ভ্রমন

কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২২- টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, রুট ম্যাপ, ভাড়া ও ছুটির দিন

বিসমিল্লাহির রহমানের রাহিম, আসসালামু আলাইকুম। কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২২ এই পোষ্টটিতে আপনাদের স্বাগতম। আপনারা কুমিল্লা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ট্রেনে রওনা করতে চান। তাহলে আমার সাথেই থাকুন, কারন আমি আজকে আপনাদের জানিয়ে দিবো কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী 2022- টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, রুট ম্যাপ, ভাড়া ও ছুটির দিন।

কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী 2021-bdinfo71.com

Table of Contents

Related Articles

কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২২_অন্তঃনগর এক্সপ্রেস

ট্রেন একটি দ্রুতগামী পরিবহন হওয়ার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় নিমিষেই যাওয়া যায়। ট্রেনে যাতায়াত হয় নিরাপদ এবং বেশ মজাদার। খুব কাছ থেকেই প্রকৃতির আলো বাতাস আস্বাদন করা যায়। ট্রেনে চলাচলের ক্ষেত্রে নেই কোন ট্রাফিক জাম তাই ভ্রমন হয় খুব মজাদার।

গুগোল থেকে পাওয়া কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব ১০৪.৬ কি.মি। কুমিল্লা থেকে ঢাকা রুটে প্রধানত চারটি ট্রেন চলাচল করে, সেগুলো হলোঃ-

১। মহানাগর গোধুলি, ট্রেন নাম্বারঃ (৭০৩)

২। উপকূল এক্সপ্রেস, ট্রেন নাম্বারঃ (৭১১)

৩। মহানগর এক্সপ্রেস, ট্রেন নাম্বারঃ (৭২১) এবং

৪। তৃণা এক্সপ্রেস, ট্রেন নাম্বারঃ (৭৪১) ।

এই ট্রেন গুলো কুমিল্লা থেকে ঢাকার মধ্যে অবস্থিত মানুষদের সেবা প্রদান করে যাচ্ছে নিরালস ভাবে। অন্তঃনগর ট্রেন গুলো মেইন ট্রেন থেকে অনেক উন্নত মানের। এই ট্রেন গুলোতে রয়েছে অত্যাধুনিক বসার ব্যাবস্থা,ঘুমানোর ব্যাবস্থা,আলাদা ভাবে বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে কেবিন, নাস্তা-পানি খাওয়ার ব্যাবস্থা। এই ট্রেন গুলোতে শীততাপ নিয়ন্ত্রন করার জন্য রয়েছে এসির ব্যাবস্থা।

আর এই ট্রেন গুলো নিদিষ্ট সমায় পর পর চলাচল করে থাকে। কিছু কিছু ট্রেন সপ্তাহে ২ বা ১ দিন বন্ধ থাকে, আবার কিছু ট্রেন সপ্তাহে সাত দিনেই চলাচল করে থাকে। ট্রেন ছাড়ার সমায় কখন? সেসব বিষয়ে বিস্তারিত নিচে বলা হলোঃ-

অন্তঃনগর ট্রেনের নাম সাপ্তাহিক ছুটির দিন ট্রেন ছাড়ায় সময় টু ট্রেন পৌছানোর সময়
মহানাগর গোধুলি, ট্রেন নাম্বারঃ (৭০৩) নাই ১৭ঃ৫৪ ঢাকা ২১ঃ১০
উপকূল এক্সপ্রেস, ট্রেন নাম্বারঃ (৭১১) নাই ১১ঃ০৭ চট্রগ্রাম ১৩ঃ৫০
মহানগর এক্সপ্রেস, ট্রেন নাম্বারঃ (৭২১) বুধবার ০৮ঃ০১ ঢাকা ১১ঃ৫০
তৃণা এক্সপ্রেস, ট্রেন নাম্বারঃ (৭৪১) মঙ্গলবার ১৯ঃ০৩ নোয়াখালী ২১ঃ০০
পাহাড়িকা এক্সপ্রেস, (ট্রেন নাম্বার- ৭১৯/৭২০)  সোমবার ১২ঃ২০ সিলেট ১৭ঃ৫০

কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২২_মেইল এক্সপ্রেস

কুমিল্লা থেকে ঢাকা রুটে অন্তঃনগর এক্সপ্রেসের পাশাপাশি মেইল এক্সপ্রেস ট্রেন গুলো চলাচল করে থাকে। এই ট্রেন গুলো আন্তঃনগর ট্রেন অপেক্ষা অম উন্নত। যাইহোক, এই ট্রেন গুলোও যাত্রী সেবা দিয়ে যাচ্ছে অবিরাম ভাবে। ট্রেন গুলো হচ্ছেঃ-

১। ঢাকা মেইল,ট্রেন নাম্বারঃ (০১)

২। চট্টলা এক্সপ্রেস ট্রেন নাম্বারঃ (৬৭)

৩। কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নাম্বারঃ (০৩)

৪। ঢাকা এক্সপ্রেস ট্রেন নাম্বারঃ (১১)

৫। কুমিল্লা কম্পিউটার ট্রেন নাম্বারঃ (৭৮)।

উপরোক্ত ট্রেনগুলোর সাপ্তাহিক কোন ছুটির দিন নাই। সপ্তাহের সাত দিনই চলাচল করে অবিরামভাবে। ট্রেন ছাড়ার সময়, ট্রেন পৌছানোর সময় ইত্যাদি নিচের ছকে আলোচনা করা হলোঃ-

মেইল এক্সপ্রেস ট্রেনের নাম সাপ্তাহিক ছুটির দিন ট্রেন ছাড়ায় সময় টু ট্রেন পৌছানোর সময়
ঢাকা মেইল,ট্রেন নাম্বারঃ (০১) নাই ০১ঃ৩০ ঢাকা ০৬ঃ৫৫
কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নাম্বারঃ (০৩) নাই ০৪ঃ০০ চট্রগ্রাম ০৭ঃ২৫
ঢাকা এক্সপ্রেস ট্রেন নাম্বারঃ (১১) নাই ১৩ঃ৩০ ঢাকা ১৯ঃ৪৫
চট্টলা এক্সপ্রেস ট্রেন নাম্বারঃ (৬৭) নাই ১৪ঃ২০ চট্রগ্রাম ১৮ঃ০০
কুমিল্লা কম্পিউটার ট্রেন নাম্বারঃ (৭৮) নাই ২৩ঃ৩৩ ঢাকা ০৬ঃ৪০

কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের টিকিটের মূল্য-2022 | কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২২

টিকিট মূলত আমরা দুইভাবে সংগ্রহ করতে পারি। অনলাইনে টিকিট সংগ্রহ করা যায় এবং অফলাইনে টিকিট সংগ্রহ করা যায়। অনলাইন বলতে http://www.railway.gov.bd/ এই লিংক থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। আর অফলাইন বলতে সরাসরি টিকিট কাউন্টারে উপস্থিত থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। 

ট্রেনের টিকিটের ন্যায্য দাম না জানার কারণে অনেক সময় হয়রানির শিকার হতে হয়। তাই আসন অনুযায়ী ট্রেনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, তা নিচের ছকে উল্লেখ করা হলোঃ-

ট্রেনের টিকেটের আসন বিভাগ ট্রেনের টিকেটের মূল্য
এসি বার্থ ৭০২ টাকা
এসি ৪৬৬ টাকা
স্নিগ্ধা ৩৯১ টাকা
প্রথম বার্থ ৪০৫ টাকা
প্রথম আসন ২৭০ টাকা
শোভন চেয়ার ২০৫ টাকা
শোভন ১৭০ টাকা

 

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *