বিকাশ

বিকাশ রিওয়ার্ড কি? আর কেমন করে পাবো?

বিসমিল্লাহির রাহমানির রাহিম,আচ্ছালামু আলাইকুম। প্রথমেই আসা যাক বিকাশ রিওয়ার্ড কি? বিকাশ রিওয়ার্ড হচ্ছে বিকাশ অ্যাপসে যে সার্ভিসগুলো রয়েছে যেমনঃ- সেন্ড মানি,পে-বিল,ক্যাশ ইন,ক্যাশ আউট,পেমেন্ট, ট্রান্সফার মানি,মোবাইল রিচার্জ ইত্যাদি বিষয়গুলো ব্যাবহারের ফলে বিকাশ যে পয়েন্ট গুলো প্রদান করবে মূলত এটাই হচ্ছে বিকাশ রিওয়ার্ড।

বিকাশ সার্ভিস গুলো নিয়মিত ব্যাবহারের ফলে বিকাশ অ্যাপস থেকে পয়েন্ট পাওয়া যায়। আর উক্ত পয়েন্ট ভাঙ্গিয়ে বিকাশ রিওয়ার্ড সংগ্রহ করা যায়। আপনি যতো বেশি ব্যাবহার করবেন ততো বেশি রিওয়ার্ড উপভোগ করতে পারবেন।

রিওয়ার্ড সেকশনটি বিকাশ অ্যাপসের উপরের ডানদিকে রয়েছে। মূলত এটি দেখতে ট্রফি বা কাপের মতো আর উক্ত সেকশনে ক্লিক করলে রিওয়ার্ড সেকশন দেখতে পারবেন। 

তো ভিউয়াস,আমার এই নিবন্ধনে আপনাদের স্বাগতম। আপনি নিশ্চয়ই বিকাশ রিওয়ার্ড সম্পর্কে জানতে চান তাহলে আপনার জন্য আমার পোস্টটি। বিকাশ রিওয়ার্ড সম্পর্কে জানতে চাইলে পোস্ট স্কিপ না করে স্টেপ বাই স্টেপ পড়বেন। আমি আশাবাদী আপনারা নিশ্চয়ই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

আমি কিভাবে পয়েন্ট অর্জন করবো?

বিভিন্ন সার্ভিস যেমনঃ- ক্যাশ ইন,ক্যাশ আউট,পে-বিল,পেমেন্ট, ট্রান্সফার মানি ও মোবাইল রিচার্জ এসব নিয়মিত ব্যাবহারের ফলে বিকাশ পয়েন্ট অর্জন করতে পারবেন।

ব্যাবহারযোগ্য পয়েন্ট এবং অর্জিত পয়েন্ট 

আপনারা যে পয়েন্ট ভাঙ্গিয়ে রিওয়ার্ড সংগ্রহ করতে পারবেন মুলত এটাই ব্যাবহারযোগ্য পয়েন্ট।

বিকাশ অ্যাপসের সার্ভিস গুলো ব্যাবহার ফলে যে পয়েন্ট গুলো পাওয়া যায় মূলত এটাই অর্জিত পয়েন্ট

উচ্চ লেভেলে আমি কি সুবিধা পাবো? 

প্রশ্নের উত্তরে বলতে চাই হ্যাঁ। উচ্চাতর লেভেলে পৌঁছানোর পর আরও উচ্চতর রিওয়ার্ড সমূহ পাবেন। আর উচ্চতর লেভেলের রিওয়ার্ড থেকে পাওয়া আকর্ষণীয় সব অফার।

ব্যাবহারযোগ্য পয়েন্ট গুলো কি কাজে লাগে?

ব্যাবহারযোগ্য পয়েন্ট গুলো দিয়ে ক্যাশব্যাকের মতো আকষণীয় রিওয়ার্ড সংগ্রহ করা যায়। যা আপনি বিকাশ রিওয়ার্ড সেকশনে দেখতে পারবেন। 

বিকাশ রিওয়ার্ড লেভেল

বিকাশ অ্যাপসে যারা কন্টিনিউ লেনদেন করে কিংবা যারা একটু কম করে। তাদের উভয়ের মধ্যে একটু ডিফারেন্ট থেকেই যায়। প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে ব্যাবহারকারীরা বিভিন্ন জন বিভিন্ন  লেভেলে অবস্থান করবে। ব্যাবহারকারীরা কোন লেভেলে থাকবে তা নির্ধারন করবে নিজের বিকাশ অ্যাপস ব্যাবহারের উপর।

একজন ব্যাবহারকারীর যত বেশি পয়েন্ট এড করবে সে উচ্চ থেকে উচ্চতর লেভেলে পৌঁছাবে। আর সেই উচ্চতর পয়েন্টের বিনিময়ে উপভোগ করতে পারবে আকর্ষণীয় সব ধুম-ধামাকা অফার। 

সেই পয়েন্ট গুলো ভেঙে পাবে ক্যাশব্যাক। অথ্যৎ রিওয়ার্ড পয়েন্টের বিনিময়ে টাকা পাওয়া যাবে। বিকাশ রিওয়ার্ড লেভেলগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাকঃ-

১. ব্রোঞ্জ 

২. সিলভার  

৩. টাইটেনিয়াম 

৪. গোল্ড 

৫. প্লাটিনাম 

৬. ডায়মন্ড 

পর্যায়ক্রমে পরবর্তী লেভেল গুলোতে যাওয়ার জন্য দরকার হবে বেশি পয়েন্টের। যতো বেশি পয়েন্ট হবে ততো উচ্চ লেভেলে যাওয়া যাবে।

বিকাশ রিওয়ার্ড লেভেল গুলো কিভাবে পাবেন

এক থেকে অন্য লেভেলে যাওয়ার জন্য প্রয়োজন পয়েন্টের। আর এই পয়েন্ট গুলো অর্জন করা যায় কোথায় থেকে সেই বিষয়ে আগেই বলছি। তবে আর একটু বলা ভালো হবে বলে আমি মনে করি। তো ভিউয়াস, এই পয়েন্ট গুলো ক্যাশ ইন,ক্যাশ আউট,সেন্ড মানি,পে-বিল,ট্রান্সফার মানি ইত্যাদি মাধ্যম গুলো ব্যাবহারের ফলে পেয়ে যাবেন। আর এসব পয়েন্ট ভাঙ্গিয়ে ক্যাশব্যাকের মতো আকর্ষণীয় অফার গুলো পেয়েই যাচ্ছেন। 

একজন গ্রাহকের উপর নির্ধারন করছে পয়েন্ট সমূহ।  যারা একটু বেশি ব্যাবহার করবে তারা প্রোগেস করে সিলভার লেভেল থেকে টাইটেনিয়াম লেভেলে পৌঁছাবে।

প্রোগেস বার ব্যাবহারের উপর নির্ভর করছে। যারা বিকাশ সার্ভিস নিয়মত ব্যাবহার করে,লেনদেনর পরিমান কন্টিনিউ করে তাদের দ্রুত প্রোগেস হবে। আর যারা কম ব্যাবহার করবে তাদের প্রোগেস বার কমে যাবে।

বিকাশ রিওয়ার্ড এর শর্তাবলী

বিকাশ রিওয়ার্ড অর্জনের ক্ষেত্রে বিকাশ কতৃপক্ষ কিছু শর্ত আরোপ করছে। তা নিম্নে আলোচনা করা হলো।

১. বিকাশ ব্যাবহারের ফলে রিওয়ার্ড পয়েন্ট কতো হবে তা বিকাশ কতৃপক্ষ নির্ধারন করবে।

২. কম বা বেশি লেনদেনের পরিমান উপর ভিত্তি করে বিকাশ কতৃর্ক রিওয়ার্ড পয়েন্ট কতো দেওয়া হবে তা বিকাশ সংরক্ষণ করবে। তবে যারা বিকাশ গ্রাহক তাদের লেনদেনের উপর কোনো প্রভাব ফেলবে না।

৩. বিকাশ রিওয়ার্ড নির্ধারন পদ্ধতি ( লেভেল নির্ধারন,রিওয়ার্ড সংগ্রহ, পয়েন্ট অর্জন) বিকাশ কতৃর্ক নির্ধারিত হবে। বিকাশে লেনদেনের ক্ষেত্রে বিকাশ রিওয়ার্ড নির্ধারন পদ্ধতির উপর যেকোনো গ্রাহককে কোন লেভেলে রাখা তা বিকাশ সংরক্ষণ করে।

৪. বিকাশ রিওয়ার্ড সংগ্রহ প্রক্রিয়াটি ও অফারসমূহ বিকাশ কতৃর্ক নির্ধারিত হয়।

৫. বিকাশ রিওয়ার্ড সিস্টেমের অপব্যবহার করলে বা বে-আইনি ভাবে সুবিধা ভোগ করার জন্য সন্দেহজনক লেনদেনের যেকোনো প্রচেষ্টা চালালে তা তদারকি করা হবে এবং তদন্তের উপর ভিত্তি সংশ্লিষ্ট গ্রাহককে বিকাশ সার্ভিস ব্যাবহারের অযোগ্য বলে বিবেচিত হবে।

৬. বিকাশ কোনো প্রকার পূর্ব বিঞ্জপ্তি ছাড়াই বিকাশ রিওয়ার্ড প্রোগ্রামের শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।

৭.কোনো প্রকার পূর্ব বিঞ্জপ্তি ছাড়া বিকাশ রিওয়ার্ড সাময়িক স্থগিত বা বন্ধ করার অধিকার সংরক্ষণ করতে পারে।

৮.সর্বোপরি বিকাশ রিওয়ার্ড প্রোগ্রামের সকল বিষয়ের উপর বিকাশ কপিরাইট সংরক্ষণ করে। বিকাশ রিওয়ার্ড প্রোগ্রামের যেকোন বিষয় বস্তু অনুকরণ বা অবৈধ ব্যাবহার/বিতরন সহ জড়িত ব্যাক্তি বর্গ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

2 Comments

  1. আমার পয়েন্ট কেটে নেওয়া হয়েছে কিন্তু কোন ক্যাশব্যাক বা কোন পেমেন্ট পাইনি দয়া করে বলবেন আমার ক্যাশব্যাক অথবা পেমেন্ট টা কিভাবে পাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *