কালেমা শাহাদাত আরবি, বাংলা অর্থ কি? বাংলা উচ্চারণ এবং ফজিলত

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক বৃন্দ আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা কালেমা শাহাদাত আরবি, বাংলা অর্থ কি? বাংলা উচ্চারণ এবং ফজিলত সম্পর্কে এই নিবন্ধনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ।
ইসলামের ভিত্তি রয়েছে মোট পাঁচটি আর এই পাঁচটি ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তি হচ্ছে কালিমা শাহাদাত। ঈমান বা বিশ্বাসের মূল কথা হচ্ছে কালেমা শাহাদাত। কালিমা শাহাদাতের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে সাক্ষ্য বাণী।
কালেমায়ে শাহাদাত হলো মুসলমানদের জন্য মূল চাবিকাঠি, উদাহরণস্বরূপ পৃথিবীর বুকে চাবি ছাড়া যেমন কোন তালা খোলা যায় না ঠিক তেমনি ভাবে কালেমায় শাহাদাত ছাড়া জান্নাতের দরজার তালা খোলা যাবে না। কালেমায়ে শাহাদাতের উপর বিশ্বাস স্থাপন করা অপরকে কালেমায়ে শাহাদাতের উপর বিশ্বাস স্থাপন করার জন্য উৎসাহ প্রদান করা আর বেশি বেশি করে তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহতালার নৈকট অর্জন করা। আমাদের মধ্যে নতুনত্ব তৈরি করে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সবথেকে বড় মাধ্যম হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাঁর উম্মতদেরকে কালেমায় শাহাদাত শিখিয়েছেন।
কালিমায়ে শাহাদাত বাংলা উচ্চারণ | কালেমা শাহাদাত আরবি, বাংলা অর্থ কি? বাংলা উচ্চারণ এবং ফজিলত
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু’
কালিমায়ে শাহাদাতের বাংলা উচ্চারণ জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারন আমরা বাংলাদেশী হিসেবে আমাদের মাতৃভাষা বাংলা, আর আমরা অনেকেই আরবি ভালোভাবে বলতে পারি না। আর এজন্য বাংলাভাষী মানুষের কাছে কালেমায় শাহাদাতকে ভালোভাবে উচ্চারণ করে নিতে পারি আর পরবর্তীতে আরবি দেখলে আমরা সহজে বুঝতে পারব আর এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কালিমায়ে শাহাদাতের বাংলা উচ্চারণ সম্পর্কে জানা।
কালিমা শাহাদাত অর্থ কি? | কালেমা শাহাদাত আরবি, বাংলা অর্থ কি? বাংলা উচ্চারণ এবং ফজিলত
কালিমা শাহাদাত অর্থ হচ্ছে-“আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, তিনি এক এবং একক, তাঁর কোন শরিক বা অংশীদার নাই; আর নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাঃ আল্লাহতালার অতি প্রিয় বান্দা এবং তার প্রেরিত রাসুল।”
আলহামদুলিল্লাহ আমরা কালিমা শাহাদাতের বাংলা উচ্চারণ এবং এর অর্থ সম্পর্কে জানতে পারলাম।
কালিমা শাহাদাত এর অর্থ দূরদর্শী সম্পন্ন কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে, আমি স্বাক্ষ্য দিচ্ছি যে রবের কোন শরিক নাই যে রবের কোন সৃষ্টিকর্তা নিজের কোন সন্তান নেই যে কোন প্রতীকী নেই আমি আমার সৃষ্টিকতা বলে মানতে এটাই কালেমায় শাহাদাতের অর্থাৎ তাৎপর্য এবং আরও এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ তাঁর বান্দা এটা মেনে নেওয়া এটাই কালিমায়ে শাহাদাতের তাৎপর্য।
হযরত মুহাম্মদ সাঃ হল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব যিনি কখনো মিথ্যা কথা বলেন নাই তিঁনি আমাদেরকে যে আস্থা ও বিশ্বাস এবং ভালোবাসা জায়গা তৈরি করে দিয়েছেন তার প্রতি সেটার জন্যই আজীবন তিঁনি আমাদের মনের ভিতর থাকবেন এবং তিঁনি আমাদের নবী তিঁনি আমাদের পথপ্রদর্শক তিঁনি আমাদের এগিয়ে নেওয়ার জন্য অনেক হাদিস বলেছেন অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছেন।
اَشْهَدُ اَنْ لاَّ اِلَهَ اِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَه‘ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُه‘ وَرَسُوْلُه‘
شَهِدَ اللَّهُ أَنَّهُ لا إِلٰهَ إِلّا هُوَ وَالمَلٰئِكَةُ وَأُولُوا العِلمِ قائِمًا بِالقِسطِ ۚ لا إِلٰهَ إِلّا هُوَ العَزيزُ الحَكيمُ
কালিমা শাহাদাত আরবি | কালেমা শাহাদাত আরবি, বাংলা অর্থ কি? বাংলা উচ্চারণ এবং ফজিলত
আরবি : اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُهوَرَسُولُه
Kalma Shaadat: “Ashadado An Laa ilaaha illal Laho Wahdahoo Laa Shareeka Lahoo Was Ash Hado Anna Mohammadan Abdo Hoo Was Rasoolohoo”.
কালেমা শাহাদাত ছবি | কালেমা শাহাদাত আরবি, বাংলা অর্থ কি? বাংলা উচ্চারণ এবং ফজিলত
আলহামদুলিল্লাহ, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যারা দিনের দাওয়াত পৌঁছে দিতে চাচ্ছেন। মহান আল্লাহ পাক তাদেরকে যেন সদা সর্বদা হেফাজত করে। অনেক ভাইবোন রয়েছে যারা কালেমা শাহাদাত ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চাচ্ছেন। আর আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে কালেমা শাহাদাত ছবি দিয়ে রেখেছি। আর তাই আপনারা এখান থেকেই কালিমা শাহাদার ছবিটি স্ক্রিনশট করে কিংবা কপি করে নিতে পারবেন ইনশাআল্লাহ।





কালেমা শাহাদাত সূরা | কালেমা শাহাদাত আরবি, বাংলা অর্থ কি? বাংলা উচ্চারণ এবং ফজিলত
কালেমা শাহাদাত সূরা মুসলমান সম্প্রদায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি কালেমা। আর এই কালেমা পড়ে অনেক অমুসলিম ভাই বোন মুসলিম হয়েছে। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করছে। ইনশাল্লাহ আমরা যতটুকু পারছি ওপরে লেখাগুলোতে কালেমার শাহাদাত সম্পর্কে বলার চেষ্টা করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের বাণীগুলো কখনোই তরজমা করে শেষ করা যাবেনা। যদি এই পৃথিবীর সমুদ্রের পানি অর্থাৎ সারা পৃথিবীতে থাকা পানিগুলোকে যদি কালি বানানো হয় আর যদি সারা পৃথিবীতে থাকা গাছগুলোকে যদি কাগজ বানানো হয় তবুও আল্লাহতালার গুনাগুন বলে শেষ করা যাবেনা এবং তাঁর বাণী গুলোর তরজমা লিখে শেষ করা যাবে না।
কালেমা শাহাদাত লেখা | কালেমা শাহাদাত আরবি, বাংলা অর্থ কি? বাংলা উচ্চারণ এবং ফজিলত
ইনশাল্লাহ আমরা ইতিমধ্যেই কালেমা শাহাদাত বাংলা উচ্চারণ, আরবী লেখা দিয়ে দিয়েছি। আশা করি আপনারা যদি পোস্টটি ভালো করে পড়েন তাহলে আপনার কাঙ্খিত কিওয়ার্ডের রেজাল্ট পেয়ে যাবেন।
- পরিশেষে আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবগত করবেন ইনশাআল্লাহ আমি তা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব।