সার্কুলার

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২,আবেদন,বয়স সীমা,শিক্ষাগত যোগ্যতা,নির্বাচন প্রক্রিয়া,শারীরিক যোগ্যতা,নির্বাচন প্রক্রিয়া এবং নিয়োগ গাইড

শত অপেক্ষার প্রহর শেষে অবশেষে প্রকাশিত হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি । এই মাত্র পাওয়া বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন করে ৪০০০ হাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৪০০০ হাজার পদের মধ্যে ৩৪০০ জন পুরুষ ও ৬০০ জন নারীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২ ডিসেম্বর রোজ শনিবার ২০২২ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

আমার আর্টিকেলের মূল বিষয়বস্তু হচ্ছে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু এবং শেষ কবে? আবেদন করার প্রক্রিয়া, আবেদন ফি কত? বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বেতন ভাতা এবং সবশেষে বাছাই প্রক্রিয়া ইত্যাদি।

আবেদন প্রক্রিয়া শুরুর তারিখঃ ২ ডিসেম্বর রোজ শনিবার ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া শেষ তারিখঃ ২৮ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ১১ঃ ৫৯ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা অনলাইনে ইন্টারনেট ব্রাউজিংয়ে http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন।

 

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২২,

বয়স সীমা | পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২

বয়স কিন্তু পুলিশ কনস্টেবল চাকরি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা বয়স মিলিয়ে দেখবেন তারপর আবেদন প্রক্রিয়া শুরু করবেন। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ ফ্রেব্রুয়ারী ২০২২ তারিখে ১৮ থেকে ২০ বছর।

নিয়োগ গাইডের পিডিএফ ডাউনলোড করুন 

শিক্ষাগত যোগ্যতা | পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২

এসএসসি অথবা সমমান পাশ প্রার্থীরা এই আবেদন অংশগ্রহন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে কিংবা প্রয়োজন হবে ২ দশমিক ৫ ।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২,আবেদন,বয়স সীমা,শিক্ষাগত যোগ্যতা-bdinfo71 (2)

শারীরিক যোগ্যতা | পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২

পুলিশ কনস্টেবলের প্রাথমিক বাছাই প্রক্রিয়া অবস্থায় দেখা যায়, অনেক প্রার্থী সঠিক উচ্চতা এবং সঠিক ওজনের কারণে অনেকেই বাদ পড়ে যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক;
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা নিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে, তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় নারী প্রার্থীদের জন্য উচ্চতা নিম্ন ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।

বেতন ভাতা |পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২

ছয় মাসের প্রশিক্ষণ চলাকালে পাওয়া যাবে পোশাক, থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা। পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ে প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে। প্রশিক্ষণ শেষে নিয়োগ প্রাপ্তদের ২০১৫ সালের বেতন স্কেলের ১৭তম গ্রেড অনুযায়ী বেতনক্রম হবে ৯০০০-২১৮০০ টাকা।

নির্বাচন প্রক্রিয়া | পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে প্রার্থীর নিজ জেলার পুলিশ লাইনস ময়দানে। নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় কাগজপত্রসহ। চাকরি প্রার্থীদের সঙ্গে রাখতে হবে কর্তৃপক্ষের অনুমতিপত্র। শারীরিক মাপ পরীক্ষায় বয়স, উচ্চতা, বুকের প্রস্থ ও ওজন ঠিক আছে কি না যাচাই করা হবে। এরপর অংশ নিতে হবে দৌড়, জাম্পিং, রোপ ক্লাইমিং, পুশ-আপ, ড্রাগিং-এ।
পরীক্ষায় উত্তীর্ণ হলে জেলার পুলিশ সুপার পরবর্তী পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করবেন। একই সঙ্গে তিনি লিখিত পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে প্রার্থীদের জানিয়ে দেবেন। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে ।
শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট দিনে বসতে হবে লিখিত পরীক্ষায়। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্ধারিত তারিখে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এতে থাকবে ১৫ নম্বর। ব্যক্তিগত পরিচিতিমূলক প্রশ্নের পাশাপাশি প্রার্থীর মানসিক দক্ষতা, মূল্যবোধ বিচারের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় এ পরীক্ষায়।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর বেতন কত

প্রশিক্ষণ শেষে নিয়োগ প্রাপ্তদের ২০১৫ সালের বেতন স্কেলের ১৭তম গ্রেড অনুযায়ী বেতনক্রম হবে ৯০০০-২১৮০০ টাকা।

শারীরিক মাপ ও Physical Endurance Test এবং লিখিত পরীক্ষার সময়সূচি | পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২-bdinfo71.com

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ গাইড

que:- এক মাঘে শীত যায় না

Ans: One swallow does not make a summer.

que:- কারো পৌষ মাস কারো সর্বনাশ

Ans: What is sport to the cat is death to the rat.

que:-কান টানলে মাথা আসে

Ans: Given the one, the other will follow.

que:- অতি চালাকের গলায় দড়ি

Ans: Too much cunning over reaches itself.

que:- অতি লোভে তাতি নষ্ট

Ans: Grasp all,lose all.

que:- ভাবিয়া করিও কাজ

Ans: Look before you leap

que:- অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

Ans: Too many cooks spoil the broth

que:-আয় বুঝে ব্যয় কর

Ans: Cut your coat according to your cloth.

que:-আসলের চেয়ে সুদ মিষ্টি

Ans: Interest is sweeter than principal.

que:- যেমন কর্ম তেমন ফল।

Ans: As you sow, so you reap.

que:-সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

Ans: Honesty is the best policy.

que:- অতি ভক্তি চোরের লক্ষণ

Ans: Too much courtesy, too much craft.

que:- অভাবে স্বভাব নষ্ট

Ans: Necessity knows no law

que:- অতি দর্পে হত লংকা।

Ans: Pride goes before its fall.

que:- আপনি বাঁচলে বাপের নাম

Ans: Self preservation is the first law of nature.

que:- অহিংসা পরম ধর্ম

Ans: Non-violence is a supreme virtue

que:- অসারের তর্জন গর্জনই সার

Ans: Empty vessels sound much.

que:- সব ভাল তার শেষ ভাল যার।

Ans: All’s well that ends well.

que:- দশের লার্ঠি একের বোঝা।

Ans: Many a little makes a mickle.

que:-বিপদ কখনো একা আসে না।

Ans: Misfortune never comes alone.

que:- নাই মামার চেয়ে কানা মামা ভাল।

que:- ভিক্ষার চাল কাঁড়া আকাঁড়া।

Ans: Beggars must not be choosers.

que:- ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়।

Ans: Tit for tat.

que:- মন্ত্রের সাধন কিংব শরীর পতন।

Ans: Do or die.

que:- বাপ কা বেট।

Ans: Like father, like son.

Ans: Something is better than nothing.

que:- মানুষ মাত্রই ভুল করে।

Ans: To err is human.

que:- সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।

Ans: A stitch in time save nine.

que:- নাচতে না জানলে উঠান বাঁকা।

Ans: A bad workman quarrels with his tools.

que:- উঠন্ত মুলো পত্তনেই চেনা যায়।

Ans: Morning shows the day.

que:- নানা মুনির না পথ।

Ans: Many men, many minds.

que:- ইচ্ছা থাকলে উপায় হয়।

Ans: Where there is a will, there is a way.

que:- চোরে- চোরে মাসতুতো ভাই।

Ans: Birds of the same feather flock together.

que:- গাছ তার ফলে পরিচয়।

Ans: A tree is known by its fruits.

que:- চাচা আপন প্রাণ বাঁচা।

Ans: Every one for himself.

que:-যত গর্জে তত বর্ষে না।

Ans: Barking dogs seldom bite.

que:- যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।

Ans: While there is life there is hope.

que:- এক মাঘে শীত যায় না।

Ans: One swallow doesn’t make a summer.

que:- টাকায় টাকা আনে।

Ans: Money begets money

que:- চকচক করলেই সোনা হয় না।

Ans: All that glitters is not gold.

que:- জোর যার মুলুক তার।

Ans: Might is right

que:- আয় বুঝে ব্যয় কর।

Ans: Cut your coat according to your cloth.

que:- To do away with means-

Ans: get rid of

que:- He talked as if he _______ everything.

Ans: had known

que:- what type of noun is kindness”?

Ans: abstract

que:- which one is the correct spelling?

Ans: Cigarette

que:- Greenhouse effects the cause of _____

Ans:Gradual rise of temperature

que:- while he __________ along the road a snake bit him?

Ans: was walking

que:- Nobel price is considered the highest honour ________can be achieved in various field.

Ans:That

que:- Emperor Akbar— was a son of Humayun .

Ans:a great leader

que:- I cut myself, here myself is an-

Ans: Reflexive pronoun

que:- Which one isп an example of comparative degree?

Ans: Less

que:- It is you who ________ to blame

Ans:

que:- Which one is masculine gender?

Ans: Ox

que:- Which one is the synonym of “competent”?

Ans:Capable

que:- I wish if I _____ a cricketer.

Ans:were

que:- Shakespeare is known mostly for his _____

Ans: Drama

que:- He is devoid, commonsense.

Ans: of

que:- The price of the commodities _____during the fuel crisis but the producers incurred _____ in profits.

Ans: increased a downfall

que:- Climate is a _____ of the environment.

Ans: state

que:- Lack of exercise and high fat diets have _____ to be factors in heart attacks.

Ans: been long know

que:- Diligent

Ans: পরিশ্রমী

que:- Gallant

Ans: সাহসী

que:- যার কোন গুণ নাই তার কপালে আগুন

Ans: It is a pity, he is good for nothing.

que:- আপন গায়ে কুকুর রাজা।

Ans: Every dog is a lion at home.

que:- ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই।

Ans: Extravagant hopes lead to complete disappointment.

que:- একবার না পারিলে দেখ শতবার ।

Ans: If at first try you don’t succeed, try, try again!

que:- কত হাতি গেল তল, মশা বলে কত জল ।

Ans: Fools rush in where angels fear to tread.

que:-কম পানির মাছ বেশ পানিতে উঠলে ও মাছে বেশ লাফালাফি করে ।

Ans: Being unnecessarily flashy is pointless

que:-কাঁটা দিয়ে কাঁটা তোলা ।

Ans: Using a thorn to remove a thorn.

que:- কাটা ঘায়ে নুনের ছিটে ।

Ans: To add insult to injury.

que:-কানা গরুর ভিন্ন পথ ।

Ans: The fool strays from the safe path.

que:- নিজের পায়ে কুড়াল মারা ।

Ans: To dig one’s own grave.

que:- উঠন্ত মুলো পত্তনে চেনা যায় ।

Ans: Morning shows the day.

que:- উলুবনে মুক্তো ছড়ানো ।

que:- In the sentence I already told him about the party already is

Ans: an adverb

que:- Which of the following is a feminine gender?

Ans: niece

que:- The passive form of the sentence I had already shown her photo to the policeman should be:

Ans: The policeman had already been shown her photo

que:- The indirect form of the sentence She said, ‘It must be pretty late, I really must go should be:

Ans: She said she was very late and she had to go.

que:- Choose the correct sentences:

Ans: Neither the workers nor their leader was present

que:- Choose the correct sentences:

Ans: The clock struck 12

que:- Choose the correct sentences:

Ans: The controversy is unlikely to die out.

que:- Choose the correct sentences:

Ans: Soldiers were dispatched to put out the rebellion.

que:- Humility

Ans: নম্রতা

que:-I will give you a map of the new town in case you _____ lost.

Ans: get

que:-Why_____ angry with me yesterday?

Ans: were you

que:- This contrast will be confirmed _____ December?

Ans: on

que:- _____ is a good exercise.

Ans: Walking

que:-I shall look _____ the matter.

Ans: into

que:- Our teacher makes us _____ very hard.

Ans: work

que:- We insist on _____ leaving the room.

Ans: your

que:- My situation was like out of the frying pan _____ the fire.

Ans: into

que:- I would have lent you my notes if you _____ me.

Ans: had asked

que:- No sooner had we started out for Dhaka _____ it started to rain.

Ans: then

que:- Many scientists are still hoping _____ life on another planet.

Ans: to find

que:-If you don’t know what the word means, look it _____ a dictionary.

Ans: up, in

que:- She is so afraid of the dark that she can’t sleep _____ there is a light on outside her room.

Ans: unless

que:- I’ve got ,,,,,,,, go ,,,,,,,,,, a job interview _____ Saturday next.

Ans: to, to, on

que:- Is it more profitable to put my money in the bank or play the________?

Ans: market

que:- Melancholy

Ans: বিষণ্ন

que:- Immaculate

Ans: পবিত্র

que:- Vengeance

Ans: প্রতিহিংসা

que:- Placid

Ans: শান্ত

Ans: Pearls before swine.

que:- উৎপাতের কড়ি চিৎপাতে যায়।

Ans: Ill got, ill spent.

que:- কারও পৌষ মাস, কারও সর্বনাশ ।

Ans: One’s harvest month, is another’s complete devastation.

que:-বিপদ কখনও একা আসে না।

Ans: Misfortune never comes alon.

que:- আয়ের অধিক ব্যয় করো না।

Ans: Do not live above your means.

que:- কিনতে পাগল বেচতে ছাগল

Ans: Necessity never makes a bargain.

que:- ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়

Ans: A burnt child dreads the fire.

que:- গেঁয়ো যোগী ভিখ পায় না

Ans: A prophet is not honoured in his own country.

que:- অধীনতা অপেক্ষা মৃত্যু শ্রেয়

Ans: Even death is preferable to bondage.

que:- সে হাড়ে- হাড়ে দুষ্ট

Ans: He is wicked to the backbone.

que:-ভাই- ভাই ঠাঁই- ঠাঁই

Ans: Brothers will part.

que:- ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি।

Ans: You must not see things with half an eye.

que:- কুকুরের পেটে ঘি মজে না।

Ans: Habit is the second nature.

que:-কুমিরের সঙ্গে বিবাদ করে জলে বাস

Ans: It is hard to sit in Rome and strike with the Pope.

que:- ঘষতে- ঘষতে পাথরও ক্ষয় হয়।

Ans: Constant dripping wears out the stone.

que:- গাইতে- গাইতে গায়েন

Ans: Practice makes a man perfect.

que:-চেনা বামুনের পৈতার দরকার হয় না।

Ans: Good wine needs no bush.

que:-চোখের আড়াল হলেই মনের আড়াল হয়।

Ans: Out of sight, out of mind.

que:-চোর পালালে বুদ্ধি বাড়ে।

Ans: To lock the stable when the mare is stolen.

que:- চোরা না শোনে ধর্মের কাহিনী।

Ans: The devil would not listen to the scriptures.

que:- এক হাতে তালি বাজে না

Ans: It takes two to make a quarrel.

que:-ওস্তাদের মার শেষ রাতে

Ans: All’s well that ends well.

que:- কর্জ নাই, কষ্ট নাই

Ans: Out of debt, out of danger.

que:- কত ধানে কত চাল বুঝবে

Ans: you will know now what’s what.

que:- কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ট্যাশ- ট্যাশ

Ans: To strike the iron while it is hot.

que:-চোরে- চোরে মাসতুত ভাই।

Ans: Birds of a feather flock together.

que:- টাকায় টাকা আনে।

Ans: Money begets money.

que:- ঠাকুর ঘরে কেরে, অামি কলা খাই না।

Ans: A guilty mind is always suspicious.

que:- গাছে কাঁঠাল গোঁফে তেল।

Ans: To count one’s chickens before they are hatched.

que:- মরা হাতি লাখ টাকা।

Ans: The very ruins of greatness are great.

que:-জলে কুমির ডাঙায় বাঘ।

Ans: Between the devil and the deep sea.

que:- মশা মারতে কামান দাগা।

Ans: To break a butterfly on a wheel.

que:-দুধ কলা দিয়ে কালসাপ পোষা।

que:- Having been acquitted on all charge, he can now hold his head_________?

Ans: up

que:- It is high time we ___________ ready or we may miss the train.

Ans: got

que:- The Ambassador walked slowly________ the room ________ The queen.

Ans: along, behind

que:- The idiomatic phrase cash cow me

Ans: a source of steady profit

que:- The word indigent is synonymous with the word

Ans: destitute

que:- The word acrimonious is the antonym of

Ans: hostile

que:- Which of the following word is not correctly spelled?

Ans: extroversion

গণিত বিষয় নিয়ে কিছু প্রশ্ন উত্তর

প্রশ্ন : ১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরে জ্যা এর দৈর্ঘ্য কত?

উওর: ১২ সেমি

প্রশ্ন : বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

উওর: ২২/৭

প্রশ্ন : √2 কোন ধরনের সংখ্যা?

উওর: অমূলদ

প্রশ্ন : একটি রম্বসের প্রতিটি বাহু ১৩ সেমি, একটী কর্ন ২৪ সেমি হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?

উওর: ১০ সেমি

প্রশ্ন : X4 – x2 +1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?

উওর: ১

প্রশ্ন : পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

উওর: ১

প্রশ্ন : ০.১ এর বর্গমূল কত?

উওর: ০.৩১৬

প্রশ্ন : যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y=?

উওর: গ

প্রশ্ন : a+2ab=6 হলে ab=4 হলে 2/a+1/b=?

উওর: 3/(-2)

প্রশ্ন : একটি গ্রামের লোকসংখ্যা ৮% হারে বেড়ে ১৬২০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল? ৮% বৃদ্ধিতে বর্তমানে লোকসংখ্যা ১০৮ জন হলে পূর্বে ছিল ১০০ জন অতএব, বর্তমানে লোকসংখ্যা ১৬২০ জন হলে পূর্বে ছিল (১০০*১৬২০)/১০৮=১৫০০ জন

উওর: ১৫০০ জন

প্রশ্ন : একটি কলম ২৭০ টাকায় বিক্রয় করতে ১০% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত ছিল? ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা ১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ২৭০ টাকা হলে ক্রয়মূল্য (১০০*২৭০)/৯০=৩০০ টাকা

উওর: ৩০০ টাকা

প্রশ্ন : ক্রয়মুল্য ঃ বিক্রয়মুল্য = ৫ঃ৬, লাভ কত?

উওর: ২০%

প্রশ্ন : x4 – 3x – 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?

উওর: 1///2///3///4

প্রশ্ন : bc/(a-b)(a-c) + ca/(b-c)(b-a) + ab/(c-a)(c-b) = ?

উওর: 0///1///a+b+c/// -1

প্রশ্ন : log264 + log28 এর মান কত?

উওর: 9

প্রশ্ন : a/b + b/a = 6 হলে a2/b2 + b2/ a2 + 2 এর মান কত?

উওর: 36

প্রশ্ন : log53√5 = ?

উওর: 1/3

প্রশ্ন : A = 30o হলে 2tanA/tan2A = ?

উওর: 2√3

প্রশ্ন : 9x+2 = 81 হলে x = ?

উওর: 0

প্রশ্ন :কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?

উওর: ৩৬০ ডিগ্রি

প্রশ্ন : দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে; বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

উওর: 9:4

প্রশ্ন : 3x^3 + 2x^2 – 21x – 20 রাশিটির একটি উৎপাদক –

উওর: x+1

প্রশ্ন : X+y = 3, x-y = 1হলে, 4xy এর মান –

উওর: 8

প্রশ্ন : সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় –

উওর: 55^0, 35^0

প্রশ্ন :একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত ২ঃ৩ঃ৫। এর বৃহত্তম কোণটি –

উওর: 900

প্রশ্ন : ABCD সামান্তরিকের AB = 12 সে.মি এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সে.মি । সামন্তরিকের ক্ষেত্রফল –

উওর: ৭২ বর্গ সে.মি

প্রশ্ন : সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল –

উওর: 3√3 বর্গ একক

প্রশ্ন : বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে –

উওর: ৯

প্রশ্ন :ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উতপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল –

উওর: 3600

প্রশ্ন : ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 5 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

উওর: 24 সেমি

প্রশ্ন : একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল হবে-

উওর: (√3/4) a2

প্রশ্ন :একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

উওর: 42

প্রশ্ন : একটি বর্গের প্রতিটি ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

উওর: 21%

প্রশ্ন : দুইটি সংখ্যার ল.সা.গু a এবং গ.সা.গু b । একটি সংখ্যা c হলে, অপরটি –

উওর: ab/c

প্রশ্ন :একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে লাভ –

উওর: ২৫%

প্রশ্ন : ১০০ টাকা ৫ বছরের সুদে-আসলে ২০০ টাকা হলে, সুদের হার –

উওর: ২০%

প্রশ্ন : নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট ?

উওর: ৩/৫

প্রশ্ন : ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে লোক লাগবে –

উওর: ৩০০ জন

প্রশ্ন : ৩ বছর পূর্বে মা এবং মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত –

উওর: ৭:২

প্রশ্ন : একটি সংখ্যার ৫ গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি –

উওর: ২ অথবা ৩

প্রশ্ন : প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় –

উওর: ৫.৫০

প্রশ্ন : কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

উওর: ৮/১১

প্রশ্ন : (.১*.০১*.০০১)/(.২*.০২*.০০২) এর মান কত?

উওর: ১/৮

প্রশ্ন : ২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ?

উওর: ৭ টি

প্রশ্ন : ১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত?

উওর: ৫/৮

প্রশ্ন : কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে?

উওর: ৩৬

প্রশ্ন : ১ বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার ?

উওর: ৬.৪৫

প্রশ্ন : log5∛5 = ?

উওর: 1/3

প্রশ্ন : x/(x-5) + x/(x+2) = 2 হলে, x = ?

উওর: -20/3

প্রশ্ন : 1o সমান কত রেডিয়ান?

উওর: π/180

প্রশ্ন : a – 1/a = 3 হলে, a4 + 1/a4 = ?

উওর: 119

প্রশ্ন : x + y = 12 ও x – y = 2 হলে, xy এর মান কত?

উওর: 35

প্রশ্ন : কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

উওর: ৫০০ জন।

প্রশ্ন : ৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?

উওর: ৯ কেজি।

প্রশ্ন : : একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

উওর: ১(২/৩)।

প্রশ্ন : কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?

উওর: ২৯।

প্রশ্ন : M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যার সংখ্যক গড় B, সবগুলো সংখ্যার গড় কত?

উওর: (AM + BN)/(M+N)।

প্রশ্ন : যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

উওর: ২০%।

প্রশ্ন : এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

উওর: ১৩১১।

প্রশ্ন : চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?

উওর: ২০%।

প্রশ্ন : কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?

উওর: ১১৩/৩৫৫।

প্রশ্ন : এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর অবশিষ্ট ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে, তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

উওর: ৩০০০।

প্রশ্ন : একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬, ৭ মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উওর: ১৫।

প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?

উওর: ৮০ মিটার।

প্রশ্ন : একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল?

উওর: 16।

প্রশ্ন : একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা কত?

উওর: 96 মিটার।

প্রশ্ন : ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে?

উওর: ৪৫০ টাকা।

প্রশ্ন : যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয়, তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?

উওর: ৯টি।

প্রশ্ন : ৬০ মিটার বিশিষ্ট একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত?

উওর: ৯:২১:৩০।

প্রশ্ন : ৯, ৩৬, ৮১, ১৪৪,এর পরবর্তী সংখ্যাটি কত?

উওর: ২২৫।

প্রশ্ন : একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩∶১, এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪∶১ হবে?

উওর: ৪ গ্রাম।

প্রশ্ন : একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

উওর: ৫%।

প্রশ্ন : কোন বাহিনীতে যদি আরো ১১ জন সদস্য নিয়োগ করা যেত, তাহলে তাদের ২০, ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত, ঐ বাহিনীতে সদস্য কত ছিল?

উওর: ৫৮৯

প্রশ্ন : দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপরটি কত?

উওর: ৭২

প্রশ্ন : দুটি সংখ্যার অনুপাত ৫:৮ , সংখ্যা দুইটির সাথে ২ যোগ করলে অনুপাত হয় ২:৩। সংখ্যা দুইটি কি- কি?

উওর: ১০ এবং ১৬

প্রশ্ন : x + 1/x = √3 হলে x3 + 1/ x3 এর মান কত?

উওর: 0

প্রশ্ন : X > Y এবং XY ,0 হলে নীচের কোনটি ঋনাত্মক হবে?

উওর: Y

প্রশ্ন : বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?

উওর: কাজী নজরুল ইসলাম

প্রশ্ন : বর্তমানে যে- যে নোট সরকারী মুদ্রা-

উওর: ১,২ ও ৫ টাকা

প্রশ্ন : বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-

উওর: ১.২%

প্রশ্ন : চালের মুল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় । ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?

উওর: ৭২০ টাকা

প্রশ্ন : .১*.০১*.০০১/(.২*.০২*.০০২) এর মান কত?

উওর: ১/৮

প্রশ্ন : একজন ব্যটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তাঁর গড় রান ৮৭ হবে?

উওর: ৮৯

প্রশ্ন : কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩,৪ ও ৫ অবশিষ্ট থাকে ।

উওর: ১২

প্রশ্ন : একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত?

উওর: ৮০০

প্রশ্ন : x + 2/x = 3 হলে x3 + 8/x3 = কত?

উওর: 16///9///8///0

প্রশ্ন : x2 – 3x + 2 এবং x2 – 5x + 6 এর লসাগু = কত?

উওর: (x-1)(x-2)(x-3)

প্রশ্ন : দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের অন্তর ৮ ও গুনফল ৩, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত?

উওর: ১০

প্রশ্ন : 2x – 3y/2x+3y = 1/7 হলে x:y = কত?

উওর: 2:3/3:2/2:1/1:2

প্রশ্ন : দুটি সংখ্যার গুনফল ১৫৩৬। সংখ্যা দুইটির লসাগু ৯৬ হলে গসাগু কত?

উওর: ১৬

প্রশ্ন : ABC ত্রিভুজের AB=AC এবং 0 হলে

উওর: 50o

প্রশ্ন : মুল বিন্দু হতে (-5,5) এবং (5,k) বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হলে k এর মান কত?

উওর: 5

প্রশ্ন : একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারিদিকে বেড়া দেওয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?

উওর: ১৮০ মিটার

প্রশ্ন : ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪ টি সংখ্যার গড় ৫২ এবং শেষ ৫ টি সংখ্যার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

উওর: ৬৪

প্রশ্ন : কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হয় ?

উওর: ২৫/৪২

প্রশ্ন : পরপর দুইটি পুর্ন সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে ৫৩

উওর: ২৬, ২৭

প্রশ্ন : তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল ৫৭। মধ্যম সংখ্যাটি কত?

উওর: ১৯

প্রশ্ন : দুইটি সংখ্যার অন্তর ১২। বড়টির সঙ্গে ১ যোগ করলে ছোটটির দ্বিগুণ হয় । সংখ্যা দুইটি কত?

উওর: ২৫, ১৩

প্রশ্ন : কত জনের মধ্যে ১২৫ টি কমলা ও ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?

উওর: ৫ জন

প্রশ্ন : দুইটি সংখ্যার অনুপাত ৫ ঃ৬ এবং তাদের গসাগু ৪ হলে লসাগু কত?

উওর: ২০০///২২৪///২৪০///২৪৮

প্রশ্ন : ৯০ কোন সংখ্যার ৭৫%?

উওর: ১২০

প্রশ্ন : ৩, ৯, ৪ এর ৪র্থ সমানুপাতিক কত?

উওর: ১২///১৬///১৮///২০

প্রশ্ন :মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?

উওর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?

উওর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।

প্রশ্ন :শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?

উওর: ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।

প্রশ্ন : শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?

উওর: ১০ জানুয়ারী ১৯৭২।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান কোন উপাধি লাভ করেন ?

উওর: বীরউত্তম।

প্রশ্ন :এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার?

উওর: জেনারেল ইয়াহিয়া খান।

প্রশ্ন : সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?

উওর: ১০ এপ্রিল, ১৯৭১।

প্রশ্ন :বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?

উওর: ১০ এপ্রিল, ১৯৭১।

প্রশ্ন : বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?

উওর: ১৭ এপ্রিল, ১৯৭১।

প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?

উওর: ১৭ এপ্রিল, ১৯৭১।

প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?

উওর: ৬ জন।

প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?

উওর: মেহেরপুর জেলার মুজিবনগরে।

প্রশ্ন : মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?

উওর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।

প্রশ্ন :কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?

উওর: তাজউদ্দিন আহম্মেদ।

প্রশ্ন : মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?

উওর: এম, মনসুর আলী।

প্রশ্ন :মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?

উওর: তাজউদ্দিন আহম্মেদ।

প্রশ্ন :বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? ?

উওর: ডাচ

প্রশ্ন :মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?

উওর: ৩ টি

প্রশ্ন :আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?

উওর: ঢাকা সেনানিবাসে।

প্রশ্ন : বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত?

উওর: ৭ই মার্চের ভাষন

প্রশ্ন :সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’?

উওর: আইভরি কোস্ট

প্রশ্ন : কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?

উওর: মেজর জেনারেল জ্যাকব

প্রশ্ন : ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?

উওর: জুলফিকার আলী ভুট্টো

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?

উওর: বিচারপতি আবু সায়িদ চৌধুরী

প্রশ্ন :মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?

উওর: যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস

প্রশ্ন : এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?

উওর: ৩রা মার্চ

প্রশ্ন : মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উওর:১১টি সেক্টরে

প্রশ্ন :শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

উওর: ১৪ ডিসেম্বর

প্রশ্ন : মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?

উওর: প্রায় ৩০ লাখ

প্রশ্ন :মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?

উওর: চারটি

প্রশ্ন :মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?

উওর:জয় বাংলা।

প্রশ্ন :যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?

উওর: ১৯৭১ সালের ২১ নভেম্বর

প্রশ্ন :আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভু‌র্ক্ত ছিল?

উওর: ১০নং সেক্টরে

প্রশ্ন :শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যিদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?

উওর:গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ

প্রশ্ন :শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?

উওর: ২৩ মার্চ ১৯৬৬

প্রশ্ন : জিডিপি আকার

উওর: ১৭,২৯,৫৬৭কোটি টাকা

প্রশ্ন : চলতি বাজার মূল্যে মাথাপিছু জিডিপির পরিমাণ

উওর: ১,০৮,১৭২ টাক

প্রশ্ন : শিল্পখাতের অবদান

উওর:৩১.২৮%

প্রশ্ন : সেবা খাতের অবদান

উওর:৫৩.৩৯%

প্রশ্ন : কৃষি খাতের অবদান

উওর: ১৫.৩৩%

প্রশ্ন : জাতীয় সঞ্চয় হার

উওর: ৩০.০৮%

প্রশ্ন : বিনিয়োগ জিডিপির

উওর: ২৯.৩৮%

প্রশ্ন : খাদ্যশষ্য উত্পাদন

উওর: ৩৮৯.৯৭ লক্ষ মেট্রিক টন

প্রশ্ন : বিদ্যুত উত্পাদন ক্ষমতা

উওর: ১২,৩৩৯ মেগা ওয়াট ।

প্রশ্ন : আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র

উওর: ২৬টি । মোট মজুদ ৩৮.০২ ট্রিলিয়ন ঘনফুট । তবে উত্তোলন যোগ্য ২৭.১২ ট্রিলিয়ন ঘনফুট । জ্বালানি তেলের মজুদ > ১০.৯১ লক্ষ মেট্রিক টন।

প্রশ্ন : গড় মূদ্রাস্ফীতির হার

উওর: ৬.০১%। এপ্রিল ২০১৬ > ৫.৬১%

প্রশ্ন : বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বিল পাস হয়

উওর: ১। ৬ মে ২০১৫ (রাজ্যসভায়)

 ৭ মে ২০১৫ (লোকসভায়)

প্রশ্ন : বাংলাদেশের মন্ত্রিসভায় বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদিত হয়

উওর: ২৫ মে ২০১৫

প্রশ্ন :জাতীয় প্রতীক?

উওর:উভয় পাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা

প্রশ্ন:সীমান্তবর্তী দেশ কয়টি?

উওর:২টি

প্রশ্ন:স্থল সীমা কত?

উওর:5138 কিমি

প্রশ্ন:আঞ্চলিক সমুদ্রসীমা কত?

উওর:১২ নটিক্যাল মাইল

প্রশ্ন:অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

উওর:২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪ কিমি

প্রশ্ন:বর্তমান জনসংখ্যা কত?

উওর:১৬ কোনটি ২২ লাখ ২১ হাজার

প্রশ্ন :নারী ও পুরুষের অনুপাত কত?

উওর:১০০:১০৪

প্রশ্ন:গড় আয়ু কত?

উওর:৬৬.৮ বছর

প্রশ্ন:জনসংখ্যার ঘনত্ব কত?

উওর: ৯৯০ জন

প্রশ্ন :ইসলামের হার কত?

উওর:৮৯.৭%

প্রশ্ন:বাংলাদেশে অভিন্ন নদী কতটি?

উওর:৫৭টি

প্রশ্ন:মাথাপিছু আয় কত?

উওর:৭৫০ মার্কিন ডলার

প্রশ্ন:আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি?

উওর:৩টি

প্রশ্ন:আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কয়টি?

উওর:২টি

১. প্রশ্ন:বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকা ফুলবাড়িয়া।

২. প্রশ্ন: বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে?

উত্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৩. প্রশ্ন: পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদবী কি?

উত্তর: আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ)

৪. প্রশ্ন: বাংলাদেশ পুলিশের মূলনীতি কি?

উত্তর: শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি।

৫. প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে পুলিশের সংখ্যা কত?

উত্তর: প্রায় ২ লাখ ১২ হাজার।

৬. প্রশ্ন: বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন?

উত্তর: এম এ খালেদ।

৭. প্রশ্ন: বাংলাদেশ পুলিশ কবে ইন্টারপোলের সদস্য হয়?

উত্তর: ১৯৭৬ সালে।

৮. প্রশ্ন:বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চল গুলো কি কি?

উত্তর: রেঞ্জ, জেলা, সার্কেল ও থানা।

৯. প্রশ্ন: ‘Police’ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে।

উত্তর: পর্তুগিজ।

১০. প্রশ্ন: বাংলাদেশ মহিলা পুলিশ নিয়োগ কবে থেকে চালু হয়?

উত্তর: ১৯৭৪ সাল থেকে।

১১. প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?

উত্তর: রাজশাহী জেলার চারঘাট থানার সারদায় অবস্থিত।

১২. প্রশ্ন: বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ কবে কোথায় অবস্থিত?

উত্তর: ২০০০ সালে,ঢাকা মিরপুরে অবস্থিত।

১৩. প্রশ্ন: বাংলাদেশ পুলিশ বাহিনীর কি কি পুরস্কার রয়েছে?

উত্তর: বীরত্ব পুরস্কার ও জি এস মার্ক।

১৪. প্রশ্ন: বীরত্ব পুরস্কার কয়টি ও কি কি?

উত্তর: ৩টি, যথা: বাংলাদেশ পুলিশ মেডেল, প্রেসিডেন্ট পুলিশ মেডেল ও আইজি বেস্ট মেডেল।

১৫. প্রশ্ন: সারদা পুলিশ একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?

প্রশ্ন :বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাসস্থান, শিক্ষা সহায়তা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলায় ১০ মাসের জন্য জাতিসংঘের নেয়া প্ল্যানের নাম কি?

উওর:জয়েন্ট রেসপন্স প্ল্যান।

প্রশ্ন :শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?

উওর:লেবুখালী, পটুয়াখালী

প্রশ্ন :বাংলা সন কত?

উওর:১৪২৫

প্রশ্ন:দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার কত ?

উওর:5.68%

প্রশ্ন:মুন্সি গন্জে ২ মার্চ উন্মোচন করা ”পতাকা ৭১” ভাস্কর্যটির ভাস্কর কে?

উওর:রুপম রায়।

প্রশ্ন:দেশের প্রথম নারী প্রোগ্রামার কে ?

উওর:শাহেদা মুস্তাফিজ

প্রশ্ন:জাতীয় ভোটার দিবস কবে ?

উওর:১ মার্চ

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্ণরের নাম কী?

উওর:আহমেদ জামাল

প্রশ্ন : বিশ্ব অটিজম দিবস কবে ?

উওর:২রা এপ্রিল

প্রশ্ন:স্বাধীনতা পদক কত জনকে দেওয়া হয়?

উওর:১৮

প্রশ্ন:সুখি দেশের তালিকায় বাংলাদেশ কততম?

উওর:১১৫তম

প্রশ্ন:বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?

উওর:সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।

প্রশ্ন : দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা

উওর:২.৬ ডিগ্রী,পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?

উওর:৪জন

প্রশ্ন : প্রস্তাবিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হবে?:

উওর:নেত্রকোনা

প্রশ্ন : বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম ?

উওর: ৭ম।

প্রশ্ন:ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম ?

উওর: ৪র্থ।

প্রশ্ন : মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান

উওর: ১৪২

প্রশ্ন : জিডিপি প্রবৃদ্ধি হার

উওর: ৭.০৫%(২০১৬-১৭ বছরে প্রক্ষেপন ৭.২%)

প্রশ্ন : মাথাপিছু আয়

উওর:১৪৬৬ মার্কিন ডলার

প্রশ্ন : দারিদ্র্যের হার

উওর: ২৪. ৮% । অতিদ্রারিদ্রের হার > ১২.৮%

 

উওর: ২৮,৭৯৩.৩৯ কোটি টাকা ।

প্রশ্ন : স্থল সীমান্ত চুক্তি-১৯৭৪ ও ২০১১ সালের প্রটোকল অনুমোদনের দলিল বিনিময় হয়

উওর:৬জুন, ২০১৫।

প্রশ্ন : আনুষ্ঠানিকভাবে কার্যকর

উওর: ৩১ জুলাই ২০১৫।ছিটমহল বিনিময় কার্যকর হয় – ১ আগস্ট ,২০১৫।

প্রশ্ন : বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল

উওর: ১৬ মে ১৯৭৪।

প্রশ্ন : বাংলাদেশের ভেতর ভারতের ১১১টি ছিট মহলের আয়তন-

উওর:১৭,১৫৮ একর।

প্রশ্ন : ভারতের ভেতর বাংলাদেশের ৫১টি ছিট মহলের আয়তন-

উওর: ৭,১১০ একর।

প্রশ্ন : জাতীয় ভোটার দিবস কবে-

উওর: ১ মার্চ

প্রশ্ন : জাতীয় গণহত্যা দিবস কবে –

উওর: ২৫ মার্চ

প্রশ্ন : স্বাধীনতা দিবস কবে-

উওর: ২৬ মার্চ

প্রশ্ন : ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালন করা হয়? –

উওর:১২ ডিসেম্বর

প্রশ্ন : সম্প্রতি দেশের প্রথম জাতীয় ফল কাঁঠাল এর ভাস্কর্য স্থাপন করা হয়-

উওর: গাজীপুর জেলার শ্রীপুরে (স্থপতি: মিলন রব)

প্রশ্ন : Smart Card এর মেয়াদ কত দিন? –

উওর: ১০ (কিন্তু জাতীয় পরিচয়পত্রের মেয়াদ- ১৫ বছর)

প্রশ্ন : Smart Card তৈরি করা হয়-

উওর: ফ্রান্সে

প্রশ্ন : পৃথিবীর প্রথম দেশ হিসেবে নিজস্ব তহবিলে “ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড” গঠন করেছে কোন দেশ?

উওর: বাংলাদেশ।

প্রশ্ন : স্মার্ট কার্ড কত ধরনের নিরাপত্তা দিবে?

উওর: ২৫

প্রশ্ন : ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশ নিয়েছে?

উওর: ১০টি।

প্রশ্ন : বাংলাদেশে শিক্ষা বোর্ড কতটি?

উওর: ১১ টি

প্রশ্ন : বাংলাদেশের শিক্ষা স্তর কতটি?

উওর: ৪টি

প্রশ্ন : দেশের সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?-

উওর:৩৯ টি

প্রশ্ন : বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কতটি?

উওর:৪টি

প্রশ্ন : দেশের জৈব সার কারখানা কতটি?

উওর: ১ টি

প্রশ্ন : আমাদের দেশে পানি জাদুঘর কতটি?

উওর: ১টি

প্রশ্ন : দেশে মোট সরকারি ডেন্টাল কলেজ কতটি?

উওর: ১ টি

প্রশ্ন : সরকারি মেডিকেল কলেজ কতটি?

উওর: ৩৬ টি

প্রশ্ন : পরিবেশ আদালত কতটি?

উওর: ৩টি

প্রশ্ন : অস্ত্র কারখানা কতটি?

উওর: ১ টি ( বাংলাদেশ সমরাস্ত্র কারখানা )

প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ?

উওর:তাজউদ্দিন আহমদ।

প্রশ্ন : বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানা অবস্থিত

উওর: গাজীপুরে ।

প্রশ্ন : সাড়াজাগানো মাটির ময়না চলচ্চিত্রটি নির্মান করেন

উওর:তারেক মাসুদ।

প্রশ্ন : জাতিসংঘ কতটি দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল?

উওর:৫১

প্রশ্ন : শহীদ চান্দু স্টেডিয়াম

উওর: বগুড়া শহরে অবস্থিত।

প্রশ্ন : CNG-এর অর্থ কী?

উওর: কমপ্রেসড ন্যাচারাল গ্যাস

প্রশ্ন : নদী বন্দর

উওর: ৩০ টি / সমুদ্র বন্দর – ৩ টি / স্থল বন্দর – ২৩ টি/ গ্যাস ক্ষেত্র – ২৭ টি / সার কারখানা – ১৫ টি / সরকারি সার কারখানা – ৮ টি / সরকারি বস্ত্র কল – ১৮ টি

প্রশ্ন : পরিবেশ বান্ধব পোশাক কারখানা

উওর: ২৬ টি / সিমেন্ট কারখানা – ১৪ টি / সরকারি সিমেন্ট কারখানা – ৫ টি / সরকারি চিনি কল – ১৫ টি

প্রশ্ন : চা বাগান

উওর: ১৬৬ টি/কাগজের কারখানা -৭ টি/কয়লা ক্ষেত্র-৫ টি/সরকারি পাটকল -২৬ টি/তাঁত প্রশিক্ষন একাডেমী – ১ টি

প্রশ্ন : নন জুট মিল

উওর: ৩ টি/ইপিজেড -১০ টি,সরকারি -৮টি/ইপিজেড বিনিয়োগকারী দেশ -৩৭ টি/তেল শোধনাগার -১ টি/জাহাজ নির্মাণ কারখানা – ৩ টি

প্রশ্ন : রেয়ন মিল

উওর:১ টি/পরিবেশ আদালত -৩ টি/আবহওয়া কেন্দ্র -৪ টি/পরমানু চিকিৎসা কেন্দ্র -২৩ টি

প্রশ্ন : বিভাগ

উওর: ৮ টি/জেলা -৬৪ টি/বৃহত্তর জেলা -১৯ টি / সিটি কর্পোরেশন – ১২ টি/উপজেলা – ৪৯৩ টি / পৌরসভা -৩২৭ টি/থানা -৬৪০ টি/ইউনিয়ন -৪৫৬২ টি/গ্রাম -৮৭৩৭২ টি

মুক্তিযুদ্ধো বিষয় নিয়ে কিছু প্রশ্ন উত্তর

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কী?

উওর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিলো?

উওর: দুই নম্বর সেক্টর

উত্তর: ১৯১২ সালে।

১৬. প্রশ্ন: বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: রাজারবাগ, ঢাকা।

১৭. প্রশ্ন: পুলিশের মহাপরিদর্শক বা আইজিপির পদ মর্যাদা কি?

উত্তর: সিনিয়র সচিব পদ মর্যাদা।

১৮. প্রশ্ন: পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশে কয়টি আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল আছে?

উত্তর: ৪টি, খুলনা-রংপুর নোয়াখালী ও টাঙ্গাইল।

১৯. প্রশ্ন: বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি?

উত্তর: ডিটেকটিভ।

২০. প্রশ্ন: বাংলাদেশ পুলিশের জন্য নতুন পোশাক কবে থেকে চালু করা হয়?

উত্তর: ১০ জানুয়ারি ২০০৪।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২২

প্রশ্ন:সারদা পুলিশ একাডেমি কোন নদীর তীরে অবস্থিত?

উওর:পদ্মা।

প্রশ্ন:বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ কবে থেকে চালু হয়?

উওর: ১৯৭৬ সালে।

প্রশ্ন:স্বাধীনতার পর পুলিশের প্রথম আইজি এর নাম কি?

উওর:এম এ খালেক।

প্রশ্ন:বাংলাদেশে বর্তমানে রেলওয়ে থানার সংখ্যা কতটি?

উওর:২৪ টি।

প্রশ্ন :বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীন?

উওর:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

প্রশ্ন :থানা পরিষদ বাতিল অর্ডিন্যান্স কবে ঘোষনা করা হয়?

উওর:১৮ জুলাই, ১৯৮৩।

প্রশ্ন :Police শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে?

উওর:পর্তুগিজ ভাষা।

প্রশ্ন :কয়টি সংস্থার সদস্য নিয়ে Rab গঠিত হয়েছে?

উওর:৭ টি।

প্রশ্ন :থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের পদবি কি?

উওর:ইন্সপেক্টর।

প্রশ্ন:বাংলাদেশ পুলিশ এর পূর্ণরূপ:

উওর:পর্তুগীজ ভাষা হতে পুলিশ শব্দটির উদ্ভব হয়েছে। পুলিশ (Police) শব্দটি ভাঙ্গলে দাঁড়ায় –

P = Polite (নম্র, ভদ্র)

O = Obedient (বাধ্য, অনুগত)

L = Loyal (বিশ্বস্ত)

I = Intelligent (বিচক্ষণ, বুদ্ধিমান)

C = Courageous (সাহসী, নির্ভীক)

E = Efficient (দক্ষ)

সাংবিধান বিষয় নিয়ে কিছু প্রশ্ন উত্তর

প্রশ্ন :সাংবিধানিক নাম?

উওর:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

প্রশ্ন : বাংলাদেশে মোট চা বাগান কতটি?

উওর:১৬৩টি

প্রশ্ন:স্বাক্ষরতার হার?

উওর:৫৪.৮%

প্রশ্ন:বনাঞ্চলের আয়তন মোট ভূভাগের কত ভাগ?

উওর:১৭ ভাগ

প্রশ্ন:বাংলাদেশকে কবে উন্নয়ন শীল দেশের ক্যাটাগরির শর্ত পূরণ করে ?

উওর:১৬ মার্চ ,২০১৮।

প্রশ্ন:বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য

উওর:৪৭১৯ কি.মি

প্রশ্ন:বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

উওর:২টি

প্রশ্ন :বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?

উওর:খুলনা

প্রশ্ন : জনসংখ্যার দিক থেকে বিশ্বে ঢাকা কততম শহর ?

উওর:১৬তম। মেগাসিটির দিক থেকে ১১তম ।

প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী ও মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত সাংস্কৃতিক সংগঠনের কত জন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হল?

উওর:১০৮ জনকে

প্রশ্ন : বাংলাদেশ ব্যাং কের তথ্যানুযায়ী 2015-16 অর্থবছরে বাংলাদেশে আসা বিনিয়োগের পরিমাণ কত ?

উওর:200 কোটি ডলার l

প্রশ্ন : 2015-16 অর্থবছরে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে কোন খাতে ?

উওর:বস্ত্র (40 কোটি ডলার )

প্রশ্ন : ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান

উওর:১৪৪ তম

প্রশ্ন : জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়

উওর: 2 অক্টোবর 2016

সর্বপ্রথম স্মার্ট কার্ড দেওয়া হয়-

প্রথমে – রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

দ্বিতীয় – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তৃতীয় -মাশরাফি বিন মর্তুজা

সাম্প্রতিক তথ্য : ২০১৬ ও ২০১৫

অর্থনৈতিক সমীক্ষা-২০১৬

মোট জনসংখ্যা = ১৫.৯৯কোটি মনে হয়

প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত চীনে নির্মিত দুটি যুদ্ধ জাহাজ-

উওর: সংগ্রাম ও প্রত্যাশা।

প্রশ্ন : ২০১৭-১৮ অর্থবছরে চূড়ান্ত হিসাবে GDP প্রবৃদ্ধি –

উওর: ৭.৮৬%

প্রশ্ন : ২০১৭-১৮ অর্থবছরে চূড়ান্ত হিসাবে মুদ্রাস্ফীতি এর পরিমাণ-

উওর:৫.৭৮%

প্রশ্ন : ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে-

উওর: ৫.৮১%

প্রশ্ন : ২০১৭-১৮ অর্থ বছরে রপ্তানি আয়ে তৈরি পোশাকের অবদান-

উওর:৮৩.৪৭%

প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে দারিদ্যের হার-

উওর: ২১.৮%

প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে অতি দারিদ্র্যের হার-

উওর: ১১.৩%।

প্রশ্ন :মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?

উওর: এম. মনসুর আলি।

প্রশ্ন : সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?

উওর: এম. এফ

প্রশ্ন :রাজাকার বাহিনি গঠন করেন কে?

উওর: মওলানা এ কে এম ইউসুফ

প্রশ্ন :১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?

উওর: ৩রা নভেম্বর

প্রশ্ন : মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

উওর:সেগুনবাগিচা

প্রশ্ন : কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?

উওর:জুলফিকার আলী ভুট্ট

প্রশ্ন : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?

উওর:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রশ্ন : মুক্তিবাহিনী কবে গঠিত হয়?

উওর: ১৯৭১ সালের ১১ জুলাইপ্রশ্ন : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

উওর:সৈয়দ নজরুল ইসলাম

প্রশ্ন :কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?

উওর: মেজর খালেদ মোশারফ

প্রশ্ন : মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো?

উওর:মুক্তিফৌজ

প্রশ্ন : কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় ?

উওর:৩ মার্চ ১৯৭১

প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?

উওর: ৬৭৬ জন

প্রশ্ন :মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে- কে?

উওর:ডা. সেতারা বেগম ও তারামন বিবি

প্রশ্ন : কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উওর: ৭ই মার্চ ১৯৭৩

প্রশ্ন : বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল

উওর: ১৭ এপ্রিল, ১৯৭১

প্রশ্ন :মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উওর:মওলানা আবদুল হামিদ খান ভাসানী

প্রশ্ন :মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন??

উওর: তাজউদ্দিন আহমেদ

প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম

উওর:যশোর

প্রশ্ন : মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো?

উওর:যুক্তরাজ্য

প্রশ্ন :১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?

উওর: অপারেশন সার্চ লাইট

প্রশ্ন : অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?

উওর:ইয়াহিয়া খান

প্রশ্ন :সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?

উওর:শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)

প্রশ্ন : ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংক্ষা কত ছিলো?

উওর: প্রায় দশ লক্ষ

প্রশ্ন :মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?

উওর: এম. মনসুর আলি।

প্রশ্ন : সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?

উওর: এম. এফ

প্রশ্ন :রাজাকার বাহিনি গঠন করেন কে?

উওর: মওলানা এ কে এম ইউসুফ

প্রশ্ন :১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?

উওর: ৩রা নভেম্বর

প্রশ্ন :মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

উওর: সেগুনবাগিচা

প্রশ্ন : কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?

উওর: জুলফিকার আলী ভুট্ট

প্রশ্ন : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?

উওর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রশ্ন : মুক্তিবাহিনী কবে গঠিত হয়?

উওর: ১৯৭১ সালের ১১ জুলাই

প্রশ্ন : রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে ভেটো প্রদানকারী দেশ-

উওর:চীন ও রাশিয়া।

প্রশ্ন : বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?

উওর: সিলেট।

প্রশ্ন : রোহিঙ্গাদের বিয়ে করলে বাংলাদেশিরা নাগরিকত্ব হারাবে আইনটি হয় কত সালে?

উওর: ২০১৪ সালে।

প্রশ্ন : পাটজাত মোড়ক ব্যাবহার বাধ্যতামূলক করা হয়েছে কয়টি পণ্যের জন্য?

উওর: ৬টি।

প্রশ্ন : প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?

উওর:ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।

প্রশ্ন :সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?

উওর:শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)

প্রশ্ন : ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংক্ষা কত ছিলো?

উওর: প্রায় দশ লক্ষ

প্রশ্ন : মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উওর: ১১টি সেক্টরে

প্রশ্ন : শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

উওর: ১৪ ডিসেম্বর

প্রশ্ন : মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?

উওর:প্রায় ৩০ লাখ

প্রশ্ন : মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?

উওর: চারটি

প্রশ্ন : মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?

উওর: জয় বাংলা।

প্রশ্ন :যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?

উওর: ১৯৭১ সালের ২১ নভেম্বর

প্রশ্ন :আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভু‌র্ক্ত ছিল?

উওর: ১০নং সেক্টরে

প্রশ্ন : শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যিদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?

উওর: গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ

প্রশ্ন : শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?

উওর:২৩ মার্চ ১৯৬৬

প্রশ্ন :মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

উওর: সৈয়দ নজরুল ইসলাম

প্রশ্ন :মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো?

উওর: মুক্তিফৌজ

প্রশ্ন : কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় ?

উওর: ৩ মার্চ ১৯৭১

প্রশ্ন :বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?

উওর: ৬৭৬ জন

প্রশ্ন :মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে- কে?

উওর: ডা. সেতারা বেগম ও তারামন বিবি

প্রশ্ন :কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উওর: ৭ই মার্চ ১৯৭৩

প্রশ্ন :বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল

উওর: ১৭ এপ্রিল, ১৯৭১

প্রশ্ন :মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উওর: মওলানা আবদুল হামিদ খান ভাসানী

প্রশ্ন :মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন??

উওর: তাজউদ্দিন আহমেদ

প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম –

উওর: যশোর

প্রশ্ন : মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো?

উওর: যুক্তরাজ্য

প্রশ্ন :১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?

উওর: অপারেশন সার্চ লাইট

প্রশ্ন :কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

উওর:১৪ই ডিসেম্বর

প্রশ্ন : শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?

উওর: ভারত সরকার

প্রশ্ন : মার্ক টলী কোন সংবাদ মাদ্যমের সাংবাদিক?

উওর: বিবিসি

প্রশ্ন :সাইমন ড্রিং কে ছিলেন?

উওর: ব্রিটিশ সাংবাদিক

প্রশ্ন :অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?

উওর: ৬০ টি

প্রশ্ন :কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

উওর:১৪ই ডিসেম্বর

প্রশ্ন :শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?

উওর: ভারত সরকার

প্রশ্ন : মার্ক টলী কোন সংবাদ মাদ্যমের সাংবাদিক?

উওর: বিবিসি

প্রশ্ন :সাইমন ড্রিং কে ছিলেন?

উওর: ব্রিটিশ সাংবাদিক

প্রশ্ন :বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? ?

উওর: ডাচ

প্রশ্ন :মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?

উওর: ৩ টি

প্রশ্ন :আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?

উওর: ঢাকা সেনানিবাসে।

প্রশ্ন : বাংলার মুক্তি সনদ হিসেবে কি পরিচিত?

উওর: ৭ই মার্চের ভাষন

প্রশ্ন :সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’?

উওর: আইভরি কোস্ট

প্রশ্ন :বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?

উওর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?

উওর: ০২ ই মার্চ, ১৯৭১।

প্রশ্ন :বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?

উওর: আ স ম আব্দুর রব।

প্রশ্ন : কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?

উওর: ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।

প্রশ্ন : চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?

উওর: ২৬ মার্চ, ১৯৭১।

প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?

উওর: চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।

প্রশ্ন : মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

উওর: শেখ মুজিবর রহমান।

প্রশ্ন :মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?

উওর: সৈয়দ নজরুল ইসলাম।

প্রশ্ন : মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?

উওর: অধ্যাপক ইউসুফ আলী।

প্রশ্ন : মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?

উওর: মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)

প্রশ্ন : জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?

উওর: ১৮ এপ্রিল, ১৯৭১।

প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?

উওর: ক্যাপ্টেন এ কে খন্দকার।

প্রশ্ন : প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?

উওর: এম হোসেন আলী।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?

উওর: ১৮ এপ্রিল কলকতায়।

প্রশ্ন : মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?

উওর: ১১ টি।

প্রশ্ন : কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?

উওর: ১০ নং সেক্টর।

প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?

উওর: ৭ জন।

প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?

উওর: ৬৯জন।

প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?

উওর: ১৭৫জন।

প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?

উওর: ৪২৬ জন।

প্রশ্ন :স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?

উওর: ৬৭৬ জন।

প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?

উওর: বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।

প্রশ্ন :কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?

উওর: বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।

প্রশ্ন : সমপ্রতি কোন বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?

উওর: বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।

প্রশ্ন :বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?

উওর: পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।

প্রশ্ন :কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?

উওর: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।

প্রশ্ন : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?

উওর: ভারতের আমবাসা এলাকায়।

প্রশ্ন : দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?

উওর: ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।

প্রশ্ন :বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?

উওর: মাদার মারিও ভেরেনজি।

প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?

উওর: হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।

প্রশ্ন : বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?

উওর: শহীদুল ইসলাম(লালু) বীরপ্রতীক।

প্রশ্ন :ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?

উওর: ২১ নভেম্বর, ১৯৭১।

প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?

উওর: ০৬ ডিসেম্বর, ১৯৭১।

প্রশ্ন :ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?

উওর: জেনারেল জগজিৎ সিং অরোরা।

প্রশ্ন :পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন?

উওর: জেনারেল এ, কে নিয়াজী।

প্রশ্ন :মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?

উওর: রেসকোর্স ময়দানে।

প্রশ্ন : জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে?

উওর: জেনারেল জগজিৎ সিং অরোরার।

প্রশ্ন : আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?

উওর: বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।

প্রশ্ন : জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ?

উওর: ৯৩ হাজার।

প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন?

উওর: এম আর আখতার মুকুল।

প্রশ্ন : চরমপত্র কথিকা প্রচারিত কোথায় থেকে প্রচারিত হত?

উওর: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে

প্রশ্ন : ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন?

উওর: ১৯৮০ সালে।

প্রশ্ন : বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন?

উওর: মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)।

প্রশ্ন : বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন?

উওর: মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।

প্রশ্ন : একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/ উপজাতী মুক্তিযোদ্ধা কে ছিলেন?

উওর: উক্যাচিং মারমা।

প্রশ্ন : কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য “বীর প্রতীক” খেতাব লাভ করেন?

উওর: আবদুস সাত্তার।

প্রশ্ন : কোন ফরাসী সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন?

উওর: আঁদ্রে মায়ারা।

প্রশ্ন :মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?

উওর: যশোর।

প্রশ্ন :বাংলাদেশে সর্ব কনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?

উওর: শহীদুল ইসলাম চৌধুরী।

প্রশ্ন :মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদুল ইসলামের বয়স কত ছিল?

উওর: ১২ বছর।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদুল ইসলামকে কি খেতাব দেয়া হয়?

উওর: বীর প্রতীক।

প্রশ্ন :শহীদুল ইসলাম কত নং সেক্টরে যুদ্ধ করেন?

উওর: ১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর রচয়িতা

উওর: অ্যালেন গিনসবার্গ

প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ এর পরিচালক কে?

উওর: জহির রায়হান

প্রশ্ন : বাংলাদেশে সর্বোচ্চরাষ্ট্রীয় বীরত্বপূর্ণ পদক কি?

উওর: বীরশ্রেষ্ঠ

প্রশ্ন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?

উওর: ২০০১ সালে

প্রশ্ন : স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল কবে ও কোথায়?

উওর: ১৯৭১ সালের ২ মার্চ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর ছাত্র সভায়)

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষন দেন কোথায়?

উওর: রেসকোর্স ময়দানে

প্রশ্ন : রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষন এর স্থায়িত্ব কত ছিল?

উওর: ১৮ মিনিট

প্রশ্ন : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন কে?

উওর: উ থান্ট

প্রশ্ন :অপারেশন সার্চলাইট’ হলো-

উওর: ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালিদের ওপর পাকিস্তানের বর্বর ও নির্মম হামলা

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ অবস্থিত কোথায়?

উওর: নাটোরে

প্রশ্ন : কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?

উওর: মেজর জেনারেল জ্যাকব

প্রশ্ন : ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?

উওর: জুলফিকার আলী ভুট্টো

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?

উওর: বিচারপতি আবু সায়িদ চৌধুরী

প্রশ্ন :মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?

উওর: যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস

প্রশ্ন : এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?

উওর: ৩রা মার্চ

প্রশ্ন : অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?

উওর: ৬০ টি

বাংলাদেশে বিষয় নিয়ে কিছু প্রশ্ন উত্তর

প্রশ্ন : বাংলাদেশে থানা এবং উপজেলা কয়টি

উওর:বাংলাদেশে থানা ৬৫০ টি এবং উপজেলা ৪৯২ টি।

প্রশ্ন : সবচেয়ে বড় বিভাগ

উওর:চট্টগ্রাম।

প্রশ্ন : সবচেয়ে ছোট বিভাগ

উওর:ময়মনসিংহ ।

প্রশ্ন : আয়তনে বড় জেলা

উওর:রাঙামাটি।

প্রশ্ন : আয়তনে ছোট জেলা

উওর:মেহেরপুর ।

প্রশ্ন : জনসংখ্যায় বড় জেলা

উওর:ঢাকা।

প্রশ্ন : জনসংখ্যায় ছোট জেলা

উওর:বান্দরবন।

প্রশ্ন : আয়তনে বড় থানা

উওর:শ্যামনগর (সাতক্ষীরা)

প্রশ্ন : আয়তনে ছোট থানা-

উওর: কোতোয়ালী(ঢাকা)।

প্রশ্ন : জনসংখ্যায় বড় থানা

উওর:বেগমগঞ্জ (নোয়াখালী)।

প্রশ্ন : জনসংখ্যায় ছোট থানা-

উওর: রাজস্থলী (রাঙামাটি)।

প্রশ্ন : বাংলাদেশের সর্ব দক্ষিণ-

উওর: পশ্চিমের থানা-শ্যামনগর (সাতক্ষীরা)।

প্রশ্ন : বাংলাদেশের সর্ব উত্তর-পূর্বের থানা:-

উওর: জকিগঞ্জ,সিলেট।

প্রশ্ন : সবচেয়ে বড় গ্রাম-

উওর:বানিয়াচং, হবিগঞ্জ।

প্রশ্ন : সর্ব পূর্বের জেলা-

উওর:বান্দরবন।

প্রশ্ন : সর্ব পশ্চিমের জেলা-

উওর: চাঁপাইনবাবগঞ্জ।

প্রশ্ন : সর্ব উত্তরের জেলা-

উওর:পঞ্চগড়।

প্রশ্ন : সর্ব দক্ষিণের জেলা-

উওর: কক্সবাজার।

প্রশ্ন : সর্ব পূর্বের থানা/উপজেলা-

উওর: থানচি।

প্রশ্ন : সর্ব পশ্চিমের থানা-

উওর:শিবগঞ্জ।

প্রশ্ন : সর্ব উত্তরের থানা-

উওর:তেঁতুলিয়া।

প্রশ্ন : সর্ব দক্ষিণের থানা-

উওর:টেকনাফ।

প্রশ্ন : সর্ব পূর্বের স্থান-

উওর:আখাইন ঠং।

প্রশ্ন : সর্ব পশ্চিমের স্থান-

উওর:মনাকশা।

প্রশ্ন : সর্ব উত্তরের স্থান-

উওর:বাংলাবান্ ধা।

প্রশ্ন : সর্ব দক্ষিণের স্থান-

উওর:ছেঁড়াদ্বীপ

পরিশেষে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা যারা চলতি নিয়োগে অর্থাৎ 2022 এ পুলিশ কনস্টেবল এপ্লাই করতে চাচ্ছেন। তারা খুবই হুশিয়ার থাকবেন দালালের খপ্পরে যেন আপনাদের সর্বশেষ বিলিয়ে দিতে না হয়। আপনার যদি নসিবে থাকে তাহলে পুলিশ কনস্টেবলের চাকরিটি কোন টাকা ছাড়াই পেয়ে যাবেন। আর আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।

আমাদের ওয়েবসাইটের যদি একজন নতুন ভিজিটর হয়ে থাকেন। তাহলে আপনার কাছে অনুরোধ রইলো আমাদের ওয়েবসাইট এর একজন নিয়মিত ভিজিটর হওয়ার জন্য। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালো কিছু জানানোর উদ্দেশ্যে। যাতে করে আপনারা অনেক উপকৃত হন ধন্যবাদ।

6 Comments

  1. আমি পুলিস হতে চাই পুলিশ হয়ে দেসের জন কিছু করতে চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *