টিপস ও ট্রিকস

ই-পর্চা www.eporcha.gov.bd যে কোন খতিয়ান দেখতে ভিজিট করুন এই ওয়েবসাইটে

ই-পর্চা www.eporcha.gov.bd যে কোন খতিয়ান দেখতে ভিজিট করুন এই ওয়েবসাইটে এই বিষয় নিয়ে আজকের এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের মধ্যে যাদের জমি-জায়গার পরিমান একটু বেশি তারা জমির আসল মালিকানা যাচাই-বাছাই করার জন্য অনলাইনের সহয়তা গ্রহণ করে। আর সাম্প্রতিক সমায়ে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় ই- পর্চা  www.eporcha.gov.bd ওয়েবসাইটির উদ্বোধন করেন। এই ওয়েবসাইটি ব্যবহার করে জমি সংক্রান্ত তথ্য জানতে পারবেন এবং দালাল বা লোভনীয় ব্যক্তি হতে সেভ থাকবেন। 

সিএস,এসএ,বিএস,পেটি,দিয়ারা সহ ইত্যাদি খতিয়ান বা পর্চা দেখে কিংবা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন

অনলাইনে জমির মালিকানা যাচাই প্রক্রিয়া || খতিয়ান অনুসন্ধান

জমির মালিকানা যাচাই-বাছাই করার ক্ষেত্রে কোথাও গিয়ে অযথা হয়রানির স্বীকার হতে হবে না। তাই বাংলাদেশ ভুমি মন্ত্রণালয় কতৃক ওয়েবসাইটে প্রবেশ করে ঘরে বসে জমির আসল মালিকানা যাচাই-বাছাই করতে পারবেন। নিচে উল্লেখ্যিত একটি ফরম দেখতে পারবেন। 

জমির খতিয়ান

বিভাগ নির্বাচনঃ আপনার নিজস্ব বিভাগ এখানে নির্বাচন করতে হবে।

জেলা নির্বাচনঃ আপনি কোন জেলার অন্তর্ভুক্ত তা এখানে নির্বাচন করুন।

খাতিয়ান টাইপ নির্বাচনঃ আপনি মুলত কোন ধরনের খতিয়ান বের করতে চান তা নির্বাচন করুন।

উপজেলা নির্বাচন করুনঃ আপনি কোন উপজেলার অন্তর্ভুক্ত তা এখানে নির্বাচন করুন। 

মৌজা নির্বাচন করুনঃ আপনার মৌজার নাম কি তা নির্বাচন করুন। 

খতিয়ান নংঃ আপনি যে জমির খতিয়ামটি বের করতে তা এখানে সিলেক্ট করুন।

দাগ নাম্বারঃ যদি আপনার জমির দাগ নাম্বারটি থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট করুন। 

মালিকানা নামঃ মালিকানা নাম যদি থাকে তাহলে এখানে মেনশন করুন

পিতা/স্বামীর নামঃ পিতা/স্বামীর থাকলে তা এখানে নির্বাচন করুন। 

ক্যাপচা কোড লিখুনঃ এখানে উল্লিখিত ক্যাপসা কোডটির অনুরুপ ফাঁকা জায়গাতে টাইপ করুন।

সর্বশেষে, উপরোক্ত তথ্য গুলো দিয়ে পুরোন করা হলে অনুসন্ধান অপশনে ক্লিক করুন। 

 বাসায় থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করুন

আপনি যদি কর্মস্থলে কিংবা অন্য কোনো কারনে জমির খতিয়ান উত্তোলন করার ক্ষেত্রে সময় দিতে পারছেন না।  তাহলে ঘাবড়ানোর কিছুই নাই। আপনি চাইলে ডাকযোগে আপনার বাসায় জমির খতিয়ান পৌঁছে দেওয়া হবে। 

জমির খতিয়ান পেতে আবেদন করার সময় আবেদন ফরমে উল্লেখিত খতিয়ান পেতে চাই অপশনটি বেঁচে নিন। খতিয়ানটি যদি জরুরি প্রয়োজন হয়ে থাকে তাহলে ওয়েব পোর্টেলের জরুরি সেবা গ্রহণ করতে পারেন। আর এর জন্যে কিন্তু আবেদন করার ফরমে জরুরি অপশনে টিক চিহ্ন দিতে হবে। 

ভূমি সেবার হটলাইন নাম্বার 

জমি সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য এদিক সেদিকে হয়রানি না হয়ে।  আপনার হাতে থাকা মুঠো ফোনটির মাধ্যমে ভূমি সেবা হটলাইন নাম্বারে কল দিতে পারেন।  তাহলে এতে করে দেখা যাবে হয়রানি থেকে রেহাই পাবেন এবং সেখান থেকে সঠিক তথ্য গ্রহণ করতে পারবেন।  ভূমি সেবার হটলাইন নাম্বারটি হলোঃ- ১৬১২২

অনলাইন ই পর্চা  || Land gov bd

আমরা এই পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব অনলাইনে কিভাবে আপনারা  ই-পর্চার জন্য অনলাইনে আবেদন করবেন সে বিষয় নিয়ে। আপনি প্রথমে www.eporcha.gov.bd উক্ত লিংকে ক্লিক করুন। আপনার কাছে একটি সরকারি ওয়েবসাইট প্রদর্শিত হবে। সেখানে ওপরের কন্নারে দেখতে পারবেন নাগরিক ই-পর্চা নামের একটি অপশন রয়েছে। আর সেখানেই ক্লিক করলে দেখতে পারবেন  একেবারে উপরে খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদন, আবেদন ট্রাকিং, হটলাইন আবেদনকৃত এবং সর্বশেষ দেখতে পারবেন খতিয়ান প্রিন্ট। আপনার এই সমস্ত অপশনের মধ্যে খতিয়ান আবেদন এ ক্লিক করবেন। আর যদি বিষয়টি বুঝে না থাকেন তাহলে আমাদের অবগত করবেন আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ।

ই-পর্চা www.eporcha.gov.bd যে কোন খতিয়ান দেখতে ভিজিট করুন এই ওয়েবসাইটে-bdinfo71.com

ই পর্চা লগইন www.eporcha.gov.bd  জমির খতিয়ান || eporcha gov bd login

সম্মানিত পাঠকবৃন্দ আমরা এই পর্যায়ে আলোচনা করব আপনারা কিভাবে ই-পর্চা লগইন করতে পারবেন সে বিষয় নিয়ে। আপনারা যদি ই-পর্চা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনারা সঠিক জায়গায় এসেছেন। প্রথমে আপনাকে ই-পর্চা লগইন করার জন্য www.eporcha.gov.bd 

উক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নিচের ছবির মত একটি আপনারা ফরম পেয়ে যাবেন। সেখানে দুটি বক্স থাকবে তার মধ্যে একটিতে থাকবে মোবাইল নম্বর এবং অপরটিতে থাকবে পাসওয়ার্ড অপশন।

ই-পর্চা www.eporcha.gov.bd যে কোন খতিয়ান দেখতে ভিজিট করুন এই ওয়েবসাইটে-bdinfo71.com

আপনি প্রথমেই আপনার মোবাইল নম্বর কিংবা আপনার ইমেইল দিয়ে এমনকি নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। ভুলবশত যদি আপনার পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেন তাহলে ঘাবড়ানোর কিছু নেই। তাই আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন এই অপশনে ক্লিক করলেই পরবর্তীতে আপনার পাসওয়ার্ড রিসেট হবে। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা কঠিন  পাসওয়ার্ড ব্যবহার করবেন। আর যদি কোনো বিষয়বস্তু আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার নাম এবং যে বিষয়ে বোঝেনি সে বিষয়ে লিখে আমাদের কমেন্ট করবেন আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ।

ই পর্চা কি? ই পর্চার আবেদন

ই-পর্চা(#e_porcha) এমন একটি সেবা প্রক্রিয়া যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জনগণকে জমি-জমা সংক্রান্ত নানা রকম সেবা প্রদান করা হয়। আপনারা হয়তো বা অবগত  আছেন যে, পূর্বে জমিজমার রেকর্ড সংগ্রহের জন্য জমির মালিকেরা অনেক হয়রানির শিকার হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তির ছোঁয়া লেগেছে আর তারই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির কল্যাণে বর্তমানে দেশের ৬৪টি জেলায় ই-সেবা কেন্দ্র থেকে এই দলিল সহজে সংগ্রহ করা যায়। এ জন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমিজমা-সংক্রান্ত বিভিন্ন দলিল যেমন সিএস, এসএ, বিএস, বিআরএসের নকল/পর্চা/খতিয়ান কিংবা সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে।

ই-পর্চার সুবিধা || খতিয়ান/পর্চা অনুসন্ধান

বাংলাদেশ এখন অন্যান্য উন্নত দেশের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। বিশেষ করে প্রযুক্তি খাতে বাংলাদেশ এখন অনেক অবদান রাখছে। আর তারই ধারাবাহিকতায় জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবেন  www.eporcha.gov.bd উক্ত ওয়েব সাইটটিতে। আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন যে  ই পর্চার  সুবিধা সমূহ কি? আর আমরা সেই বিষয়টি নিয়ে আপনাদের জানিয়ে দেব।

নিম্নলিখিত ওয়েবসাইটি আপনারা প্রবেশ করে খুব সহজেই জমির খুটিনাটি বিষয় অর্থাৎ খতিয়ান সমূহ ডাউনলোড করে নিতে পারবেন। ই-পর্চা ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে খুব সহজেই আপনার জমির  খতিয়ান  দেখতে পারবেন। আর এর  জন্য আপনাকে দূরে কোথাও যেতে হবে না আপনার কাছে থাকে যদি একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন তাহলে খুব সহজেই আপনারা খতিয়ান বের করে নিতে পারবেন ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে ই-পর্চা ওয়েবসাইটটি ভূমি মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত। 

ই-পর্চা www.eporcha.gov.bd যে কোন খতিয়ান দেখতে ভিজিট করুন এই ওয়েবসাইটে-bdinfo71.com

খতিয়ান বা পর্চা কত প্রকার?

দেশে মূলত চার প্রকার খতিয়ান রয়েছে. আপনাদের সুবিধার্থে খতিয়ান ও পর্চা কত প্রকার সেই বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এসব বিষয়ে যদি আপনারা বুঝে না থাকেন। তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কারণ আমরা এসব বিষয় নিয়ে এর আগের লিখে পোস্ট করার চেষ্টা  করছি। 

খতিয়ান বা পর্চা হচ্ছে চার প্রকার যেমনঃ

  1. আরএস খতিয়ান। (Revisional Survey)
  2. বিএস খতিয়ান/সিটি জরিপ। (City Survey)
  3. সিএস খতিয়ান। (Cadastral Survey)
  4. এসএ খতিয়ান । (State Acquisition Survey)
  • শেষ কথা 

সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য।  আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটুও উপকৃত হন, তাহলে আমি নিজকে ধন্য মনে করবো। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয়ে আর্টিকেল লেখার। তাই আপনারা যারা আপডেট কোনো বিষয় সম্পর্কে জানতে চান তারা প্রতিনিয়ত আমার সাইটে ভিজিট করতে পারেন।  আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো সে বিষয় নিয়ে আর্টিকেল লেখার।  এই আশা ব্যক্ত করে আবারো সালাম দিয়ে শেষ করছি আচ্ছালামু আলাইকুম।

9 Comments

  1. অনেক চেষ্টা করলাম কিন্ত খুজে পেলাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *