রিভিউ

সেরা ক্যামেরের মোবাইল ২০২২

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আচ্ছালামু আলাইকুম। আজকে সেরা ক্যামেরের মোবাইল ২০২২ নিয়ে আলোচনা করবো। কোন এক ছিল সময় যখন, মোবাইল ফোনকে শুধু কথা বলার কাজে ব্যবহার করা হতো। সমায়ের পরিবর্তনের সাথে বর্তমানে মোবাইল ফোনের কাজের পরিধি বিস্তৃত হয়েছে।

তাই বর্তমান সমায়ে শুধু কথা বলার জন্য ফোন ক্রয় করে এমন মানুষ খুজে  পাওয়াটা টার্প বেপার। বর্তমানে মানুষজন ভালো মানের ফোন ক্রয় করতে চায়। 

দিন যতোই যাচ্ছে পৃথিবী ততই উন্নত হচ্ছে। কোনো ব্যাক্তি মোবাইল ক্রয় করার পর যদি ফোনের ক্যামেরা ভালো না হয় তাহলে সে আফসোস করে। তাই এখন যে কেউ মোবাইল ক্রয় করার আগে ইন্টারনেটে সার্চ দেয় তারপর সে মোবাইল ক্রয় করে। 

আর আজকের আর্টিকেল জুড়ে এমন নয়টি মোবাইল ফোনের কথা বলবো। যা আপনার আর্টিকেলে উল্লেখ্যিত  মোবাইল গুলো সম্পর্কে ধারণা তৈরি হবে। 

তো ভিউয়াস, আপনারা যারা ভালো ক্যামেরা যুক্ত মোবাইল ফোন সম্পর্কে জানতে চান। তাদের জন্য আমার এই আর্টিকেলটি লেখা। একটাই রিকুয়েষ্ট, কষ্ট করে আর্টিকেলটি লিখতেছি তাই আপনারা মনোযোগ সহকারে পড়বেন বলে আমি আশাবাদী। 

স্যমসাং গ্যালাক্সি এস২১ আলট্র/ Samsung Galax S21 Ultra || সেরা ক্যামেরের মোবাইল ২০২২

স্যামসাং গ্যালাক্সি এস২১আলট্রা ফোনটি এই বছরের সেরা ফোনের মধ্যে একটি। স্যামসাং কোম্পানি ফ্ল্যাগশিপ ফোনগুলো বাজারে এনে স্মার্টফোন ক্যামেরা ইন্ডাস্ট্রিতে স্ট্যান্ডার্ড ফিচার যোগ করে। রাত কিংবা দিন উভয়েই সমায়ে ক্যামেরার পারফর্মেন্স বেস্ট থাকে।

ফোনটিতে মোট চারটি ক্যামেরা রয়েছে চ্যালেন্জিং পরিস্থিতিতেও ক্যামেরার মান ধরে রাখতে সক্ষম। সুপার ফাস্ট অটো ফোকাস,গিমবলের মতো ভিডিও স্ট্যাবিলাইজেশন,অসাধারণ ভিডিও শুটিং ইত্যাদি ফিচার গুলো স্যামসং এ নতুন মাত্রা যোগ করছে। তাই স্যামসং গ্যালাক্সি এস২১ আলট্রাকে শীর্ষস্থানে থাকার সুযোগ করে দিয়েছে। 

samsung galaxy s21 ultra

পিছন ক্যামেরা ১০৮মেগাপিক্সেল মেইন শুটার

১০মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো

১০মেগাপিক্সেল টেলিফটো

১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড

সেলফি ক্যামেরা ৪০মেগাপিক্সেল
ডিসপ্লে ৬.৮ইঞ্চি / ডায়নামিক অ্যামোলেড ২এক্স
প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮
ব্যাটারি ৫০০০মিলিএম্প
সফটওয়্যার ওয়ান ইউআই ৩
র‍্যাম ১২জিবি / ১৬ জিবি
স্টোরেজ ১২৮জিবি / ২৫৬জিবি / ১৬ জিবি
বাংলাদেশ মুল্য ১,১৯,৯৯৯টাকা

অ্যাপল আইফোন ১২ প্রো ম্যাক্স/ iPhone 12 Pro Max || সেরা ক্যামেরের মোবাইল ২০২২

অ্যাপল আইফোন ১২ প্রো ম্যাক্স ফোনটিতে অসাধারণ ফিচার এড করে রীতিমতো সবাইকে তাগ লাগিয়ে দিয়েছে। লাইডার সেন্সর এর মতো শক্তিশালী প্রযুক্তির ব্যবহার করা হয়েছে অ্যাপল আইফোন ১২ প্রো ম্যাক্সে। 

অ্যাপল আইফোন কথায় নয় কাজেই বিশ্বাসি। তাই প্রমাণস্বরূপ হিসাবে দিনের বেলা কিংবা রাতের অন্ধকারে অ্যাপল আইফোন ১২ প্রো ম্যাক্সের ক্যামেরা সবাইকে তাগ লাগিয়ে দিয়েছে। 

iPhone 12 Pro Max

পিছন ক্যামেরা ১২মেগাপিক্সেল মেইন শুটার

১২মেগাপিক্সেল টেলিফটো

১২মেগাপিক্সল আলট্রাওয়াইড

সেলফি ক্যামেরা ১২মেগাপিক্সেল
ডিসপ্লে ৬.৭ইঞ্চি / সুপার রেটিনা এক্সডিআর ওলেড
প্রসেসর এ১৪ বায়োনিক
র‍্যাম ৬জিবি
ব্যাটারি ৩৬৮৭মিলিএম্প
সফটওয়্যার আইওএস ১৪
স্টোরেজ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
বাংলাদেশ মুল্য ১,১০,৯৯৯টাকা

ভিভো এক্স৬০ প্রো প্লাস/ Vivo X60 Pro plus || সেরা ক্যামেরের মোবাইল ২০২২

প্রতিবছরের মতো ভিভো কোম্পানি তাদের ভিভো এক্স৬০ প্রো প্লাস ফোনটিতে নতুন মাত্রা যোগ করছে। এই ফোনের ক্যামেরা ভালো ফোনের ক্যামেরার সাথে স্থান দখল করে নিয়েছে। স্মার্টফোনের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন কে নতুন মাত্রায় নিয়ে গিয়েছে ফোনটিকে।

ভিডিওর পাশাপাশি স্টিল ক্যামেরা ডিরপার্টমেন্টে দারুণ দক্ষতা রাখছে ফোনটি। ফটোর মধ্যে দারুন ওয়াইড ডায়নামিক রেঞ্জ এবং অ্যাকুরেট হোয়াইট ব্যালেন্স রাখছে। 

Vivo X60 Pro plus

পিছন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ওয়াইড

৮মেগাপিক্সেল পেরিস্কোপ

৩২মেগাপিক্সেল টেলিফটো

৪৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড

সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে ৬.৫৬ইঞ্চি / সুপার অ্যামোলেড
প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮
ব্যাটারি ৪২০০ এমএএইচ
সফটওয়্যার ফানটাচ ওএস ১১ / অরিজিন ওএস ১
র‍্যাম ৮জিবি / ১২জিবি
স্টোরেজ ১২৮জিবি / ২৫৬জিবি
বাংলাদেশ মুল্য ৫৮,০০০টাকা

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা / Samsung Galaxy Note 20 Ultra || সেরা ক্যামেরের মোবাইল ২০২২

স্যামসাং গ্যালাক্সির নোট সিরিজে সবচেয়ে আকর্ষণীয় বড় ব্লাস্ট ছিলো স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা। ২০২১ সালে ফোনটিতে যেনো নিত্য-নতুন মাত্রা যোগ করে দিয়েছে। ফোনটির জৌলুস একটুও যেনো কমেনি।  

৬.৯ ইঞ্চি ডায়নমিক অ্যামলোড ফোনটির ক্যামেরা পাচ্ছেন ৪ টি। তার মধ্যে ফ্রন্ট ক্যামেরা একটি এবং মেইন ক্যামেরা তিনটি। ফোনটিতে রয়েছে ৫০এক্স হাইব্রিড জুম বা ৮ কে ভিডিও,৫ এক্স টেলিফটো সব ফিচার নিয়ে ২০২১ সালের সব ফোনকে পিছনে ফেলে জায়গা দখল করে নিয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা। ফোনটির অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং স্টিরিও সাউন্ড রের্কড অপশন ফোনটিকে কমপ্লিট ক্যামেরা প্যাকেজে পরিনওত করছে।

Samsung Galaxy Note 20 Ultra

পিছন ক্যামেরা ১০৮মেগাপিক্সেল মেইন শুটার

১২মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো

১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড

সেলফি ক্যামেরা ১০মেগাপিক্সেল
ডিসপ্লে ৬.৯ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড
প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫
ব্যাটারি ৪৫০০মিলিএম্প
সফটওয়্যার ওয়ান ইউআই ৩
র‍্যাম ৮জিবি / ১২জিবি
স্টোরেজ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
বাংলাদেশ মুল্য ১,৩৪,৯৯৯টাকা

অপো ফাইন্ড এক্স৩ প্রো/Oppo Find X3 Pro || সেরা ক্যামেরের মোবাইল ২০২২

ক্যামেরার দিক দিয়ে যে ফোনটি সব ফোনকে পিছিয়ে রেখেছে। আর সে ফোন অন্যতম ফোনের তালিকায় থাকবেনা এমনটাতো হতে পারে না। আর আমি কথা বলছি অপো ফোন নিয়ে।

অপো কোম্পানির আরেকটি অসাধারণ ব্যান্ডের ফোন হচ্ছে অপো ফাইন্ড এক্স ৩ প্রো। এই ফোনটি কথায় নয় কাজেই বিশ্বাসী। তিনটি মেইন ক্যামেরার লেন্সের পাশাপাশি অ্যাম্বিয়েন্ট লাইট ও ফ্লিকার ডিটেকশন সিস্টেম রয়েছে যার মাধ্যমে দিবারাত্রি ফটো তুলতে উপযোগী। অপো ফাইন্ড এক্স৩ প্রো ক্যামেরার অসাধারণ স্ট্যাবিলাইজেশন ও ফাস্ট অটো ফোকাসের কারনে ভিডিও শুটিং এ চমৎকার প্রতিফলন ঘটাচ্ছে। Oppo Find X3 Pro

পিছন ক্যামেরা ৫০মেগাপিক্সেল মেইন শুটার

১৩মেগাপিক্সেল টেলিফটো

৫০মেগাপিক্সেল আলট্রাওয়াইড

৩মেগাপিক্সেল মাইক্রোস্কোপিক

সেলফি ক্যামেরা ৩২মেগাপিক্সেল
ডিসপ্লে ৬.৭ইঞ্চি / অ্যামোলেড
প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮
ব্যাটারি ৪৫০০মিলিএম্প
সফটওয়্যার কালার ওএস ১১
র‍্যাম ৮জিবি / ১২জিবি / ১৬জিবি
স্টোরেজ ২৫৬জিবি / ৫১২জিবি
বাংলাদেশ মুল্য ৯৪,০০০ টাকা

উল্লেখ্য বিষয় হচ্ছে যে,মোবাইল ফোনের মূল্য কম বেশি হতে পারে। তাই উপরোক্ত দাম নিয়ে কোন প্রকার বিভান্তের সৃষ্টি করবেন না। 

আর হ্যাঁ,নিচের কমেন্ট সেকশনে জানাবেন আপনারা আর কোন মোবাইল সম্পর্কে জানতে চান। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *