খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী/ ICC T20 World Cup 2022

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী/ ICC T20 World Cup 2022 নিয়ে  আজকের এই আর্টিকেলের  মাধ্যমে আলোচনা করা হবে। ইতিমধ্যেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী ২০২২ প্রকাশ করছে আইসিসি বোর্ড।  আপনারা যারা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। আইসিসি t20 বিশ্বকাপে এবার মোট  16 টি দল অংশগ্রহণ করবে। 

আইসিসি t20 বিশ্বকাপের আয়োজক দল হিসাবে থাকবে অস্ট্রেলিয়া। যেহেতু আইসিসি t20 বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেহেতু এশিয়ার মধ্যে থাকা দেশগুলো জন্য বিশ্বকাপে ভালো খেলা একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেট প্রেমিক ভাইরা যাতে সুন্দরভাবে আইসিসি t20 বিশ্বকাপ উপভোগ করতে পারে। সেজন্য আইসিসি বোর্ড ইতিপূর্বেই আইসিসি t20 বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করছে। 

অনেক পাঠকবৃন্দ  আছে যারা সুন্দরভাবে সিডিউল অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর জমাতে চান।  অনেকেই হয়তো বা সিডিউল সম্পর্কে অবগত নন।  আর তাদেরকে জানানোর জন্য আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী টেবিল আকারে প্রকাশ করা হবে।  আপনারা যারা আইসিসি t20 বিশ্বকাপ সিডিউল অনুযায়ী দেখতে চান তাদের জন্য আমার এই আর্টিকেলটি লেখা হয়েছে। 

যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ গত বছরেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে গিয়েছে। আর বর্তমানে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে চলতি বছরের অক্টোবর মাস থেকেই। সকল  ভেন্যু চেঞ্জ করা হয়েছে নিরাপত্তার কারনে। ভারতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেটা পরিবর্তন করে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে 16 ই অক্টোবর থেকেই একুশে অক্টোবর পর্যন্ত। আর মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে 22 অক্টোবর, আর এই দিনে যে দল দুটি পরস্পর পরস্পরের মুখোমুখি করবে অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড।

T20 World Cup 2022-bdinfo71.com
T20 World Cup 2022 Date

টি 20 বিশ্বকাপের সময়সূচি ২০২২

চলুন এক নজরে দেখে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি সম্পর্কে।  টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি সম্পর্কে অনেকেই অবগত নন, তাদেরকে জানানোর জন্য সুন্দরভাবে টেবিলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। 

ম্যাচ অনুষ্ঠিত হওয়ার তারিখ  ১৬ অক্টোবর ২০২২ – ১৩ নভেম্বর ২০২২ পযর্ন্ত
টুর্নামেন্ট আইসিসি মেন’স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ
ক্রিকেট ফরম্যাট টোয়েন্টি ২০ আন্তর্জাতিক
ব্যবস্থাপক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
প্রথম ম্যাচ শুরুর তারিখ ১৬ অক্টোবর
ফাইনাল ম্যাচের তারিখ ১৩ নভেম্বর
ভেন্যু অস্ট্রেলিয়া
অংশগ্রহনকারী মোট দল ১৬ টি

অংশগ্রহণকারী দল সমূহের নাম এবং গ্রুপ সমুহ ২০২২

অংশগ্রহণকারী দল সমূহের নাম এবং এই পর্যায়ে  আলোচনা করা হবে।  টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে 16 টি দলের মধ্যে মাত্র আটটি দল। বাছাইপর্ব থেকে মূল পর্বে যেতে পারবে মাত্র চারটি দল। সর্বমোট ১২ টি দল নিয়ে এবারে ICC T20 World Cup 2022 মূল পর্বের খেলা শুরু হবে । আর এর মূল পর্বের রাউন্ডকে আইসিসি নাম দিয়েছে সুপার টুয়েল্ভ।

আইসিসি t20 বিশ্বকাপের ভেন্যু  স্টেডিয়ামের নাম 2022

চলুন এই পর্যায়ে আইসিসি t20 বিশ্বকাপের ভেন্যু স্টেডিয়ামের নাম নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যারা আইসিসি t20 বিশ্বকাপে স্টেডিয়ামের নাম খোঁজ করে থাকছেন এই পর্বের মাধ্যমে আপনারা তা জেনে নিতে পারবেন। আপনাদের আগেই বলে দেয়া হয়েছে যে আয়োজক দেশ হিসেবে থাকবে অস্ট্রেলিয়া। 

  1. কার্ডিনিয়া পার্ক (স্টেডিয়াম)
  2. বেলেরিভ ওভাল
  3. সিডনি ক্রিকেট গ্রাউন্ড
  4. পার্থ স্টেডিয়াম
  5. মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
  6. ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড
  7. অ্যাডিলেড ওভাল

আইসিসি t20 বিশ্বকাপের সময়সূচী এবং দল সমূহের নাম ২০২২

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি দলসমূহের নামেই পর্যায় আলোচনা করা হবে। আপনারা যারা এত কথাতে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তেছেন। তাদের জন্য এবারের বিষয়টি চমক হয়ে দাঁড়াবে। কারণ এই পর্যায়ে আমরা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি সম্পর্কে আলোচনা করব। আরও যা থাকছেঃ আইসিসি t20 বিশ্বকাপ কোন কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার নাম সমূহ,  খেলা অনুষ্ঠিত  হওয়ার তারিখ, সময়সূচী ইত্যাদি।

প্রথম রাউন্ডে যে দল সমূহ পরস্পর পরস্পরের মোকাবেলা করবে তা নিম্নে টেবিলে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। 

ম্যাচ নং তারিখ দল ভেন্যু সময়
০১ ১৬.১০.২০২২ শ্রীলঙ্কা Vs আফগানিস্তান কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ০৮.০০ AM
০২ ১৬.১০.২০২২ ভারত Vs পাকিস্তান কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ০৮.০০ AM
০৩ ১৭.১০.২০২২ ও. ইন্ডিজ Vs স্কটল্যান্ড ওভাল ১০.০০৷ PM
০৪ ১৭.১০.২০২২ কো.১ Vs কো.৪ ওভাল ২.০০PM
০৫ ১৮.১০.২০২২ নামিবিয়া Vs কো.৩ কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ১০.০০PM
০৬ ১৮.১০.২০২২ শ্রীলঙ্কা Vs কো.২ কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ২.০০ PM
০৭ ১৯.১০.২০২২ স্কটল্যান্ড Vs কো.৪ ওভাল ১০.০০AM
০৮ ১৯.১০.২০২২ ও.ইন্ডিজ Vs কো.১ ওভাল ২.০০PM
০৯ ২০.১০.২০২২ শ্রীলঙ্কা Vs কো.৩ কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ১০.০০AM
১০ ২০.১০.২০২২ নামিবিয়া Vs কো.২ কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ২.00PM
১১ ২১.১০.২০২২ ও.ইন্ডিজ Vs কো.৪ ওভাল ১০.০০AM
১২ ২১.১০.২০২২ স্কটল্যান্ড Vs কো.১ ওভাল ২.০০PM

সুপার টুয়েলভে যে দল সমূহ পরস্পর পরস্পরের মোকাবেলা করবে তা নিম্নে টেবিলে সুন্দরভাবে উপস্থাপন করা হলো।

১৩ ২২.১০.২০২২ নিউজিল্যান্ড Vs অস্ট্রেলিয়া সিডনি ১.০০ PM
১৪ ২২.১০.২০২২ ইংল্যান্ড Vs আফগানিস্তান পার্থ ২.০০ PM
১৫ ২৩.১০.২০২২ গ্রুপ এ চ্যাম্পিয়ন Vs গ্রুপ বি রানারআপ ওভাল ১০.০০AM
১৬ ২৩.১০.২০২২ ভারত Vs পাকিস্তান মেলবোর্ন ২.০০ PM
১৭ ২৪.১০.২০২২ বাংলাদেশ Vs গ্রুপ এ রানারআপ ওভাল ১০.০০ AM
১৮ ২৪.১০.২০২২ দ.আফ্রিকা Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন ওভাল ২.০০ PM
১৯ ২৫.১০.২০২২ অস্ট্রেলিয়া Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন পার্থ ২.০০ PM
২০ ২৬.১০.২০২২ ইংল্যান্ড Vs গ্রুপ বি রানারআপ মেলবোর্ন ১০.০০ PM
২১ ২৬.১০.২০২২ নিউজিল্যান্ড Vs আফগানিস্তান মেলবোর্ন ২.০০ PM
২২ ২৭.১০.২০২২ দ. আফ্রিকা Vs বাংলাদেশ সিডনি ৯.০০ AM
২৩ ২৭.১০.২০২২ ভারত Vs গ্রুপ এ রানারআপ সিডনি ১.০০ PM
২৪ ২৭.১০.২০২২ পাকিস্তান Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন পার্থ ২.০০ PM
২৫ ২৮.১০.২০২২ আফগানিস্তান Vs গ্রুপ বি রানারআপ মেলবোর্ন ১০.০০ PM
২৬ ২৮.১০.২০২২ ইংল্যান্ড Vs অস্ট্রেলিয়া মেলবোর্ন ২.০০ PM
২৭ ২৯.১০.২০২২ নিউজিল্যান্ড Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন সিডনী ২.০০ PM
২৮ ৩০.১০.২০২২ বাংলাদেশ Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন ব্রিজবন ৮.০০ AM
২৯ ৩০.১০.২০২২ পাকিস্তান Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন পার্থ ১০.০০AM
৩০ ৩০.১০.২০২২ ভারত Vs দ. আফ্রিকা পার্থ ২.০০PM
৩১ ৩১.১০.২০২২ অস্ট্রেলিয়া Vs গ্রুপ বি রানারআপ ব্রিজবন ১.০০ PM
৩২ ০১.১১.২০২২ আফগানিস্তান Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন ব্রিজবন ৯.০০AM
৩৩ ০১.১১.২০২২ ইংল্যান্ড Vs নিউজিল্যান্ড ব্রিজবন ১.০০ PM
৩৪ ০২.১১.২০২২ গ্রুপ বি চ্যাম্পিয়ন Vs গ্রুপ এ রানারআপ এডিলেড ৯.৩০ AM
৩৫ ০২.১১.২০২২ বাংলাদেশ Vs ভারত এডিলেড ১.৩০ PM
৩৬ ০৩.১১.২০২২ পাকিস্তান Vs দ.আফ্রিকা সিডনি ২.০০PM
৩৭ ০৪.১১.২০২২ নিউজিল্যান্ড Vs গ্রুপ বি রানারআপ এডিলেড ৯.৩০ AM
৩৮ ০৪.১১.২০২২ অস্ট্রেলিয়া Vs আফগানিস্তান এডিলেড ১.৩০ PM
৩৯ ০৫.১১.২০২২ ইংল্যান্ড Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন সিডনি ২.০০ PM
৪০ ০৬.১১.২০২২ দ. আফ্রিকা Vs গ্রুপ এ রানারআপ এডিলেড ৫.৩০ AM
৪১ ০৬.১১.২০২২ বাংলাদেশ Vs পাকিস্তান এডিলেড ৯.৩০ AM
৪২ ০৬.১১.২০২২ ভারত Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন মেলবোর্ন ২.০০ PM

সেমিফাইনালে যে দলসমূহ পরস্পর পরস্পরের মোকাবেলা করবে এ পর্যন্ত তা জানা যায়নি। যখন খেলা অনুষ্ঠিত হবে তখন আমরা আপডেট  করে দেবো বিষয়টি। সেমিফাইনাল মানে ফাইনাল এর কাছাকাছি। আর এ সময় প্রতিটি দলের চাহিদা থাকে নিজের দলকে ভালো  পারফারমেন্স রাখা।

৪৩ ০৯.১১.২০২২ সেমিফাইনাল ১ সিডনি ২.০০ PM
৪৪ ১০.১১.২০২২ সেমিফাইনাল ২ এডিলেড ১.৩০ PM

ফাইনাল পর্যায়ে যে দল দুটি পরস্পর পরস্পরের মোকাবেলা করবে তাই পর্যন্ত জানা যায় নি। যখন খেলা অনুষ্ঠিত হবে তখন আমরা বিষয়টি জেনে এখানে আপডেট করার চেষ্টা করব।  ফাইনাল মানে চূড়ান্ত বিজয় অর্জন করা সোনার হরিণ অর্জন করা।

৪৫ ১৩.১১.২০২২ ফাইনাল মেলবোর্ন ২.০০ PM
T20 World Cup 2022-bdinfo71.com
T20 World Cup 2022

 

T20 World Cup 2022-bdinfo71.com
T20 World Cup 2022
T20 World Cup 2022-bdinfo71.com
T20 World Cup 2022

আমরা আশাবাদী যে আমাদের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে। আপনারা যারা নতুন ভিজিটর আমাদের ওয়েবসাইট ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা অনুরোধ হলো  আমাদের ওয়েবসাইটটি তথ্যবহুল ওয়েবসাইট তাই নিয়মিত ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তখন আমরা চেষ্টা করব টি-টোয়েন্টি বিশ্বকাপের খবর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। 

রিলেটেড সার্চগুলি

  • টি ২০ বিশ্বকাপ কত বছর পরপর হয়?
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে থেকে শুরু ২০২২?
  • আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 কোন দেশে আয়োজিত হবে?
  • আইসিসি টি-টোয়েন্টি 2022 বিশ্বকাপ এর ফরম্যাট

লাইভ খেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *