ভ্রমন

জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২২

জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২২-ইত্যাদি বিষয় যদি জানতে চান  তাহলে আজকের এই আর্টিকেল টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express)  ট্রেনটি হচ্ছে  একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেন নিয়মিতভাবে ঢাকা থেকে সিলেট রুটে চলাচল করে। ভ্রমণ পিপাসুদের জন্য যারা ঢাকা থেকে সিলেট রুটে চলাচল করতে চাচ্ছেন তাদের কাছে সব থেকে ভালো উপায় হল জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনে যাতায়াত করা। 

আপনারা যারা আমাদের এই ওয়েব সাইটে নিয়মিত ভিজিটর তারা ইতিমধ্যে জানেন যে আমরা কি ধরনের আর্টিকেল আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি। আজকে  আমাদের ওয়েবসাইটে  আলোচনার বিষয় হচ্ছে  জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) আন্তঃনগর ট্রেন  সম্পর্কে। আজ আমরা চেষ্টা করব  এই ট্রেনের সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যারা জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনের সকল তথ্য জানতে চাচ্ছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের  আর্টিকেলটি পড়ুন।

জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেন

Related Articles

জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেন হচ্ছে অন্যতম জনপ্রিয় আন্তনগর একটি ট্রেন। এটি যাত্রীসেবায় সর্বদা নিয়োজিত যাত্রীদের আরামদায়ক ও মজাদার ভ্রমণ দিয়ে থাকে। তাছাড়াও ট্রেনটিতে সংযুক্ত করা আছে খাবার ব্যবস্থা নামাজের ব্যবস্থা বিনোদনের ব্যবস্থা সহ অনেক ব্যবস্থা রয়েছে। এই ট্রেনটিতে যাত্রাকালে আপনি সব ধরনের সার্ভিস পেয়ে যাবেন। আপনারা যারা ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা ট্রেনের যাত্রা করতে চান তাদের জন্য জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেন অন্যতম।

জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express)  ট্রেনের নতুন সময়সূচী

জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনের  নতুন সময়সূচী নিচে সংযুক্ত করা হলো। আপনারা যারা নিয়মিত জয়ন্তিকা (Jayantika Express)  এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেন কিন্তু এর সঠিক সময় সূচি সম্পর্কে কিছুই জানেন না অথবা যারা নতুন এ রুটে চলাচল করছেন তাদের জন্য আমরা বিস্তারিত সময়সূচি নিচে সংযুক্ত করলাম।  আর আপনারা এখান থেকে  জয়ন্তিকা (Jayantika Express)  এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচি গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং খুব সহজে যাতায়াত করতে পারবেন।

জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে থাকে। ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনের কোন সাপ্তাহিক ছুটি নেই অর্থাৎ সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে 12 টা 15 মিনিটে যাত্রা শুরু করে। আর অন্যদিকে ছেলে থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস(Jayantika Express) ট্রেনের সাপ্তাহিক ছুটি হল বৃহস্পতিবার। বৃহস্পতিবার ব্যতীত সব দিন সিলেট থেকে 11 টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

আপনারা যারা ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তারা আমাদের আর্টিকেল এর এই অংশটুকু লক্ষ্য করুন। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে 12 টা 15 মিনিটে এবং তার গন্তব্যস্থলে পৌঁছায় 7:10 এ মিনিটে।

আপনারা যারা সিলেট থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য এই অংশটুকু। জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে 11 টা 15 মিনিটে এবং তার গন্তব্যস্থলে পাওয়া যায় 8:25 মিনিটে।

জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনের সময়সূচী-bdinfo71.com
জয়ন্তিকা এক্সপ্রেস

জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনের  স্টেশন বিরতি

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি যাত্রীদের মজাদার ভ্রমণের জন্য নিম্নলিখিত স্টেশন বিরতি দিয়ে থাকেন। দীর্ঘ এই পথ ভ্রমণের জন্য যাত্রীদের একটু বিরতির প্রয়োজন পড়ে, আর তাছাড়া নিম্নলিখিত স্টেশন থেকে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের ওঠানামা করে। তাই আপনি যদি সিলেট কিংবা ঢাকার উদ্দেশে যাত্রা বলতে চান। নিম্নলিখিত স্টেশনের রুটে যদি আপনি থেকে থাকেন তাহলে যে কোন স্টেশন থেকে তাদের নির্ধারিত সময়ে টিকিট কেটে  জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনে চড়তে পারেন।

স্টেশন বিরতির নাম ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে (৭১৭) সিলেট থেকে  ঢাকার উদ্দেশ্যে (৭১৮)
বিমান বন্দর ১১ঃ৪২ ১৭ঃ৫৭
আশুগঞ্জ ১৩ঃ০১ ১৬ঃ৩৮
বি- বাড়িয়া ১৩ঃ২০ ১৬ঃ১৯
আজিম পুর ১৩ঃ৫২ ১৫ঃ৫৫
মোকন্দপুর ১৪ঃ১০ ১৫ঃ৩৮
হরষপুর ১৪ঃ২৫ ১৫ঃ২৫
মনতলা ১৪ঃ৩৮ ১৫ঃ১২
নওয়াপাড়া ১৪ঃ৫৫ ১৪ঃ৪৮
শাহজীবাজার ১৫ঃ১০ ১৪ঃ২৮
শায়েস্তাগঞ্জ ১৫ঃ২৭ ১৪ঃ১৩
শ্রীমঙ্গল ১৬ঃ১০ ১৩ঃ০৩
ভান গাছ ১৬ঃ৩৩ ১৩ঃ০৮
কুলাউড়া ১৭ঃ২৭ ১২ঃ৩২
মাইজগাঁও ১৮ঃ০০ ১১ঃ৫৫

জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express)  ট্রেনের টিকিট কাটার নিয়ম

এখন আপনি চাইলে জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনের টিকিট দুই ভাবে কাটতে পারেন। তবে আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে কষ্ট করে আর স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে না। ঘরে বসেই অনলাইন ব্রাউজিং করে  shohoz.com ওয়েবসাইটে  ঢুকে টিকিট কাটতে পারবেন। আর সেটা যদি না পারেন তাহলে কষ্ট করে স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *