সিম

বাংলালিংক এমবি ট্রান্সফার পদ্ধতি ২০২২

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আচ্ছালামু আলাইকুম। বাংলালিংক এমবি ট্রান্সফার পদ্ধতি ২০২২। প্রায়শই দেখা যায় বাংলালিংক সিম ব্যবহারকারীরা কিভাবে নিজের ফোন থেকে অন্যজনের ফোনে এমবি ট্রান্সফার করবে সে বিষয় সম্পর্কে ইন্টারনেট সার্চ দিয়ে থাকে। 

আর আজকে আমার আর্টিকেল জুড়ে আপনাকে জানার চেষ্টা করবো। কিভাবে এমবি ট্রান্সফার করবেন? আর এর জন্য আপনাকে কিছু ফর্মুলা অনুসরন করতে হবে। তাহলে খুব সহজেই আপনি নিজস্ব ফোন থেকে অন্যজনের ফোনে এমবি ট্রান্সফার করতে পারবেন। 

আপানার যদি এমবি ট্রান্সফার সম্পর্কে জানার আগ্রহ থাকে। তাহলে আর্টকেলটি স্কিপ না করে মনোযোগ সহকারে পড়ুন। তাহলে আর অপেক্ষা না করে চলুন শুরু করা যাকঃ- 

বাংলালিংক এমবি ট্রান্সফার পদ্ধতি ২০২২

বর্তমান সমায়ে ইন্টারনেট দুনিয়ার বাইরে লোক খুঁজে পাওয়াটা দুষ্কর। আর তার জন্য প্রয়োজন কিন্তু এমবি। আর এমবি ছাড়া যেনো একটা মূহুর্তও চলে না। আর অনেকে জানে না বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার করা যায় কিনা। আর ভাই এমবি ট্রান্সফার করা যায় তো,আপনার প্রিয়জনকে এমবি দিন আর তার মন জয় করুন। তাহলে আমি এরকম বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো। 

 

বাংলালিংক এমবি ট্রান্সফার পদ্ধতি এবং রিকুয়েষ্ট প্রক্রিয়া 

বাংলালিংক এমবি ট্রান্সফার সিস্টেম 2021

আপনার কাছে থাকা এমবি হঠাৎ করে যদি ফুরিয়ে যায়। তাহলে তো মন খারাপ হাওয়ারই কথা। আরে ভাই, মন খারাপ করবেন কেন? যদি আপনার কাছে বাংলালিংক সিম থাকে। আপনার প্রিয়জনকে রিকুয়েষ্ট করুন সে যদি আপনার রিকুয়েষ্ট একসেপ্ট করে তাহলে তো এমবি পেয়েই যাচ্ছেন। আর এমবি ট্রান্সফার সুযোগটি কিন্তু বাংলালিংক সিমেই পাচ্ছেন।

বাংলালিংক এমবি ট্রান্সফার পদ্ধতিটি দেখুন 

  • বাংলালিংক সিমের এমবি উপহার,অনুরোধ বা স্থানান্তর করতে ডায়াল প্যাডে ডায়াল করুন *৫০০০*৫৫#। 
  • বাংলালিংক সিমের এমবি ট্রান্সফারের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২৪*৫০০#। 

বাংলালিংক এমবি ট্রান্সফারের ইন্টারনেট প্যাকেজের তালিকা ২০২২

ডাটা প্যাকের পরিমান টাকার পরিমান মেয়াদকাল
২ জিবি ৩৫০ টাকা এক মাস
১ জিবি ২১০ টাকা এক মাস
৩০০ এমবি ৯৯ টাকা এক মাস
১৬০ এমবি ৩০ টাকা এক সপ্তাহ
১০০ এমবি ২০ টাকা এক সপ্তাহ
৬০ এমবি ১৫ টাকা তিন দিন
৪৫ এমবি ১০ টাকা এক দিন

আরোও পড়ুন

বাংলালিংক সিম থেকে এমবি ট্রান্সফারের কিছু শর্ত

  1. প্রতিদিন একটি নাম্বারের মাধ্যমে এমবি ট্রান্সফার করতে পারেন।
  2. উপরোক্ত নির্বাচিত ইন্টারনেট প্যাকগুলো কেবল ট্রান্সফার করতে পারেন।
  3. বোনাস ডাটাগুলো ট্রান্সফার করতে পারবেন না।
  4. আপনি নিজের ইন্টারনেট প্যাকগুলোতে পুনরায় ইন্টারনেট প্যাক ট্রান্সফার করতে পারবেন না।
  5. সামাজিক যোগাযোগ মাধ্যমে( ফেসবুক, হোয়াট অ্যাপস, ভাইবারু,ইত্যাদি) ইন্টারনেট প্যাকগুলো ট্রান্সফার করতে পারবেন না।

শেষ কথা 

সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য।  আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটুও উপকৃত হন, তাহলে আমি নিজকে ধন্য মনে করবো। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয়ে আর্টিকেল লেখার। তাই আপনারা যারা আপডেট কোনো বিষয় সম্পর্কে জানতে চান তারা প্রতিনিয়ত আমার সাইটে ভিজিট করতে পারেন।  আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো সে বিষয় নিয়ে আর্টিকেল লেখার।  এই আশা ব্যক্ত করে আবারো সালাম দিয়ে শেষ করছি আচ্ছালামু আলাইকুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *