অনলাইন ইনকাম

অনলাইনে ছবি বিক্রি করে আয় ২০২২

 

অনলাইনে ছবি বিক্রি করে আয় ২০২১

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আচ্ছালামু আলাইকুম। অনলাইনে ছবি বিক্রি করে আয় ২০২২, এই পোস্টে আপনাদের সবাইকে সাগতম। অবসর সমায়ে অনেকেই অনেক কিছু করে। কেউ মিউজিক শুনতে ভালোবাসে আবার কেউ ফটো তুলতে ভালোবাসে। আজকে তেমন একটি ভালোলাগার বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অবসর সমায়ে ফটোগ্রাফি করে অনলাইনে ছবি বিক্রির মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনি যে কাজটি শখ মেটানোর জন্য করতে চাচ্ছেন ইচ্ছা করলে সেখান থেকে আবার ইনকাম করতে পারেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফটোগ্রাফি করার ক্ষেত্রে কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এ কাজটির জন্য একটি ডিএসএলআর ক্যামেরা চালানো এবং টুকটাক এডিটিং শিখলেই যথেষ্ট।

একটা বিষয় কি আপনি কখনো লক্ষ্য করছেন? আপনি নিশ্চয়ই, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল প্লাটফর্ম গুলোর সাথে জড়িত। আপনি নিজেই সোশ্যাল প্লাটফর্মে প্রতিনিয়ত কতো ছবি আপলোড করেন। এতে করে আপনার কোনো বেনিফিট হচ্ছে না। আমার এতো কিছু বলার উদ্দ্যেশ্যে একটাই ভাই সমায়টাকে তো অবসরে কেটে দিচ্ছেন ভালো কথা। কিন্তু আপনার হাতে থাকা ডিএসএলআর ক্যামরার মাধ্যমে প্রকৃতির অপরুপ সৌন্দর্য এবং বিভিন্ন আকর্ষণীয় জিনিসগুলোর ফটোগ্রাফি করে খুব সহজেই অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন।

আজকের এই আর্টিকেলে বিষয়বস্তু নির্ধারন করা হয়েছে কিভাবে ফটোগ্রাফির মাধ্যমে অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করবেন। আমি তো বলেই দিছি ফটোগ্রাফি যদি আপনার শখ হয় তাহলে শখকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। আজকের আর্টিকেলে আরো যা থাকছে কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে খুব সহজেই আয় করা যায়? অনলাইনে ছবি বিক্রি করে আয় কতোটা লাভজনক? ছবি বিক্রি ধরনের প্রকারভেদ?

কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে খুব সহজেই আয় করা যায়?

অনেকই জানে না কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করা যায়। আবার ইতিপূর্বে অনেকেই এই কাজের সাথে নিজেকে জড়িত করে টাকা ইনকাম করতেছে।

সমায়ের পরিবর্তনের সাথে ফটোগ্রাফের চাহিদা যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে এ কাজের সাথে জড়িত মানুষের সংখ্যা।

অনলাইনে ছবি ২ ভাবে ছবি বিক্রি করা যায়। সেগুলো হলোঃ-
১. স্টক ইমেজ ওয়েবসাইট
২. নিজস্ব ওয়েব সাইট

  • স্টক ইমেজ ওয়েবসাইট

অনলাইন প্লাটফর্মে ছবি বিক্রি করার সবচেয়ে সহজ মাধ্যম হলো স্টক ইমেজ ওয়েবসাইট। আর আপনি বিভিন্ন স্টক ইমেজ ওয়েবসাইটে ছবি গুলো বিক্রি করতে পারবেন।

স্টক ইমেজ ওয়েবসাইটের সেরা কয়েকটি ওয়েবসাইটের নাম হলোঃ Adobe Stock, BigStockPhoto.com, Shutterstock.com, Alamy.com,Fotolia.com,IstockPhoto.com

আর উপরোক্ত ওয়েবসাইট গুলোতে সাইন আপ করে নিতে হবে। আর সাইন আপের জন্য প্রয়োজন হবে নাম, ঠিকনা,মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস ইত্যাদি। প্রায় অনেক কম সাইটে রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়।

প্রতিনিয়ত মানসম্মত ফটো তুলে স্টক ওয়েবসাইটে আপলোড করলে খুব দ্রুত ছবিগুলো বিক্রি হবে। যখনই আপনি ভালো ফটো তুলতে পারবেন তখন বিভিন্ন ক্লাইন্টের সাথে ভালো কানেকশন তৈরি হবে। আর ক্লাইন্ট আপনার ফটো গুলো ক্রয় করলে এবং সেখান থেকে মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন।

এমন অনেক স্টক ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি দরদাম করে ছবি গুলো বিক্রি করতে পারবেন।

  • নিজস্ব ওয়েবসাইট

নিজস্ব ওয়েবসাইট কি? এই প্রশ্নের উত্তর আপনরা নিজেই বুঝতে পারছেন। নিজস্ব ওয়েবসাইটে ছবি আপলোড করে মোটা অংকের টাকা ইনকাম করতে পারেন।

আর এর জন্য প্রয়োজন একটি ওয়েবসাইট। ওয়েবসাইট তৈরির জন্য ব্লগার বা ওয়ার্ডপ্রেস যেকোনো প্লাটফর্ম বেছে নিতে পারেন। ব্লগিং করার ডোমেইন হোস্টিং কিনে নিতে হবে।

আর ওয়েবসাইট তৈরির জন্য ওয়েব ডেপলপারের সাহায্য নিতে পারেন। কিংবা আপনি নিজেই করুন।

প্রতিনিয়ত যদি মানসম্পন্ন ছবি আপলোড করেন তাহলে আপনার সাইটটি ট্রাফিক বেশি পাবে। আর ক্লাইন্ট সেই ছবি গুলো ক্রয় করলে সেখান থেকেও আপনি মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইনে ছবি বিক্রি করে আয় কতোটা লাভজনক?

  • ছবির কোয়ালিটি

ছবি তোলার আগে ছবির কোয়ালিটি সম্পর্কে জানতে হবে। আপনার ছবিটি কি ভালো কোয়ালিটিসম্পুর্ন? আপনার ছবিটি হাজার হাজার ছবি অপেক্ষা কতোটা ভালো? এসব বিষয়ে লক্ষ্য দিতে হবে। আপনারা যেনো ভালো ছবির মাধ্যমে ক্লাইন্টের মন যোগাতে পারেন। এজন্য ছবির রেজুলেশন, আলোর প্রভাব, কোণ সবকিছু খেয়াল রাখতে হবে।

আর আপনি চাইলে ফটোগ্রাফি নিয়ে স্টোক ইমেজে অন্যদের ফটোগ্রাফি দেখতে পারেন। আর সেখান থেকে কিছুটা হলেও অভিজ্ঞতা সৃষ্টি হবে। ক্লাইন্ট কোন বিষয়ের উপর ছবি তুলাতে চায় সে বিষয়টি জেনে ফটোগ্রাফি করবেন।

  • কতো গুলো ছবি আপলোড করবেন

প্রশ্নটি সহজ এর উত্তরও সহজ। ভাই শুনেন ভালো ট্রাফিক পেতে হলে প্রতিনিয়ত ৫-৬ ছবি আপলোড করুন। এতে করে দেখা যাবে আপনার ভিজিটর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। আর আপনি যদি ছবি গুলো স্টোক ইমেজে আপলোড করেন তাহলে একটা সময় দেখা যাবে ক্লাইন্টের সংখ্যা বৃদ্ধি পাবে। সেইসাথে আপনার আয়ের পরিমানও বৃদ্ধি পাবে।

ছবি বিক্রির ধরনের প্রকারভেদ

ছবি বিক্রির ধরন নির্ভর করবে যে ছবি বিক্রি করে তার উপর। আপনি যদি কম দামে কিংবা বেশি দামে ছবি বিক্রি করতে চান সেটা আপনার ব্যাপার।
আর স্টোক ইমেজে ছবি ২টি লাইসেন্সে বিক্রি হয়ে থাকে।
১. Exclusively
২. Non-exclusively

Exclusively License: এ লাইসেন্স অনুযায়ী ছবি নিদিষ্ট একটি ওয়েবসাইটে বিক্রি হয়ে থাকে। এক্ষেত্রে আপনি ছবিগুলো অন্য কোনো ওয়েবসাইটে বিক্রির অনুমোদন পাবেন না।

Exclusive licence তুলনামুলক ভাবে ছবির বিক্রির কমিশন একটু বেশি। তবে প্রবলেম হচ্ছে যে, এখানে ছবি আপলোড করলে বিক্রির পরিমান তুলনামুলক ভাবে কমে যায়।

Non-exclusive: এ লাইসেন্স অনুযায়ী আপনি একাধিক ওয়েবসাইটে ছবিগুলো আপলোড দিতে পারবেন। তবে অসুবিধা একটাই এখানে ছবি বিক্রির কমিশন তুলনামুলক কম হয়ে থাকে।

কিন্তু একাধিক ওয়েবসাইটে ছবি আপলোড করলে তা বিক্রির পরিমান বৃদ্ধি পায়। আর আপনি ফটোগ্রাফি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
তাই ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে চাই আপনি চাইলে নন- এক্সক্লুসিভ লাইসেন্স এ ছবি বিক্রি করতে পারেন।

মোবাইল ফটোগ্রাফি করে আয়
ছবি বিক্রির ওয়েবসাইট
ফটো সেল
ফটোগ্রাফি বিক্রি
ছবি বিক্রয়

3 Comments

  1. ধন্যবাদ, এরকম আরো পোস্ট চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *