টিপস ও ট্রিকস

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোডের ৬ টি সহজ উপায়-Facebook Video Download Tutoria

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আচ্ছালামু আলাইকুম। ফেসবুক বর্তমান সমায়ের একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। এই পর্যন্ত কন্টিনিউ ব্যবহারকারীর সংখ্যা ২ মিলিয়ন এর মাইলফলক অর্জন করছে। ফেসবুকে খুব সহজেই অন্য ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করে কথা বার্তা বলা যায়। তাই এই এর ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বাড়ছে। 

ফেসবুকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে। আর সেসব ভিডিও আপনাকে আকৃষ্ট করে। কিন্তু দুভার্গ্যবশতঃ আপনি সেসব ভিডিও ডাউনলোড করার নিয়ম জানেন না। আর হ্যাঁ,আপনি যদি সত্যিই ডাউনলোড করতে পারেন না তাহলে আজকের আর্টিকেলটি শুধুই আপনার জন্য।  

তাই আর্টিকেলটি স্কিপ না করে একটু সমায় নিয়ে পড়ুন। তাহলে আপনার জানার বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। 

ফেসবুকর ভিডিও ৬ টি উপায়ে ডাউনলোড করা শিখবো।

স্টেপ ০১ঃ

তাহলে ঝটপট করে আপনার হাতে স্মার্ট ফোনটি নিয়ে নিন। আর ডাটা কিংবা ওয়াইফাই কানেকশন চালু করুন। গুগোল প্লেস্টোর যান সেখানে গিয়ে Isnaptube এটি লিখে সার্চ দিন এবং অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।

ফেসবুক থাকা সেরা ভিডিওর ইউআরএল কপি করুন। তারপর Isnaptube অ্যাপসটিতে পেস্ট করুন। আর হ্যাঁ,সেখান থেকে আপনি ভিডিওটি ডাউনলোড করতে পারবেন। শুধু ফেসবুকের ভিডিও না আপনি চাইলে ইউটিউব, টুইটার,ইনস্টাগ্রাম থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন। 

স্টেপ ০২ঃ  

তাহলে ঝটপট করে আপনার হাতে স্মার্ট ফোনটি নিয়ে নিন। আর ডাটা কিংবা ওয়াইফাই কানেকশন চালু করুন। গুগোল প্লেস্টোর যান সেখানে গিয়ে n.savefrom.net এটি লিখে সার্চ দিন এবং অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।

ফেসবুক থাকা সেরা ভিডিওর ইউআরএল কপি করুন। তারপর n.savefrom.net অ্যাপসটিতে পেস্ট করুন। আর হ্যাঁ,সেখান থেকে আপনি ভিডিওটি ডাউনলোড করতে পারবেন। 

স্টেপ ০৩ঃ 

ইন্টারনেট ব্রাউজিংয়ে FBDown.net ওয়েবসাইটে প্রবেশ করুন। এখন ফেসবুক থেকে ভিডিওর লিংক কপি করে FBDown.net ওয়েবসাইটে দিয়ে দিন এবং আপলোড হলে তা ডাউনলোড করুন।

স্টেপ ০৪ঃ 

ইন্টারনেট ব্রাউজিংয়ে  www.downvideo.net ওয়েবসাইটে প্রবেশ করুন। এখন ফেসবুক থেকে ভিডিওর লিংক কপি করে  www.downvideo.net ওয়েবসাইটে দিয়ে দিন এবং আপলোড হলে তা ডাউনলোড করুন।

স্টেপ ০৫ঃ

ইন্টারনেট ব্রাউজিংয়ে  www.getfvid.com ওয়েবসাইটে প্রবেশ করুন। এখন ফেসবুক থেকে ভিডিওর লিংক কপি করে  www.getfvid.com  ওয়েবসাইটে দিয়ে দিন এবং আপলোড হলে তা ডাউনলোড করুন।

স্টেপ ০৬ঃ 

ফেসবুক থেকে আপনার পছন্দের ভিডিওর লিংকটি কপি করুন। আর আপনার ডেক্সটপ থাকা ব্রাউজারে লিংকটি পেস্ট করে দিন। তাহলে আপনি ভিডিওটি দেখতে পারবেন এবং সেখান সেভ অপশন আসবে  আবার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

আরোও পড়ুন

 

  • শেষ কথা

সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য। আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি প্রতিনিয়তঃ চেষ্টা করি নতুন নতুন বিষয় আর্টিকেল লেখার। তাই আপনারা যারা আপডেট কোনো বিষয় সম্পর্কে জানতে চান তারা প্রতিনিয়ত আমার সাইটকে ভিজিট করতে পারেন। আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার বিষয়  নিয়ে আর্টিকেল লেখার । এই আশা ব্যক্ত করে আবারো সালাম দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *