শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ছবি, শুভেচ্ছা কার্ড ২০২২ || sharodiyo durgha puja 2022

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ছবি, শুভেচ্ছা কার্ড ২০২২ || sharodiyo durgha puja 2022 ইত্যাদি বিষয় নিয়ে আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনেরা আপনারা যারা শারদীয় দুর্গাপূজা সামনে রেখেই শুভেচ্ছা ছবি, শুভেচ্ছা কার্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্রেন্ডের কাছে শেয়ার করতে চাচ্ছেন। তাহলে অন্য কোথাও আপনাকে সার্চ করতে হবে না। কারণ আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনারা সঠিক তথ্য গুলো পেয়ে যাবেন। 

দেবী দুর্গার আবির্ভাব স্বর্গ এবং মর্ত্যের সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে। পশুদের দমনকারী মা দুর্গা এই সমস্ত অশুভ শক্তিকে দমন করে কল্যাণ বয়ে আনবেন। ধরণীতে তুমি সুখে থাকো। তাই প্রতি শীত ও শরৎকালে প্রকৃতি মাকে বরণ করে নেয় সুন্দর সাজে। মাকে আমরা ভক্তি ভরে স্মরণ করি শ্রদ্ধা করি। আজকে আলোচনা করা হয়েছে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নিয়ে।

দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রত্যাশিত এবং প্রাণবন্ত ধর্মীয় উৎসব।বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা এবং বিহারের মতো রাজ্যে এই মহা উৎসব উদযাপিত হয়। কিন্তু এখন উৎসবগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং পুরো উত্তর ভারত জুড়ে এই সময়ে বড় ধরনের উৎসব দেখতে পাওয়া যায়। এটি আনন্দ এবং ভালবাসা ভাগ করে নেওয়ার জন্য এবং মন্দের জয়ের উপর ভাল উদযাপন করার জন্যও স্মরণীয়। ভারতের বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন উপায়ে পালন করা হয়। দেশের পশ্চিম অঞ্চল এটিকে নবরাত্রি হিসাবে পালন করে এবং দুর্গা মাকে তার নয়টি রূপে পূজা করার জন্য নয় দিন উত্সর্গ করে।

পৌরাণিক কাহিনী অনুসারে, দেবী দুর্গা এবং তার বংশধররা দুষ্ট মহিষাসুরকে বধ করার পর পৃথিবীতে ভ্রমণ করেন।

যদিও এটি একটি 10 দিনের অনুষ্ঠান, দুর্গাপূজা ষষ্ঠ দিনে শুরু হয় এবং দিনগুলিকে যথাক্রমে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী বলা হয়। বিশ্বাস অনুসারে, মহা সপ্তমী নামে পরিচিত নবরাত্রির সপ্তম দিনে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর দেবী দুর্গা দানব মহিষাসুরকে পরাজিত করেছিলেন।

দশমীতে, তিনি, অবশেষে, রাক্ষস রাজাকে পরাজিত করেছিলেন। এই কারণে, দেবী দুর্গা শক্তি এবং শক্তির প্রতিনিধি হিসাবে পূজনীয়।

সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের জন্য দেশজুড়ে সুন্দর প্যান্ডেল তৈরি ও স্থাপন করা হয়েছে। নতুন পোশাক কেনার পাশাপাশি ভক্তরা তাদের প্রিয়জনকে উপহার দেন।

এখানে আমরা কিছু বার্তা এবং উদ্ধৃতি নিয়ে এসেছি যা আপনি এই 5 দিনব্যাপী উত্সবের সময় আপনার কাছের এবং প্রিয়জনদের সাথে ভাগ করতে পারেন:

আমি দেবী দুর্গার শক্তির মাধ্যমে আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য, অর্থ, সুখ এবং সমৃদ্ধি কামনা করি। শুভ দুর্গা পূজা 2022!!

দুর্গা পূজার শুভ দিনে, আসুন আমরা একসাথে জড়ো হই এবং আমাদের একসাথে কাটানো সময়কে লালন করি।

ভগবান দুর্গা আপনাকে আপনার সমস্ত প্রতিপক্ষকে প্রতিহত করার শক্তি এবং একটি নির্মল জীবন যাপন করার ধৈর্য দান করুন।

আনন্দের একটি সময়, একটি সময় যখন ভাল মন্দের উপর জয়লাভ করে, এবং একটি মুহূর্ত যখন বিশ্ব ভালোর শক্তিকে স্বীকৃতি দেয়। একই চেতনা ধরে রাখি। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা।

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা

আকাশে ভাসছে ঢাকের বোল,
বাতাসে খুশির গান,
মা দুর্গা এলেন মর্তে করতে মুশকিল আসান
তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই।
শুভ দূর্গা পূজা

মায়ের বোধন হলো আজ…
মা করোনা নামের অসুরকে
বিনাশী করে এই পৃথিবীকে
রক্ষা করুন এই কামনা করি…
শুভ দূর্গা পূজার শুভেচ্ছা ও ভালোবাসা

তুমি অসুরদলনী, তুমি মহামায়া,
তুমি পাপের বিনাশক,
তুমিই আমাদের দাও ছায়া…
তোমার আগমনে শুদ্ধ হোক এ ধরণী।
শুভ দূর্গা পূজার শুভেচ্ছা

শিউলি ফুলের গন্ধে পরিবেশ মনোরম হলো,
ধুপ, দীপ আর শাঁখের আওয়াজ
মায়ের আগমন জানিয়ে দিলো…
শুভ দূর্গা পূজা

নানা রঙের মেলায় সেজে উঠলো শহর,
ঢাকের তালে মন উঠলো নেচে,
মা দুর্গা সন্তানদের সঙ্গে নিয়ে এলেন বাপের বাড়ি,
প্রার্থনা করি সুস্থ্য থাকুক সকলে মায়ের আশীর্বাদে।
শুভ দূর্গা পূজা

সপ্তমীতে বলবো মাকে মনের সব দুঃখ লাজ,
অষ্টমীতে অঞ্জলী আর দেখবো মায়ের সাজ…
দিনের শেষে নবমীতে মনটা উদাস উদাস,
পরের দিনই যাবেন মা সকলকে ছেড়ে…
শুভ দূর্গা পূজা

কাঁসার ঘন্টা ঢাকের বাজনা,
ধুনুচি নাচ আর অনেক মজা…
আনন্দময়ীর আগমনে,
তোমার জীবন আনন্দে ভরে উঠুক
শুভ দূর্গা পূজার শুভেচ্ছা

মা দূর্গার আগমনে,
দুঃখ ঘুচে যাক,
যে যেখানে আছে সবাই ভালো থাক…
শুভ শারদীয়ার শুভেচ্ছা

এলো খুশির শরৎ,
একটু হিমেল হাওয়া..
ঢাকের উপর কাঠির আওয়াজ,
মায়ের কাছে যাওয়া…
অনেক খুশি, অনেক আলো,
এবার পুজো কাটুক ভালো….
শুভ দূর্গা পূজা

দূর্গা পূজার ক্যাপশন

ঢাকের আওয়াজ দেয় কুর-কুর
শোনা যায় ওই আগমনী সুর
মায়ের এবার আসার পালা
শুরু হলো মজার খেলা
তাই নিয়ে এই সুখী মন
জানাই আগাম অভিনন্দন !
শুভ দূর্গা পূজা

শিউলি ফুলের গন্ধ,
তুলোর মতো মেঘ
আর কাশের বন,
ঢাকের বাজনা জানিয়ে
দিচ্ছে মায়ের আগমন !!
শুভ দূর্গা পূজা

ষষ্ঠিতে থাকে নতুন ছোঁয়া
সপ্তমী হোক শিশির ধোয়া,
অঞ্জলি দাও অষ্টমিতে
ঘোরা-ফেরা নবমীতে,
দশমীতে হোক মিষ্টি মুখ
পুজো তোমার খুব জমুক !!
শুভ শারদীয়া

ঢাকেতে পরেছে কাঠি
পূজো হবে ফাটাফাটি,
পূজো নিয়ে কত আশা
ইচ্ছে পূরণের অভিলাশা !!
শুভ দূর্গা পূজা

বাজলো সূর ঢাকের তালে
মা এসেছেন শরৎকালে,
ভেজা তুলোর মেঘের ভেলা
কাটছে সময়, কাটছে বেলা।
ভাবনা চিন্তা না করে
মাকে নাও আপন করে !!
শুভ দূর্গা পূজা

দুর্গা পূজা নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব বিষণ্ণতা আর দুঃখ।
শুভ শারদীয়া

এই দুর্গা পূজা তোমার জীবনে
অনেক সুখ নিয়ে আসুক,
সকল কাছের মানুষ
এবং পরিজনদের সাথে
এই দিনটি উদযাপন করো,
তোমার জীবন ও মন
ভালোবাসায় ভরে উঠুক।
শুভ দূর্গা পূজা

দূর্গা পূজার শুভেচ্ছা কার্ড

এই দুর্গা পূজা আপনার জীবনে
সুখ, সমৃদ্ধি ও সুসাস্থ নিয়ে আসুক,
এই আশা নিয়েই আপনাকে
শুভ দূর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি।

মায়ের আশীর্বাদে
আমাদের জীবনের
সমস্ত পাপ এবং বাধা
ধ্বংস হয়ে যাক।
শুভ দূর্গা পূজা

এই দুর্গা পূজাতে,
মায়ের আশীর্বাদ
তোমার ওপর পড়ুক…
তোমার জীবন সুখ-শান্তি
এবং আনন্দে পরিপূর্ণ থাকুক…
শুভ শারদীয়া

স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখগুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক,
জীবনটা হোক ধন্য,
শারদীয়ার শুভেচ্ছা
তোমার জন্য…

দুর্গা মায়ের আশীর্বাদে
তোমার জীবনে চির সুখ ও শান্তি আসুক,
এবং সাফল্যের সব রাস্তা
তোমার জন্য খুলে যাক।
শুভ দূর্গা পূজা

শারদীয় শুভেচ্ছা বার্তা

দুঃখ গুলো ভুলে গিয়ে
দুর্গা পূজার আানন্দে
মেতে উঠুক সবার মন
সবাইকে শারদীয়ার
শুভেচ্ছা ও অভিনন্দন।

এই উৎসবের দিন গুলিতে,
দুর্গা মা তোমার জীবনকে
আনন্দে ভরে তুলুক,
তোমার মনে শান্তির সঞ্চার হোক।
শুভ শারদীয়া

আপনার ও আপনার পরিবারের
সকলের জন্য রইল
দূর্গা পূজার শুভেচ্ছা
সহ অনেক অনেক
ভালোবাসা ও শুভ কামনা।

শুভ শারদীয়া
মা দুর্গার আশীর্বাদ সর্বদা
আপনার সঙ্গে থাকুক,
সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে থাকুক,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।
শুভ শারদীয়া

মা দুর্গার আশীর্বাদে
তোমার জীবন সাফল্য আর
আনন্দে ভরে উঠুক।
শুভ শারদীয়া

দূর্গা পূজার মতোই আনন্দময়
হোক প্রতিটি দিন।
সুন্দর হোক তোমার জীবন,
পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া।
শুভ দূর্গা পূজা

এই SMS টাতে যতটা শুভেচ্ছা ধরানো যায়,
ততটা শুভেচ্ছা ও শুভ কামনা দিয়েই!
তোমাকে দূর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি।

আমার তরফ থেকে আপনাকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।
পুজোর দিন গুলিকে আনন্দের সাথে উপভোগ করুন।
শুভ শারদীয়া

দূর্গা পূজার এই আনন্দের মুহূর্তে,
আমার আন্তরিক ও উষ্ণ
শুভেচ্ছা তোমার জন্য রইলো…
কামনা করি দুর্গা মা
যেন তোমার জীবনে তাঁর
আশীর্বাদ সবসময় বজায় রাখেন।
শুভ দূর্গা পূজা

দূর্গা পূজার উক্তি ও কবিতা

শরৎকাল, হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল আর ঢাকের তালে
শিউলি দোলে ডালে-ডালে,
মা এসেছে বছর ঘুরে
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে!!
শারদীয় শুভেচ্ছা

শিউলি ফুলের গন্ধে যেন ভরে গেল মন
সুভ্র শীতল কাশের শোভায়ে জুরাল দুটি নয়ন,
আগমনের বার্তা বয়ে বাজছে ঢাকের সুর
শারদীয়ার দিনগুলো হোক আনন্দ ও মধুর !!
শুভ শারদীয়া

শরৎ মেঘে ভাসলো ভেলা
কাঁশ ফুলেতে লাগলো দোলা,
ঢাকের উপর পড়ুক কাঁঠি
পুজো কাটুক ফাটাফাটি !
শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা

কুমোরের তুলি হলো খালি
তৈরি হলো ঢাকি,
এবার পূজোয় মাগো যেন
অনেক আনন্দেতে থাকি !!
শুভ শারদীয়া

হিমের পরশ মনে জাগে
সবকিছু আজ নতুন লাগে,
মা আসার খবর পেয়ে
বনের পাখি উঠলো জেগে,
শিশির ভেজা নতুন ভোরে
মা এসেছে মর্তলোকে !!
শুভ শারদীয়া

ষষ্টিতে মন হাসি খুশী,
সপ্তমিতে ঘুরা,
অষ্টমীতে অঞ্জলি আর
নতুন কাপর পরা,
নবমীতে সারাদিন চলবে
আড্ডা বেশ,
দেখতে-দেখতে দশমীতে
হবে এবারের পূজো শেষ !
শুভ শারদীয়া

শারদীয় শুভেচ্ছা কবিতা

শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এলো চলে,
খোলা মাঠে কাশ ফুল হাওয়ার তালে দোলে,
রঙিন আলো চারপাশে মাতিয়ে দিলো মন
শুরু হলো মায়ের পূজোর সেই শুভক্ষণ !
শুভ দূর্গা পূজা

দেবীর আগমনে তোমার
জীবন হয়ে উঠুক সুন্দর…
দূর্গা পুজোর কটা দিন
সবাই হোক বাঁধন ছাড়া
শুভ দূর্গা পূজা

বাজলো ঢাকের বাদ্যি আবার,
মা এসেছে মঙ্গল করতে সবার…
মায়ের কাছে করি প্রার্থনা,
সুস্থ্য রাখে মা সকলকে,
করো মোদের ভুলত্রুটি মার্জনা।

শুভ শারদীয়ার গুভেচ্ছা

সারা বছরের অপেক্ষার হলো অবসান,
মা দুর্গা মর্তে এলেন আরও একবার…
জানাই মা – কে শত কোটি প্রণাম
শুভ দূর্গা পূজা

পুজোর কটা দিন সকলের ভালাে কাটুক।
শুভ দূর্গা পূজা

Exit mobile version