অনুপ্রেরণামূলক উক্তিফেসবুকফেসবুক স্ট্যাটাসমেসেজ গ্যালারি

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ এই বিষয় নিয়ে আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে। সম্মানিত পাঠ্যবৃন্দ আপনারা যারা ইন্টারনেটের মাধ্যমে মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস, মায়ের জন্য ভালোবাসা, মৃত মা কে নিয়ে স্ট্যাটাস, মাকে নিয়ে ইংরেজি স্ট্যাটাস, অসুস্থ মাকে নিয়ে স্ট্যাটাস, মাকে নিয়ে কষ্টের কিছু কথা, মাকে নিয়ে সেরা উক্তি খোঁজ করছেন। তাদেরকে এই আর্টিকেলে স্বাগতম জানাই। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন। তাই আপনারা যারা উপরুক্ত বিষয় সম্পর্কে সার্চ করছেন তারা যেন আমাদের আর্টিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে।

আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি সম্মানের স্থান পেয়েছে বাবা এবং মা। পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দটি হলো মা। কবি বলেছেন”যেখানে দেখি যাহা, মায়ের মতো আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। এই পৃথিবীর শত দুঃখ কষ্টের মাঝে যে মানুষটির একটি সান্তনা আর স্নেহ ভালোবাসা আমাদের সব বেদনা দূর করে দেয় তিনি হচ্ছেন একমাত্র মা জননী। মায়ের চেয়ে এই পৃথিবীতে আপনজন কেউ নেই। প্রতিটি মানুষ এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই বেড়ে ওঠা পর্যন্ত সবচেয়ে মূল হাতিয়ার হচ্ছে মা। মায়ের তুলনা অন্য কারো সাথে চলেনা। আপনারা নিশ্চয়ই জানেন মায়ের সাথে সম্পর্ক হচ্ছে সন্তানের নাড়ীর সম্পর্ক, একটুখানি আঘাত পেলেই সবাই মা বলে চিৎকার দেয়। ধর্ম বর্ণ নির্বিশেষে মা যতই কালো এবং কুৎসিত কিংবা সুন্দর হোক না কেন সবার কাছে অতি মূল্যবান সম্পদ। শুধু আশরাফুল মাখলুকাত নয় প্রতিটি প্রাণী তার মায়ের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে। আর যে ঋণীর বোঝা কখনো টাকা পয়সা অতি মূল্যবান সম্পদ দিয়ে শোধ করা যাবে না। সে ঋণ শোধ করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে কোন কিছুই সৃষ্টি করেননি।

মায়ের ত্যাগের তুলনা কোন কিছু দিয়েই মিঠানো যাবে না। সন্তানের জন্য তুলনামূলক ভাবেই মায়ের ত্যাগ সর্বোচ্চ হয়ে থাকে। একাধারে গর্ভধারণ, দুগ্ধ পান রাত জেগে সন্তানের পাহারাদার হিসেবে মা নানা রকম কষ্ট সহ্য করে। এরশাদ হচ্ছে, ‘আমি মানুষকে মা-বাবার সঙ্গে সদাচারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্টে গর্ভধারণ করেছে এবং অতি কষ্টে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুগ্ধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন বলে- হে আমার রব! আমাকে সামর্থ্য দাও, তুমি আমার ও আমার মা-বাবার ওপর যে নেয়ামত দান করেছো, তার যেনো কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমি যেনো ভালো কাজ করতে পারি, যা তুমি পছন্দ করো। আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয়ই আমি তোমার কাছে তওবা করলাম। আমি মুসলমানদের অন্তর্ভুক্ত।’ (সুরা আহকাফ : ১৫)

আরো জানুনঃ ইসলামিক প্রোফাইল পিকচার hd download,স্ট্যাটাস, উক্তি, ছবি

মায়ের মর্যাদা অতুলনীয় : ইসলাম মাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। তার মর্যাদাকে মহিমান্বিত করেছে। এরশাদ হচ্ছে, ‘আমি মানুষকে তার মা-বাবার সঙ্গে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ করে। তার দুধ ছাড়ানো হয় দু’বছরে। সুতরাং আমার শোকরিয়া ও তোমার মা-বাবার শোকরিয়া আদায় করো।’ (সুরা লোকমান : ১৪)

অনুগ্রহের দৃষ্টিতে তাকালে কবুল হজের সওয়াব : রাসুল (সা.) এরশাদ করেন, ‘মা-বাবাই হলো তোমার জান্নাত এবং জাহান্নাম।’ (সুনানে ইবনে মাজাহ : ৪২১)। তাই অন্য হাদিসে এরশাদ হয়েছে, ‘যখন কোনো অনুগত সন্তান নিজের মা-বাবার দিকে অনুগ্রহের নজরে দেখে, আল্লাহতায়ালা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন।’ (সুনানে বায়হাকি : ৪২১)
বাবার তুলনায় মায়ের মর্যাদা বেশি : মা হিসেবে ইসলামে একজন নারীর অবস্থান অকল্পনীয়। ইসলামে বাবার চেয়ে মায়ের মর্যাদা তিনগুণ বেশি। পবিত্র কোরআনে মায়ের কথা আলাদাভাবে উল্লেখ করে মাকে বিশেষ মর্যাদায় ভূষিত করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘তোমরা আল্লাহর ইবাদত করো। তাঁর সঙ্গে কাউকে শরিক কোরো না এবং পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো।’ (সুরা নিসা : ৩৬)। একবার এক লোক এসে রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলো, ‘আমার থেকে সদাচরণ পাওয়ার সর্বাধিক অধিকার কার?’ তিনি বললেন, ‘তোমার মায়ের।’ সে আবারও একই প্রশ্ন করলো। তিনি দ্বিতীয়বারও উত্তরে বললেন, ‘তোমার মায়ের।’ সে আবারও একই প্রশ্ন করলে তিনি তৃতীয়বারের উত্তরেও বললেন, ‘তোমার মায়ের।’ সে আবারও একই প্রশ্ন করলে রাসুল (সা.) চতুর্থবার বললেন, ‘তোমার পিতার।’ (বোখারি : ৫৬২৬)।
মায়ের মর্যাদা ছিলো অন্যান্য নবীযুগেও : নবজাতক হজরত ঈসা (আ.)-এর মুখে আল্লাহতায়ালা ভাষা ফুটিয়ে দিলে তিনি বলেছিলেন, ‘আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি যেনো আমার মায়ের প্রতি সদ্ব্যবহার করি (অনুগত ও বাধ্য থাকি)। আমাকে করা হয়নি উদ্ধত অবাধ্য ও দুর্ভাগা হতভাগ্য।’ (সুরা মারিয়াম : ৩০-৩২)। বনী ইসরাইলের নবী হজরত মুসা (আ.)-এর প্রতিও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিলো। এরশাদ হচ্ছে, ‘আমি বনী ইসরাইলের থেকে এই অঙ্গীকার নিয়েছি, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে।’ (সুরা বাকারা : ৮৩)
মা সন্তানের সম্পদের অধিকারিনী : মা সন্তানের সম্পদের অধিকারী ও উত্তরাধিকারিনী। তার যাবতীয় ব্যয়ভার, খোরপোষ ও দেখভাল সন্তানের ওপর আবশ্যক। এরশাদ হচ্ছে, ‘মৃতের সন্তান থাকলে পিতামাতার জন্য (সন্তানের) সম্পদের এক-ষষ্ঠাংশ; আর সন্তান না থাকলে পিতামাতাই ওয়ারিশ বা উত্তরাধিকারী হবে। এমতাবস্থায় মায়ের জন্য এক-তৃতীয়াংশ।’ (সুরা নিসা : ১১)
বৃদ্ধা হয়ে গেলেও মায়ের সেবা : মা বৃদ্ধা হয়ে গেলে সাধারণত সন্তানের সেবার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন। এ সময় মায়ের সুবিধা-অসুবিধা ও প্রয়োজনের প্রতি খুব যত্নশীল ও দায়িত্বশীল হওয়া কর্তব্য। একবার রাসুল (সা.) বললেন, ‘সে দুর্ভাগা! সে দুর্ভাগা! সে দুর্ভাগা!’ উপস্থিত সাহাবায়ে কেরাম (রা.) জিজ্ঞেস করলেন, ‘সে কে?’ উত্তরে তিনি বললেন, ‘যে ব্যক্তি মাতাপিতা উভয়কে অথবা যেকোনো একজনকে বৃদ্ধাবস্থায় পেয়েও (তাদের সেবা করে) জান্নাতে প্রবেশ করতে পারলো না।’ (মুসলিম : ৬২৭৯)। মায়ের সেবা করা, মায়ের যত্ন নেওয়া এবং মাকে খুশি করার গুরুত্ব বোঝাতে রাসুল (সা.) আরেক হাদিসে এরশাদ করেন, ‘জান্নাত মায়ের পদতলে।’ (কানজুল উম্মাল : ৪৫৪৩৯)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মায়ের সেবায় সন্তানের মর্যাদা : উয়াইস আল কারনি ইয়ামেনের অধিবাসী একজন বড় মাপের তাবেঈ ও বুজুর্গ ছিলেন। তিনি ৩৭ হিজরিতে ইন্তেকাল করেন। রাসুল (সা.)-এর যুগ হওয়াসত্ত্বেও তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি তার। কিন্তু রাসুল (সা.)-এর প্রতি তার অগাধ ভালোবাসা ছিলো। তার বৃদ্ধা মা ছিলেন। মায়ের সঙ্গে তিনি সদাচরণ করতেন। মায়ের সেবাযত্ন করতেন। রাসুল (সা.) তাকে চিনতেন। হাদিসে এসেছে, হজরত উমর (রা.) বলেন, রাসুল (সা.) এরশাদ করেন, ‘ইয়ামেন থেকে উয়াইস নামে এক ব্যক্তি তোমাদের কাছে আসবে। ইয়ামেনে মা ছাড়া তার আর কেউ নেই। তার শ্বেত রোগ ছিলো। সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার রোগ ভালো করে দেন। কিন্তু তার শরীরের একটি স্থানে এক দিনার অথবা এক দিরহাম পরিমাণ স্থান সাদাই থেকে যায়। তোমাদের কেউ যদি তার সাক্ষাত পায়, সে যেনো তাকে নিজের জন্য ইস্তেগফার করতে বলে।’ (মুসলিম : ২৫৪২)

আরো জানুনঃ ২০০ টি সেরা ইসলামিক উক্তি

মায়ের অবাধ্য হওয়া দ্বিতীয় বড় অপরাধ : ইসলামে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা প্রথম বড় অপরাধ; আর মাকে কষ্ট দেওয়া ও মায়ের অবাধ্য হওয়া দ্বিতীয় বড় অপরাধ। আল্লাহতায়ালা নিজের অধিকারের সঙ্গে সঙ্গেই উল্লেখ করেছেন মাতাপিতার অধিকারের কথা। এরশাদ হচ্ছে, ‘তোমার পালনকর্তা আদেশ করেছেন, তাকে ছাড়া অন্য কারো ইবাদত কোরো না এবং মাতাপিতার সঙ্গে সদাচরণ করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বোলো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলো।’ (সুরা বনী ইসরাইল : ২৩)। অন্য আয়াতে এরশাদ হচ্ছে, ‘(হে নবী, বলে দিন!) এসো, তোমাদের ওপর তোমাদের রব যা হারাম করেছেন, তা পাঠ করি- তোমরা তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না এবং মা-বাবার প্রতি অনুগ্রহ করবে।’ (সুরা আনআম : ১৫২)। রাসুল (সা.) এরশাদ করেন, ‘আল্লাহতায়ালা মায়ের অবাধ্য হওয়াকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন।’ (মুসলিম : ৪৫৮০)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ । মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

১। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত 

২। যে পরিস্থিতিতে থাকুক না কেন মা সন্তানকে পেয়ে আকুল হয়ে যায় জড়িয়ে ধরার জন্য। আর তিনিই হলেন মা।

৩। মাগো- তোমার জন্ম হয়েছে বলেই
এই পৃথিবীটা এত সুন্দর।

৪। মাগো -তুমি ছাড়া – আজও আমি অবহেলিত!

৫। প্রিয় মা- তুমি বিহীন আজ আমি বড় একা

৬। মা মানে- এক চিলতে হাসি! যে হাসিতে ভুবন হাসে।

৭। মা মানে – মিষ্টি বকুনি দিয়ে আবারও আদর করে ডাক দেওয়া একজন। যেই বকুনির আড়ালে রয়েছে ভালোবাসা আর ভালোবাসা।

৮। মায়ের মধুর হাসির কাছে, ভয় ও হার মানে।

৯। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী
কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ট সম্পদ আমার মা আছে।

আরো জানুনঃ জীবন নিয়ে (1000+) উক্তি,বাণী ও ফেসবুক স্ট্যাটাস- যা আপনার জীবনকে পাল্টে দেবে

১০। “মা মাগো মা_ আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় ‪#মানুষ ‬হব বলে।” “হয়ত তোমারি জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ালে”

১১। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না।তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।

১২।যারা প্রেমের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, তাদেরকে বলছি.. পারলে একটু মন থেকে বলুন “মা” এর জন্য জীবন দিতে পারি “মা” ই তো আপনের আপন…

১৩। পৃথিবীর সব চেয়ে সুখ কি জান? মা-বাবার আদর সব চেয়ে কষ্ট কি জান? মা-বাবার চোখের জল. সব চেয়ে অমুল্য রতন কি জান? মা-বাবার ভালোবাসা।।।

১৪। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান।

১৫।একটি মাত্র অক্ষরে সেএকটি বড়ো শব্দযা-না হলে পৃথিবীটাহয়ে যেতো স্তব্ধ যার মহিমা লিখলে কবিলিখতে হবে কত্তোলাইন শ্লোক হাজার হাজারবই শত শত্তো !জানো তুমি শব্দটা কিতাতে কতো মিষ্টিতোমার কতো নিকটতমকতো প্রিয় ইস্টি ?সে শব্দটি সবার চেনাসবার জানা শোনাযার চরণে বেশত আমাদেরবুকের ক্ববা মা !

১৬। মা তোমায় ভালোবাসিকোথায় যেনো একটা টানে তোমার কাছে আসিমা তোমায় ভালোবাসিতোমার জন্য মাগো আমারআলোর ভুবন দেখাতোমার হাতেই আমার নিয়তআমার ভাগ্য লেখাতোমায় ছেড়ে আমি মাগোনা যেনো যাই দূরেতোমার গায়ে গন্ধ যেনোআমার গায়ে বাজে সুরে সুরেমাগো তোমায় ভালোবাসি …….

১৭। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না।তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।

১৮। আপনি যতই বড় হন না কেন, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে! তাই “মা” কে ভালোবাসুন, কোন সময় কষ্ট দেবেন না।

১৯। বৃদ্ধাশ্রমে যাওয়াটা মায়ের দূর্ভাগ্য নয়, দূর্ভাগ্য ওই সন্তানের যে জান্নাত চিন্তে পারেনি।

 

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ । মায়ের জন্য ভালোবাসা

২০। মায়ের সাথে সব কিছু শেয়ার করা মানুষগুলো কখনোই পথভ্রষ্ট হয় না!

২১। পৃথিবীর সব চেয়ে শান্তির জায়গা হল-(মায়ের কোল)

২২। মা ছাড়া পৃথিবীটা অন্ধকার, যাদের মা বেঁচে আছেন। তারা একবার বলি, আলহামদুলিল্লাহ

২৩। মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে একবুক ভালোবাসা।

২৪। আমার মা যখন হাসে, তখন আমার খুব ভালো লাগে। কিন্তু যখন মা আমার কারনে হাসে, তখন আরো বেশি ভালো লাগে”

২৫। পৃথিবীতে সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে আল কোরআন, সবচেয়ে নিস্পাপ জিনিস হচ্ছে ফুল, সবচেয়ে সুন্দর জীব হচ্ছে মানুষ …*সবচেয়ে মধুর নাম হচ্ছে মা

২৬। ফেলে আসা ছেলেবেলা,, মনে পড়ে আজ,,যত্ন নিতে তুমি আমার ফেলে তোমার কাজ।তুমি কত ভালবাস,, কষ্ট দাও না,,তোমাকে এখনও ভালবাসি ও আমার “”মা””

২৭। ভালবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এইপর্যন্ত কোন মাপকাঠি বানাতে পারে নি।যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো “‘”মা’””নামের নিঃস্বার্থ মহিলাটি।

২৮। আমি অনেক বোকা হতে পারি,অনেক খারাপ ছাত্র হতে পারি,আমি অনেক কাল হতে পারি।কিন্তু আমার মায়ের কাছে আমি তার শ্রেস্ট সন্তান

২৯। পৃথিবীটা অনেক কঠিন,সবাই সবাই কে ছেড়ে যায়,সবাই সবাই কে ভুলে যায়,শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায়না।আর সারা জিবন থাকবে।সে মানুষ টি হচ্ছে,।।।আমার মা।

আরো জানুনঃ জীবন নিয়ে (1000+) উক্তি,বাণী ও ফেসবুক স্ট্যাটাস- যা আপনার জীবনকে পাল্টে দেবে

৩০। মা কখনও ভাবিনি তোমাকে ছাড়া আমি কোথাও চলে যাব বা থাকব । আজ তোমাকে ছাড়া বহু দূরে থাকতে হচ্ছে । খুবই কষ্ট হই । মা তুমি আমার কাছে এসে থাকতে পারতে কিন্তু তুমি এক সপতাহ থাকার পর অন্য সনতানদের জন্য থাকতে পারোনা। মা তোমাকে –

৩১।মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না । শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে । দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না ।

৩২। ==== মা==== মা “মমতার মহল” মা “পিপাসার জল” মা “ভালবাসার সিন্ধু” মা “উত্তম বন্ধু” মা “ব্যাথার ঔষুধ” মা “কষ্টের মাঝে সুখ” মা “চাঁদের ঝিলিক” মা

৩৩। মা মানে আদর, মা মানে শান্তি, মা মানে ছায়া। কখনও কি একবার ভেবে দেখেছি একজন মা কতোটা অসহায় হতে পারে? অথচ শত শত মা অনাহারে দিন কাটাচ্ছে..বাস স্থানের অভাবে রাস্তায় ঘুমিয়ে থাকে..এ গুলো তো আমাদের জন্যই হচ্ছে..কতো না কষ্টে তারা আমাদের গর্ভে ধারণ করেছে বিনিময়ে আমরা তাকে কিছুই দিতে পারিনি। তাই আসুন আমরা সবাই মা কে ভালোবাসি যেন বিদ্রাশ্রম বা রাস্তা কোন মায়ের স্থান না হয়। যেন কোন মা অনাহারে দিন না কাটায় ? মা তোমাকে অনেক ভালোবাসি

৩৪। মায়ের 1টি কষ্টের নিঃশ্বাস 7টি দোযখের চেয়েও ভয়ংকর!! আর 1টি খূশির হাসি 8টি বেহেস্তের চেয়েও উত্তম। মা এর মনে কষ্ট দিওনা

৩৫। ………….মা আমার ……. মা আমার মাথার মনি তুলনা তার নাই, দুঃখের মাঝে মায়ের ছায়া কোথায় গেলে পাই? মায়ের মুখে খোকা ডাক শুনতে লাগে ভালো, মা যে আমার জগৎ সেরা আধার মনে আলো। মায়ের মুখের হাসিখানি আমার মনে সুখ, একটু খানি মলিন হলে. লাগবে মনে দুঃখ।। লাভ ইউ সো মাচ্ আম্মু

৩৬। দুনিয়ার সব কিছুই বদলাতে. পারে,কিন্তু মায়ের ভালবাসা. কখনো বদলাবার নয়!!♥

৩৭। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়..!!

৩৮। মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না । শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে । দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না ।

৩৯। সকাল দুপুর রাত্রী বেলা পাইছি সবার অবহেলা । সকল দুঃখ যেতাম ভুলে মায়ের কোলে মাথা তুলে! মা যে আমার শেষ্ট বন্ধু , মায়ের কোলে সুখের সিন্দু ।

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ। মাকে নিয়ে ইংরেজি স্ট্যাটাস

৪০। মাকে তুই কষ্ট দিয়ে,করিস নারে ভুল¤ মা হারালে হারাবি তুই,আল্লাহ রাসুল¤ তুই যতই পারস,মার যত্ন সেবা কর¤ মা তখন হবে আপন যখন সবাই হবে পর¤

৪১। প্রথম স্পর্শ মা প্রথম পাওয়া মা প্রথম শব্দ মা প্রথম দেখা মা আমার জান্নাত তুমি মা

৪২। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান।

৪৩। পৃথিবীর সব চেয়ে সুখ কি জান? মা-বাবার আদর সব চেয়ে কষ্ট কি জান? মা-বাবার চোখের জল. সব চেয়ে অমুল্য রতন কি জান? মা-বাবার ভালোবাসা।।।

৪৪। মা দিয়ে মাসজিদ। মা দিয়ে মাদ্রাসা। মা দিয়ে মাদিনা। মা দিয়ে মাক্কা। সো মা কে কেউ কষ্ট দিয় না।

৪৫। ভালোবাস তাকে.. যার কারনে পৃথিবী দেখেছো….।। ভালোবাস তাকে..।। যে তোমাকে ১০মাস ১০দিনগর্ভে রেখেছে….।। ভালোবাস তাকে.. যার পা এর নিচে তোমার জান্নাত আছে…..।। তিনি হলেন…..মা..

৪৬। মা মাগো মা_আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায়‪ মানুষ ‬হব বলে।

৪৭। আমার মা কেবল একজন ‘ফুলটাইম মা–ই ছিলেন। তাঁর নিজের ক্যারিয়ার, নিজের অভিজ্ঞতা, নিজের জীবন—সব ঢেলে দিয়েছেন সন্তানের জন্য। আমি কখনো আমার মায়ের মতো হতে পারব না। তাঁর মাধুর্য, উদারতা, ভালোবাসা আমার চেয়ে অনেক বড়। – অ্যাঞ্জেলিনা জোলি

৪৮। প্রচণ্ড অভাবের সংসার ছিল আমাদের। তিন বেলা ভাতই জুটত না ঠিকভাবে। কিন্তু সেই নিদারুণ অভাবকে কী করে পাশ কাটিয়ে যেতে হয়, তা আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম। কখনোই মুখ ভার করে থাকতেন না মা। হাসিমুখে নীরব লড়াই চালিয়ে যেতেন অনটনের সঙ্গে। পেটে ভাত নেই, কিন্তু সত্যি কথা বলছি, মায়ের ভেতরের অমন শক্তি আমাদের মধ্যেও সঞ্চারিত হতো! উৎসাহ পেতাম জীবনযুদ্ধে টিকে থাকার। – সিদ্দিকুর রহমান

৪৯। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান।

আরো জানুনঃ বিখ্যাত ব্যক্তিদের উক্তি (১০০০+) বাংলা যা আপনাকে সবসময় অনুপ্রেরণা যোগাবে

৫০। পৃথিবীর সব চেয়ে সুখ কি জান?মা-বাবার আদরসব চেয়ে কষ্ট কি জান?মা-বাবার চোখের জল.সব চেয়ে অমুল্য রতন কি জান?মা-বাবার ভালোবাসা।।।

৫১। যারা প্রেমের জন্য নিজেরজীবন দিতে প্রস্তুত,তাদেরকে বলছি..পারলে একটু মন থেকেবলুন “মা” এর জন্যজীবন দিতে পারি “মা” ইতো আপনের আপন.

৫২। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না।তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।মা মাগো মা_আমি এলাম তোমার কোলে,তোমার ছায়ায় তোমারমায়ায়‪#মানুষ ‬হব বলে।””হয়ত তোমারি জন্যহয়েছি প্রেমে যে বন্যজানি তুমি অনন্যআশার হাত বাড়ালে”

৫৩। মা তোমায় ভালোবাসিকোথায় যেনো একটা টানে তোমার কাছে আসিমা তোমায় ভালোবাসিতোমার জন্য মাগো আমারআলোর ভুবন দেখাতোমার হাতেই আমার নিয়তআমার ভাগ্য লেখাতোমায় ছেড়ে আমি মাগোনা যেনো যাই দূরেতোমার গায়ে গন্ধ যেনোআমার গায়ে বাজে সুরে সুরেমাগো তোমায় ভালোবাসি

৫৪। ভালোবাস তাকে… যার কারনে পৃথিবী দেখেছো….।। ভালোবাস তাকে…।। যে তোমাকে ১০মাস ১০দিন গর্ভে রেখেছে….।। ভালোবাস তাকে… যার পা এর নিচে তোমার জান্নাত আছে…..।। তিনি হলেন …..মা….মা তোমায় ভালোবাসি কোথায় যেনো একটা টানে তোমার কাছে আসি মা তোমায় ভালোবাসি তোমার জন্য মাগো আমার আলোর ভুবন দেখা তোমার হাতেই আমার নিয়ত আমার ভাগ্য লেখা তোমায় ছেড়ে আমি মাগো না যেনো যাই দূরে তোমার গায়ে গন্ধ যেনো আমার গায়ে বাজে সুরে সুরে মাগো তোমায় ভালোবাসি

৫৫। মায়ের কোলের মতো আর কোথাও পাওয়া যাবে না। মায়ের কোল আমার প্রথম পৃথিবী ।

৫৬। মা শব্দটি বড়ই অদ্ভুত তাই না একবার মা ডাকলে সব কস্ট যেনো দূরে সরে যায়

৫৭। মা, যার কোনো বিকল্প নেই , যার মা নেই পৃথিবীতে তার কিছুই নেই

৫৮। বৃদ্ধ মাকে বিদ্ধশ্রমে না পাঠিয়ে আপনার সন্তানের দেখাশোনা করার দায়িত্ব দিন।
দেখবেন আপনার সন্তান দুনিয়ার সব থেকে ভালো বন্ধু খুজে পাবে।

৫৯। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

 

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ । অসুস্থ মাকে নিয়ে স্ট্যাটাস

৬০। মা জননী চোখের মনি,অসিম তোমার দান., খোদার পরে তোমার আসন আসমানের সমান.. ত্রিভুবনে তোমার মত হয়না কারো মান,

৬১। পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই সবাই কে ভুলে যায়, শুধু একজনযে ছেড়ে যায় না ভুলেও যায়না। আর সারা জিবন থাকবে। সে মানুষ টি হচ্ছে,–আমার মা–

৬২। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়..!!

৬৩। মা মমতার মহল মা পিপাসার জল মা ভালবাসার সিন্ধু মা উত্তম বন্ধু মা ব্যাথার ঔষুধ মা কষ্টের মাঝে সুখ মা চাঁদের ঝিলিক মা স্বর্গের মালিক

৬৪। যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।

৬৫। মা কখনো হয়না পর যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছলনা
কিন্তু মা এর ভালোবাসা পৃথিবীর
কোন কিছুর সাথে হয়না তুলনা.

৬৬। মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে একবুক ভালোবাসা।

৬৭। আমার মা যখন হাসে, তখন আমার খুব ভালো লাগে। কিন্তু যখন মা আমার কারনে হাসে, তখন আরো বেশি ভালো লাগে

৬৮। আমি যাকে ভালবাসি,তাকে যদি না পাই, তাহলেও কখনই আত্মহত্যা করব না । কারন সেই মেয়েটি/ ছেলেটি আরেকটি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড খুজে পাবে, কিন্তু আমার .মা আরেকটি ছেলে/মেয়ে খুজে পাবেনা মা তোমাকে অনেক অনেক ভালোবাসি….

৬৯। ভালোবাস তাকে…যার কারনে পৃথিবী দেখেছো….।। ভালোবাস তাকে…।। যে তোমাকে ১০ মাস ১০ দিন গর্ভে রেখেছে….।। ভালোবাস তাকে…যার পা এর নিচে তোমার জান্নাত আছে…..।। তিনি হলেন…..মা….

আরো জানুনঃ প্রকৃতি নিয়ে উক্তি বা বাণী সমূহ ২০২২

৭০। মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা – হুমায়ূন আহমেদ

৭১। মা! ছোট্ট একটি শব্দ। একটি পৃথিবী। শুধু পৃথিবী নয়, ত্রিভুবন। স্বর্গাদপী গরীয়সী। শুধু একবার মা বলে ডাকলেই এক স্বর্গীয় পুণ্যে হৃদয়-মন অমিয় সুধায় প্লাবিত হয়। মা, ত্রিভুবনের সবচেয়ে মধুরতম শব্দ। তাই মা-ই বসুন্ধরা, মা-ই ছায়া, মা-ই মায়া। মা এক মমতার অাধার। – দিলারা হোসেন

৭২। মা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেছেন, ‘আমি যা হয়েছি বা যা হতে চাই, তার সবটুকুর জন্যই আমি আমার মায়ের কাছে ঋণী। আমার মায়ের প্রার্থনাগুলো সব সময় আমার সঙ্গে সঙ্গে ছিল।’

৭৩। বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক বালজাক বলেছেন, ‘মায়ের হৃদয় হচ্ছে এক গভীর আশ্রয়, সেখানে আপনি সহজেই খুঁজে পাবেন মমতার সুশীতল ছায়া।’ জন গে বলেছেন, ‘মা, মা-ই, তার অন্য কোনো রূপ নেই।’

৭৪। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘মা হচ্ছেন জগজ্জননী। তার চেয়ে শান্তির ঠিকানা আর কোথাও নেই।’ ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং বলেছেন, ‘মাতৃত্বেই সব মায়া-মমতা ও ভালোবাসার শুরু এবং শেষ।’ সনাতন ধর্মে মাকে স্বর্গের থেকেও বড়, মহান ও পবিত্র বলে আখ্যায়িত করা হয়েছে।

৭৫। ‘মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, মা তোমার জন্য এত কিছু করেছেন, তাকে দুই কলম লেখার সময় হয় না তোমার? আর যে চকলেট উপহার হিসেবে দাও, তার বেশির ভাগই চলে যায় তোমার পেটে।’ – আনা জার্ভিস

৭৬। আমার মা। জানি না তিনি আমার মতো দুষ্টু একটা ছেলেকে কীভাবে মানুষ করেছেন। আমাকে বাগে আনা নিঃসন্দেহে সহজ ছিল না। তিনি নিশ্চয়ই খুব ধৈর্যশীল ছিলেন। একজন মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাঁর সন্তান যেন নিরাপদ আর সুস্থ থাকে। আমার মায়ের কাছেও ব্যাপারটা তা-ই ছিল। তিনি গত ২৪ বছর আমাকে দেখে রেখেছেন বলেই আমি খেলতে পেরেছি। এমনকি আমি ক্রিকেট খেলা শুরু করার আগেও তিনি একইভাবে আমার মঙ্গল কামনা করতেন। তাঁর প্রার্থনাই আমাকে শক্তি দিয়েছে। এই সব ত্যাগের জন্য, মা, তোমাকে ধন্যবাদ। – শচীন টেন্ডুলকার

৭৭। আব্রাহাম লিংকন- “যার মা আছে, সে কখনই গরীব নয়।”

৭৮। জর্জ ওয়াশিংটন-” আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।”

৭৯। জোয়ান হেরিস-” সন্তানেরা ধারালো চাকুর মত।তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর,মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।”

৮০। এলেন ডে জেনেরিস-” আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।”

 

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ-bdinfo71 (1)

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ । মাকে নিয়ে কষ্টের কিছু কথা

৮১। সোফিয়া লরেন-” কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য।”

৮২। মিশেল ওবামা- “আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।”

৮৩। আপনারা যারা এখনও মা কে নিয়ে ফেসবুক স্ট্যাটাস খুজে পাননি। তাদের জন্য মা কে নিয়ে ফেসবুক স্ট্যাটাস নিয়ে এসেছি। আপনি চাইলে এখান থেকে মা কে নিয়ে ফেসবুক স্ট্যাটাস সংগ্র করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

৮৪। -লাইফে সাকসেস হতে চাইলে -নিজের বাবা-মা কে কখনো কষ্ট দিওনা

৮৫। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে।
কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে।

৮৬। “মাকে তুই কষ্ট দিয়ে,করিস নারে ভুল¤”মা হারালে হারাবি তুই,আল্লাহ রাসুল¤”তুই যতই পারস,মার যত্ন সেবা কর¤”মা তখন হবে আপন যখন সবাই হবে পর¤

৮৭। “পৃথীবিতে কেউ’ই স্বার্থহীন নয়,প্রতিটি সর্ম্পকেই কম-বেশী স্বার্থ থাকে,শুধু মাত্র মায়ের ভালবাসা টাই নিঃশ্বার্থ,একজন “মা”ই পারেন সন্তান কে কোন স্বার্থ ছাড়া ভালবাসতে”

৮৮। মাকে তুই কষ্ট দিয়ে,করিস নারে ভুল মা হারালে হারাবি তুই,আল্লাহ রাসুল তুই যতই পারস,মার যত্ন সেবা কর মা তখন হবে আপন যখন সবাই হবে পর

৮৯। কষ্ট বুকে চেপে একলা থাকি,, কান্নার নোনাজল অধরে মাখি,, লাভ কি বৃথা মনে কষ্ট চেপে,, আয় না ফিরে তুই আমারি বুকে..!!

আরো জানুনঃ আবেগি ফেসবুক স্ট্যাটাস | কষ্টের স্ট্যাটাস ফেসবুক (১০০০+)

৯০। প্রথম স্পর্শ “মা”প্রথম পাওয়া “মা”প্রথম শব্দ “মা”প্রথম দেখা “মা”আমার জান্নাত তুমি “মা”

৯১। আল্লাহর দেওয়া সব চেয়ে বড় উপহার হল “মা”

৯২। মা এমন একটা সম্পদ”
যা হারিয়ে গেলে, পৃথিবীর কোথাও তা আর খুঁজে পাওয়া যাবে না।

৯৩। ভালোবাসতে সবাই পারে,
তবে মায়ের মতও কেউ ভালোবাসতে পারে না!

৯৪। স্ত্রীকে খুশি করা একজন স্বামীর দায়িত্ব, কিন্তু মা-বাবা কে বাদ দিয়ে নয়। অবশ্যই মা-বাবার দিকে লক্ষ্য রাখতে হবে। সন্তান হিসেবে এটা আপনার দায়িত্ব।

৯৫। প্রত্যেক শিক্ষার্থীর সফলতার পেছনে তাদের মায়ের বকা ,ঝকা, জুতা, ইত্যাদির অবদান ব্যাপক।

৯৬। নোরা এফ্রন- “মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।”

৯৭। মাইকেল জ্যাকসন-“আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।”

৯৮। দিয়াগো ম্যারাডোনা-“আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।”

৯৯। মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে -গৌতম বুদ্ধ

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ । মাকে নিয়ে সেরা উক্তি

১০০। মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়।

১০১। মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ

১০২। আপনারা যারা মা নিয়ে ক্যাপশন দিতে চান। তারা নিচ থেকে মা নিয়ে ক্যাপশন সংগ্রহ করে নিন মা নিয়ে ক্যাপশন। কেননা আজকের পোস্টে আমরা খুব সুন্দর কিছু মা নিয়ে ক্যাপশন দিয়েছি । তাই দেরি না করে এখনি সংগ্রহ করে নিন মা নিয়ে ক্যাপশন।

১০৩। ছেলেকে ‘সাত রাজার ধন’ বলে একজনেই ডাকেন, তিনি হলেন মা

১০৪। শান্তি ও ভালোবাসা- দুটোই মায়ের আঁচল তলের নিদর্শন। দুটোই শৈশবে বেশি পেয়েছি আমরা অনেকে।

১০৫। হিরা নাকি শুনি সবচে দামী -সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামী আমার মায়ের আঁচল।

১০৬। একটি মাত্র অক্ষরে সেএকটি বড়ো শব্দযা-না হলে পৃথিবীটাহয়ে যেতো স্তব্ধ যার মহিমা লিখলে কবিলিখতে হবে কত্তোলাইন শ্লোক হাজার হাজারবই শত শত্তো !জানো তুমি শব্দটা কিতাতে কতো মিষ্টিতোমার কতো নিকটতমকতো প্রিয় ইস্টি ?সে শব্দটি সবার চেনাসবার জানা শোনাযার চরণে বেশত আমাদেরবুকের ক্ববা মা !

১০৭। মা কখনও ভাবিনি তোমাকে ছাড়া আমি কোথাও চলে যাব বা থাকব । আজ তোমাকে ছাড়া বহু দূরে থাকতে হচ্ছে । খুবই কষ্ট হই । মা তুমি আমার কাছে এসে থাকতে পারতে কিন্তু তুমি এক সপতাহ থাকার পর অন্য সনতানদের জন্য থাকতে পারোনা। মা তোমাকে –পৃথিবীটা অনেক কঠিন,সবাই সবাইকে ছেড়ে যায়,সবাই সবাই কে ভুলে যায়,শুধু একজনযে ছেড়ে যায় না ভুলেও যায়না।আর সারা জিবনথাকবে।সে মানুষ টি হচ্ছে,।।।আমার মা।

১০৮। =দুনিয়ার সব কিছুই বদলাতেপারে,কিন্তু মায়ের ভালবাসাকখনো বদলাবার নয়…!!♥

১০৯। যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন,উক্তি, বাণী ও মেসেজ। মৃত মা কে নিয়ে স্ট্যাটাস । মেয়েকে নিয়ে মায়ের স্ট্যাটাস

১১০। মা কখনো হয়না পর যতই আসুক তুফান ঝড়”অন্যের ভালোবাসা হতে পারে ছলনা কিন্তু মা এর ভালোবাসা পৃথিবীর কোন কিছুর সাথে হয়না তুলনা.I LOVE YOU “মা”

১১১। বটের ডালে কুকিল বসে গাইছে কূহু গান, মাটির টানে মায়ের টানে কান্দে আমার প্রান | আছি আমি অনেক দুরে, পাইনা মায়ের দেখা| লক্ষ মানুষের ভিরেও যেন আমি শুধু একা| ঘুমের মধ্যে স্বপনে দেখি, মায়ের সুন্দর মুখ | ঘুম ভাংলে চেয়ে দেখলে কেঁদে ওঠে বুক | মায়ের দেয়া শিতল ছায়া পাইনা খুজে আর| মায়ের জন্য মন কাঁদলেও পাইনা দেখা তার| মাকে আমি ভালবাসি সবার চেয়ে বেশি, মা থাকলে দুঃখের সমায় ফুটে মুখে হাসি|

১১২। সকল সন্তানের কাছে অনুরোধ মায়ের এই সৃতি গুলো সারা জীবন মনে রেখো মায়েরা এর বেশি কিছু চায় না

১১৩। মা পৃথিবীতে অমূল্য সম্পদে সম্পর্ক। মা বাবা আমাদের ছাদ বন্ধু ভালবাসা প্রেম প্রীতি ন‍্যায় জ্ঞান বিবেক নৈতিক ধৈর্য্য আর আপন জনের আপন জন।

১১৪। আপনি যদি আপনার পিতা-মাতাকে সম্মান করেন। তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মও আপনাকে সম্মান করবে।

১১৫। মা ও,মা – একটা প্রশ্নের জবাব দাও?
এই দুনিয়াটা কেন তোমার মত না?

১১৬। খাবার খেয়ে “মায়ের আঁচলে” মুখ মুছার মতো শান্তি পৃথিবীতে আর কোনো কিছুতে পাওয়া যাবে নাহ।

১১৭। ক্ষুধার্ত সন্তানের কান্না – একজন মায়ের কাছে করোনা ভাইরাসের চেয়েও ভয়ংকর।

১১৮। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা

রিলেটেড সার্চ

মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস,
মৃত মাকে নিয়ে স্ট্যাটাস,
অসুস্থ মাকে নিয়ে স্ট্যাটাস,
মাকে নিয়ে সেরা উক্তি,
মায়ের জন্য ভালোবাসা,
মাকে নিয়ে ইংরেজি স্ট্যাটাস,
মাকে নিয়ে কষ্টের কিছু কথা,
মেয়েকে নিয়ে মায়ের স্ট্যাটাস,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *