ক্রিকেট

কলকাতা নাইট রাইডার্স [KKR] প্লেয়ার লিস্ট 2021 এবং আইপিএল নিলাম 2021

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)  বিশ্বের  ঘরোয়া ক্রিকেটের অন্যতম একটি সেরা আসর। প্রতি বছরের ন্যায় এবারও খেলোয়াড়দের  মিনি নিলাম গত 18- 2- 2021 তারিখে সম্পন্ন হয়েছে। এ বছরে মোট আটটি দল খেলবে তারমধ্যে 292 জন খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়েছে।

তালিকা উল্লেখিত প্লেয়ারের 164 জন ভারতীয় আর বাকি 125 জন বিবিদেশি ক্রিকেটার ভাড়া করে নেওয়া হয়। কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ KKR  আর শাহরুখ খানের দল সবসময় শীর্ষস্থানে থাকতে চায়। তাই এর ধারাবাহিকতায় 2021 সালের আইপিএল নিলামে KKR সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। 

কোলকাতা নাইট রাইডার্স টিম শীর্ষ দলগুলির মধ্যে একটি যার নামে দুইটি আইপিএল ট্রফি রয়েছে। ২০১২ সাল এবং ২০১৪ সালে সংস্করণে তাদের নিজস্ব আইপিএল রয়েছে। গত বছর আইপিএল ২০২০, প্লে -অফে ব্যর্থ হওয়ায় তারা পঞ্চম স্থানে অবস্থান করছিল। 

কলকাতা নাইট রাইডার্স [KKR] প্লেয়ার লিস্ট 2021-bdinfo71,com

আইপিএল কলকাতা নাইট রাইডার্স | কলকাতা নাইট রাইডার্স [KKR] প্লেয়ার লিস্ট 2021 এবং আইপিএল নিলাম 2021

আইপিএল খেলায় মোট আটটি টিমের মধ্যে কলকাতা নাইট রাইডার্স প্রতিবছরই ভালো পয়েন্ট নিয়ে ভালো পারফর্মেন্স দেখার চেষ্টা করে। তাই আপনি যদি একজন নাইট রাইটস এর ভক্ত হয়ে থাকেন। তাহলে এর প্লেয়ার সম্পর্কে আপনার জানাটা অত্যন্ত আবশ্যক। তাই এক নজরে এর প্লেয়ার গুলোর নাম দেখে আসতে পারেন।

IPL এ কলকাতা নাইট রাইডার্স  এর  বাছাইকৃত ক্রিকেটারদের তালিকা 2021 | কলকাতা নাইট রাইডার্স [KKR] প্লেয়ার লিস্ট 2021 এবং আইপিএল নিলাম 2021

নিচে আমরা চেষ্টা করছি কলকাতা নাইট রাইটস এর খেলোয়ারদের তালিকা সরবরাহ করতে। এখানে দেশি এবং বিদেশি খেলোয়াড়দের নাম সংযুক্ত করা হয়েছে।  তাই আপনি যদি কলকাতা নাইট রাইডার্স এর একজন ভক্ত হয়ে থাকেন। তাহলে প্রিয় দলের খেলোয়াড়দের নাম না জানাটা কেমন হয়ে যায় তাই জেনে নিন।

KKR খেলোয়ারদের তালিকা:

  • ইয়ন মরগান
  • দীনেশ কার্তিক
  • নীতীশ রানা
  • শুভমান গিল
  • রিঙ্কু সিং
  • রাহুল ত্রিপাঠি
  • কমলেশ নাগরকোটি
  • কুলদীপ যাদব
  • লকি ফার্গুসন
  • প্যাট কমিনস
  • প্রসিদ্ধ কৃষ্ণ
  • সন্দীপ ওয়ারিয়র
  • শিবম মাভি
  • বরুণ চক্রবর্তী
  • অন্রেদ রাসেল
  • সুনীল নরাইন
  • টিম সিফের্ট
  • সাকিব আল হাসান
  • করুণ নায়ার
  • হরভজন সিং
  • শেল্ডন জ্যাকসন
  • পবন নেগি
  • ভেঙ্কটেশ আইয়ার এবং
  • বৈভব অরোরা

দ্রুত পড়ুন

আইপিএলের নিলাম তালিকা 2021 | কলকাতা নাইট রাইডার্স [KKR] প্লেয়ার লিস্ট 2021 এবং আইপিএল নিলাম 2021

গত ১৮-০২-২০২১ তারিখে রোজ বৃহস্পতিবার পৃথিবীর অন্যতম সেরা আসর আইপিএলের নিলামে বিদেশি ক্রিকেটার আকাশচুম্বী চাহিদা সকলের নজর কেড়ে নিয়েছে। বিভিন্ন দেশ থেকে আসা ক্রিকেট প্লেয়ার আটটি টিমের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন ভাবে রয়েছে। 

তাই আপনারা একনজরে দেখে নিন কোন প্লেয়ারের কত দাম

  •  ২০ লাখ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর
  • ৭৫ লাখ টাকায় বেন কাটিংকে দলে নিল KKR
  • করুণ নায়ারকে ৫০ লাখ টাকায় দলে নিল KKR
  • মুজিব উর রহমানকে দেড় কোটি টাকায় দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ
  • ২০ লাখ টাকায় সি হরি নিশান্তকে দলে নিল চেন্নাই সুপার কিংস
  • হরভজনকে সিংকে ২ কোটি টাকায় দলে নিল KKR
  •  স্যাম বিলিংসে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস
  • ২ কোটি টাকার বিনিময়ে কেদার যাদবকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ
  • ২০ লাখ টাকায় CSK-তে কে ভগৎ ভার্মা
  • ২০ লাখ টাকার বিনিময়ে সৌরভ কুমারকে দলে নিল পঞ্জাব কিংস
  • মার্কো জ্যানসেন ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স
  • যুদ্ধবীর চরককে ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স
  • জর্জ লিন্ডে ও চৈতন্য বিষ্ণোই আনসোল্ড
  • ক্রিস গ্রিন ও ইসুরু উদানা আনসোল্ড
  • ৫০ লাখ টাকায় জেমস নিশম মুম্বই ইন্ডিয়ান্সে
  • স্কট কুগলেইজন আনসোল্ড
  • পেসার কুলদীপ যাদবকে ২০ লাখ টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস
  • এম হরিশঙ্কর ২০ লাখ টাকার বিনিময়ে চেন্নাই সুপার কিংসে
  • জশ ইংলিশ ও সিমরজিৎ সিং আনসোল্ড
  • সুহাস প্রভুদেশাই ও কে এস ভারতকে ২০ লাখ টাকায় দলে নিল RCB
  • বেন ম্যাকডারমট, ম্যাথু ওয়েড, শন অ্য়াবট, সিদ্ধেশ ল্যাড, প্রেরক মানকড় আনসোল্ড
  • ৭৫ লাখে রাজস্থান রয়্যালসে লিয়াম লিভিংস্টোন
  • ৪.৮ কোটি টাকায় RCB-তে ড্যানিয়েল ক্রিশ্চিয়ান
  • ৭৫ লাখ টাকার বিনিময়ে পঞ্জাব কিংসে ফ্যাবিয়ান অ্যালেন
  • ২০ লাখে KKR-এ বৈভব আরোরা কে এল সৃজিত আনসোল্ড
  •  উৎকর্ষ সিংকে ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিল পঞ্জাব কিংস করণ শর্মা আনসোল্ড
  • ৩০ লাখ টাকায় পঞ্জাব কিংসে জলজ সাক্সেনা
  • ৪.২ কোটি টাকায় পঞ্জাব কিংসে মইসেস হেনরিকস
  •  ৫.২৫ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে টম কুরান
  • বেন কাটিং আনসোল্ড  ১৫ কোটি টাকার বিনিময়ে কাইল
  • মার্টিন গাপ্টিল ও পবন নেগি আনসোল্ড ৫০ লাখ টাকায় চেন্নাই সুপার কিংসে চেতশ্বর পূজারা
  • ডেভন কনওয়ে, ড্য়ারেন ব্র্যাভো ও রাসি ভ্যান ডার ডুসেন আনসোল্ড
  • রোভম্যান পাওয়েল, শন মার্শ ও কোরে অ্যান্ডারসন আনসোল্ড
  • কে সি কারিয়াপ্পাকে ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিল রাজস্থান রয়্যালস
  • ৩০ লাখ টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দরাবাদে জে সুচিত
  • ২০ লাখের বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে এম সিদ্ধার্থ
  •  ৮ কোটি টাকায় পঞ্জাব কিংসে রাইলি মেরিডিথ
  • লুকম্যান মেরিওয়ালাকে ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস
  • ২০ লাখ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে মহম্মদ আজহারুদ্দিন
  • ২০ লাখ টাকায় KKR-এ শেলডন জ্যাকসন
  • ২০ লাখ টাকায় দিল্লি ক্যাপিটালসে বিষ্ণু বিনোদ
  •  কেদার দেবদার ও বিবেক সিং আনসোল্ড ৯.২৫ কোটিতে চেন্নাই সুপার কিংসে কে গৌতম
  • আয়ূষ বাদোনি ও ভেঙ্কটেশ আইয়ার আনসোল্ড ঋপল প্যাটেলকে ২০ লাখ টাকার বিনিময়ে নিল দিল্লি ক্যাপিটালস
  • ৫.২৫ কোটি টাকার বিনিময়ে শাহরুখ খানকে দলে নিল পঞ্জাব কিংস
  • ২০ লাখ টাকার বিনিময়ে রজত পাতিদারকে দলে নিল RCB
  • ২০ লাখ টাকায় সচিন বেবিকে দলে নিল RCB
  • পীযূষ চাওলাকে ২.৪ কোটির বিনিময়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স
  • শেল্ডন কট্রেল আনসোল্ড,হরভজন সিং আনসোল্ড, ১ কোটির বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে উমেশ যাদব
  •  দর ৫ কোটি, নাথন কুল্টার ডি নাইলকে নিল মুম্বই ইন্ডিয়ান্স
  • ১৪ কোটি টাকার বিনিময়ে ঝাই রিচার্ডসনকে দলে নিল পঞ্জাব কিংস
  • ১ কোটির বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিল রাজস্থান রয়্যালস অ্যালেক্স ক্যারে, স্যাম বিলিংস ও কুশল পেরেরা আনসোল্ড
  • দেড় কোটি টাকায় পঞ্জাব কিংসে ডেভিড মালান
  • ১৬.২৫ কোটি টাকার বিনিময়ে রাজস্থান রয়্যালসে ক্রিস মরিস
  • ৭ কোটি টাকার বিনিময়ে CSK-তে মইন আলি
  • ৩.২ কোটি টাকার বিনিময়ে সাকিব আল হাসানকে দলে নিল KKR
  • কেদার যাদব আনসোল্ড গ্লেন ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটির বিনিময়ে দলে নিল RCB
  •  হনুমা বিহারি আনসোল্ড এভিন লুইস ও অ্যারন ফিঞ্চ আনসোল্ড ২.২ কোটি টাকার বিনিময়ে স্টিভ স্মিথকে দলে নিল দিল্লি ক্যাপিটালস
  • করুণ নায়ার ও অ্যালেক্স হেলস আনসোল্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *