বাংলাদেশ সিভিল সার্ভিস কিংবা বিসিএস ক্যাডার (BCS Cadre – www.bpsc.gov.bd) কিছু তথ্য
বাংলাদেশ সিভিল সার্ভিস কিংবা বিসিএস ক্যাডার (BCS Cadre – www.bpsc.gov.bd) কিছু তথ্যঃ এই আর্টিকেলে আপনাদের সবাইকে স্বাগতম।
বিসিএস যার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। কিন্তু সর্বাত্মক বিসিএস নামেই পরিচিত। এটি প্রাক্তন সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস অব পাকিস্তান থেকে উদ্ভূত হয়, যা উপনিবেশিক শাসনামলের ব্রিটিশ সম্রাজ্ঞী নিয়ন্ত্রিত ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উত্তরসূরি ছিল এবং স্বাধীনতার পর থেকে এটি সিভিল সার্ভিস অধ্যাদেশের দ্বারা বাংলাদেশ সিভিল সার্ভিস হিসাবে পরিচিতি লাভ করে। এর মূলনীতি ও পরিচালনা পরিষদ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত হয়। বিসিএস ক্যাডারের সংখ্যা হচ্ছে ২৬ টি।
সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি বিসিএস ক্যাডার সম্পর্কে আলোচনা করব।
সিভিল সার্ভিস কি? | বাংলাদেশ সিভিল সার্ভিস কিংবা বিসিএস ক্যাডার (BCS Cadre – www.bpsc.gov.bd) কিছু তথ্য
সিভিল সার্ভিস হচ্ছে সরকারী একটি চাকুরি। আর যে কোন দেশে সরকারী চাকুরি মোটামুটি দু ভাগে বিভক্ত করা হয়েছে।
১। মিলিটারিঃ মিলিটারি বলতে আর্মি,নেভি, এয়ারফোর্স বোঝায়।
২। সিভিলঃ আর সিভিল সার্ভিস বলতে প্রশাসন (মানে যাঁরা ম্যাজিস্ট্রেট, জেলার ডিসি, মন্ত্রনালয়ের সচিব এসব হন), পুলিশ, ট্যাক্স , পররাষ্ট্র, কাস্টমস ,অডিট , শিক্ষা ইত্যাদি ২৬টি সার্ভিসকে বোঝায়।
বিসিএস ক্যাডার মানে কি? | বাংলাদেশ সিভিল সার্ভিস কিংবা বিসিএস ক্যাডার (BCS Cadre – www.bpsc.gov.bd) কিছু তথ্য
ক্যাডার মানে হচ্ছে কোন সুনির্দিষ্ট কাজ করার জন্যে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল। সরকারী চাকুরির সুনির্দিষ্ট দায়িত্ব পালন করতে নিয়োগপ্রাপ্তদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়, তাই এদের সিভিল সার্ভিস ক্যাডার বা বিসিএস ক্যাডার বলা হয়।
বিসিএস ক্যাডার কত প্রকার? | বাংলাদেশ সিভিল সার্ভিস কিংবা বিসিএস ক্যাডার (BCS Cadre – www.bpsc.gov.bd) কিছু তথ্য
বিসিএস ক্যাডার মূলত দুই প্রকারঃ ১) জেনারেল ২) প্রফেশনাল ক্যাডার
১) জেনারেলঃ-
- বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) (বর্তমানে বিলুপ্ত)
২। প্রফেশনাল ক্যাডার
- বিসিএস (সড়ক ও জনপথ)
- বিসিএস (গণপূর্ত
- বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)
- বিসিএস (বন)
- বিসিএস (স্বাস্থ্য)
- বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
- বিসিএস (পশুসম্পদ)
- বিসিএস (মৎস্য)
- বিসিএস (পরিসংখ্যান)
- বিসিএস (কারিগরি শিক্ষা)
- বিসিএস (কৃষি)
- বিসিএস (সাধারণ শিক্ষা)
বিসিএস এর ক্যাডার সংখ্যা কতটি? | বাংলাদেশ সিভিল সার্ভিস কিংবা বিসিএস ক্যাডার (BCS Cadre – www.bpsc.gov.bd) কিছু তথ্য
বাংলাদেশ সিভিল সার্ভিসের সংখ্যা আছে হচ্ছে মোট 27 টি। বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) বিলুপ্ত হওয়ার কারণে বর্তমানে বাংলাদেশে বিসিএস ক্যাডারের মোট সংখ্যা 26 টি। বাংলাদেশ গেজেটে ১৩ নভেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত এস.আর.ও. নম্বর-৩৩৫-আইন/২০১৮ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সাথে একীভূত করা হয়েছে।
বিসিএস পরীক্ষা | বাংলাদেশ সিভিল সার্ভিস কিংবা বিসিএস ক্যাডার (BCS Cadre – www.bpsc.gov.bd) কিছু তথ্য
বাংলাদেশে প্রতি বছরে বিসিএস ক্যাডার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার কম্পিটিশন অনেক বেশি হয়। কারণ, হাজারো শিক্ষার্থীর স্বপ্ন একটাই বিসিএস ক্যাডার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা।
বিসিএস পরীক্ষার যোগ্যতা | বাংলাদেশ সিভিল সার্ভিস কিংবা বিসিএস ক্যাডার (BCS Cadre – www.bpsc.gov.bd) কিছু তথ্য
উচ্চমাধ্যমিক পাশ করার পর অনার্স ৪ বছর পাস করার পর বিসিএস পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।আর কেউ যদি তিন বছরে অনার্স পাশ করে থাকি তাহলে তাকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট করতে হবে তারপর বিসিএস ক্যাডারের জন্য আবেদন করতে পারবে। শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় শ্রেণি (3rd Class) থাকলে বিসিএস পরীক্ষায় আবেদনের অযোগ্য।
ধন্যবাদ স্যার
Good information