ফ্রী ফায়ার গেম

ফ্রী ফায়ার ডায়মন্ড কিভাবে পাওয়া যায়

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আচ্ছালামু আলাইকুম। ফ্রী ফায়ারের ডায়মন্ড কেনার অনেক উপায় আছে। তারমধ্যে বিকাশ, রকেট,নগদ এ ডায়মন্ড টপআপ করতে পারবো। যদি আপনার গির্ফট কার্ড থাকে তাহলে ডায়মন্ড টপআপ করতে পারবেন। আবার যদি গেরিনা ফ্রী ফায়ার থাকে তাহলে অনলাইনের মাধ্যমে ডায়মন্ড টপআপ করতে পারেন।

তো ভিউয়াস, আপনাকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম। আর আপনি চাইলে আর্টিকেলটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ পড়ুন তাহলে ফ্রী ফায়ারে ডায়মন্ড কিভাবে কিনবেন সে বিষয়ে জানতে পারবেন।

বিকাশেই ফ্রী ফায়ার ডায়মন্ড ক্রয় করবেন কিভাবে

আপনারা যদি চান তাহলে বিকাশে টাকা পেমেন্ট করে ফ্রী ফায়ার ডায়মন্ড ক্রয় করতে পারেন। সেজন্য আপনি হোক সেটা ফেসবুক পেজ কিংবা অন্যকিছুর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনার সুবিধার্তে একটি ফেসবুক পেজের নাম তুলে ধরলাম।

ANTHU GAMER BD থেকে আপনারা ফ্রী ফায়ার ডায়মন্ড টপআপ করতে পারেন। আপনারা তাদের সাথে সম্পর্ক ভালো রেখে ডায়মন্ড টপআপ করে নিতে পারবেন। ফেসবুক পেজে তাদের সাথে যোগাযোগ রক্ষা করুন।

ফ্রী ফায়ার ডায়মন্ড টপআপ করুন নিজেই

  • আমি একটি লিংক প্রদান করছি আপনি উক্ত লিংক এ প্রবেশ করুন। এ পর্যায়ে আপনি একটি ইন্টারফেস দেখতে পারবেন। সেখনে বেশ কয়েকটি অপশন আছে আমরা সেদিকে না যাই মুল অপশন অর্থাৎ ফ্রী ফায়ার অপশনটিতে ক্লিক করুন।

free fire diomond

  • ফ্রী ফায়ার অপশনটি ক্লিক করার পর নিচের চিত্রের মতো দেখতে পারবেন। আর আপনি সেখানে দুটি অপশন দেখতে পারবেন। আপনার সুবিধার্তে যেকোনো একটি অপশনে ক্লিক করতে পারেন। আমি মুলত প্লেয়ার আইডি চয়েজ করলাম।

free fire diomond

  • এই পর্যায়ে আপনি ফ্রী ফায়ার থেকে প্লেয়ার আইডি কপি করে নিন। তারপর Player ID তে পেস্ট করে Login করুন।

free fire diomond

  • তো ভিউয়াস, আপনি নিচের দেওয়া পিকচার দেখতে পারবেন। আর হ্যাঁ,সেখানে অনেকগুলো অপশন আছে। তাই বলে বিচলিত হবেন না ধর্য্য নিয়ে আর্টিকেলটি পড়ুন নিশ্চয়ই সবকিছু বুঝতে পারবেন।

তো আপনকে Garena Shells অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী ইন্টারফেইসের জন্য একটু অপেক্ষা করুন।

free fire diomond

  • তারপরে নিচের চিত্রের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনি সেখানে Login বাটনে ক্লিক করুন।

free fire diomond

  • পরবর্তীতে এই ইন্টারফেইস দেখতে পারবেন। তো এখানে সবাই লগইন করতে পারে না। কারণ, লগইন করতে হলে একটি একাউন্ট থাকতে হবে। তো ভিউয়াস আপনারা চাইলে এ সম্পর্কে ইউটিউবে একটি ভিডিও টিউটোরিয়াল দেখে আসতে পারেন।

  • তো সর্বশেষ ধাপে এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। আর আপনি সেখান থেকে ডায়মন্ডের উপর ক্লিক করে ডায়মন্ড সংগ্রহ করতে পারবেন।

Free fire Daimond

গিফট কার্ডের মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড টপআপ করুন

তো ভিউয়াস, এ পর্যায়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে গিফট কার্ডের মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড টপআপ করবেন। আর এই পদ্ধতিটি আপনার নিজের উপর নির্ভর করতেছে। এখানে টপআপ করার জন্য অন্যের প্রয়োজন নেই। আর উক্ত কাজটি আপনি নিজে নিজে করতে পারবেন এটাই বিশ্বস্ততা। আর কাজটি করার জন্য আপনার গুগল একাউন্টে প্লে ব্যালেন্স নিতে হবে।

গিফট কার্ড রিডিম করে নিতে পারেন। গিফট কাড রিডিম করার জন্য যতো মূল্যের গিফট কাড কিনবেন। ধরুন যে ১৫ ডলারের গিফট কাড কিনবেন এর জন্য আনুমানিক ১২০০টাকা পে করতে হবে।

তো এই পদ্ধতিতে একটু সার্ভিস বেশি পাবেন কারণ আপনি নিজেই ফ্রী ফায়ার ডায়মন্ড টপআপ করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি একাধিক বার টপ আপ করেন তাহলে অনেক ডিসকাউন্ট প্যাকেজ পাবেন।

ধরেন যে গুগল আপনাকে ৫০% ডিসকাউন্ট দিলো। তো আপনি টপআপ করবেন ১ ডলারের। কিন্তু ডিসকাউন্ট থাকার কারনে ৫০ সেন্ট ফেরত পাবেন। আর হ্যাঁ,এরকম অনেক অফারেই ভোগ করতে পারবেন।

আর একটা বিষয় বলি যারা ডায়মন্ড টপআপের ব্যাবসা করে। তারা মুলত গিফট কার্ড নিয়ে ব্যাবসা শুরু করেন। আর আপনার যদি গিফট কার্ড থাকে তাহলে নিমিষেই ফ্রী ফায়ার গেমের ভিতরে থাকা সকল ক্যারেন্সি ক্রয় করতে পারবেন। ক্যারন্সি সমূহ হোক সেটা উইকলি,এয়াড্রপ,মান্থলি,মেম্বাসিপা সবকিছুই টপআপ করে নিতে পারবেন।

টপআপ করার জন্য গুগলে গিফট কার্ডকে রিডিম করে নিতে হবে। আর এটা করার জন্য অনলাইনে অনেক প্লাটফর্ম খুঁজে পাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *