ব্যাংকিং একাউন্ট

নগদ একাউন্ট থেকে ব্যালেন্স দেখার সহজ নিয়ম ২০২২

নগদ একাউন্ট থেকে ব্যালেন্স দেখার সহজ নিয়ম ২০২২ এই পোস্টটি আপনাদের স্বাগতম। নগদ হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং পরিষেবা। বর্তমানে এটি সর্বাধিক ব্যবহৃত মোবাইল ব্যাংকিং এর মধ্যে একটি।  আর আপনি চাইলে বিকাশ এর মত সহজেই নগদ একাউন্ট খুলতে পারবেন।  

আর এই সেবাটি চালু হয়েছিল 2019 সালের 26 শে মার্চ। আর বর্তমানে সকল সকল ধরনের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নগদ কে ব্যবহার করা হচ্ছে।  আপনি কিভাবে নগদ একাউন্ট দেখবেন?  আমি আপনাদের সুবিধার্থে তা বুঝার জন্য ভালো ভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনি চাইলে পুরো আর্টিকেলটি পড়তে পারেন তাহলে সবকিছু বুঝতে পারবেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২ || Nagad Account Balance Chack 2022

নগদ একাউন্ট দেখার নিয়ম এটি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আপনি চাইলে খুব সহজেই নগদ একাউন্ট দেখতে পারবেন। নগদ একাউন্ট দেখতে পারবেন দুটি প্রসেস এর মাধ্যমে। তার মধ্যে একটি হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে ডায়াল কোড ব্যবহার করার মাধ্যমে, আরেকটি হচ্ছে নগদ অ্যাপস ব্যবহার করার মাধ্যমে।

নগদ একাউন্ট চেক করুন ম্যানুয়ালি নিয়মে || Nagad Account Balance Chack 2022

তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক নগদ একাউন্ট দেখতে পারবেন আপনার মোবাইলে কিছু ডায়াল কোড ব্যবহার করার মাধ্যমে। আর সে ডায়াল কোড হচ্ছে *১৬৭#

আপনি *১৬৭# এই কোডটি ডায়াল করার পর একটি ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে থাকা.৭ নাম্বার অপশনটি সিলেক্ট করবেন এবং সেখানে লেখা থাকবে My Nagad

 এখন আপনাকে 7 লিখে রিপ্লাই দিতে হবে।

 আপনি যখন ৭ লিখে রিপ্লাই অপশনে ক্লিক করবেন সেখানে আরেকটি লেখা দেখতে পারবেন Balance Inquiry । Balance Inquiry দেখার পর আপনাকে ১ ডায়াল করতে হবে। এরপর আপনার পিন নম্বরটা প্রদান করতে হবে।

আপনি আপনার নগদ একাউন্টের পিন নম্বরটি প্রদান করুন। তাহলে আপনার নগদ একাউন্টে কত পরিমাণ ব্যালেন্স রয়েছে তা দেখতে পারবেন। 

অ্যাপস ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম, নগদ একাউন্ট সফটওয়্যার || Nagad Account Balance Chack 2022

অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মত নগদ মোবাইল ব্যাংকিংয়ের কিন্তু নিজস্ব অ্যাপস রয়েছে। আপনি খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। সেখানে থাকা সার্চ অপশনে নগদ লিখে সার্চ করুন। এবং তৎক্ষনাত দেখতে পারবেন নগদ অ্যাপস আপনার কাছে শো করছে। আপনি চাইলে তা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন।

অ্যাপসটি পুরোপুরিভাবে ইন্সটল হয়ে গেলে ওপেন করে নিন। নগদ অ্যাপস ওপেন হবার পর আপনি সেখানে মোট তিনটি অপশন দেখতে পারবেন। একটি হলো আপনার মোবাইল নম্বর,দ্বিতীয়টি হল পিন নম্বর, এবং তৃতীয় টি হচ্ছে নিচের দিকে লগইন অপশন।

আপনি নগদ একাউন্ট তৈরি করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করছিলেন, তা মোবাইল নাম্বার অপশনে দিয়ে দিন। দ্বিতীয়তঃ আপনি নগদ একাউন্ট তৈরি করার সময় যে পিন দিয়েছিলেন সেটই পিন অপশন এ দিয়ে দিন। তৃতীয়তঃ পুরোপুরি দেওয়া হলে লগইন অপশন এ ক্লিক করুন।

উপরোক্ত ইনফর্মেশন গুলো সঠিকভাবে প্রদান করা হলে, আপনার সামনে একটি পুরো অ্যাপসের ইন্টারফেসটি চলে আসবে। সেখানে ওপরের দিকে দেখতে পারবেন ব্যালেন্স জানতে ট্যাপ করুন। আর আপনি তা সিলেক্ট করলেই খুব সহজেই আপনার নগদ একাউন্টে ব্যালেন্সের পরিমাণ দেখতে পারবেন।

এখানে নগদ অ্যাপস ডাউনলোড করুন || নগদ একাউন্ট থেকে ব্যালেন্স দেখার সহজ নিয়ম ২০২২

সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সুবিধার্থে নগদ অ্যাপসের ডাউনলোড লিংক এখানে শেয়ার করছি। আপনি চাইলে লিংক ক্লিক করে খুব সহজেই নগদ অ্যাপস টি আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন।

আমি আশাবাদী আমার এই আর্টিকেলটি আপনার জন্য খুবই হেল্প ফুল হয়েছে। আর যদি আমার আইডিয়া ঠিক হয়ে থাকে তাহলে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, কোন কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট এর মাধ্যমে আমাকে অবহিত করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের রিপ্লাই যথারীতি নিয়মে দিয়ে দেবো। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকু্‌ন, নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *