ভৈরব থেকে ঢাকা ট্রেনের সময়সূচী,টিকিট মূল্য এবং সাপ্তাহিক বন্ধের দিন ২০২২

ভৈরব থেকে ঢাকা ট্রেনের সময়সূচী,টিকিট মূল্য এবং সাপ্তাহিক বন্ধের দিন ২০২২-এ বিষয়ে যদি জানতে চান। তাহলে আজকের এই অনুচ্ছেদ টি আপনার জন্য। আজকের আলোচনার বিষয় হবে ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী টিকিট মূল্য ও ভাড়ার তালিকা। আপনি যদি ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী ইন্টার্নেট ব্রাউজিং করে জানতে চান তাহলে আমার এই অনুচ্ছেদ আপনাকে স্বাগতম। ঢাকা টু ভৈরব বাজার রুটে নিয়মিতভাবে মহানগর গোধুলী এক্সপ্রেস, পার্বত্য এক্সপ্রেস সহ বেশকিছু ট্রেন নিয়মিতভাবে যাত্রীদের পরিষেবায় নিয়োজিত। আর নিচে আমি খুব সুন্দর ভাবে টেবিল এর মাধ্যমে ভৈরব থেকে ঢাকা ট্রেনের সময়সূচী টিকিট মূল্য এবং সাপ্তাহিক বন্ধের দিন উল্লেখ করে দিব।

ভৈরব বাজার থেকে ঢাকা রুটে মহানগর গোধুলি (৭০৩), পার্বত এক্সপ্রেস (৭১০), মহানগর এক্সপ্রেস (৭২১), এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮), উপবন এক্সপ্রেস (৭৪০), তূর্ণা এক্সপ্রেস (৭৪১), এগারো সিন্ধুর গোধূলি (৭৫০), কালনী এক্সপ্রেস (৭৭৪) ও কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) নামে আন্তঃনগর ট্রেন যাতায়াত করে থাকে। নিচে আন্তঃনগর ট্রেনগুলির ভৈরব বাজার স্টেশন থেকে ছাড়ার সময় এবং ঢাকা স্টেশনে পৌছানোর সময়সূচী উল্লেখ করা হলো। তাই আপনি যদি আমার ওয়েবসাইটের নিয়মিত ভিজিটর হয়ে থাকেন তাহলে আমার ওয়েবসাইট থেকে কতটা উপকৃত তা আপনারা আমার  আর্টিকেল এর ধরন দেখে বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক, আর হ্যাঁ পুরো আর্টিকেলটি পড়ার জন্য অনুরোধ রইল।

ভৈরব থেকে ঢাকা ট্রেনের সময়সূচী

ভৈরব থেকে মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা 7 টায় ঢাকার উদ্দেশ্যে গমন করে,  আর ঢাকায় পৌঁছে রাত নয়টা পঁচিশ মিনিটে।

অপরদিকে পার্বত্য এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে গমন করে রাত ৮ টা ৫৩ মিনিটে, ঢাকা পৌঁছায় রাত 10 টা 40 মিনিটে।আর হ্যাঁ,মনে রাখবেন এই ট্রেনটি বন্ধের দিন ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। 

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে গমন করে সন্ধ্যা 5 টা 45 মিনিটে এবং ঢাকায় পৌঁছে রাত 8:10 মিনিট। আর হ্যাঁ, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন ঘোষণা করা হয়েছে শুক্রবার।

তৃণা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত 3 টা 27 মিনিটে ঢাকার উদ্দেশ্যে গমন করে এবং ঢাকায় পৌঁছায় ভোর 5 টা 15 মিনিটে।

এগারসিন্দুর প্রভাতী ঢাকার উদ্দেশ্যে গমন করে সকাল 8 টা 10 মিনিটে এবং ঢাকায় পৌঁছায় সকাল 10 টা 40 মিনিটে। আর তাছাড়া, আমি অন্যান্য ট্রেনের  সময়সূচি গুলো নিম্নের টেবিলে সংযুক্ত করা হলো। উল্লিখিত বিষয়গুলো দেখে আপনি নিশ্চিত হন যে,  ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে কোন  ট্রেনে এবং কখন রওনা দিতে চান।

ট্রেনের নাম নাম সমূহ সাপ্তাহিক বন্ধের দিন ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌছানোর সময়
মহানগর গোধুলি (৭০৩) সাপ্তাহিক কোন ছুটি নাই ১৯ঃ৪৪ ২১ঃ২৫
পার্বত এক্সপ্রেস (৭১০) মঙ্গলবার ২০ঃ৫৩ ২২ঃ৪০
মহানগর এক্সপ্রেস (৭২১) রবিবার ১৭ঃ১০ ১৯ঃ১০
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮) সাপ্তাহিক কোন ছুটি নাই ০৮ঃ১০ ১০ঃ৪০
উপবন এক্সপ্রেস (৭৪০) সাপ্তাহিক কোন ছুটি নাই  ০৪ঃ৪৭ ০৬ঃ৪৫
তূর্ণা এক্সপ্রেস (৭৪১) সাপ্তাহিক কোন ছুটি নাই ০৩ঃ২৭ ০৫ঃ১৫
এগারো সিন্ধুর গোধূলি (৭৫০) বুধবার ১৪ঃ৪৫ ১৭ঃ০৫
কালনী এক্সপ্রেস (৭৭৪) শুক্রবার ১০ঃ৫৫ ১৩ঃ০০
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) শুক্রবার ১৭ঃ৪৫ ২০ঃ১০
ভৈরব থেকে ঢাকা ট্রেনের সমায়সূচি

ভৈরব বাজার থেকে ঢাকা ট্রেনের সময়সূচী (Mail Express)

ভৈরব বাজার থেকেই ঢাকার উদ্দেশ্যে গমন করে- ঢাকা মেইল (০১), কর্ণফুলী এক্সপ্রেস (০৩), সুরমা মেইল (১০), ঢাকা এক্সপ্রেস (১০), তিতাস কমিউটার (৩৩), তিতাস কমিউটার (৩৫), ইশা খান এক্সপ্রেস (৪০), চাটলা এক্সপ্রেস (৬৭) ও কুমিল্লা কমিউটার (৮৯) নামে মেইল এক্সপ্রেস ট্রেন উল্লেখিত ট্রেনগুলো।আর নিম্নে মেইল এক্সপ্রেস ট্রেনগুলির ভৈরব বাজার স্টেশন থেকে ছাড়ার সময় এবং ঢাকা স্টেশনে পৌছানোর সময়সূচী আপনাদের বোঝার সুবিধার্থে টেবিল আকারে দেওয়া হল।

ট্রেনের নাম সমূহ সাপ্তাহিক বন্ধের দিন ট্রেন ছাড়ায় সময় ট্রেন পৌছানোর সময়
ঢাকা মেইল (০১) সাপ্তাহিক কোন ছুটি নাই  ০৪ঃ২৭ ০৬ঃ৫৫
কর্ণফুলী এক্সপ্রেস (০৩) সাপ্তাহিক কোন ছুটি নাই  ১৬ঃ৩০ ১৯ঃ৪৫
সুরমা মেইল (১০) সাপ্তাহিক কোন ছুটি নাই  ০৫ঃ০৭ ০৯ঃ১৫
ঢাকা এক্সপ্রেস (১০) সাপ্তাহিক কোন ছুটি নাই  ০২ঃ১৭ ০৬ঃ৪০
তিতাস কমিউটার (৩৩) সাপ্তাহিক কোন ছুটি নাই  ০৫ঃ৫৭ ০৮ঃ৩০
তিতাস কমিউটার (৩৫) সাপ্তাহিক কোন ছুটি নাই  ১২ঃ৫৯ ১৫ঃ১৫
ইশা খান এক্সপ্রেস (৪০) সাপ্তাহিক কোন ছুটি নাই  ১৭ঃ৫০ ২৩ঃ০০
চাটলা এক্সপ্রেস (৬৭) মঙ্গলবার ১৩ঃ৪৮ ১৫ঃ০০
কুমিল্লা কমিউটার (৮৯) মঙ্গলবার ০৮ঃ৫৮ ১২ঃ৫০

ভৈরব থেকে ঢাকা গামী ট্রেনের আসন অনুযায়ী ভাড়া

ভৈরব থেকে ঢাকা গামী ট্রেনের আসন অনুযায়ী ভাড়া না জানার কারণে অনেক জনেই বিভ্রান্তির শিকার হয়ে থাকে। তাই আমার প্রিয় পাঠকদের উদ্দেশ্যে বলি, আপনি যদি  ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ভ্রমণ কে বেছে নেন তাহলে ট্রেনের টিকিটের মূল্য আপনাকে জানতে হবে। নিম্নোক্ত টেবিল এর মাধ্যমে আসলে অনুযায়ী ভাড়া উল্লেখ করা হলোঃ

আসনের নাম সমূহ আসন অনুযায়ী টিকিটের মূল্য
শোভন ৮৫ টাকা
শোভন চেয়ার ১০৫ টাকা
প্রথম সিট ১৩৫ টাকা
প্রথম বার্থ ২০৫ টাকা
স্নিগ্ধা ১৯৬ টাকা
এসি সিট ২৩৬ টাকা
এসি বার্থ ৩৫১ টাকা

 

Exit mobile version