ভ্রমন

ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া টিকিটের মূল্য ২০২২

ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া টিকিটের মূল্য ২০২২ স্টেশনের নাম কিভাবে টিকিট সংগ্রহ করবেন ইত্যাদি বিষয় যদি জানতে চান তাহলে আজকের এই  অনুচ্ছেদটি আপনার জন্য  অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে।  প্রিয় বন্ধুরা, এবারের নতুন একটি অনুচ্ছেদ আপনাদের স্বাগতম প্রতিবারের ন্যায় নতুন কিছু তথ্য দিয়ে আপনাদের সাথেই আছি বিডি ইনফো সেভেনটি ওয়ান।

যারা ঢাকা থেকে খুলনা লং জার্নি পছন্দ করেন তাদের জন্য প্রধান বাহর হিসাবে ট্রেন কে বেছে নিতে।ট্রেনে ভ্রমণ অত্যন্ত একটি মজাদার ভ্রমণ। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে প্রকৃতির  সৌন্দর্য খুব কাছ থেকেই উপভোগ করা যায়। ট্রেনের জিকি জিকি শব্দ অনেকটা আরামদায়ক। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে, ট্রেনে ভ্রমণকালে কোনরকম ট্রাফিক জামের শিকার হতে হয় না। নিরবছিন্ন ভাবে কোন রকম দুর্ঘটনা ছাড়াই কিংবা স্টেশন ব্যতীত ট্রেন কোথাও থামে না। তাই যাত্রীদের ক্ষেত্রে ট্রেনের ভ্রমণ একটি খুবই ইন্টারেস্টিং ভ্রমণ।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী ঢাকা থেকে খুলনার দূরত্ব ৪০৪ কিলোমিটার। কিন্তু ঢাকা থেকে খুলনার বাস্তবিক দূরত্ব মাত্র ২৭১  কিলোমিটার। বাংলাদেশ রেলওয়ে যথেষ্ট রেলপথ না থাকায় এঁকে বেঁকে যাওয়ার কারণে এই দূরত্ব বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ কিলোমিটারে । 

Related Articles

ঢাকা থেকে খুলনা ট্রেনের সময়সূচী || ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া টিকিটের মূল্য ২০২২

ঢাকা থেকে খুলনা ট্রেনের সময়সূচী ট্রেন ছাড়ার সময় ট্রেন স্টপেজ ইত্যাদি নিয়ে নিম্নে আলোচনা করা হল। ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে দুটি অন্তনগর ট্রেন যাত্রীদের নিয়মিতভাবে পরিষেবা দেবার জন্য রুট গুলোতে চলাচল করে যাচ্ছে।  সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে ৭২৬ নম্বর ট্রেন। এই ট্রেনটি হচ্ছে বাংলাদেশের একটি দ্রুতগতিসম্পন্ন একটি ট্রেন যার মধ্যে  অনেক সুবর্ণ সুযোগ-সুবিধা রয়েছে। আপনারা যদি  সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিতে যাতায়াত  করেন তাহলে সুন্দর  একটি ভ্রমণের আনন্দ ও সন্তুষ্টি  খুঁজে পাবেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নির্দিষ্ট সময়ে যাতায়াত করে থাকে। আর সেই সিডিউল অনুযায়ী আপনাকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে।

নিম্নের টেবিলে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এবং চিত্রা এক্সপ্রেস এর সময়সূচী, অফ ডে, ট্রেন ছাড়ার সময় এবং গন্তব্যস্থলে পৌঁছার সময় উল্লেখ করা হলঃ-

ট্রেনের নাম সমূহ   গন্তব্য স্থল থেকে ট্রেন ছাড়ার সময় ট্রেন গন্তব্যে পৌঁছার সময় অফ ডে
চিত্রা এক্সপ্রেস(৭৬৪) ১৯ঃ০০ ০৩ঃ৪০ সোমবার
সুন্দরবন এক্সপ্রেস(৭২৬) ০৮ঃ১৫ ১৭ঃ৪০ বুধবার

ঢাকা থেকে খুলনাগামী ট্রেনের টিকিটের মূল্য বা ভাড়া || ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া টিকিটের মূল্য ২০২২

ঢাকা থেকে খুলনাগামী মূলত দুটি ট্রেন যাতায়াত করে থাকে। ট্রেনগুলোতে যাতায়াতের জন্য সুন্দর সুন্দর আসনের ব্যবস্থা করা হয়েছে।  আর এই সুন্দর সুন্দর আসনে যদি আপনি যাতায়াত করতে চান তাহলে আপনাকে এই আসনের  জন্য আপনাকে টাকা গুনতে হবে। 

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই আসনগুলোর জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকে।  আর আপনি যদি ঢাকা থেকে খুলনা যাতায়াত করতে চান অবশ্যই আপনাকে আসল অনুযায়ী টিকিটের মূল্য জানতে হবে। আর তারই ধারাবাহিকতায় ভিন্ন ভিন্ন আসনের সৌন্দর্য অনুযায়ী নিম্নের টেবিলে টাকার পরিমাণ উল্লেখ করা আছে।  তা থেকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী টিকিটগুলো ক্রয় করতে পারবেন।

আসনের নাম সমূহ টিকিটের ক্রয় মূল্য
এসি বার্থ ১৫৯৯ টাকা
এসি ১০৭০ টাকা
স্নিগ্ধা ৮৯১ টাকা
প্রথম বার্থ ৯৩০ টাকা
প্রথম আসন ৬২০ টাকা
শোভন চেয়ার ৪৬৫ টাকা
শোভন ৩৯০ টাকা

অনলাইনে টিকিট সংগ্রহ করার মাধ্যম || ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া টিকিটের মূল্য ২০২২

এখন আপনারা চাইলেই হাতে থেকে স্মার্টফোন টির মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ঢাকা থেকে খুলনাগামী ট্রেনের টিকিট সংগ্রহ করে নিতে পারবেন। এর জন্য  আপনাকে রেলওয়ে কর্তৃপক্ষ ওয়েবসাইট  থেকে খুব সহজে টিকিট সংগ্রহ করুন। নিচে লিঙ্ক করা হলো

প্রিয় পাঠকদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু কথা না বললেই নয় আপনারা প্রতারকের শিকার হবেন না যদিও বা প্রতারক শিকার হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সরকারের হটলাইন নাম্বার গুলোতে যোগাযোগ করে আপনাদের সমস্যার কথা তুলে ধরবেন।

ঢাকা থেকে খুলনা রুটের ম্যাপ এবং পিডিএফ

dhaka to khulna train map

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *