লাইফস্টাইল

মুশফিকুর রহিমের লাইফ স্টোরি,বেতন, সম্পদ, উচ্চতা, স্ত্রী এবং পরিবার

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আচ্ছালামু আলাইকুম। বিডি ইনফো সেভনটি ওয়ানের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আমার এই নতুন আর্টিকেলে।

আজকে এমন একজন মানুষের কথা বলবো যিনি ছিলেন সহজ-সরল, আবেগী ও পরিশ্রমী ক্রিকেটার। আবার ২০১৯ সালে বিশ্বকাপে একজন সমালোচিত উইকেট কিপার ও তিনি। ২০১২ সালে ছিলো এশিয়া কাপের ফাইনাল। সেখানে ২ রানে হেরে গিয়ে মাঠের সেই ১১ সৈনিকেই কোনো ভাবেই চোখের কান্না যেন লুকাতে পারে নাই। সেই ১১ জনের মধ্যেই একজন সবচেয়ে বেশি কাঁদছিল,কান্না করতে করতেই যিনি সাকিব আল হাসানের বুকে ঠাঁই দিয়েছিল। আর সেদিনের কান্নার কথা খেয়াল করলে চোখে পানি চলে আসবে যেকোনো ক্রিকেট প্রেমিকের।

যিনি হেরে গিয়ে যেমন কেঁদে আলোচনায় এসেছেন,তেমন জিতে গিয়েও সবার নজরে এসেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার পরিচিত এবং প্রিয় মুখ ‘মুশফিকুর রাহিম’ ভাই।

তিনি বাংলাদেশের মিষ্টার ডিপেন্টডেট নামে পরিচিত। তিনি আবার কতো মেচের নায়ক আবার খলনায়ক। তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের পছন্দের একজন ব্যাটসম্যান। আর আমার প্রিয় পাঠকরা যে তার পরিচয় কি? তার বয়স,ওজন,বিবাহিত জীবন,সম্পদ,উচ্চতা,ইত্যাদি কি জানবেনা তা কি হতে পারে।

মুশফিকুর রহিমের লাইফ স্টোরি,বেতন, সম্পদ, উচ্চতা, স্ত্রী এবং পরিবার

মুশফিকুর রাহিমের বায়োডাটা/ Mushfiqur Rahim’s bio data

 

রিয়েল নেমঃ মোহাম্মদ মুশফিকুর রাহিম
নিক নেমঃ মুশি,মুসফিক,মোনা
জন্মঃ ৯ মে ১৯৮৭ (বয়স ৩৪)
পেশাঃ বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার(ব্যাটসম্যান,উইকেট কিপার)
বাবার নামঃ মাহবুব হামিদ তারা
মায়ের নামঃ রহিমা খাতুন
স্ত্রীঃজান্নাতুল কিফায়াত মন্ডি
উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার)
জন্মস্থানঃ বগুড়া, বাংলাদেশ।
ব্যাটিংয়ের ধরনঃ ডানহাতি ব্যাটসম্যান

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন

 

ওডিআই অভিষেক
(ক্যাপ নংঃ ৮০) ৬ আগস্ট ২০০৬ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআইঃ ২৬ মার্চ ২০২১ বনাম নিউজিল্যান্ড
ওডিআই জার্সি নংঃ ১৫
টেস্ট অভিষেকঃ ২৬ মে ২০০৫ বনাম ইংল্যান্ড
(ক্যাপ ৪১) শেষ টেস্টঃ ২১ এপ্রিল ২০২১ বনাম শ্রীলঙ্কা
T20 আই অভিষেক-
(ক্যাপ নং)ঃ ২৮ নভেম্বর ২০০৬ বনাম জিম্বাবুয়ে
শেষ T20 আইঃ ১১ মার্চ ২০২০ বনাম জিম্বাবুয়ে

ঘরোয়া দলের তথ্য

২০০৬-রাজশাহী বিভাগ
২০০৭-সিলেট বিভাগ
২০০৮–রাজশাহী বিভাগ
২০১২- দুরন্ত রাজশাহী
২০১২-নাগেনাহিরা নাগাস
২০১৩- ২০১৫ঃসিলেট রয়্যালস
২০১৬- করাচী কিংস
২০১৬-বরিশাল বুলস
২০১৮-১৯ঃচিটাগাং ভাইকিংস।

মুশফিকুর রহিমের লাইফ স্টোরি,বেতন, সম্পদ, উচ্চতা, স্ত্রী এবং পরিবার

অধিনায়ক মুশফিকুর রাহিম

মুশফিকুর রাহিম ২০১১ সাল থেকে অধিনায়কের দায়িত্ব পালন করে আসছে। তার নেতৃত্বে এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের সেরা পারফরমেন্সে রানার্সআপ হয়।
মুশফিকুর রহিম বাংলাদেশ টিমের একজন চৌকস খেলোয়াড়। তার মেধাশক্তি এবং নিজ কর্মের অনেক চমকপ্রদ দেখিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। তার নেতৃত্বে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংলেন্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে রানার্সআপে জায়গা দখল করে নিয়েছে ২০১১ সালে।

পরিশেষে একটাই রিকুয়েস্ট আমার এই আর্টিকেলটিতে যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আর্টিকেল লিখে থাকি। আর আপনি চাইলেই আমার ওয়েবসাইটের একজন নিয়মিত ভিজিটর হতে পারেন। আপনাদের সহযোগিতায় আমার একান্তই কাম্য। এই আশা ব্যক্ত করে আবারো সালাম দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *