দিবস

১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা । ভালোবাসা দিবস ২০২৩

১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা । ভালোবাসা দিবস ২০২৩ এই বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। পুরো বিশ্বব্যাপী এই দিনটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে। আর এই দিনে তাদের প্রিয়জনকে বিভিন্ন ধরনের গিফট কিংবা ভালোবাসার কুশল বিনিময় করে। বর্তমান সময়ে পহেলা ফাল্গুনের মতো ভালোবাসা দিবসে বাঙ্গালীদের একটি ঐতিহ্য হয়ে গেছে। আর তারই পরিপ্রেক্ষিতে ১৪ ই ফেব্রুয়ারি valentines day অর্থাৎ ভালোবাসা দিবস পালন করে থাকে।

যারা ভালোবাসা দিবসকে সামনে রেখে তাদের প্রিয়জনকেই বিভিন্ন প্রকার গিফট প্রদান করতে চায়। মূলত তাদের জন্য ১৪ ফেব্রুয়ারি একটি আনন্দের বিষয় দাঁড়িয়েছে। আর এই ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন ব্যক্তিগণ রয়েছে যারা নতুন সঙ্গীকে নতুন আকারে ভালোবাসার কথা বলতে চায়। তাদের মনের ভেতরে থাকা তিল তিল করে ভালবাসার কথাগুলো জমে রাখা 14 ফেব্রুয়ারি দিন তা প্রকাশ করতে চায়। আর এই ১৪ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ইউনিভার্সিটির সহ বিভিন্ন পর্যটন এলাকা গুলোতে মানুষজনের উপচে পড়া ভিড় দেখা যায়।

সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আর এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি প্রিয় ব্যক্তির সাথে ছবি শেয়ার করে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসার কবিতা গুলো ক্যাপশন আকারে পোস্ট করে। আর তাই আপনারা যারা ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসার কবিতা গুলো সম্পর্কে জানতে চেয়েছেন। তারা আমাদের পোস্ট থেকে ১৪ ফেব্রুয়ারি ভালবাসার কবিতা গুলো কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন।

আপনি নিশ্চয়ই ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করবেন। কিন্তু আপনি জানেন কি এই ভালোবাসা দিবসের পূর্ব ইতিহাস সম্পর্কে? আর যদি জানা না থাকে তাহলে এই দিবসের ইতিহাস গাথা সেই কথা জেনে নিন।

ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইনস ডে সংক্ষেপে ভ্যালেন্টাইন্স ডে নাম নামে পরিচিত একটি বার্ষিক উৎসবের দিন ১৪ই ফেব্রুয়ারি প্রেম এবং অনুরাগের মধ্যে উদযাপিত হয়ে থাকে। আর এই দিনে মানুষ তার প্রিয়জনকে অর্থাৎ ভালবাসার মানুষকে ফুল, চিঠি, কার্ড, গহনা ইত্যাদি উপহার গুলো দিয়ে উইশ করে।

ইতিহাস সম্পর্কে যদি বলতে চাই তাহলে যেতে হবে ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। আর যিনি ধর্মপ্রচার অভিযোগ তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করে। আর তখন মূলত রোমান সাম্রাজে খ্রিস্টান ধর্ম প্রচার সম্পন্ন নিষিদ্ধ ছিল।

তিনি বন্দি অবস্থায় জৈনিক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। আর এতে করে সেন্ট ভ্যালেন্টাইনার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড আদেশ দেন। আর সেই দিনে মূলত 14 ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউ ও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইনস স্মরণে 14 ফেব্রুয়ারিকে আনুষ্ঠানিকভাবে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেন।

খ্রিস্টান জগতে পাদ্রী সাধু সন্তানদের স্মরণ ও কর্মের জন্য এ ধরনের অনেক দিবস রয়েছে যেমন: যেমন: ২৩ এপ্রিল – সেন্ট জজ ডে, ১১ নভেম্বর -সেন্ট মার্টিন ডে, ২৪ আগস্ট – সেন্ট বার্থোলোমিজম ডে, ১ নভেম্বর – আল সেইন্টম ডে, ৩০ নভেম্বর – সেন্ট এন্ড্রু ডে, ১৭ মার্চ – সেন্ট পযাট্রিক ডে।পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব, ধর্মোৎসব সবক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য। তাই গির্জা অভ্যন্তরে ও মদ্যপানে তারা কসুর করে না।

১৪ ফেব্রুয়ারি নিয়ে ফানি পোস্ট | 14 ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা, উক্তি, স্ট্যাটাস, বাণী ও ক্যাপশন-২০২৩

খ্রিস্টীয় এই ভ্যালেন্টাইন্স দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেন্টাইন উৎসব সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ইংল্যান্ডে ক্ষমতাসীন উৎসব পিউরিটানারা একসময় প্রশাসনিকভাবে এদিবস উদযাপন করা থেকে সম্পূর্ণ বিরত রাখে। এছাড়া হাঙ্গেরি, জার্মানি ও অস্ট্রিয়াতে বিভিন্ন সময়ে দিবস প্রত্যাখ্যান করে। বর্তমান কালে পাশ্চাত্যে এই উৎসব অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি মহাসমাহারোতে উদযাপন করা হয়।

১৪ ফেব্রুয়ারি নিয়ে কিছু উক্তি ২০২৩ । ১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা । ভালোবাসা দিবস ২০২৩

প্রেম হল অগ্নির মত যার শুরু আগুন দিয়ে শেষ পরিণতি ছাইয়েতে। – বানার্ড’শ।

প্রেমের আনন্দ থাকে শুধু সল্পক্ষন প্রমেরব্যাদনা থাকে সমস্ত জীবন – রবীন্দ্রনাথ

ভালবাসা একটি সাময়িক সমাধি – প্লেটো

ভালবাসা তালাবদ্ধ হৃদয়ের দরজা মূহুর্তে খুলে দেয়। – টমাস।

ভালবাসার জন্য যার পতন হয়, বিধাতারকাছে সে আকাশের উজ্জল তারার মত উজ্জল ।- বেন জনসন

১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা । ভালোবাসা দিবস ২০২৩-bdinfo71.com

১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা । ভালোবাসা দিবস ২০২৩-bdinfo71.com

ভালোবাসতে মন লাগে কবিতা । ১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা । ভালোবাসা দিবস ২০২৩

 

আহবান

আবু তালিব নিশাদ –

কান দিয়ে নই, অন্তর দিয়ে শুন তুমি অধীর আগ্রহ নিয়ে, বলছি তোমায় বোনগো আমার! বের হয়োনা ঘর থেকে আর, ফেব্রুয়ারীর ‘চৌদ্দ’ হলে, যদিও দারুণ অফার মিলে । হচ্ছে যা সব এমন দিনে, দেখেও তোমার হয়না ঘৃণে? ফেব্রুয়ারীর ‘পনের’ যবে, পত্রিকাতে চোখ বুলাবে দেখবে কত সম্ভ্রমহানী, ভালোবাসার এটাই মানি? বিশ্ব ভালোবাসা এটাই নাকি, সবার চোখকে দিচ্ছে ফাঁকি । তাইতো শুন, বলছি আমি, বোন! তোমার জীবন অনেক দামি আজ,সমাজটাকে পাল্টে দিতে তুমিও পারো শপথ নিতে ।

১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা । ভালোবাসা দিবস ২০২৩-bdinfo71.com

১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা । ভালোবাসা দিবস ২০২৩-bdinfo71.com

মানব প্রেমের কবিতা। ১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা । ভালোবাসা দিবস ২০২৩

মানব প্রেমের দুয়ার খুলে

– মোঃ আমিনুল এহছান মোল্লা

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান মুসলিম -এ কোন রঙ্গে ?

আপনার স্বার্থে রাজনৈতিক বানী যে যার ডঙ্গে ।

চারিদিকে ঐ দাউ দাউ আর ভাঙ্গচুর বঙ্গে।

কেউ নেই সেই আজিকায় এসে মানবতার সঙ্গে ।

সাম্যের ধ্বনি নবীর বাণী আজিকায় যেন ছায়া

সে আর নেই ভুলে গেছে তা স্বার্খের বিভেদ নিয়া

হুজুগের নায়ে উড়ায়ে নিশান বাংলার রণ তরী

লঘিষ্ঠ গড়িষ্ঠের অগ্নি শিখা ঐ ছুটেছে পুড়ি ।

কেবা মুসলিম কেবা হিন্দু কেবা অন্য দলে

যে যার ধর্ম্ পালন ভ্রতে জেগেছে কালে কালে

রক্ত স্রোতে হয়নি রেখা বিধির বিধান পালে

ধবংস লীলার উর্ধ্বে তাহা মানব প্রেমের কোলে

গুজব গুজব ভ্রান্ত চিত্র ফেইস বুক পাতায় এসে

বৈরী হাওয়া উত্তাল গাঙ্গ নিচ্ছে তরী ভেসে

ধর্মীয় মূল্যবোধ আজ হারিয়ে প্রেম ধসে

উসকানি জঙ্গীবাদ যত তত্র মিশে

স্বার্থন্বেষী কতক মহল নিজের মত কষে।

আয় ফিরে আয় গড়িষ্ঠ ঐ লঘিষ্ঠ আপন করে

ওরাই মানব তোমার মত সোনার বাংলায় উড়ে

রক্ষা কর জান মাল নবীর শিক্ষা ধরে

মানব প্রেমের দুয়ার খুলে যাওরে তুমি দৌড়ে ।

১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা । ভালোবাসা দিবস ২০২৩-bdinfo71.com

১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা । ভালোবাসা দিবস ২০২৩-bdinfo71.com

মন নিয়ে কবিতা । ১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা । ভালোবাসা দিবস ২০২৩

 

মন হতে চায়

– মুহাম্মদ সাখাওয়াৎ আলম চৌধুরী

ইচ্ছে করে মেঘ হই,

উড়ে যায় তোমার পাণে।

মন যে কিছুই মানে না,

ছুটে যেতে চায় তোমার টানে।

 

হতাম যদি পুষ্প,

ভরিয়ে দিতাম সুরভীতে তোমার অঙ্গ।

ইচ্ছে করে হই আকাশ,

দুনিয়া জুড়ে আমার আবাস।

সেই আবাসে তোমায় নিয়ে,

থাকবো বার মাস।

মন যে হতে চায় সবুজ কানন,

সেই কাননে ছুটবো মোরা সারাটিক্ষণ।

ইচ্ছে করে ছুটে যায়,

ঐ দূর পাহাড়ের চূড়ায়।

বাধি ঘর সেথায়,

দেখি এই ধরণী যেদিকে দু চোখ যায়।

মন যে চায় যেতে সাগর নীলে,

কাটাব সাঁতার দু জন মিলে।

ইচ্ছে করে ভিজি বর্ষায়,

যদি পাই তোমার সায়।

মন যে চায় গাইতে গান,

ভরিয়ে দিতে তোমার প্রাণ।

মন যে কিছুই মানে না,

দেখতে চায় শুধু ঐ মুখখানা।

হতাম যদি ঐ দূর ঝর্ণা,

তোমায় নিয়ে দিতাম হানা।

হতাম যদি নদী,

তোমার পাণে বয়ে যেতাম নিরবধি।

ইচ্ছে করে হই ডিঙি,

তোমায় নিয়ে সারাটি দিন ঘুরি।

হতাম যদি বৃহ্ম,

তোমার প্রতীক্ষায় থাকতাম সুদীর্ঘ।

মন হতে চায় দহ্মিনা হাওয়া,

দুলিয়ে দেই তোমায় সারাবেলা।

ইচ্ছে করে হই সুখ,

মুছে দিয়ে যায় তোমার সব দুঃখ।

ইচ্ছে করে অনেক কিছুই,

হতে পারি না কিছুই।

মন হতে চায় সবকিছু,

নিতে তোমার পিছু।

হতাম যদি তোমার মন,

পেতাম তোমায় আরোও আপন।

বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা,
ভালবাসা দিবসের শুভেচ্ছা বার্তা,
love বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা,
wishes happy valentines day,
happy valentine day 2023,
propose day,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *