinfo71 (1)

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা কিছু ভালোবাসার উক্তি (Rabindranath Tagore Love Quotes In Bengali) | rabindranath tagore poems in bengali

সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কামরিচের মতো (রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার উক্তি)।

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মরো, সে কি আছে ভুবনে? সে তো রয়েছে মনে।

লোকে ভুলে যায়, দাম্পত্যটা একটা আর্ট (Rabindranath Tagore Love Quotes In Bengali), প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।

ভালোবাসা হল একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়। এটি হল একটি চিরন্তন সত্য জা জেই হৃদয়ে সৃষ্টি হয়, সেই হৃদয়ে থাকে।

বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়, তব প্রেম লাগি দিবানিশি জাগি ব্যাকুলহৃদয়।

আজকাল সবাই যেটাকে ভালবাসা বলে সেটা একটা স্নায়ুর ব্যামো – হঠাৎ চিড়িক মেরে আসে, তারপর ছেড়ে যেতেও তোর সয় না

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয়মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না

ক্ষমাই যদি করতে না পার তবে তাকে ভালবাস কেন?

প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না (Rabindranath Tagore Love Quotes In Bengali)।

আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় – একটি হচ্ছে জ্যান, অন্যটি হচ্ছে প্রেম

সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ।

ভালোবাসা হল একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়। এটি হল একটি চিরন্তন সত্য জা জেই হৃদয়ে সৃষ্টি হয়, সেই হৃদয়ে থাকে।

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা (২০০) উক্তি,বাণী,কবিতা ও ফেসবুক স্ট্যাটাস দেখে নিন-bdinfo71 (1)

তবু মনে রেখো। যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেমজালে।

পৃথিবীর সবচেয়ে বড় দুরত্ব কোনটি জানো? না (Rabindranath Tagore Love Quotes In Bengali), জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উত্তরটা সঠিক নয়। সচেয়ে বড় দুরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।

ভাবছি তোমাকে পাওয়া হয়ে গেলে কি হত। হয়ত তোমাকে দেখতে দেখতে মনটা ভরে যেত, নীল শাড়িতে একটি নীল পরী আমার চারপাশে ঘুর ঘুর করত, বুকের ভেতর তুমিহীনতার টনটন ব্যাথাটা আর থাকত না।

পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই, প্রথম জীবনে বালিকা যাকে ভালবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময়ে অপ্রকাশিতই থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়।

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন (রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার উক্তি)।

ভালবাসা কথাটা বিবাহ কথার চেয়ে অধিক বেশি জ্যান্ত।

আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি। এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি (Rabindranath Thakur Bani)। বছরের পর বছর, সর্বদা, সব সময়ে।

তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা; কেমন করে কাটে আমার এমন বাদলবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *