ভ্রমন

উপবন এক্সপ্রেস ট্রেনের (ঢাকা টু সিলেট) সময়সূচী, টিকিটের মূল্য, বন্ধের দিন ২০২২

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে সিলেট রুটে মোট পাঁচটি ট্রেন যাতায়াত করে তার মধ্যে উপবন এক্সপ্রেস ট্রেনটি অন্যতম। রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের পূর্বাঞ্চল জেলা সিলেটের উদ্দেশ্যে উপবন এক্সপ্রেস ট্রেনটি যাতায়াত করে। ১৯৮৮ সালের ৪ মে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক উপবন এক্সপ্রেস ট্রেনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কমলাপুর রেলওয়ে স্টেশন হতে সিলেট রেলওয়ে স্টেশনের দূরত্ব ৫২৬ কিলোমিটার (৩২৭ মাইল)।ভ্রমণের মোট সময়কাল লাগে ৭ ঘন্টা ৩০ মিনিট।

এখানে উল্লেখিত ২০২২ সালের ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য ইত্যাদি বাংলাদেশ রেলওয়ে এর  অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা যারা লং জার্নি্তে ঢাকার উদ্দেশ্যে কিংবা সিলেটের উদ্দেশ্যে যেতে চান। হোক সেটা ব্যবসার উদ্দেশ্যে, চাকরির খোঁজে  কিংবা অন্য কোনো প্রয়োজনে। তাদের জন্য উপবন এক্সপ্রেস এর সময়সূচী সম্পর্কে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরে এসব জানা থাকলে কোন ঝামেলা পোহাতে হয় না। আপনার আপনার মুঠোফোন ব্যবহার করে esheba.cnsbd.com ওয়েবসাইটের মাধ্যমে উপবন এক্সপ্রেস ট্রেনটির টিকিট সংগ্রহ করতে পারেন।

Table of Contents

Related Articles

ট্রেন পরিচিতি

উপবন এক্সপ্রেস ট্রেনটিতে মোট ১২ টা বগি আছে। যার মধ্যে একটি  শীততাপ নিয়ন্ত্রিত বগি। সেখানে আপনারা পাচ্ছেন খাবার গ্রহণ করার জন্য এক্সট্রারুম ,সেখানে নামায কালাম পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। উপবন এক্সপ্রেস ট্রেন নং ৭৩৯ ৭৪০।

উপবন এক্সপ্রেসের সময়সূচী ঢাকা টু সিলেট

রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেট রেলওয়ে স্টেশনে সপ্তাহে ৬ দিন চলাচল করে। বুধবার ছুটির দিন তাই এ দিনে ঢাকা টু সিলেটের উদ্দেশ্যে উপবন এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

ট্রেন নং প্রস্থান   উৎস   গন্তব্য প্রবেশ সাপ্তাহিক ছুটি
৭৩৯ ২১ঃ৫০ পিএম কমলাপুর রেলওয়ে স্টেশন সিলেট রেলওয়ে স্টেশন ৫ঃ২০ এএম বুধবার

উপবন এক্সপ্রেস ট্রেনটির বিরতি স্থান

আপনারা যারা সিলেটের উদ্দেশ্যে কিংবা ঢাকার উদ্দেশে  যাতায়াত করতে চান। আপনাদের নিকটস্থ ১১ টি কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে পারবেন। বিরতি স্থানের নাম সম্পর্কে আলোচনা করা হল নিম্নে।

বিরতি স্থানের নাম ট্রেন ছাড়ার সময়
রাজধানী ঢাকা ২১ঃ৫০ পিএম
বিমানবন্দর ২২ঃ২৩ পিএম
ভৈরব বাজার ২৩ঃ৪৯ পিএম
আখাউড়া ১ঃ২০ এএম
শায়েস্তাগঞ্জ ১ঃ৫০ এএম
শ্রীমঙ্গল ২ঃ৩০ এ এম
ভানু গঞ্জ ২ঃ৫৫ এ এম
শমশেরনগর ৩ঃ১০ এ এম
কুলাউড়া ৩ঃ৩৮ এ এম
মাইজগাঁও ৪ঃ২৬ এ এম
সিলেট

উপবন এক্সপ্রেস ট্রেনের আসনের মূল্য

আসনের নাম মূল্য তালিকা
শোভন চেয়ার ২৮৫ টাকা
S_চেয়ার ৩৪০ টাকা
F_চেয়ার ৪৪৫ টাকা
এফ ব্যর্থ চেয়ার

এসি চেয়ার

৭১০ টাকা

১১৬৯ টাকা

উপবন এক্সপ্রেস ট্রেনটির সুবিধাসমূহ

খাবার ব্যবস্থা

উপবন এক্সপ্রেস ট্রেনটিতে খাবারের সুব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে করিডর যা ব্যবহার করে আপনারা খাবার সংগ্রহ বা গ্রহণ করতে পারবেন। খাবার  মধ্যে  যা পাবেন তা হল বার্গার, স্যান্ডউইচ, কেক, পাউরুটি, রোল, পিজ্জা, তরল পানি, ফ্রাইড চিকেন, সিঙ্গারা, কাবাব ইত্যাদি।

অন্যান্য সুবিধা সমূহ

  1. নামাজ পড়ার জন্য আলাদা রুম আছে।
  2. প্রত্যেকটি কেবিনে  একজন করে কর্তব্যরত কর্মী আছে।
  3. কর্তব্যরত কর্মীদের কাছে প্রাথমিক চিকিৎসা বক্স রয়েছে।
  4. টয়লেট করার জন্য ব্যবস্থা করা হয়েছে, তবে ট্রেন থামা অবস্থায় টয়লেট না করাই  ভালো ।

উপবন এক্সপ্রেসের সময়সূচী সিলেট টু ঢাকা

সিলেট রেলওয়ে স্টেশন থেকে রাজধানী ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে সপ্তাহের সাত দিন উপবন এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে। কমলাপুর রেলওয়ে স্টেশন এর উদ্দেশ্যে রওনা হয়.২২ঃ০০ মিনিটে সেখানে পৌঁছে ৫ঃ১০ মিনিটে। ট্রেন নং ৭৪০।

বিরতি স্থানের নাম ট্রেন ছাড়ার সময়
সিলেট ০৮ঃ০০  পিএম
মাইজগাঁও ১০ঃ৫০ পিএম
কুলাউড়া ১১ঃ২১ পিএম
শমশেরনগর ১১ঃ৪৮  পিএম
ভানু গঞ্জ ১২ঃ০২ এএম
শ্রীমঙ্গল ১২ঃ২২ এএম
শায়েস্তাগঞ্জ ১ঃ০২ এএম
আখাউড়া
ভৈরব বাজার ৩ঃ০০ এএম
বিমানবন্দর ৪ঃ৩০ এএম
রাজধানী ঢাকা ৫ঃ১০ এএম

এসএমএসের মাধ্যমে জানতে পারবেন ট্রেনটির অবস্থান

ট্রেন কখন আসবে কোথায় আছে এই আশায় স্টেশনে বসে অযথা সময় নষ্ট করবেন না। কারণ, এখন বাড়ি থেকে আপনি জানতে পারবেন ট্রেনের অবস্থান। আপনার মুঠোফোনের শুধু একটি এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন ট্রেনটি কোথায় আছে। মেসেজ অপশনে গিয়ে TR স্পেস দিয়ে ট্রেনটির নাম অথবা ট্রেন নং লিখে 16318 নম্বরে মেসেজ সেন্ড করুন।  আর ফিরতি এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন ট্রেনের অবস্থান।

One Comment

  1. সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *