ভ্রমন

এনা পরিবহনের টিকিট কাউন্টারের নাম এবং অবস্থান

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আচ্ছালামু আলাইকুম। বাংলাদেশ পরিবহন খাতে এনা পরিবহন বিষয় ভূমিকা রাখছে। বিভিন্ন বিভাগীয় জেলাগুলোতে খুব আরামদায়ক ভাবে যাত্রী পরিবহনে অগ্রাণী ভূমিকা রাখছে। এনা পরিবহন প্রায় দুই দশকের অধিক সময় ধরে যাত্রী সেবা প্রদান করে আসছে। এনা পরিবহনের বহরে তিনশতের অধিক বাস রয়েছে। 

এনা পরিবহন খুব ভালো সার্ভিস প্রদান করার কারণে,২০১৯-২০২০ সালে গুগুলো টিকিট বিক্রিতার দিক থেকে সব বাসের উপরে অবস্থান। এমনকি যাত্রীর মনে জায়গা করে নিয়েছে খুব সহজেই। 

বাংলাদেশে বিলাসবহুল বাসের মধ্য এনা পরিবহন অন্যতম। 

Related Articles

সম্মানিত ভিউয়াস, আমার এই আর্টিকেল জুড়ে এনা পরিবহনের সকল কাউন্টারের নাম এবং ফোন নম্বর উল্লেখ করা হবে। তাই যাদের এনা পরিবহন সম্পর্কে জানার প্রয়োজন মনে করেন তাদের জন্যই শুধু আমার এই আর্টিকেলটি। তাই কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে যাওয়া যাকঃ- 

এনা পরিবহনের সুবিধা

১. বসার আসন সমূহ খুবই আরামদায়ক 

২. এয়ারকন্ডিশন ব্যাবস্থা

৩. এসি বাসে রয়েছে মিনারেল ওয়াটারের বোতল,রয়েছে টিস্যু এবং কম্বল সরবরাহ। 

৪. এয়ার ফ্রেশনার এবং এরোসল রয়েছে। 

৫. টিভির ব্যবস্থা রয়েছে।

এনা পরিবহন

বাংলাদেশে অবস্থিত এনা পরিবহনের টিকিট কাউন্টারের নাম এবং যোগাযোগ নম্বর

টিকিট কাউন্টারের নাম যোগাযোগ নাম্বর
টঙ্গী স্টেশন রোড, ঢাকা 01760-737653
উত্তরা বিজিবি মার্কেট, ঢাকা 01760-737651, 01869-802728
এয়ারপোর্ট কাউন্টার, ঢাকা 01760-737652, 01869-802726, 01872-604498, 01872-695911
মহাখালী বাস টার্মিনাল কাউন্টার, ঢাকা 01760-737650, 01619-737650, 01869-802725
মানিক নগর বিশ্ব রোড, ঢাকা 01869-802737, 01872-604476, 01872-604477, 01872-695900
আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড, ঢাকা 01869-802729, 017989-11752, 01610-449903, 01872-625733
মিরপুর সারে এগার সিটি ক্লাব, ঢাকা 01869-802731,  01878-059201
ফকিরপুল বাস স্ট্যান্ড, ঢাকা 01869-8027360, 01872-604475
ফকিরাপুল, ঢাকা 01869-802736
মধ্য বাড্ডা, ঢাকা 01869-802735, 01872-604495
কুড়িল বিশ্ব রোড, ঢাকা 01869-802733
মিরপুর ১০, ঢাকা 01878-059201
মিরপুর -১১, ঢাকা 01869-802731
কয়রা, ঢাকা 01872-604489
শনির আখরা, ঢাকা 01872-604479
টিটি পারা, ঢাকা 01872-604492, 01872-695899
সায়েদাবাদ হাইওয়ে, ঢাকা 01869-802738, 01872-604478
চট্টগ্রাম রোড, ঢাকা 01869-802739, 01872-604480
বনশ্রী, ঢাকা 01872-605910

 

কাচপুর, ঢাকা 01872-695909
নরসিংদী ভিলা নগর, নরসিংদী 01916-278526
সিলেট বাস টার্মিনাল, সিলেট 01760-079986, 01760-079987, 01619-737650
মাজার গেট, সিলেট 01611-950750
সোবহানি ঘাট, সিলেট 01680-292430
গোয়ালা বাজার, সিলেট 01715-465433
বিয়ানি বাজার বাস স্ট্যান্ড, সিলেট
এ কে খান, চট্টগ্রাম 01711-346177
দামপাড়া, চট্টগ্রাম 01878-059209
ভাটিয়ারী, চট্টগ্রাম 01869-802745
সীতাকুন্ড, চট্টগ্রাম 01869-802746
মিরসরাই, চট্টগ্রাম 01869-802747
বারিয়ার হাট, চট্টগ্রাম 01872-625745
নেভি গেট, চট্টগ্রাম 01869-802743
বিটিআরসি, চট্টগ্রাম 01869-802744
গাজীপুর চৌরাস্তা, গাজীপুর 01869-802834
গাজীপুর শিব বাড়ি, গাজীপুর 01941-714714
শায়েস্তাগঞ্জ বাস স্ট্যান্ড, হবিগঞ্জ 01855-919482, 01747-926743
হবিগঞ্জ মিউনিসিপাল বাস টার্মিনাল, হবিগ 01722-706075, 01919-004216
মৌলভীবাজার বাস স্ট্যান্ড, মৌলভীবাজার 01768-321464
কুলাউড়া বাস স্ট্যান্ড, মৌলভীবাজার 01837-083500
শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড, মৌলভীবাজার 01756-915198
বরলেখা বাস স্ট্যান্ড, মৌলভীবাজার 01815-257132
গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জ 01776-191434
জুড়ি বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ 01730-858848
ছাতক বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ 01722-230348
সুনামগঞ্জ বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ 01776-191418
চকরিয়া বাস স্ট্যান্ড, কক্সবাজার 01878-059210
চকরিয়া বাস টারমিনাল, কক্সবাজার 01687-774106
ঈদগাহ, কক্সবাজার 01878-059208
রামু, কক্সবাজার 01872-508990
লিংক রোড, কক্সবাজার 01878-059207
টার্মিনাল, কক্সবাজার 0188-059206
ওশান প্যারাডাইস, কক্সবাজার 01878-059204
সি আলিফ, কক্সবাজার 01621-499522
লং বিচ হোটেল, কক্সবাজার 01878-059203
ঝাউতলা, কক্সবাজার 01878-059202, 01721-282533
ময়মনসিংহ ইন্টারমিশন টার্মিনাল, ময়মনসিংহ 01834-898507
শেরপুর বাস স্ট্যান্ড, শেরপুর 01737-151184
হোটেল নূরজাহান, কুমিল্লা 01984-999672

 

মোহাম্মদ আলী, ফেনী 01872-604494
ফেনী সোদর হাসপাতাল মোর, ফেনী 01872-604484
ছাগলনাইয়া, ফেনী 01872-604483, 01872-695906
ফেনী মহীপাল, ফেনী 01984-999673, 01872-604485, 01872-604486, 01872-695905, 01872-604487
চৌদ্দ গ্রাম, কুমিল্লা 01872-604490
নির্মান সুপার মার্কেট, ফেনী 01872-604482

সাম্প্রতিক সময়ে কেউ আর অনলাইন এর বাইরে নয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এনা পরিবহনের টিকিট সংগ্রহ করার জন্য কাউন্টারে ভিড় জমানোর কোন মানে হয় না। এখন আপনারা ইচ্ছে করলে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে টিকিট বুকিং দিতে পারেন। তাই অনলাইন থেকে টিকিট সংগ্রহ করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে www.shohoz.com ওয়েবসাইটে ভিজিট করুন। আর সংগ্রহ করুন এনা পরিবহন বাসের টিকিট। 

প্রধান কার্যালয়ের ঠিকানা এবং অবস্থান

বাসা নাম্বারঃ– ২৩, রোড নাম্বারঃ– ৮, ব্লক নাম্বারঃ– এ, মিরপুর – ১২, ঢাকা – ১২০৬

প্রয়োজনে যোগাযোগ করুন ০১৯২৪-৭৬৪৫৭১, ০১৭১৬-১৩১৪৮১

এনা পরিবহন এর কিছু বিবিধ

১. এনা পরিবহনে দাঁড়িয়ে কোন যাত্রী নেওয়া হয় না।

২. নন এসি বাসে অডিও ভিডিও দেখার সুব্যবস্থা  রয়েছে।

৩. মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোন আসনের ব্যবস্থা নাই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *