বিমানবন্দর টু বগুড়া ট্রেনের সময়সূচী ২০২২

বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুপ্রিয় ভ্রমণপিপাসু বন্ধুরা আসসালামু আলাইকুম।আপনারা কি ভ্রমণের উদ্দেশ্যে বিমানবন্দর থেকে বগুড়া যেতে চাচ্ছেন। তাহলে আপনারা রেলপথ কে বেছে নিতে পারেন। কারণ, রেলপথের ভ্রমণ অনেক আনন্দদায়ক ও মজাদার। ট্রেনে ভ্রমণ করলে প্রকৃতির আলো বাতাসে মন ও শরীর প্রফুল্ল থাকে। আপনারা যারা বিমানবন্দর থেকে বগুড়া যেতে চাচ্ছেন রেলপথে, তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। আজকের আর্টিকেলটিতে যা থাকছে বিমানবন্দর থেকে বগুড়া যাওয়ার সময় সূচি, টিকিটের মূল্য, রুট, ম্যাপ ইত্যাদি।
বিমানবন্দর থেকে বগুড়া যাওয়ার ট্রেনের টিকিটের মূল্য
অনেক সময় দেখা যায় ট্রেনের টিকিটের সঠিক দাম না জানার কারণে হয়রানির শিকার হতে হয়। এ থেকে পরিত্রাণের জন্য নিম্নের ছকে উল্লেখিত টিকিটের নির্ধারিত দাম নিয়ে আলোচনা করব। ট্রেনের টিকিট মূলত দুইভাবে সংগ্রহ করা যায়। অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যায় এবং টিকিট কাউন্টারে গিয়ে টিকেট সংগ্রহ করা যায়। আপনি চাইলে টিকিট কাউন্টারে গিয়ে অযথা হয়রানি না হয় ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বিমানবন্দর থেকে বগুড়াগামী ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন
যারা একটু ট্রেনের মধ্যে ভালো সার্ভিস পেতে চায় তাদের জন্য বসার আসন ভিন্ন।ট্রেনের মধ্যে বসার জন্য নর্মাল আসন ও আছে সেসবের দাম একটু কম। তাই আপনারা যেমন সার্ভিস নিতে চান যেমন সার্ভিস ট্রেনটিতে পাবেন।
ট্রেনের আসন বিভাগ | আসন অনুযায়ী টিকিটের মূল্য (১৫% ভ্যাট) |
এসি বার্থ | ১১৮০ টাকা |
এসি সিট | ৭৯০ টাকা |
স্নিগ্ধা | ৬৬০ টাকা |
প্রথম বার্থ | ৭৯০ টাকা |
প্রথম সিট | ৫২৫ টাকা |
শোভন চেয়ার | ৩৯৫ টাকা |
শোভন | ৩৩০ টাকা |
দ্রুত পড়ুন
- যমুনা ফিউচার পার্কে যাওয়ার পদ্ধতি, টিকিটের মূল্য এবং সাপ্তাহিক বন্ধের দিন
- চট্টগ্রাম টু চাঁদপুর ট্রেনের সময়সূচী ২০২১- টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, রুট ম্যাপ, ভাড়া এবং ছুটির দিন
- বিমানবন্দর টু যশোর ট্রেনের সময়সূচী ২০২১ – টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, রুট ম্যাপ, ভাড়া এবং ছুটির দিন
- উপবন এক্সপ্রেস ট্রেনের (ঢাকা টু সিলেট) সময়সূচী, টিকিটের মূল্য, বন্ধের দিন ২০২১।
- হানিফ পরিবহনের টিকিট কাউন্টারের নাম এবং অবস্থান
- শ্যামলি পরিবহনের টিকিট কাউন্টারের নাম এবং অবস্থান
- রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বন্ধের দিন, টিকিটের মূল্য ২০২১।
- এনা পরিবহনের টিকিট কাউন্টারের নাম এবং অবস্থান
বিমানবন্দর থেকে বগুড়া যাওয়ার ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)
বিমানবন্দর থেকে বগুড়া রেল পথে দুটি ট্রেন সচারাচর চলাচল করে। আপনার সুবিধা অনুযায়ী কিংবা সিডিউল অনুযায়ী যেকোনো দুইটি ট্রেনের মধ্যে একটিতে চলাচল করতে পারেন।
বিমানবন্দর থেকে বগুড়ার উদ্দেশে দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে যার একটি হচ্ছে লালমনি এক্সপ্রেস (৭৫১) এবং রংপুর এক্সপ্রেস (৭৭১)। ট্রেন দুটো বিভিন্ন সময় বিমানবন্দর থেকে বগুড়ার রুটে চলাচল করে।
তাই আপনাদের যাতায়াতের সুবিধার্থে বন্ধের দিন, ট্রেন ছাড়ার সময় ও গন্তব্যে পৌঁছার সময় নিয়ে নিচের ছকে আলোচনা করা হলো।
ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় | ট্রেনের পৌঁছানোর সময় | সাপ্তাহিক বন্ধের দিন |
লালমনি এক্সপ্রেস(৭৫১) | ২২ঃ১২ | ০৪ঃ২১ | শুক্রবার |
রংপুর এক্সপ্রেস (৭৭১) | ০৯ঃ৩৭ | ১৫ঃ৫৪ | সোমবার |
পরিশেষে একটা কথা বলতে চাই পাঠকদের উদ্দেশ্যে, আমার আর্টিকেলটিতে যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি নতুন নতুন বিষয় আর্টিকেল তৈরি করার। তাই আমার আর্টিকেল পড়ে যদি একটু উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আর্টিকেলগুলো যদি সত্যিই ভালো লাগে থাকে তাহলে আমার ওয়েব সাইটের একজন নিয়মিত ভিজিটর হবেন বলে আমি আশাবাদী। আজকের মধ্যে এখানেই শেষ করছি আবারো সালাম দিয়ে আসসালামু আলাইকুম।