ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম ২০২২

ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম ২০২২ সম্পর্কে আলোচনা করবো। তাই আমার সাথেই থাকুন।

লং জার্নি জন্য ট্রেনে যাতায়াত হয় অনেক আরামদায়ক এবং মজাদার। ট্রেনে জার্নি করলে কোনরকম ক্লান্তিকর মনে হয় না। ট্রেনে জার্নি করার ক্ষেত্রে উপভোগ করা যায় খুব কাছ থেকেই প্রকৃতিকে। নেই কোন ট্রাফিক জ্যাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিমিষেই যাওয়া যায়। সময় অনেক সেভ হয় তার সাথে টাকা কিন্তু সাশ্রয় হয়। তো ভিউয়ার্স আপনারা লং জার্নি জন্য ট্রেনে যাতায়াত করতে পারেন।

ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম ২০২২সম্পর্কে অনেকেই জানেনা।  এই কারণে অন্যের দ্বারস্থ হতে হয়। এমনকি দেখা গেছে যে, টিকিট কাউন্টারে লম্বা সারিতে অবিরামভাবে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে আজকে আমি ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম বলে দিব আপনাদের। আপনার যদি জানার একান্তই আগ্রহ থাকে তাহলে পোস্টটি স্কিপ না করে ধারাবাহিকভাবে পড়ে যান। তাহলে সবকিছু বুঝতে পারবেন।

Table of Contents

Toggle

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২২ | অনলাইনে ট্রেনের টিকেট কাটার সমায় ২০২২

https://esheba.cnsbd.com/#/  এই লিংকটি কপি করে আপনারা ইন্টার্নেট ব্রাউজিং সার্চ করুন। সেখানে  একটি ইন্টারফেস দেখতে পারবেন। ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২ তিনটি প্রসেস নিয়ে আলোচনা করব। অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২২ দিবারাত্রি ২৪ ঘন্টা যায়। 

স্টেপ ওয়ানঃ একাউন্ট খোলা | ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম 2022

 প্রয়োজনীয় বিষয় বলি | অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম 2022 

কার্যপ্রণালীঃ অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২২

 ১। https://esheba.cnsbd.com/#/এই সাইটের ঠিক ডান পাশে Register ক্লিক করুন। অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২।

২। চিত্রের ন্যায় এটি ফর্ম দেখতে পারবেন  সেটি আপনারা নির্ভুল ভাবে পূরণ করবেন এবং Sign- Up অপশনে ক্লিক করুন। আর যদি পূরণ করতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২২।

৩।সাইনআপ কমপ্লিট হলে আপনি যে নাম্বারটি সেখানে প্রদান করছেন সেই নাম্বারে একটি ভেরিফাই কোড আসবে। ৬ সংখ্যা কোডটি সেখানে বসিয়ে ভেরিফাই করে নিন। আর আপনি অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২২ দিবা-রাত্রি 24 ঘন্টা পাবেন।

স্টেপ টুঃ একাউন্ট আপডেট | অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২২

প্রয়োজনীয় বিষয়বালি | অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২

কার্যপ্রণালীঃ ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম 2022

১। ইন্টার্নেট ব্রাউজিং ই-টিকিটিং এই সাইটে লগইন করুন। সাধারণত আপনার সাইটটি লগ ইন করাই থাকবে।

২। এই পর্যায়ে লগইন করা শেষ হলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম কি যথাযথ নিয়মে পূরণ করুন। আপনার এলাকার পোস্টকোড চাওয়া হবে সেটা আপনাকে দিতে হবে। পোস্ট কোড খোঁজার জন্য আপনি https://worldpostalcode.com/bangladesh/ লিংকে প্রবেশ করুন। উপরোক্ত তথ্যগুলো দেওয়া হলে Update Your Profile বাটনে ক্লিক করুন।

 

৩। উপরোক্ত তথ্যগুলো যদি আপনার ঠিক হয়ে থাকে তাহলে এই ইন্টারফেসের উপরে আপনার তথ্যগুলো শো করবে। আর আপনি এভাবেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

স্টেপ থ্রিঃ টিকিট ক্রয় করা | অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২

প্রয়োজনীয়  বিষয় বালি 

কার্যপ্রণালীঃ অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২

১। ইন্টারনেট ব্রাউজিংয়ে ই-টিকিটিং সাইন আপ করুন।

২।  রুট খুঁজে তা দিন এবং Find অপশন টি ক্লিক করুন।

৩।এ পর্যায়ে আপনি যে ট্রেনে ভ্রমণ করতে চান সে ট্রেনের “Detiles”  ক্লিক করুন 

৪। ডিটেইলস দেখা কমপ্লিট হলে “Purchase” বাটনে ক্লিক করুন।

৫। এ পর্যায়ে আপনি একটি ইন্টারফেস দেখতে পারবেন সব ঠিকঠাক থাকলে আপনি “Buy Ticket” বাটনে ক্লিক করুন “Agree” করে দিন।

৬। আপনার পেমেন্ট মেথেড কমপ্লিট হলে একটি ফিরতি এসএমএস পাবেন, আপনার ইমেইলে ট্রেনের টিকিট চলে আসবে।

পরিশেষে, ইমেইলে আসা ট্রেনের টিকিট পিন্ট আউট করে নিন। আর সেই পিন্ট আউট টিটিই দেখিয়ে আপনি নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন।

 

Exit mobile version