বিকাশ

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আচ্ছালামু আলাইকুম। একটা সময় ছিল যখন বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য পায়ে হেঁটে কিংবা গাড়িতে মাইলের পর মাইল পাড়ি দিতে হতো। তবুও শান্তিতে বিল পরিশোধ করা যেতো না। কারণ, বিল পরিশোধ করার জন্য অনেক লোকের সমাগম দেখা দিতো।

কিন্তু আগের দিন তো নেই ভাই, দিন এসেছে এখন বদলাবার। উন্নত দেশ গুলোর সাথে তালে তাল মিলিয়ে দেশ এখন এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। বিদ্যুৎ বিল পরিশোধ কেন্দ্রে এখন আর সিরিয়াল দিতে হয় না। নিমিষেই পরিশোধ করতে পারেন বিদ্যুৎ বিল।

ই সেবার মাধ্যমে এখন বিদ্যুৎ বিল গ্রহণ করা হচ্ছে। কয়েকটি উপায় অবলম্বন করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তার মধ্যে অন্যতম উপায় এবং সহজে বিদুৎ বিল পরিশোধ করা যায় বিকাশের মাধ্যমে। তাই আপনারা লাইনে সিরিয়াল না দিয়ে, হাতে থাকা ফোনটির মাধ্যমে খুব দ্রুতই বিল পরিশোধ করুন এখনেই।

আপনারা যারা আর্টিকেলের শিরোনাম দেখে ওয়েবসাইটটি শো করছেন। তারা নিশ্চয়ই জানতে চান কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। তাহলে আপানাকে আমার এই আর্টিকেলে স্বাগতম। আর হ্যাঁ, পুরো আর্টিকেলটি স্টেপ বা স্টেপ পড়বেন। তাহলে আপনি নিজেই বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন কিভাবে?

বিকাশ একটি জনপ্রিয় ব্যাংকিং সেবা,যার মাধ্যমে খুব সহজে এবং নিরাপদে টাকা রাখা কিংবা উত্তোলন করা যায়। বিকাশ আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে দেওয়ার জন্য বিকাশ নতুন নতুন উদ্যেগ গ্রহণ করছে। তার মধ্যে বিদ্যুৎ বিল এখন বিকাশের মাধ্যমে পরিশোধ করা যায়।

এখন আপনারা “Pay Bill” সার্ভিসের মাধ্যমে বিদ্যুৎ বিল ঘরে বসে পরিশোধ করতে পারবেন।

বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম নিম্নে চিত্র সহ উপস্থাপন করা হলোঃ

১. আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে *২৪৭# ডায়াল করুন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
২. পরবর্তী একটি ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে 5 নাম্বারে Pay Bill অপশন দেখতে পারবেন। আপনি ডায়াল প্যাডে 5 লিখে সেন্ড করুন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
৩. এই পর্যায়ে Electricity সিলেক্ট করতে 1 চাপুন এবং সেন্ড করে দিন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
৪. এই ম্যানুতে PLLI BIDYUT সিলেক্ট করতে 1 চাপুন এবং সেন্ড করে দিন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
৫. এই পর্যায়ে আপনি “Make Payment” সিলেক্ট করতে 2 চাপুন এবং সেন্ড করে দিন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
৬. এই ম্যানুতে “Input Bill A/C number” সিলেক্ট করতে 1 চাপুন এবং সেন্ড করে দিন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
৭. আপনাকে এসএমএসের মাধ্যমে পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটা একাউন্ট নাম্বার প্রদান করা হবে। তা উক্ত মেন্যুতে প্রদান করতে হবে।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
৮. পল্লী বিদ্যুৎ বিলের মাস এবং বছর উল্লেখ করুন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
৯. পল্লী বিদ্যুৎ বিলের কাগজে কিংবা যে এসএমএসটি আপনাকে প্রদান করা হয়েছে। সেখানে কতো টাকা উল্লেখ আছে তা “Enter Amount” এ বসিয়ে দিন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
১০. আপনি যে তথ্য গুলো এতোক্ষন সমায় নিয়ে প্রদান করছেন, তা এই ইন্টারফেসে সামারি দেখতে পারবেন। এখানে যাচাই করতে পারবেন সঠিক তথ্য দেওয়া আছে কিনা? সবকিছু দেখে Pin Number দিয়ে সাবমিট করুন।
আর পিন নাম্বার দিয়ে সাবমিট করলে বিল গ্রহন করা হবে।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
১১. আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করার কার্যক্রম ইতিপূর্বে শেষ হয়ে গেলো। আপনার মোবাইল ফোনে পরপর দুইটা মেসেজ আসবে। প্রথম মেসেজে দেখতে পারবেন Request গ্রহন করা হয়েছে আর দ্বিতীয়ত দেখতে পারবেন বিল পরিশোধ সম্পুর্ন করা হয়েছে এবং মেসেজটিতে দেখতে পারবেন TRX ID। আপনি চাইলে TRX ID তে যে মাসে বিল পরিশোধ করলেন তার তারিখ উল্লেখ করতে পারবেন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
১২. একজন বিকাশ গ্রাহক মাসে সর্বোচ্চ ৫ বার বিল পরিশোধ করার সুযোগ পেয়ে যাবে।

আরোও পরুন

বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়মবালি

বিকাশ পিন রিসেট করার নিয়ম

বিকাশ রিওয়ার্ড কি? আর কেমন করে পাবো?

বিকাশ একাউন্ট খুলুন মাত্র কয়েক মিনিটে।

বিকাশ অভিযোগ সেন্টারের তালিকা এবং হেল্পলাইন নাম্বার

বিল পরিশোধ হয়েছে কিনা তা চেক করার নিয়ম

বিকাশের মাধ্যমে প্রদানকৃত বিদ্যুৎ বিল পরিশোধ হয়েছে কিনা তা বিকাশের মাধ্যমেই চেক করে নিতে পারবেন। এজন্য আপনাকে বিলিং একাউন্ট নাম্বার ও বিদ্যুৎ বিল বিকাশে কতো তারিখে পরিশোধ করছেন। তা আপনারা উল্লেখ করে খুব সহজেই জানতে পারবেন আপনার বিদ্যুৎ বিল পরিশোধ হয়েছে।

বিকাশ কাস্টমার কেয়ার হেল্পলাইন

আপনার প্রয়োজনে বিকাশ কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন নিম্নলিখিত নাম্বার গুলোর মাধ্যমে।
হেল্পলাইন নাম্বার ১৬২৪৭
ক্যাম্পেইন নাম্বার ০২-৫৫৬৬৩০০১
ইমেইল support@bkash.com

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *